PDA

View Full Version : ডোমে একাইন্ট ট্রেডিং কৌশল করা রিয়াল একাউন্ট ট্রেডিং



assadul
2019-06-30, 04:16 PM
ডেমো ট্রেডিং কৌশল করে কি রিয়াল মানি ট্রেড করলে কি ফল একিই হবে নাকি ডেমো ট্রেড করলে রিয়ালের ডলারের মতো একটু ভিন্ন হবে নাকি নাকি পুরা পুরি ভিন্ন আমি ডেমোর মতো কি রিয়াল রিয়াল মানি ট্রেড করলে কোন সমস্যা সম্মুখিন হতে হবে না ডেমোর মতে ট্রেড করা বুকামি হবে।

Nikhil_Halder1966
2019-06-30, 08:23 PM
ডেমো ট্রেডিং কৌশল করে কি রিয়াল মানি ট্রেড করলে কি ফল একিই হবে নাকি ডেমো ট্রেড করলে রিয়ালের ডলারের মতো একটু ভিন্ন হবে নাকি নাকি পুরা পুরি ভিন্ন আমি ডেমোর মতো কি রিয়াল রিয়াল মানি ট্রেড করলে কোন সমস্যা সম্মুখিন হতে হবে না ডেমোর মতে ট্রেড করা বুকামি হবে।

আপাতদৃষ্টিতে রিয়েল ট্রেডিং এবং ডেমো ট্রেডিং এর মধ্যে কোন কৌশলগত পার্থক্য নেই। সেজন্য আপনি ডেমো ট্রেডিংয়ে যে ফল পাবেন রিয়েল ট্রেডিং এ সেই একই ফল পাবেন। সুতরাং এ বিষয়ে চিন্তার কোন কারণ নেই যে ডেমো ট্রেডিং এবং রিয়েল ট্রেডিং এর মধ্যে বিন্দুমাত্র পার্থক্য আছে।ডেমো ট্রেডিং এবং রিয়েল ট্রেডিং এর মধ্যে একটাই মাত্র পার্থক্য আছে সেটা হচ্ছে রিয়েল ট্রেডিং এর ব্যালেন্স আপনার ইনভেস্ট করা এবং ডেমো একাউন্ট এর ব্যালেন্স ব্রোকার এর নিজস্ব যার কোন মূল্য নেই। এই ব্যালান্স ব্যতীত আর সবকিছুই এক।এজন্যই ফরেক্স মার্কেটে যারা নতুন ট্রেডার তাদেরকে ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং করতে বলা হয় যাতে তারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারি এবং নিজেদের মতো করে একটি ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করে নিতে পারে।

alamsat
2019-06-30, 09:43 PM
আসলে ডেমো ট্রেড আমরা করি ট্রেডিং কৌশলগুলি কে সঠিক ব্যবহার করার জন্য। আপনি যদি কোন ট্রেডিং স্টাটেজি তৈরি করেন এবং সেটা রিয়েল একাউন্টে প্রয়োগ করতে যান তাহলে হয়ত কিছু ডলার লস হতে পারে। আর যদি আপনি ডেমোতে প্রাকটিক করে তারপর শিউর হয়ে স্টটেজি দিয়ে রিয়েল ট্রেড করেন তাহলে আপনার আর লস হল না। এটাই মূলত ডেমো এবং রিয়েল একাউন্টের মধ্যে পার্থক্য। এছাড়া ডেমোতে যে ট্রেড করে প্রফিট করতে পারবেন রিয়েট ট্রেড করেও সেই একই প্রফিট করতে পারবেন। বোঝাতে পেরেছি মনে হয়।

SkAbdullahaAlMamun464893
2019-06-30, 11:05 PM
ডেমো ট্রেডিং এবং রিয়াল ট্রেডিংয়ের মধ্যে কেবল একটি ভিন্নতা রয়েছে আর তা হল ডেমো ট্রেডিংয়ের ব্যালেন্স ব্রোকার সরবরাহ করে থাকে আর রিয়াল ট্রেডিংয়ের ব্যালেন্স ট্রেডারকে ডিপোর্জিট কর নিতে হয় ফলে যেহেতু ডেমো ট্রেডিংয়ের মূলধন ব্রোকারের সম্পত্তি সেই কারনে ডেমো ট্রেডিং থেকে অর্জিট প্রফিট ট্রেডার কখন উত্তোলন করতে পারবে না অন্য দিকে রিয়াল ট্রেডিং দ্বারা অর্জিত প্রফিট ব্রোকার তার ইচ্ছা খুশি মত যেকোনো সময় উত্তোলন করতে পারবেন।এছাড়া ডেমো ট্রেডিং এবং রিয়াল ট্রেডিংয়ের মধ্যে তেমন কোন পাথক্য নেই।

KANIZFATEMA1997
2019-07-01, 08:06 PM
ফরেক্স বিজনেস ডেমো ট্রেড করা খুব গুরুত্ব পূণ বিষয়।এবিষয়ে ভালো জ্ঞান থাকা দরকার আর ভালে ডেমো ট্রেড করার জন্য ভালো করে জানতে হবে।আসলে ডেমো ট্রেড আমরা করি ট্রেডিং কৌশলগুলি কে সঠিক ব্যবহার করার জন্য। আপনি যদি কোন ট্রেডিং স্টাটেজি তৈরি করেন এবং সেটা রিয়েল একাউন্টে প্রয়োগ করতে যান তাহলে হয়ত কিছু ডলার লস হতে পারে। আর যদি আপনি ডেমোতে প্রাকটিক করে তারপর শিউর হয়ে স্টটেজি দিয়ে রিয়েল ট্রেড করেন তাহলে আপনার আর লস হল না। এটাই মূলত ডেমো এবং রিয়েল একাউন্টের মধ্যে পার্থক্য। এছাড়া ডেমোতে যে ট্রেড করে প্রফিট করতে পারবেন রিয়েট ট্রেড করেও সেই একই প্রফিট করতে পারবেন।
তাছাড়া ট্রেডিং ও ভালো করার জন্য ডেমো ট্রেডে দক্ষ হতে হবে।

uzzal05
2019-07-01, 10:14 PM
সরাসরি ডেমো একাউন্ট না করে অল্প কিছু ব্যালেন্স দিয়ে লাইভ ট্রেড করা ভালো। এতে একজন ট্রেডার এর আত্মবিশ্বাস বাড়বে। কেননা ডেমো ট্রেড করে নতুন ট্রেডাররা কখনোই সিরিয়াস হতে পারবে না। সেজন্য লাইভ ট্রেড করলেই ট্রেডারদের জন্য সুাবধা এবং সে শিখতে পারবে।

WazidForex
2019-07-01, 11:15 PM
ফরেক্স এ ডেমো একাউন্ট এ ট্রেড প্রাকটিস করার পর রিয়েল এ ট্রেড করা উচিত. কেননা ডেমো থেকে একজন ট্রেডের ট্রেডিং স্ট্রাটেজি শিখে থাকে. এখানে থেকে ট্রেডের জানতে পারে কি করে সে তার লোভ সামলাবে, কিভাবে সে নিজেকে একজন দক্ষ ট্রেডের বানাবে.