PDA

View Full Version : ফরেক্স ফ্যাক্টরি এর নিউজ ফোরকাস্ট



SaifulRahman
2019-07-16, 04:41 PM
forex factory এর নিউজ ফোরকাস্ট!
8447
ফরেক্স ফ্যাক্টরি হল নিউজ ফোরকাস্ট একটি ওয়েব সাইট, ফলে এখান থেকে ফরেক্স ট্রেডাররা গুরত্বপূর্ণ ফরেক্স নিউজ জানতে পারে বা নিউজ সংগ্রহ করতে পারে। মুলত ফরেক্স ফ্যাক্টরি নিউজ বা খরব পাবার খুবই ভালো একটি ওয়েব সাইট এবং ওই ওয়েব সাইট থেকে ট্রেডাররা কারেন্সির ভিবিন্ন গুরুত্বপূর্ণ মুভমেন্ট সম্পর্কে ধারণা পাবার পাশাপাশী বিভিন্ন দক্ষ ট্রেদারদের এনালাইসিস ও মতামত সম্পর্কেও জানতে পারে।

Nikhil_Halder1966
2019-09-08, 01:44 PM
শুধু ফরেক্স ফ্যাক্টরি নয় এছাড়াও আরো অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ফরেক্স মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ পাওয়া যায়। তবে যেখান থেকেই নিউজ পড়ুন না কেন মার্কেটের আগাম মুভমেন্ট বুঝতে হলে এসকল নিউজ এর কোনো বিকল্প নেই। প্রতিটি নিউজে দুটি ভ্যালু বা মান থাকে। এগুলোর একটি হলো ফোরকাস্ট এবং অপরটি হলো একচুয়াল ভ্যালু। ফোরকাস্ট ভ্যালু বলতে বোঝায় একটি নির্ধারিত ভ্যালু যা পূর্ব থেকেই নির্ধারণ করা হয়। আর একচুয়াল ভ্যালুটি হলো ওই নিউজ টির প্রকাশিত মান। যদি ফোরকাস্ট এর থেকে একচুয়াল ভ্যালুর মান বেশি হয় তাহলে নিউজ টি পজেটিভ আর যদি ফোরকাস্ট থেকে একচুয়াল ভ্যালুর মান কম হয় তাহলে নিউজটি নেগেটিভ। আর নেগেটিভ হলে কারেন্সি দুর্বল হয় এবং পজিটিভ হলে কারেন্সি শক্তিশালী হয়ে থাকে। তাই কোন কারেন্সির বিপরীতে অন্য একটি কারেন্সি শক্তিশালী বা দুর্বল হলে মার্কেটের মুভমেন্ট কি হতে পারে তা আপনাদের সকলের জানা।

alamsat
2019-09-08, 02:07 PM
ফরেক্স ফ্যাক্টরী ছাড়াও আরও অনেক সাইট আছে যেখানে নিউজ সংগ্রহ করে ট্রেড করা যাই তার মধ্যে অন্যতম হল মাই এফএক্স ডট কম। এখানেওয় আপনি বেশ ভাল নিউজ দেখতে পাবেন এবং এর মোবাইল এ্যাপ্স টি অনেক ভাল কাজ করে থাকে। তাই মোবাইল দিয়েও ভাল নিউজ পর্যাবেক্ষন করা যাই। তবে সবচেয়ে গুরুপ্তপূর্ণ বিষয় হল নিউজ প্রকাশিত হওয়ার সাথে সাথে তার কোন প্রতিক্রিয়া না হলেও কিছু সময় পরে এর প্রতিক্রিয় হয় তাই হতাস না হয়ে নিউজ যদি ভাল হয় তাহলে সেই পেয়ারে বাই দিয়ে অপেক্ষা করতে হয়। মার্কেট এক সময় না এক সময় বাই মোডে আসবেই। তবে কিছু ক্ষেত্রে এটা না ও হতে পারে।

SaifulRahman
2020-04-16, 07:58 PM
10650
ফরেক্স মার্কেটে নির্ধারিত ট্রেডিং সেশনে সংশ্লিষ্ট কারেন্সির ওপর ছোট-বড় কমবেশি প্রায়ই নিউজ থাকে৷এইসব নিউজ গুলো প্রকাশিত হওয়ার সাথে সাথে মার্কেটে অনেক বেশি লেনদেন হয়ে থাকে ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পলকে 70/80/90/100 পিপস উঠানামা হয়ে থাকে৷ আমরা যখন কোনো নির্ধারিত ট্রেডিং সেশনে ট্রেড করবো তখন সংশ্লিষ্ট কারেন্সির উপর কি ধরনের “নিউজ ইম্প্যাক্ট” আসন্ন রয়েছে সেটা তাৎক্ষণিকভাবে বিভিন্ন সাইট থেকে এক নজর দেখে নেওয়া অত্যন্ত জরুরি৷যেমন forexfactory.com সাইট থেকে বিভিন্ন কারেন্সির ওপর ছোট-বড় কমবেশি বিভিন্ন ধরনের নিউজ ইম্প্যাক্ট দেখে নেওয়া যায়৷

FREEDOM
2020-04-16, 10:17 PM
ফরেক্স ফ্যাক্টরি খুবই সহায়ক একটি সাইট। এখান থেকে আমরা নিউজ সম্পর্কিত ডাটা পেয়ে থাকি। আমি প্রায় বেশিরভাগ সময়ই ট্রেড করার আগে ফরেক্স ফ্যাক্টরিতে নিউজ আপডেটগুলো দেখে থাকি এবং নিউজের উপর ডিপেন্ড করে ট্রেড করা বা বিরত থাকার সিদ্ধান্ত নেই। যারা মুলত ফান্ডামেন্টালি ট্রেড করে তাদের জন্য নিউজ এনালাইসিস করা আবশ্যই এক্ষেত্রে তারা নিউজ আপডেট জানতে পারে খুব সহজেই এসকল সাইট থেকে।

K.K.BABY
2020-04-16, 10:48 PM
ফরেক্স ফ্যাক্টরি ছাড়া ও অনেক গুলো ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইট দেখে ফরেক্স মার্কেটে ট্রেড এন্ট্রি নিয়ে থাকি।তবে মার্কেট সম্পর্কে নিউজ প্রকাশিত হওয়ার সাথে সাথে মার্কেটে অল্প সময়ের বিবর্তনে খুব বেশি মুভমেন্ট করে তাই এই মার্কেটে নিউজ প্রকাশিত হওয়ার সাথে সাথে বড় বড় ট্রেডাররা মার্কেটে ট্রেড এন্ট্রি নিয়ে থাকে।তবে ফরেক্স ফ্যাক্টরি থেকে অনেক অভিজ্ঞ ট্রেডাররা আছে যারা তাদের এনালাইসিস গুলো সিয়ার করে যা দেখে নতুন নতুন ট্রেডাররা অনেক কিছুই জানতে পারে এবং শিখতে পারে।

XXXTentacion
2020-04-17, 10:40 AM
ফরেক্স ফ্যাক্টরি হল নিউজ ফোরকাস্ট একটি ওয়েব সাইট, ফলে এখান থেকে ফরেক্স ট্রেডাররা গুরত্বপূর্ণ ফরেক্স নিউজ জানতে পারে বা নিউজ সংগ্রহ করতে পারে। মুলত ফরেক্স ফ্যাক্টরি নিউজ বা খরব পাবার খুবই ভালো একটি ওয়েব সাইট এবং ওই ওয়েব সাইট থেকে ট্রেডাররা কারেন্সির ভিবিন্ন গুরুত্বপূর্ণ মুভমেন্ট সম্পর্কে ধারণা পাবার পাশাপাশী বিভিন্ন দক্ষ ট্রেদারদের এনালাইসিস ও মতামত সম্পর্কেও জানতে পারে।

samun
2022-01-19, 12:14 PM
ফরেক্স মার্কেটের মাধ্যমে আমরা কারেন্সি লেনদেন করে আয় করতে পারে সাধারণত এই কারেন্সি প্রতিটা দেশের অর্থনৈতিক মানদণ্ডের উপর ভিত্তি করে এর কার্যক্রম পরিচালনা করা হয় আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি সাধারণত মার্কেট এনালাইসিস করে এছাড়াও আলাদা আলাদা কারেন্সির জন্য প্রতিটি সময় ফরেক্স ফ্যাক্টরি নামক সাইটে এর নিউজ প্রকাশিত হয়ে থাকে সব সময় আমরা সকল নিউজ এনালাইসিস করে দেখে তারপর ফরেক্স মার্কেটে ট্রেড নিতে পারি

Starship
2022-01-19, 03:04 PM
ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল নিউজ এর উপর ভিত্তি করে মার্কেট যথেষ্ট প্রভাব ফেলতে পারে। আর এ সকল নিউজ আমরা ফরেক্স ফ্যাক্টরিতে পেয়ে থাকি। ফান্ডামেন্টাল এনালাইসিস করার জন্য উক্ত ফরেক্সফেক্টরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে হাই ও মিড ইম্পেক্ট সম্পৃক্ত নিউজগুলো যথেষ্ট প্রভাব ফেলে। ফরেক্স মার্কেটের ট্রেডবজন্য আমাদের উচিত উক্ত ফলো করে ট্রেড করা উচিত। এমন অনেক কারণ রয়েছে যারা ফান্ডামেন্টাল এনালাইসিস না করে ট্রেড করে থাকেন যার ফলে লসের সম্মুখীন হতে হয়।