PDA

View Full Version : চ্যানেল



shuvo2014
2014-11-13, 12:39 AM
চ্যানেল হল টেকনিক্যাল অ্যানালাইসিসের আরেকটি টুলস যা বাই বা সেল করার জন্য ভাল প্রাইস নির্ধারণ করতে আমাদের সাহায্য করে।:ok:

fxover
2015-09-16, 11:56 PM
আসলে চ্যানেল হচ্ছে দুটি ট্রেন্ড লাইন আকা । একটি হচ্ছে সাপোর্ট গুলো স্পর্শ করে এবং আর একটি হচ্ছে রেজিস্ট্যান্স গুলো স্পর্শ করে । মার্কেট যদি আপট্রেন্ডে থাকে তাহলে মার্কেট প্রাইস যদি নিচের ট্রেন্ড লাইন স্পর্শ করে তখন আমরা বাই দিলে ভালো লাভ করতে পারব আর মার্কেট প্রাইস যদি উপরের ট্রেন্ড লাইন্টি স্পর্শ করে তাহলেতখন আমরা যদি সেল করি তাহলে মার্কেট থেকে আমরা ভাল লাভ করতে পারব ।

onlyfx
2015-10-22, 08:33 PM
দুটি সমান্তরাল ট্রেন্ড লাইন এর মাধ্যমে একটি চ্যানেল গঠিত হয় । যখন মার্কেট উপরের দিকে বা নিচের দিকে নামতে থাকে তখন কিন্তু একেবারেই নেমে যায় না বা উঠে যায় না । ছোট ছোট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তৈরি করে মার্কেট চলতে থাকে । মার্কেট যদি আপট্রেন্ডে যায় তাহলে চ্যানেলের উপরের লাইন্টি রেজিস্ট্যান্স এবং নিজের লাইন্টি সাপোর্ট হিসেবে কাজ করে । চ্যানেল টেকনিক্যাল এনালাইসিস গুলোর মধ্যে খুবই গুরুত্বপুর্ন একটি টুল ।

hasan019
2015-10-26, 10:23 PM
টেকনিক্যাল অ্যানালাইসিসের এর একটি টুলস হল চ্যানেল। এতে আপনি দুটি ট্রেন্ড লাইন আকবেন। উপরের লাইন্টি হল রেজিস্ট্যান্স আর নিচের লাইন্টি হল সাপোর্ট। এটা আপনাকে বাই বা সেল করার জন্য নিদেশ দিবে।

samrat
2015-10-27, 07:22 PM
চ্যানেল এর মাধ্যমে আমরা কি নকরতে পারি । এটা আমাদের কি করেতে সাহায্য করবে । আপনারা আমাদের জানান । আসলে এটা সমপর্কে সল্প সংখক মানুষই মনে হয় জানে । আপনারা কি মনে করেন।

dinner
2015-11-29, 07:55 PM
আমরা ফরেক্স মাকেটে চ্যানেল এর সাথে অনেক ভাবে জড়িত থাকে । এই চ্যানেল ৩ প্রকার :
* ঊর্ধ্বমুখী চ্যানেল :ঊর্ধ্বমুখী চ্যানেল আঁকার জন্য আপট্রেন্ড লাইনের সমান্তরালে একটি লাইন আঁকতে হবে এবং তা সাম্প্রতিক বটম পয়েন্টগুলোর সাথে কানেক্ট করতে হবে। ট্রেন্ড লাইন আঁকার সময়ই এই লাইনটি আঁকতে হবে।
*নিম্নমুখী চ্যানেল : নিম্নমুখী চ্যানেল আঁকার জন্য ডাউনট্রেন্ড লাইনের সমান্তরালে একটি লাইন আঁকতে হবে এবং তা সাম্প্রতিক টপ পয়েন্টগুলোর সাথে কানেক্ট করতে হবে। ট্রেন্ড লাইন আঁকার সময়ই এই লাইনটি আঁকতে হবে।
*সমান্তরাল বা সাইডওয়ে চ্যানেল : যখন প্রাইস নিচের ট্রেন্ড লাইনকে হিট করবে, তখন আপনি বাই করতে পারেন। আর যদি প্রাইস ওপরের ট্রেন্ড লাইনকে হিট করে তবে আপনি সেল করতে পারেন।

basaki
2016-03-25, 01:51 PM
ফরেক্স মার্কেটে অনেকে অনেক চ্যনেল বানিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে আপনি যদি ফরেক্স মাত্রকেটে ট্রেড করতে গিয়ে একটি ভাল চ্যনেল ভানিয়ে ট্রেড করতে পারেন তবে মনে করি আপনি ফরেক্স মার্কেটে অনেক ভাল করে ট্রেড করতে পারবেন আর আপনার ট্রেডে লাভমান হতে পারবেন।

abdulguffer
2016-03-26, 04:19 AM
চ্যানেল হলো টেকনিক্যাল এনালাইসিস করার একটি কৌশল । চ্যানেল হলো দুটো সমান্তরাল ট্রেন্ড লাইন । ক্যান্ডালস্টিক চার্ট এ ক্যান্ডালস্টিক এর উপরে একটি ট্রেন্ড লাইন আঁকতে হবে এবং দ্বিতীয় ট্রেন্ড লাইন টি আকতে হবে ক্যান্ডালস্টিক এর নিচে।

abdulguffer
2016-03-26, 04:28 AM
চ্যানেল ব্যবহার করে আমরা মার্কেট আপট্রেন্ড , ডাউনট্রেন্ড বা সাইডওয়ে ট্রেন্ড হোক, উভয় ক্ষেত্রেই বাই বা সেল উভয় ট্রেড করে প্রফিট করতে পারি। চলমান মার্কেট আপট্রেন্ড, কিন্তু এই চ্যানেল আকাঁর মাধ্যমে এই আপট্রেন্ড মার্কেটেও আমরা সেল ট্রেড করে প্রফিট করবো।

abdulguffer
2016-03-26, 04:33 AM
প্রাইস যখন চ্যানেল এর উপরের ট্রেন্ড লাইন এর কাছাকাছি তখন সেল ওপেন করতে হয় এবং যখন প্রাইস নিচের ট্রেন্ড লাইন এর কাছাকাছি তখন সেল ট্রেড ক্লোজ করে প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসতে হবে। আবার প্রাইস যখন চ্যানেল এর নিচের ট্রেন্ড লাইন এর কাছাকাছি তখন বাই ওপেন করতে হয় ।

abdulguffer
2016-03-26, 04:19 PM
প্রাইস যখন চ্যানেল এর উপরের ট্রেন্ড লাইন এর কাছাকাছি তখন সেল ওপেন করতে হয় এবং যখন প্রাইস নিচের ট্রেন্ড লাইন এর কাছাকাছি তখন সেল ট্রেড ক্লোজ করে প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসতে হবে। আবার প্রাইস যখন চ্যানেল এর নিচের ট্রেন্ড লাইন এর কাছাকাছি তখন বাই ওপেন করতে হয় ।

yasir arafat
2016-04-07, 12:16 AM
এনালাইসিসের বিভিন্ন টুলসের মধ্যে চ্যানেল অন্যতম।যারা ইন্ডিকেটর ব্যবহার করে না তারা এই ধরণের চ্যানেলের মাধ্যমে চার্ট একে এনালাইসিস করে থাকে।যেমন মার্কেট উপরের রেসিসটেন্স লেভেল হিট করলে নিচে এবং একইভাবে নিচের ক্ষেত্রে উপরে যায়।

ASADUR RAHMAN
2016-04-07, 12:20 AM
আসলে চ্যানেল হচ্ছে দুটি ট্রেন্ড লাইন আকা । আমরা যদি ট্রেন্ড লাইন থিওরিকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাই এবং আপট্রেন্ড বা ডাউনট্রেন্ড লাইনের সাথে একই দিকে সমান্তরাল ভাবে আরেকটি লাইন আঁকি, তবে একটি চ্যানেল তৈরি হবে।চ্যানেল হল টেকনিক্যাল অ্যানালাইসিসের আরেকটি টুলস যা বাই বা সেল করার জন্য ভাল প্রাইস নির্ধারণ করতে আমাদের সাহায্য করে।

