PDA

View Full Version : ফরেক্স মার্কেটে নিউজ ইম্প্যাক্ট?



Panna1989
2019-07-13, 10:29 PM
ফরেক্সের নিউজের জন্য সবাই প্রধানত forexfactory.com অনুসরন করে থাকে। কারন তারা সবচেয়ে ভাল নিউজ প্রকাশ করে থাকে এবং সবার আগে প্রকাশ করে। আপনি সেখানে প্রতিটি নিউজের পাশে ওপরের ৪টি চিহ্নের একটি দেখতে পাবেন। সুতরাং, চিহ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন ওই নিউজের প্রভাব কি হবে এবং সে অনুসারে ট্রেড করতে পারবেন। হাই ইম্প্যাক্ট নিউজ দ্বারা বোঝায় যে তা মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব তুলনামূলক কম হয়। লো ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব একেবারেই কম। সাদা চিহ্ন দিয়ে বোঝায় এই নিউজটি ইকোনমিক নিউজ নয়, যেমন- ব্যাংক হলিডে। যেহেতু লাল হাই ইম্প্যাক্ট এবং কমলা মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলো মার্কেটে বেশী প্রভাব ফেলে, তাই আপনি সেগুলো ট্রেড করতে বা সেগুলো মার্কেটে কি রকম প্রভাব তৈরি করতে পারে তা জেনে রাখতে পারেন।

Md_MhorroM
2019-07-13, 10:40 PM
ফরেক্সের নিউজের জন্য সবাই প্রধানত forexfactory.com অনুসরন করে থাকে। কারন তারা সবচেয়ে ভাল নিউজ প্রকাশ করে থাকে এবং সবার আগে প্রকাশ করে। আপনি সেখানে প্রতিটি নিউজের পাশে ওপরের ৪টি চিহ্নের একটি দেখতে পাবেন। সুতরাং, চিহ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন ওই নিউজের প্রভাব কি হবে এবং সে অনুসারে ট্রেড করতে পারবেন। হাই ইম্প্যাক্ট নিউজ দ্বারা বোঝায় যে তা মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব তুলনামূলক কম হয়। লো ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব একেবারেই কম। সাদা চিহ্ন দিয়ে বোঝায় এই নিউজটি ইকোনমিক নিউজ নয়, যেমন- ব্যাংক হলিডে। যেহেতু লাল হাই ইম্প্যাক্ট এবং কমলা মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলো মার্কেটে বেশী প্রভাব ফেলে, তাই আপনি সেগুলো ট্রেড করতে বা সেগুলো মার্কেটে কি রকম প্রভাব তৈরি করতে পারে তা জেনে রাখতে পারেন।

আমরা সকলেই অবগত ফরেক্সে নিউজ মার্কেটকে অনেক প্রভাবিত করে। নিউজ দেখে এনালাইসিস করে ট্রেড করলে বেশিভাগ সময়েই টেডিং এ লাভ করা যায়। ফরেক্স ফ্যাক্টরি ছাড়াও অন্যান্য সাইট এবং এ্যাপসে এই নিজগুলো দেখা যায়। তবে আমার মতে হাই ইম্প্যাক্ট নিউজের সময় গোল্ড বিটকয়েন ইত্যাদি এগুলোতে ট্রেড না করাই ভালো।

Mazharul777
2019-07-13, 10:47 PM
আমরা সকলেই অবগত ফরেক্সে নিউজ মার্কেটকে অনেক প্রভাবিত করে। নিউজ দেখে এনালাইসিস করে ট্রেড করলে বেশিভাগ সময়েই টেডিং এ লাভ করা যায়। ফরেক্স ফ্যাক্টরি ছাড়াও অন্যান্য সাইট এবং এ্যাপসে এই নিজগুলো দেখা যায়। তবে আমার মতে হাই ইম্প্যাক্ট নিউজের সময় গোল্ড বিটকয়েন ইত্যাদি এগুলোতে ট্রেড না করাই ভালো।

আপনি বলেছেন যে হাই ইম্প্যাক্ট নিউজের সময় কিছু কারেন্সিতে ট্রেড না করতে এই কথার সাথে আমিও একমত। তবে আমি অনেক ট্রেডারকে দেখেছি যে তারা শুধুমাত্র নিউজ ট্রেডিং করে থাকেন। তবে আমার মতে নিউজের সময় মার্কেটের ভোটালিটি অনেক বেশি হবার ফলে যেমন লাভ বেশি করা যায় অনুরুপ লসটাও অনেক বেশিই হয়।

uzzal05
2019-07-13, 11:08 PM
আমি সপ্তাহের নিউজগুলি সাধারনত forexfactory.com থেকে দেখে থাকি। আর যারা ফরেক্স ট্রেডার সাধারনত বেশির ভাগ ট্রেডারগণ এই সাইট ফলো করে থাকে। যে যেভাবে ট্রেড করুক না কেন তাকে যে কোন একটা নিউজ সাইট ফলো করা উচিত। আর বড় বড় *নিউজ গুলো সব ট্রেডারদের লক্ষ্য রাখা উচিত।

jasminbd
2019-07-14, 06:59 PM
নিউজ আনল্যসিস করার জন্য সব চেয়ে সহজ উপায় হল প্রথমে খুলে বের করা কোন নিউজগুলো করেন্সিকে বেশি প্রভাবিত করে। প্রায় প্রতিদিন কোন না কোন দেশ তাদের অর্থনৈতিক নিউজ প্রাকশ করে। এখানে সবগুলো ইমপ্যাক্ট সমান নয়। কোনটি নিউজের ইমপ্যাক্ট হাই, কোনটির মিডিয়াম আবার কোনটির লো। আপনার খুজে বের করবেন কোন নিউজগুলোর হাই ইমপ্যাক্ট আছে। বেশিভাগ ক্ষেত্রে হাই ইমপ্যাক্ট নিউজ হল GDP, সেন্ট্রাল ব্যাংক এর ইন্টারেস্ট রেট, বেকারত্ব হার, ভোক্তা ব্যয়, রিটেল সেলস, মুদ্রাস্ফীতি। আর যদি Forecast থেকে Actual Reading বড় হয় তাহলে কারেন্সিকে শক্তিশালি করে।