PDA

View Full Version : নিউজ ইম্প্যাক্ট



shuvo2014
2014-11-13, 12:07 AM
প্রতিদিন ফরেক্সের অনেক নিউজ, জব রিপোর্ট, স্পিচ প্রকাশিত হয়। এগুলো মার্কেটকে প্রভাবিত করে। তাই অনেকেই এই নিউজগুলো টার্গেট করে ট্রেড করে। কিন্তু আমাদের কি সব নিউজই ট্রেড করা উচিত? সব নিউজের প্রভাব বা ইম্প্যাক্ট সমান নয়। দেখা যাক কি কি ধরনের নিউজ আসে।
১. হাই ইম্পেকট
২. মিডিয়াম ইম্পেকট
৩. লো ইম্পেকট
৪. নন ইম্পেকট:rules:

shawonrfx
2014-11-26, 12:24 PM
ফরেক্সের নিউজের জন্য সবাই প্রধানত forexfactory.com অনুসরন করে থাকে। কারন তারা সবচেয়ে ভাল নিউজ প্রকাশ করে থাকে এবং সবার আগে প্রকাশ করে। আপনি সেখানে প্রতিটি নিউজের পাশে ওপরের ৪টি চিহ্নের একটি দেখতে পাবেন। সুতরাং, চিহ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন ওই নিউজের প্রভাব কি হবে এবং সে অনুসারে ট্রেড করতে পারবেন। হাই ইম্প্যাক্ট নিউজ দ্বারা বোঝায় যে তা মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব তুলনামূলক কম হয়। লো ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব একেবারেই কম। সাদা চিহ্ন দিয়ে বোঝায় এই নিউজটি ইকোনমিক নিউজ নয়, যেমন- ব্যাংক হলিডে। যেহেতু লাল হাই ইম্প্যাক্ট এবং কমলা মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলো মার্কেটে বেশী প্রভাব ফেলে, তাই আপনি সেগুলো ট্রেড করতে বা সেগুলো মার্কেটে কি রকম প্রভাব তৈরি করতে পারে তা জেনে রাখতে পারেন।

tradeking
2015-02-24, 04:08 AM
নিউজ মার্কেট এর উপর ব্যপক প্রভাব ফেলে কারণ একটা নিউজ এর মাধ্যমে প্রকাশ পায় কোন দেশের অর্থনৈতিক অবস্থা। আর কোন দেশের অর্থর্নৈতিক অবস্থার উপর ভিত্তি করেই ওই দেশের মুদ্রার মান নির্ধারিত হয়। তবে সব সময় সব নিউজ মার্কেটে প্রভাব ফেলতে পারে না। একারণে যেকোন নিউজ আসার সাথে সাথে ট্রেড না করে একটু পরে ট্রেড করলে ভাল ফল পাওয়া যায়।

Harun1650
2015-03-12, 04:53 PM
নিউজের ইম্প্যাক্ট যে ফরেক্স মার্কেটকে দারুনভাবে পরে সেটা আর বলা লাগে না কারন একটা দেশের অর্থনৈতিক অবস্থার উপর সে দেশের কারেন্সি ইনক্রিস এবং ডিকরিস হয়। আর আমরা সাধারনত ফরেক্স ফেক্টরি তে অই সব ধরনের নিউজ দেখতে পাই এবং একটা দেশের অভ্যন্তরিন কারনে কোন প্রভাব পরবে কিনা তা অখান থেকে দেখলে বুঝতে পারি। যেই নিউজ ফরেক্সকে বেশি প্রভাবিত করবে সেটা রেড কালার চিহ্ন এবং মিডিয়ামটা কমলা চিহ্ন ও নরমালটা সাদা চিহ্ন দ্বারা দেখানো হয় যাতে করে সবাই বুঝতে পারে । কিন্তু সব ধরনের নিউজ ফরেক্স মার্কেটকে প্রভাবিত করতে পারে না।