sharifulbaf
2016-05-19, 03:35 PM
ফরেক্স মার্কেটে আমরা যে টেকনিক্যাল এনালাইসিস করার জন্য অনেক টুলস ব্যাবহার করে থাকি তার মধ্যে চ্যানেল একটি ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর ব্যাবহার করে দেখি যে মার্কেটের গতি কোন দিকে যাবে,যদি চ্যানেল ব্রেক করে তাহলে মার্কেটের গতি পরিবর্তন হতে পারে,তাই চ্যানেল এমন ভাবে আকতে হবে যেন ভাল প্রফিট করা যায়।

dwipFX
2016-05-19, 05:33 PM
মার্কেটে যারা সঠিক ভাবে এনালাইসিস করতে পারবে তারা ফরেক্স মার্কেটে ভাল ট্রেড দিতে পারবে। চ্যানেল ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপুূর্ণ টেকনিক্যাল এনালাইসিস যারা করতে পারে তারা মার্কেটে বিভিন্ন মুভ মেন গুলো বুঝতে পারে।

Sahed
2016-07-25, 04:53 PM
চ্যানেল হল টেকনিক্যাল এ্যনালাইসিসের একটি টুলস যা বাই বা সেল প্রাইস নির্ধারনে আমাদের সাহায্য করে । চ্যানেল সাধারনত তিন প্রকার । যথা ১। ঊর্ধ্বমূখী চ্যানেল ২। নিম্নমূখী চ্যানেল ও ৩। সমান্তরাল বা সাইডওয়ে চ্যানেল । তবে খেয়াল রাখতে হবে চ্যানেল আকার সময় যেন দুটি ট্রেন্ড লাইন যেন সমান্তরাল হয় । ধন্যবাদ ।

milonkhanfx1993
2016-09-28, 12:50 AM
চ্যানেল এর উপরের টপ যাকে আমরা রেসিস্ট্যন্স হিসেবে জানি আর বটম যা আমরা সাপোরট হিসেবে ব্যাবহার করি। তবে ব্রেকাউট থেকে সাবধান আর ব্রেকাউট অনেকের জন্য আবার ভালো ট্রেডিং সুযোগ ও বটে। তবে চ্যানেল জোর করে মিলানোর চেষ্টা করবেন না। :rules:

md mehedi hasan
2016-11-12, 02:07 PM
ফরেক্স মার্কেটে চ্যালেন লাইন সম্পর্কে আমি কিছুই জানতাম না তবে আপনার পোষ্টির মাধ্যমে আমি চ্যানেল লাইন সম্পর্কে সামান্য ধারনা পেলাম।যদি কোন সদস্য চ্যলেনের ছবি পোষ্টের উপস্থাপন করতেন তাহলে চ্যালেন সম্পর্কে আরও ভালোভাবে বুঝতাম।

nbfx
2016-11-17, 07:58 PM
চ্যানেল ফরেক্সের একটি সহজ ট্রেডিং টুল ।ট্রেড লাইন দিয়ে চ্যানেল আঁকা যায়।ট্রেন্ড লাইন আঁকার জন্য মেটা ট্রেডার এর টুলস থেকে ট্রেন্ড লাইন টুল দিয়ে লাইন টানতে হয়।চ্যানেল দিয়ে খুব সহজে ট্রেড করা যায়।
লো পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয় এবং হাই পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয়।তাহলেই চ্যানেল আঁকা হয়ে যাবে।

RUBEL MIAH
2017-04-28, 03:06 PM
ট্রেন্ড লাইন্টি স্পর্শ করে তাহলেতখন আমরা যদি সেল করি তাহলে মার্কেট থেকে আমরা ভাল লাভ করতে পারব । প্রাইস যখন চ্যানেল এর নিচের ট্রেন্ড লাইন এর কাছাকাছি তখন বাই ওপেন করতে হয় । নিম্নমুখী চ্যানেল আঁকার জন্য ডাউনট্রেন্ড লাইনের সমান্তরালে একটি লাইন আঁকতে হবে এবং তা সাম্প্রতিক টপ পয়েন্টগুলোর সাথে কানেক্ট করতে হবে ।