PDA

View Full Version : আমি একা ??



Hasinapx
2019-07-22, 01:17 PM
ফরেক্স মার্কেটে আছি -ভালই চলছে-প্রফিট হচ্ছ গুনগুনিয়ে গান গাইতেছি হঠাৎ মনে হয় আমি একা-কেউ মার্কেটে নেই, কারণ আমি মার্কেটের অবস্থা যেদিকে চিন্তা করি ঠিক তার বিপরীত দিকে দৌড়াতে থাকে- কোনভাবেই আর নিয়ন্ত্রনে আসে না, এভাবে যতক্ষণ ব্যালেন্স জিরো না হয় ততক্ষণ, ব্যালেন্স জিরো হওয়ার পর মার্কেট পক্ষে আসে তখন মনের অবস্থা,,,,,, আর কোন বন্ধুর এমনটা ঘটেকিনা জানিনা তবে এর রহস্যজনক কারণ কেউ জানাতে পারলে হয়ত উপকৃত হতাম বলে মনে হয়।

fxjaman
2019-07-22, 03:51 PM
ভাই দুনিয়াতে আমরা সবাই একা। আমরা শুধু প্রয়োজনে একজন আরেক জনের সঙ্গে থাকি বা আছি। যাই হোক মার্কেট সম্পর্কে আপনার ধারণা কম থাকার কারনে হয়তোবা একথা বলছেন।তবে মার্কেটের আসল রহস্যকে জানার জন্য আপনাকে অনেক স্টাডি অনেক পড়াশুনা করতে হবে। দক্ষতা বাড়াতে হবে, সঠিকভাবে এ্যানালাইসিস করতে হবে, এছাড়াও অনেক অভিজ্ঞতারও প্রয়োজন।

sofiz
2019-07-22, 04:03 PM
হ্যা এরকমটা প্রথম প্রথম আমার সাথে অনেক ঘটেছে প্রথমদিকে মনে করতাম কি হচ্ছে এসব সবসময় উল্টা হয় কেন পরে ধীরে ধীরে বুজতে শিখলাম।আসলে মার্কেট একটা ট্রেন্ড অনুসারে চলে এই ট্রেন্ড ধরতে পারলেই লস হওয়ার সম্ভাবনা টা কম থাকে।

jasminbd
2019-07-22, 06:45 PM
ফরেক্স মার্কেটে আছি -ভালই চলছে-প্রফিট হচ্ছ গুনগুনিয়ে গান গাইতেছি হঠাৎ মনে হয় আমি একা-কেউ মার্কেটে নেই, কারণ আমি মার্কেটের অবস্থা যেদিকে চিন্তা করি ঠিক তার বিপরীত দিকে দৌড়াতে থাকে- কোনভাবেই আর নিয়ন্ত্রনে আসে না, এভাবে যতক্ষণ ব্যালেন্স জিরো না হয় ততক্ষণ, ব্যালেন্স জিরো হওয়ার পর মার্কেট পক্ষে আসে তখন মনের অবস্থা,,,,,, আর কোন বন্ধুর এমনটা ঘটেকিনা জানিনা তবে এর রহস্যজনক কারণ কেউ জানাতে পারলে হয়ত উপকৃত হতাম বলে মনে হয়।

যদি আপনি এই ধরনের পরিস্থিতিতে পড়েন তাহলে বুঝতে হবে আপনার ট্রেডিং শেখা অনেক বাকি আছে। এবং আপনার বর্তমান স্ট্রেটেজিতে সমস্যা আছে বা তা পরিবর্তন করা সময় এখন। ফরেক্সে মার্কেট ট্রেড করার আগে অনেক বিষয়ে আনাল্যসিস করা দরকার। যদি আপনার স্ট্রেটেজির ৪০:৬০ প্রফিট/লস দিয়ে থাকে তাহলে সে স্ট্রেটেজি আপনার জন্য ভাল নয়। অন্তত পক্ষে ৬০:৪০ প্রফিট/লস দিতে হবে। তাই আমি আপনাকে বলব যে আপনি আপনার ট্রেডিং স্ট্রেটেজি পরিবর্তন করুন এবং আরো ভালভাবে মার্কেট আনাল্যসিস করুন। এছাড়া আপনি বিভিন্ন ব্রোকারের আভিজ্ঞ আনাল্যসিসগুলো দেখে ট্রেড নিন। আশা করি এতে অন্তত লসের পাল্লা ভারি হবে না।

Hafizfx
2019-07-22, 07:34 PM
ফরেক্স মার্কেটে আছি -ভালই চলছে-প্রফিট হচ্ছ গুনগুনিয়ে গান গাইতেছি হঠাৎ মনে হয় আমি একা-কেউ মার্কেটে নেই, কারণ আমি মার্কেটের অবস্থা যেদিকে চিন্তা করি ঠিক তার বিপরীত দিকে দৌড়াতে থাকে- কোনভাবেই আর নিয়ন্ত্রনে আসে না, এভাবে যতক্ষণ ব্যালেন্স জিরো না হয় ততক্ষণ, ব্যালেন্স জিরো হওয়ার পর মার্কেট পক্ষে আসে তখন মনের অবস্থা,,,,,, আর কোন বন্ধুর এমনটা ঘটেকিনা জানিনা তবে এর রহস্যজনক কারণ কেউ জানাতে পারলে হয়ত উপকৃত হতাম বলে মনে হয়।

ভাই এ জন্য অবশ্যয় ফরেক্স ট্র্রেড করার জন্য আপনাকে সেন্টিমেনন্টাল এ্যানালিসিস করতে হবে। অর্থাৎ চাটের দিকে তাকিয়ে দেখতে হবে মার্কেট এখন কোনদিকে যেতে পারে উপরে না নীচে। এভাবে যদি আাপনি এ্যানাালিসিস করে ট্রেড করতে পারেন তবে আাপনি সবার সাথে ট্রেড করতে পারবেন। কারন সবাই যদি বাই করে আপনিও বাই করতে পারবেন। সবশেষে একটি টিপস সেটা হল অবিজ্ঞ ট্রেডারদের এ্যানালিসিস যদি আপনার এ্যানালিসিস এর সাথে মিলে যাই তাহলে আপনি তাদের সাথে ট্রেড করতে পারবেন মানে আর আপনি একা ট্রেড করবেন না সবার সাথেই ট্রেড করতে পারবেন।