PDA

View Full Version : মেটাট্রেডারে ইন্ডিকেটর ইন্সটল করা



shuvo2014
2014-11-13, 01:01 AM
পূর্বে যে ইন্ডিকেটর গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো মেটাট্রেডারের ডিফল্ট ইন্ডিকেটর। এছাড়াও ইন্টারনেটে অনেক ইন্ডিকেটর পাওয়া যায়। বিডিপিপসের ইন্ডিকেটর সেকশনেও অনেক ইন্ডিকেটর রয়েছে।

যেভাবে মেটাট্রেডারে অতিরিক্ত ইন্ডিকেটর যোগ করবেনঃ

প্রথমে আপনার ইন্ডিকেটরটি কপি করুন। ইন্ডিকেটর সাধারানত mq4, ex4, mq5, ex5 ফরম্যাটে হবে।
তারপর যেই ফোল্ডারে আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি আছে সেই ফোল্ডারে যান।
তারপর নিচের ধাপসমূহ অনুসরন করুনঃ
C:\Program files\[MetaTrader-folder]\experts\indicators
তারপর indicators ফোল্ডারে ইন্ডিকেটরটি পেস্ট করুন।
তারপর আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি রিস্টার্ট করুন।
ইন্ডিকেটরটি আপনার চার্টে যোগ করার জন্য আপনার মেটাট্রেডার সফটওয়্যার থেকে Insert > Indicators > Custom. তারপর আপনার ইন্ডিকেটরটি সিলেক্ট করুন।:rules:

fxover
2015-09-17, 12:00 AM
পূর্বে যে ইন্ডিকেটর গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো মেটাট্রেডারের ডিফল্ট ইন্ডিকেটর। এছাড়াও ইন্টারনেটে অনেক ইন্ডিকেটর পাওয়া যায়। বিডিপিপসের ইন্ডিকেটর সেকশনেও অনেক ইন্ডিকেটর রয়েছে।

যেভাবে মেটাট্রেডারে অতিরিক্ত ইন্ডিকেটর যোগ করবেনঃ

প্রথমে আপনার ইন্ডিকেটরটি কপি করুন। ইন্ডিকেটর সাধারানত mq4, ex4, mq5, ex5 ফরম্যাটে হবে।
তারপর যেই ফোল্ডারে আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি আছে সেই ফোল্ডারে যান।
তারপর নিচের ধাপসমূহ অনুসরন করুনঃ
C:\Program files\[MetaTrader-folder]\experts\indicators
তারপর indicators ফোল্ডারে ইন্ডিকেটরটি পেস্ট করুন।
তারপর আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি রিস্টার্ট করুন।
ইন্ডিকেটরটি আপনার চার্টে যোগ করার জন্য আপনার মেটাট্রেডার সফটওয়্যার থেকে Insert > Indicators > Custom. তারপর আপনার ইন্ডিকেটরটি সিলেক্ট করুন।:rules:
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আমি অনেক দিন থেকেই এমন একটি সমাধান খুজছিলাম । আমি পিভট পয়েন্ট ইন্ডিকেটর টি আমার মেটাট্রেডার ৪ এ যোগ করতে চাচ্ছি কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে করব । আজ আপনি আমার সমস্যার সমাধান করে দিলেন । ভবিষ্যতে এমন আরোও অনেক পোস্ট করবেন যেন আমরা অনেক কিছু শিখতে পারি ।

onlyfx
2015-10-22, 08:40 PM
আপনি যদি মেটা ট্রেডার সফটয়্যারটি ইনশ্তল করতে চান তাহলে আগে আপনাকে এটি ডাউনলোড করে নিতে হবে । আর আপনি যেকোন ব্রোকার সাইটেই এই সফটোয়্যারটি পেয়ে যাবেন । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে এটি আপনার জন্য খুবই জরুরী । আপনি এই সফটওয়্যারটি ইন্সটল করে তাতে যদি আপনি আপনার ট্রেডিং একাউন্টটি যুক্ত করেন তাহলেই আপনি ট্রেড করতে পারবেন । । আর এই কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই ।

hasan019
2015-10-26, 10:14 PM
মেটাট্রেডারে কিছু ডিফল্ট ইন্ডিকেটর থাকে কিন্তু আমরা আরও ইন্ডিকেটর যোগ করতে পারি। প্রথমে ইন্ডিকেটরটি কপি করুন আর যে ফোল্ডারে মেটাট্রেডার সফটওয়্যার আছে সেখানে যান। আপনার ইন্ডিকেটরটি ইন্ডিকেটর ফোল্ডারে পেস্ট করলেই পেয়ে যাবেন সফটওয়্যার রিস্টার্ট করার পর।