Shimanto754
2015-05-13, 02:13 PM
হ্যা, ফরেক্স মার্কেটে নিউজ ইমপ্যাক্ট বেশ ভালোভাবে পড়ে। ফরেক্স যেহেতু অর্থনীতির ওপর ভিত্তি করে পরিচালনাও হয় সেহেতু ভালো হাই ইমপ্যাক্ট নিউজের প্রভাব তো মার্কেটে পরবেই।সকল হাই ইমপ্যাক্ট নিউউজই মার্কেটের বড় পরিবর্তন যেমন ৫০পিপস,৬০পিপস এমনকি ১০০-২০০পিপসও করে থাকে। সুতরাং হাই ইমপ্যাক্ট নিউজগুলো ভালোভাবে বুঝে নিতে হবে।

fxover
2015-09-20, 08:59 PM
হ্যাঁ ফরেক্স এ সফলতার জন্য অবশ্যই আমাদের নিউজ এনালাইসিস করতে হবে । নিউজ এনালাইসিস না করলে আমরা অনেক লস করতে পারি কারন ফরেক্স মার্কেট নিউজ এর অনেক প্রভাব পরে । যখন কোন হাই ইম্প্যাক্ট এর নিউজ প্রকাশিত হয় তখন মার্কেট এ অনেক বড় ধরনের পরিবর্তন হয় । হাই ইম্প্যাক্ট নিউজ প্রকাশিত হলে মার্কেট কয়েকশ পিপস পর্যন্ত মুভ করে থাকে । আমরা যদি এই নিউট এর ইফেক্ট বুঝতে পারি তাহলে আমরা কয়েকশ পিপস লাভ করতে পারব যা আমাদের অনেক লাভ দিবে কিন্তু আমরা যদি মার্কেট এর নিউজ এনালাইসিস না করেই ট্রেড করি তাহলে আমরা অনেক বড় লস করতে পারি ।

Jobless
2015-09-21, 11:25 AM
কোন দেশের কারেন্সির রেট বাড়বে না কমবে তা সেই দেশের নানা রকম নিউজ সমসাময়িক বিষয় ইত্যাদের উপর ও নির্ভর করে থাকে কিন্তু সর্ব ক্ষেত্রে এই সব নিউজ ফরেক্স ট্রেড এ তেমন কোন প্রভাব ফেলে না কিছু হাই ইম্পেকট যার প্রভাব অনেক বেশি তবে মিডিয়াম এবং লো এর প্রভাব তেমন পরে না বলেই চলে।

shakawath
2015-09-23, 04:05 PM
আমি মনে করি শুধু হাই ইম্পেক্ট নিউজ গুলোতে ট্রেড করা উচিত। কেননা এই সময় মার্কেট অনেক দ্রুত উঠানামা করে। আর শক্তিশালী নিউজ বলে ট্রেন্ড ভাল ভাবে নির্ধারণ করা সম্ভব হয়। লো বা মিডিয়াম ইম্পেক্ট নিউজে ট্রেড করার চেয়ে হাই ইম্পেক্ট নিউজ ট্রেডার শেন্টিমেন্ট কে দ্রুত প্রভাবিত করে।

AbuRaihan
2015-10-11, 04:08 PM
ফরেক্স মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ট্রোডার আছে যারা সবসময়ই নিউজ এর উপর নির্ভর করে ট্রেড করে এবং কোন সময় লাভবান হয় আবার কোন সময় লস করে । তবে ফরেক্স কেন্দ্রিক যে সব খবর প্রকাশিত হয় তার মধ্য হাই ইম্প্যাক্ট নিউজগুলো মার্কেটের উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে । আর এই কারণেই মুদ্রাগুলোর উপর নিউজের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়তে পারে যা ট্রেডিং এর অবস্থাকে বদলে দিতে পারে ।

