PDA

View Full Version : ব্যর্থ বনাম সফল



Hasinapx
2019-07-22, 04:32 PM
ফরেক্সে সফলতার গল্প তেমন শোনা যায়না, যার সাথেই আলাপ হয় লাভের চেয়ে লোকশানের গল্পই বেশি লম্বা হয়। অনেক সফল বন্ধুই হয়ত একমত নয় তবুও আমার উদ্দেশ্য হলো ঐ সব সফল বন্ধুদের সফলতার গল্প শুনতে চাই। তাদের জীবনে কিভাবে সফলতা এসেছে , শুরুটা কেমন ছিল , কত ইনভেস্টে কত প্রফিট এ পর্যন্ত হয়েছে তা যদি শেয়ার করা হয় তবে আমরা উৎসাহী হবো। এখানে কি আসলেই ৯৯℅ ব্যর্থ হয়?

Hafizfx
2019-07-22, 07:45 PM
ফরেক্স ট্রেড যারা করেন তাদের অধিকাংশ ট্রেডারগন লস করেন কারন ফরেক্স সম্পর্কে জ্ঞানের অভাব তাই ফরেক্স পেশায় নিয়মিত প্রফিট করতে হলে আপনাকে ফরেক্স এ অভিজ্ঞ হতে হবে। তিন ধরনের এ্যানালিসিস ভাল করে নিয়মিত করতে হবে একটি সুন্দর স্টাটেজি তৈরি করে শুধুমাত্র সেটাকে ফলো করতে হবে এবং বিভিন্ন পেয়ারের নিউজ পড়তে এবং সেগুলি নোট রাখতে হবে যাতে করে মার্কেট কোনদিকে যেতে পারে সে সম্পর্কে আপনার অগ্রিম ধারনা হয়ে যাবে এভাবে ট্রেড করতে পারলে আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন।