PDA

View Full Version : ফান্ড ম্যানেজার



DhakaFX
2019-07-08, 04:17 PM
8362
ফান্ড ম্যানেজার হিসেবে একজনও কোয়ালিটি ট্রেডারও খুজে পাওয়া যায় না, অথচ ফেসবুকে পোস্টের পর পোস্ট কতশত ফান্ড ম্যানেজারের দেখা মেলে। একেকজনের গালভরা গল্পই শোনা যায় শুধু 😥 পারলে তারা ২০০ ডলারের একাউন্টেও ফান্ড ম্যানেজ করে দিতে চায় 😶🤐
ফেসবুকে এসেছে দুই মাসও হয় নি, এরাও নিজেদের প্রফেশনাল ফান্ড ম্যানেজার হিসেবে পরিচয় দেয়। অথচ কোয়ালিটি ট্রেডার হিসাবে কোন ফান্ড ম্যানেজার ইনভেস্টর পাসওয়ার্ড সহ পাওয়া যায় না, যার কাছে আমার ফান্ড লস হবার সম্ভাবনা থাকবে না।

Montu Zaman
2019-09-04, 12:44 PM
8362
ফান্ড ম্যানেজার হিসেবে একজনও কোয়ালিটি ট্রেডারও খুজে পাওয়া যায় না, অথচ ফেসবুকে পোস্টের পর পোস্ট কতশত ফান্ড ম্যানেজারের দেখা মেলে। একেকজনের গালভরা গল্পই শোনা যায় শুধু 😥 পারলে তারা ২০০ ডলারের একাউন্টেও ফান্ড ম্যানেজ করে দিতে চায় 😶🤐
ফেসবুকে এসেছে দুই মাসও হয় নি, এরাও নিজেদের প্রফেশনাল ফান্ড ম্যানেজার হিসেবে পরিচয় দেয়। অথচ কোয়ালিটি ট্রেডার হিসাবে কোন ফান্ড ম্যানেজার ইনভেস্টর পাসওয়ার্ড সহ পাওয়া যায় না, যার কাছে আমার ফান্ড লস হবার সম্ভাবনা থাকবে না।

আমরা ট্রেডার আছি হাজার হাজার সবাই কি নিজস্ব স্ট্রেটিজি দিয়েই ট্রেড করবে? তা সম্ভব নয়।তবে তারা ট্রেড করবেন না?অবশ্যই করবেন,সিগনাল কিনবেন,ফান্ড ম্যানেজাররে সাহায্য নিবেন। দুনিয়ায় এইসবই চলছে চলবে। তবে সিগনাল কেনা মানেই স্ক্রিনশট দেখে হুমরি খেয়ে পরা না। ইনভেস্টর পাসওয়ার্ড নিন, সিগনাল দাতার হিসটরি চেক করুন তার নাড়ি নক্ষত্র তখন আপনার কাছে পরিস্কার হয়ে যাবে। ফান্ড ম্যানেজের ব্যাপারেও আগে সব বিশ্লেষণ করুন, তারপর চুক্তি করুন। আর ফান্ড ম্যানেজের জন্যে কে বলেছে আপনার ব্যালান্স কারো হাতে তুলে দিতে হবে! তাকে তো আপনি শুধু ট্রেডিং আইডি পাস দিবেন সে ট্রেড করবে প্রফিট শেয়ার মাস শেষে আপনি দিবেন। আর তার ট্রেডিং প্ল্যান ভালো কিনা,ড্রডাউন ঠিকঠাক কিনা সব যাচাই করে হিসটরি দেখেই তো সিদ্ধান্ত নিবেন।