basaki
2016-01-31, 10:51 PM
আমি ফরেক্স মার্কেটে খুব নতুন একজন ফরেক্স ট্রেডার আর এই কয়েকদিন ট্রেড করে যা দেখলাম বা বুঝলাম তা হচ্ছে ফরেক্স নিউজগুলো যদি মেনে ট্রেড করা যায় তবে অনেক লাভবান হয়া যাবে। কারন ফরেক্স মার্কেটে যখন নিউজ আসে তখন ফরেক্স মার্কেটের মুবমেন্ট খুব বেশি হয় নিজের ইম্পেক্টের কারনে।

younus
2016-01-31, 10:56 PM
হাই লও সবগুলো নিউজ আনাল্যসিস করে ট্রেড করতে হবে

MotinFX
2016-02-06, 11:03 AM
ফরেক্স মার্কেটে বিভিন্ন রকমের নিউজ রয়েছে যা দিয়ে ফরেক্স মার্কেট প্রভাবিত করে। চার রকমের নিউজ রিরিজ হয় যেমন এক হাই ইমপেক নিউজ, দুই মিডিয়াম ইমপেক নিউজ, তিন লো ইমপেক নিউজ, চার নন ইমপেক নিউজ। মার্কেটে দুই ধরনের নিউজে প্রভাব পরে হাই ইমপেক নিউজের কারনে ১০০-১৫০ পিপস মুভ করে

Marufa
2016-02-23, 07:17 PM
আসলে ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে নিউজ সম্পর্কে খুব ভাল ভাবে জানতে হবে । আপনি যদি নিউজ সম্পর্কে না জানেন তবে ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন না । আপনাকে অবশ্যই নিউজ এর বিষয়ে অনেক বেশি পারদর্শী হতে হবে । এজন্য আপনি বিভিন্ন ধরনের ইবুক পড়তে পারেন । যেসব ইবুক এ নিউজ সম্পর্কে বিস্তারিত বলা আছে ।

fatemaakhter
2016-02-23, 10:00 PM
একটি হাই ইমপ্যাক্ট নিউজ মার্কেটের মুভমেন্ট চোখের পলকে বদলে দিতে পারে ।যা আমরা ভাবতেও পারি না ।এটির কারনে মার্কেট দ্রুত উঠা নামা করে ৫০- ৩০০ পিপ্স পযন্ত ।তাই এসময় যারা নতুন তাদের ট্রেড করা উচিত নয় ।আবার যারা অভিজ্ঞ ট্রেডার তারা বেশ আয় করতে পারে । আমাদের নিউজ সম্পরকে জ্ঞান লাভ করতে হবে । যদি আমরা দক্ষ ট্রেডার হতে চাই ।

imran987
2016-03-02, 06:11 PM
নিউজ ইম্প্যাক্ট আলচনা দেখে আমার খুব ভালো হল।এই সম্পর্কে আমি জানতে পারলাম। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।

abdulguffer
2016-03-12, 10:25 PM
ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ার এর প্রাইস আপ/ডাউন এর ক্ষেত্রে নিউজ এর প্রভাব অনেক। ফরেক্স নিউজ এর জন্য আমার forexfactory.com ফলো করতে পারি। ফরেক্সে নিউজ ট্রেড এর জন্য হাই ইম্পেক্ট নিউজ অনুসরন করতে হবে কারন এর ফলে একটি কারেন্সি পেয়ারের প্রাইস 50 থেকে 200 পিপস পর্যন্ত আপ/ডাউন হয়।

ASADUR RAHMAN
2016-03-14, 12:41 PM
প্রতিদিন ফরেক্সের অনেক নিউজ, জব রিপোর্ট, স্পিচ প্রকাশিত হয়। এগুলো মার্কেটকে প্রভাবিত করে। তাই অনেকেই এই নিউজগুলো টার্গেট করে ট্রেড করে। কিন্তু আমাদের কি সব নিউজই ট্রেড করা উচিত? সব নিউজের প্রভাব বা ইম্প্যাক্ট সমান নয়। দেখা যাক কি কি ধরনের নিউজ আসে।

