PDA

View Full Version : দুই কোরিয়া সীমান্তে ট্রাম্প-কিমের ঐতিহাসিক সাক্ষাৎ



kohit
2019-07-01, 06:08 PM
দুই কোরিয়াকে বিভক্তকারী একটি বেসামরিক এলাকায় (ডিমিলিটারাইজড জোন) উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার ভৌগোলিক সীমায় প্রবেশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বেসামরিক এলাকাটিতে কিম জং উনের সঙ্গে করমর্দন করে একটি ছবি তোলার পর এ পদক্ষেপকে অনেক বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। খবর বিবিসি ও রয়টার্স।

সমালোচকরা এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে অভিহিত করছেন। কিন্তু অন্যদের মতে, এ পদক্ষেপের কারণে ভবিষ্যতের আলোচনার পথ সুগম হতে পারে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কার্যক্রম বন্ধ করার বিষয়ে অনুষ্ঠিত এ দুই নেতার শেষ আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছিল।

গত ফেব্রুয়ারিতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত ওই ব্যর্থ বৈঠকের পর এবারই সাক্ষাৎ করছেন দুই নেতা।

অসামরিকীকৃত ওই অঞ্চলে যখন উভয় নেতা নিজেদের মধ্যে দফায় দফায় করমর্দন এবং শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন আলোকচিত্রী ও নিরাপত্তাকর্মীদে ব্যতিব্যস্ত থাকতে দেখা গেছে। উভয় নেতা একে অন্যকে নিজ নিজ রাজধানীতে আমন্ত্রণ জানিয়েছেন। সীমান্তে প্রথম সাক্ষাতে কিমের প্রথম বাক্যটি ছিল, ‘আপনার সঙ্গে এ জায়গায় সাক্ষাতের প্রত্যাশা করিনি।’


নিউজ বনিকবার্তা