dinner
2015-11-30, 11:14 AM
অনেক ইন্ডিকেটর রয়েছে। মেটাট্রেডারে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে। যেমনঃ Bollinger Bands, Moving Average, parabolic Sar ইত্যাদি। এছাড়াও অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়। আপনি সেগুলো মেটাট্রেডারে যোগ করে নিতে পারবেন। গুগলে Forex indicator লিখে সার্চ করলেই অনেক ইন্ডিকেটর পাবেন। এছাড়া বিডিপিপসের "ফরেক্স ইন্ডিকেটর" সেকশনে অনেক ইন্ডিকেটর রয়েছে। যেকোনো ইন্ডিকেটর প্রথমে ডেমোতে টেস্ট করে দেখুন। ফলাফল ভাল লাগলে তারপর রিয়েল ট্রেডে ব্যবহার করুন।

basaki
2016-03-26, 08:34 AM
মেটা ট্রেডারের ইন্ডিকেটর ব্যবহার করা খুব কথিন কাজ বলে আমি মনে করি না কারন আপনি যদি আগে মেটা ট্রেডার ইন্সটল করে তারপর সেটায় ইন্ডিকেটর ইন্সটল করেন তবেই সেটা হয়ে যাবে আর আপনি সেটা ব্যবহার করে অনেক ভাল করে ফরেক্স ট্রেড করতে পারবেন বলে আশা করি। এবং আপনি ভাল লাভ করতে পারবেন বলে আমি মনেবকরি।

yasir arafat
2016-04-07, 12:19 AM
আপনার ইন্ডিকেটর বা এক্সপাটটাকে প্রথমে কপি করে নিন।তার পর মেটাট্রেডারের ফাইল অপশন থেকে ওপেন ডাটা ফোল্ডারে যান এবং তারপর এক্সপার্ট ফোল্ডারে যান। আপনি যদি ইন্ডিকেটর ইন্সস্টল করতে চান তাহলে ইন্ডিকেটর ফোল্ডারে যান এবং এক্সপার্ট ইন্সস্টল করতে চান সেই ফোল্ডারে যান।তারপর সেখানে আপনার ফাইলটি পেষ্ট করুন।

sharifulbaf
2016-05-19, 03:42 PM
ফরেক্স মার্কেটে মেটাট্রেডার৪ ফরেক্স ট্রেডং করার ট্রেডং প্লাটফরম, এই প্লাটফরমে আমরা অনেক ইন্ডকেটর যোগ করতে পারি,কিন্তু ফরেক্স মার্কেটে আমি কোন ইন্ডকেটর যোগ করতে পারি,আমি কিন্তু কখনো ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেডিং করতে পারনাই,তাই আমি কখনো যোগ করিনেই।

dwipFX
2016-05-19, 05:36 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বিভিন্ন ইনডিকেটর দিয়ে এনালাইসিস করতে। ইনডিকেটর কখনো আমাদের কে সঠিক দিক নির্দেশনা দেয় আবার ভুল সিগনাল দেয় তবে আমাদের কে বের করতে হবে সঠিক এবং ভুল থেকে শিক্ষা নিয়ে ট্রেড করতে হবে।

md mehedi hasan
2016-12-03, 12:05 PM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর দেখে বা শুধু ইন্ডিকেটরের সাহায্য নিয়ে বা মাত্র একটি ইন্ডিকেটরের সাহায্য নিয়ে ট্রেড করা বুদ্ধি মানের কাজ হবে না।আপনি দুই থেকে তিনটি ইন্ডেকেটরের সাহায্য নিয়ে ট্রেড করতে পারেন।এতে আপনার সফলতা আসতে পারে।

Rokibul7
2020-07-16, 03:38 PM
আমি মোবাইল দিয়ে ট্রেডিং পরিচালনা করে থাকে। আমি মোবাইলে mt4 প্লাটফর্ম ব্যবহার করি। ভাই এই মোবাইলে কি এই mt4 প্লাটফর্ম এ কোন ইন্ডিকেটর ইন্সটল করা যাবে? নাকি যে ইন্ডিকেটরগুলো দেয়া আছে সেটাই ব্যবহার করতে হবে জানাবেন প্লিজ।