Md Akter Hossain
2016-03-14, 09:36 PM
ফরেক্স মার্কেটে যখন কোন নিউজ রিলিজ হয় তখন মার্কেটের খুব বেশি মুভমেন্ট থাকে । যার কারণে ঐ সময়টাতে ট্রেড করা অনেক বেশি ঝুকিপূর্ণ । তবে যারা এই বিষয়টাকে বুঝতে পারেন তারা ক্নিতু অল্প সময়ের মধ্যে বেশ প্রফিট করতে পারেন । তবে নতুনদের এই সময় ট্রেড না করাই ভাল ।

dwipFX
2016-05-13, 09:31 AM
ফরেক্স মার্কেটে নিউজের গুরুত্ব অনেক কারন আমরা দেখি অনেক সময় নিউজের ফলে ফরেক্স মার্কেটে সব উলট পালট হয়ে যায় তাই ট্রেড করার আগে নিউজের দুকে খেয়াল রাকতে হবে। মার্কেটে তিন রকমের নিউজ রিলিজ হয় ১,হাই ইমপেক নিউজ
২,মিডিয়াম ইমপেক নিউজ।
৩,লো ইমপেক নিউজ।

sharifulbaf
2016-05-13, 10:06 PM
ফরেক্স মার্কেটে অনেক নিউজ প্রকাশ করা হয়ে থাকে এই নিউজগুলির মধ্যে কিছু নিউজের গুরুত্ব অনেক বেশি এই। নিউজ প্রকাশের পরে মার্কেটের বড় ধরনের মুভমেন্ট হয় বিধায় অনেক ভাল প্রফিট করা যায়,তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের নিউজ দেখতে হবে তার পরে ট্রেড করতে হবে।

Sahed
2016-07-26, 08:21 PM
ফরেক্স মার্কেটে নিউজ গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে । নিউজ ট্রেডিং করার জন্য আপনাকে আগে নিউজটি ভালভাবে বুঝতে হবে । নিউজের ইফেক্ট কি আসবে তা জানা দরকার । তাছাড়া ফরেকাস্ট এবং একচুয়াল কি সে বিষয়ে ধারনা থাকতে হবে । তবে আমার মতে নিউজের সময় মার্কেটে ট্রেড না করাই ভাল কারন তখন মার্কেট খুব বেশি উটা নামা করে ।

HasanXM
2016-08-23, 12:22 PM
প্রতিদিন ফরেক্সের অনেক নিউজ, জব রিপোর্ট, স্পিচ প্রকাশিত হয়। এগুলো মার্কেটকে প্রভাবিত করে। তাই অনেকেই এই নিউজগুলো টার্গেট করে ট্রেড করে। কিন্তু আমাদের কি সব নিউজই ট্রেড করা উচিত? সব নিউজের প্রভাব বা ইম্প্যাক্ট সমান নয়। দেখা যাক কি কি ধরনের নিউজ আসে। ফরেক্সের নিউজের জন্য সবাই প্রধানত forexfactory.com অনুসরন করে থাকে। কারন তারা সবচেয়ে ভাল নিউজ প্রকাশ করে থাকে এবং সবার আগে প্রকাশ করে। আপনি সেখানে প্রতিটি নিউজের পাশে ওপরের ৪টি চিহ্নের একটি দেখতে পাবেন। সুতরাং, চিহ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন ওই নিউজের প্রভাব কি হবে এবং সে অনুসারে ট্রেড করতে পারবেন। হাই ইম্প্যাক্ট নিউজ দ্বারা বোঝায় যে তা মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব তুলনামূলক কম হয়। লো ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব একেবারেই কম। সাদা চিহ্ন দিয়ে বোঝায় এই নিউজটি ইকোনমিক নিউজ নয়, যেমন- ব্যাংক হলিডে।

milonkhanfx1993
2016-09-28, 12:36 PM
আমার মতে আপনার নিজস্ব সিস্টেম এ আপনি নিউজ এ ট্রেড করবেন,এখন যদি বলেন সেটা কি সিস্টেম আমি বলব আমার কাছের এক বন্ধু ভাল নিউজ ট্রেড করে,আর সে প্রত্যেকটা নিউজ এর ইম্পাক্ট গুলো খাতাই লিখে রাখে সাথে সাথে কিভাবে মুভমেন্ট হয় সেটাউ লিখে রাখে এবং পরে নিউজ এর সময় সেটার গড় করে ট্রেড করে থাকে।

