PDA

View Full Version : Parabolic Sar



shuvo2014
2014-11-13, 12:52 AM
অধিকাংশ ইন্ডিকেটর আপনাকে নতুন ট্রেন্ড শুরু হবার সিগন্যাল দেয়। নতুন ট্রেন্ড চিহ্নিত করা যেমন জরুরি, তেমনি ট্রেন্ডের সমাপ্তি চিহ্নিত করাটাও ততটা জরুরী। যদি সঠিক সময়ে ট্রেড ক্লোজ না করা হয় তবে সঠিক সময়ে ট্রেড ওপেন করে খুব একটা লাভ নেই।

shawonrfx
2014-11-25, 05:54 PM
Parabolic SAR (Stop And Reversal) ইন্ডিকেটরটি ট্রেন্ড কখন শেষ হতে পারে সে সম্পর্কে ধারনা পেতে আমাদের সাহায্য করে । Parabolic Sar চার্টে ডট অথবা পয়েন্টের সাহায্যে ট্রেন্ডের পরিবর্তন নির্দেশ করে। অধিকাংশ ইন্ডিকেটর আপনাকে নতুন ট্রেন্ড শুরু হবার সিগন্যাল দেয়। নতুন ট্রেন্ড চিহ্নিত করা যেমন জরুরি, তেমনি ট্রেন্ডের সমাপ্তি চিহ্নিত করাটাও ততটা জরুরী। যদি সঠিক সময়ে ট্রেড ক্লোজ না করা হয় তবে সঠিক সময়ে ট্রেড ওপেন করে খুব একটা লাভ নেই।

fxover
2015-09-16, 10:08 PM
Parabolic SAR (Stop And Reversal) ইন্ডিকেটরটি ট্রেন্ড কখন শেষ হতে পারে সে সম্পর্কে ধারনা পেতে আমাদের সাহায্য করে । Parabolic Sar চার্টে ডট অথবা পয়েন্টের সাহায্যে ট্রেন্ডের পরিবর্তন নির্দেশ করে। অধিকাংশ ইন্ডিকেটর আপনাকে নতুন ট্রেন্ড শুরু হবার সিগন্যাল দেয়। নতুন ট্রেন্ড চিহ্নিত করা যেমন জরুরি, তেমনি ট্রেন্ডের সমাপ্তি চিহ্নিত করাটাও ততটা জরুরী। যদি সঠিক সময়ে ট্রেড ক্লোজ না করা হয় তবে সঠিক সময়ে ট্রেড ওপেন করে খুব একটা লাভ নেই।

ধন্যবাদ ভাই । আমি এ বিষয়টা নিয়ে ভাবতাম কিন্তু জানতাম না কিভাবে বুঝব যে কখন আবার বর্তমান ট্রেন্ডটি রিভার্সে যাবে । কিন্ত আপনার এই পোস্টের মাধ্যমে আমি আমার উত্তর পেয়ে গেলাম । আপনি যদি আরোও কিছু তথ্য জানাতে পারেন তাহলে খুব উপকার হয় । আসলে ব্যাপারটা খুবই গুরুত্বপুর্ন , তানাহলে আমরা না জেনে না বুঝে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলব । দেখা যাবে অনেক ভুল ট্রেড করে বসব ।

dinner
2015-12-05, 12:43 AM
Parabolic SAR (Stop And Reversal) ইন্ডিকেটরটি ট্রেন্ড কখন শেষ হতে পারে সে সম্পর্কে ধারনা পেতে আমাদের সাহায্য করে। Parabolic Sar চার্টে ডট অথবা পয়েন্টের সাহায্যে ট্রেন্ডের পরিবর্তন নির্দেশ করে।আপনার নতুন ট্রেন্ড চিহ্নিত করা যেমন জরুরি, তেমনি ট্রেন্ডের সমাপ্তি চিহ্নিত করাটাও ততটা জরুরী। যদি সঠিক সময়ে ট্রেড ক্লোজ না করা হয় তবে সঠিক সময়ে ট্রেড ওপেন করে খুব একটা লাভ নেই।

HKProduction
2015-12-06, 05:18 PM
প্যারাবোলিক খুবই ভাল একটি ইন্ডিকেটর। আমি শুধু এই ইন্ডিকেটরকেই বেশি পছন্দ করি। এখনও আমার গবেষণা চলছে। পুরাপুরি বুঝে উঠতে পারিনি। কেউ এর সঠিক ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে বিস্তারিত লিখলে আমরা সবাই উপকৃত হব। ইন্ডিকেটর ছাড়া ট্রেড অর্থহীন বলে মনে হয়।

ASADUR RAHMAN
2016-03-15, 12:57 PM
Parabolic SAR খুব সহজ এবং সাধারন একটি ইন্ডিকেটর। যখন ক্যানডেলের নিচে ডট আসে, তখন তা বাই সিগন্যাল বোঝায়। আর যখন ক্যানডেলের ওপরে ডট আসে তখন তা সেল সিগন্যাল বোঝায়।

Royal
2016-03-16, 10:10 AM
ইন্ডিকেটরটি ট্রেন্ড কখন শেষ হতে পারে সে সম্পর্কে ধারনা পেতে আমাদের সাহায্য করে। Parabolic Sar চার্টে ডট অথবা পয়েন্টের সাহায্যে ট্রেন্ডের পরিবর্তন নির্দেশ করে।আপনার নতুন ট্রেন্ড চিহ্নিত করা যেমন জরুরি, তেমনি ট্রেন্ডের সমাপ্তি চিহ্নিত করাটাও ততটা জরুরী। যদি সঠিক সময়ে ট্রেড ক্লোজ না করা হয় তবে সঠিক সময়ে ট্রেড ওপেন করে খুব একটা লাভ নেই।

md mehedi hasan
2016-11-05, 07:40 PM
ফরেক্স মার্কেটে টেনিক্যাল এনালাইসিস এর অন্যতম টুলস হচ্ছে ইন্ডিকেটর।ফরেক্স মার্কেটে টেনিক্যাল এনালাইসিস এর জন্য বিভিন্ন ধরনের ইন্ডিকেটর রয়েছে।একএক ট্রেডার একএক ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকে।তবে ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর ব্যবহার করার আগে তা ডেমো প্রাক্টিসে প্রযোগ করে দেখা উচিত।

Mamun13
2017-10-04, 10:34 PM
যত ইনডিকেটরের নামই বলেন না কেন কোনোও ইনডিকেটর কখোনোই সঠিক ট্রেডিং নির্দেশনা দিতে পারেনা৷ইনডিকেটর বেইজড ট্রেডিং সিস্টেম কখোনোই নিয়মিত প্রফিট দিতে পারেনা৷যতদিন এই সব ইনডিকেটর দিয়ে ট্রেড করবেন ততদিনই ভূল ট্রেডের মধ্যে থাকবেন আর আপনার মাথা-মগজ নষ্ট হতে থাকবে৷কোনোও ইনডিকেটরই সঠিক সময়ে সঠিক এন্ট্রী সিগনাল দিতে পারেনা৷