Rassel Vuiya
2020-08-05, 06:55 PM
ফান্ড ম্যানেজ করানোর ক্ষেত্রে নিম্নোক্ত ব্যাপার গুলো ভেবে দেখতে পারেনঃ
১-একটা ডেমু একাউন্ট ম্যানেজ করতে দিতে পারেন নুন্যতম তিন মাসের জন্য,রিস্ক রিওয়ার্ড অনুযায়ী প্রপিট-লস দেখে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
২-মাসিক টার্গেট নূন্যতম রাখার চেষ্টা করা যেতে পারে, অতিরিক্ত টার্গেট অতিরিক্ত এন্ট্রি- লসের ঝুঁকি বাড়ায়।
৩-কোন এন্ট্রি এস এল খেলে, ভাই এটা কেন করলেন না,ওটা তো করতে পারতেন জাতীয় অনুরোধ ম্যানেজারের উপর সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করে,তাই সাইকোলজিক্যালি ওনাকে চাপমুক্ত রাখা ফান্ড হোল্ডারের ১ম কাজ।যেহেতু সাইকোলজি ফরেক্সের মূল।
৪.যেহেতু প্রপিট শেয়ারিং এর একটা ব্যাপার আছে,তাই অল্প ব্যালেন্স ম্যানেজ করতে দিলে রিস্কতো উনি বেশি নিবে এটাই স্বাভাবিক।
অতি অল্প ব্যালেন্স ম্যানেজ করতে না দেয়াই উত্তম। এমনও দেখেছি ৫০০$ একাউন্ট ম্যানেজ করতে দিয়ে মাসে প্রপিট শেয়ারিং এর পরে ফান্ড হোল্ডার নিজেই ২০০$ চাইলে তার একাউন্ট জিরো হওয়া স্বাভাবিক। যদিও ফান্ড ম্যানেজার শুধু প্রপিট ই করবেন এটাই তার কাম্য,লস ও যে হতে পারে এটা আমরা বেমালুম ভুলে যাই😴
ফান্ড জিরো হওয়ার ক্ষেত্রে ফান্ড হোল্ডার ও কিছু কিছু ক্ষেত্রে দায় এড়াতে পারেন না,যদিও দিনশেষে বদনাম সব শুধুই ফান্ড ম্যানেজারের🤢,
পুনশ্চঃ নিজের ইফিসিয়েন্সি গ্রো করতে কিছুটা সময় লাগলেও বা লস হলেও নিজের একাউন্ট নিজে হ্যান্ডেল করতে পারলেই বেটার। প্রপিটেবল স্ট্রেটেজি,ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও মেনে এন্ট্রি নিয়ে ও শুধু মাত্র সাইকোলজিক্যাল সমস্যার দরুন এই মার্কেটে স্ট্যাবল হতে কিছু দিন/কয়েক বছর লাগা অস্বাভাবিক কিছু নয়।
11837

SaifulRahman
2020-12-30, 06:03 PM
আমরা ট্রেডার আছি হাজার হাজার সবাই কি নিজস্ব স্ট্রেটিজি দিয়েই ট্রেড করবে? তা সম্ভব নয়।তবে তারা ট্রেড করবেন না?অবশ্যই করবেন,সিগনাল কিনবেন,ফান্ড ম্যানেজাররে সাহায্য নিবেন। দুনিয়ায় এইসবই চলছে চলবে। তবে সিগনাল কেনা মানেই স্ক্রিনশট দেখে হুমরি খেয়ে পরা না। ইনভেস্টর পাসওয়ার্ড নিন, সিগনাল দাতার হিসটরি চেক করুন তার নাড়ি নক্ষত্র তখন আপনার কাছে পরিস্কার হয়ে যাবে। ফান্ড ম্যানেজের ব্যাপারেও আগে সব বিশ্লেষণ করুন, তারপর চুক্তি করুন। আর ফান্ড ম্যানেজের জন্যে কে বলেছে আপনার ব্যালান্স কারো হাতে তুলে দিতে হবে! তাকে তো আপনি শুধু ট্রেডিং আইডি পাস দিবেন সে ট্রেড করবে প্রফিট শেয়ার মাস শেষে আপনি দিবেন। আর তার ট্রেডিং প্ল্যান ভালো কিনা,ড্রডাউন ঠিকঠাক কিনা সব যাচাই করে হিসটরি দেখেই তো সিদ্ধান্ত নিবেন।

myfxbook হলো তথাকথিত ফরেক্স গুরুদের জন্য এক আতঙ্কের নাম। myfxbook এর লিংক চাইলেই দেখবেন তাদের পেট ব্যথা শুরু হবে, ত্যনা পেঁচানো শুরু করবে। আপনি আপনার গুরুর কাছে তাঁর ট্রেডিং একাউন্টের মাইএফএক্সবুকের লিংক চেয়েই দেখুন না। কারো মাই এফ এক্স বুক ,লিঙ্ক ট্রেড প্রফিট-লস হিশট্রি সব থাকে। যদিও এইগুলা ফেইক করা যায় আর যে যার ট্রেডিং স্ট্রেটেজি ,অনুযায়ি ট্রেড করে এক ,একেক জনের শিক্ষা, চরিত্র , এক্সেপ্টেন্স ,টলারেন্স একেক রকম লাভ-লস সহ্য করার ক্ষমতা একেক রকম তাই সবার আগে এইগুলা বুঝতে হবে শিখতে হবে এর বিকল্প নাই।