Md Masud
2017-05-25, 06:23 PM
লো ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব একেবারেই কম। সাদা চিহ্ন দিয়ে বোঝায় এই নিউজটি ইকোনমিক নিউজ নয়, যেমন- ব্যাংক হলিডে। যেহেতু লাল হাই ইম্প্যাক্ট এবং কমলা মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলো মার্কেটে বেশী প্রভাব ফেলে । ফরেক্স মার্কেটে যখন নিউজ আসে তখন ফরেক্স মার্কেটের মুবমেন্ট খুব বেশি হয় নিজের ইম্পেক্টের কারনে ।

Mamun13
2017-05-31, 10:53 PM
হাই ইমপেক্ট নিউজ গুলো নিয়মিত প্রতিদিন লক্ষ করে এনালাইসিস করা উচিত৷নতুন ট্রেডারগণ সাবধান থাকবেন এই নিউজ আওয়ারে৷তখন ট্রেড না করাই উত্তম হবে৷এই সকল হাই ইমপেক্ট নিউজ আওয়ারে লেনদেন অনেক বেশি হয় এবং তা খুবই দ্রূত হয়৷ দেখা যায় মাত্র ৫ মিনিটের মধ্যেই ১০০/১৫০ পিপস উঠানামা করে ফেলছে৷আর সেই সুযোগে দক্ষ ট্রেডারগণ অনেক প্রফিট করেছেন আর নতুন অনেক ট্রেডারদের একাউন্ট হয়েছে একদম জিরো !

Rahat015
2017-06-16, 02:40 PM
ফরেক্সে নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়।সব নিউজ সমানভাবে ফরেক্স মার্কেটে প্রভাব ফেলে না।Forexfactory.com এ হাই ইমপেক্ট নিউজগুলো লাল রংয়ের থাকে। forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে।ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।কিছু হাই ইমপেক্ট নিউজের মুভমেন্ট দেয়া হলো
Reports Tradable Trigger Movement Range

Interest rate 0.25% 70-150 pips
GDP q/q 0.30% 70-100 pips
Non-Farmpayroll(USA) 70K 70 pips
Core CPI m/m 0.20% 50-70 pips
Core Retail sales m/m 0.50% 50-70 pips

maziz6989
2017-06-28, 09:20 AM
ফান্ডমেন্টাল এনালাইসিস এর জন্য খুবই দরকারি একটা জিনিস হল নিউজ ইমপ্যাক্ট। সাধারণত বড় নিউজ গুলো হয় হাই ইমপ্যক্ট। এই সময় আমার মত ক্ষুদ্র ট্রেডার গণ ট্রেড হতে বিরত থাকাই মনে হয় উত্তম। কেন না এত বড় বড় স্পাইক সামলানোর মত ব্যালান্স বা সাহস কোনটাই আমাদের নেই।

Momen
2017-07-24, 08:47 AM
নিউজ ইম্প্যাক্ট ফরেক্স মার্কেট এ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফরেক্স মার্কেট এ ৩ ধরনের নিউজ দেখা যায়, যেমনঃ
১। হাই নুইজ ইম্প্যাক্ট,
২। মিডিয়াম নিউজ ইম্প্যাক্ট,
৩। লো লিউজ ইম্প্যাক্ট।
হাই নিউজ ইম্প্যাক্ট এ মার্কেটের উপর ব্যাপক প্রভাব পরে, মিডিয়ামে একটু কম, লো তে খুব একটা প্রভাব দেখা যায় না।