Log in

View Full Version : হংমেং অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের বিকল্প নয় —ক্যাথেরিন চেন



kohit
2019-07-22, 07:03 PM
চীনভিত্তিক হুয়াওয়ে হংমেং নামে নিজস্ব অপারেটিং সিস্টেম (ওএস) আনছে। আসন্ন ওএসটিকে অ্যান্ড্রয়েডের বিকল্প বলা হচ্ছে। তবে এ ধরনের আলোচনাকে ভিত্তিহীন উল্লেখ করেছেন হুয়াওয়ের পর্ষদ সদস্য ও জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ক্যাথেরিন চেন। হংমেং কোনোভাবেই অ্যান্ড্রয়েডের বিকল্প নয় বলে দাবি করেছেন তিনি। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।

ক্যাথেরিন চেন বলেন, হংমেং ওএস উন্নয়ন করা হয়েছে শিল্প খাতে ব্যবহারের উদ্দেশ্যে। এর স্মার্টফোন সংস্করণ উন্নয়ন চলছে। তবে তা কোনোভাবেই অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে উন্নয়ন করা হচ্ছে না। আমরা এখনো নিজেদের হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ব্যবহারে আশাবাদী।

গত মার্চে হুয়াওয়ে এবং মার্কিন সরকারের মধ্যে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে হুয়াওয়ের কনজিউমার বিজনেস বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড ইউ বলেন, ‘হুয়াওয়ে ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনাকে কেন্দ্র করে হুয়াওয়ে যদি অ্যান্ড্রয়েড অথবা উইন্ডোজ ব্যবহার করতে না পারে, সেজন্য স্মার্টফোন এবং কম্পিউটারের জন্য নিজস্ব অপারেটিং সিস্টেম উন্নয়ন করছে।’ এরপর থেকেই হংমেং ওএসটি নিয়ে আলোচনা শুরু হয়।

গত মাসের শুরুর দিকে এক বিবৃতিতে হুয়াওয়ে জানায়, চায়নার ট্রেডমার্ক অফিস অব ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশ থেকে ‘হংমেং’ ওএসের ট্রেডমার্ক নিবন্ধন করা

হয়েছে। এছাড়া মার্কিন বাণিজ্য বিভাগ হুয়াওয়ের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পর আরো অন্তত নয়টি দেশে এ অপারেটিং সিস্টেমের জন্য ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়, কেবল বাণিজ্য বিরোধের জেরে অ্যান্ড্রয়েড ব্যবহার থেকে সরে আসতে হলে নিজেদের হ্যান্ডসেটে হংমেং ওএস ব্যবহার করা হবে। বাধ্য করা না হলে তারা অ্যান্ড্রয়েড ব্যবহার করতে চান। গুগলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো পরিকল্পনা তাদের নেই।

নিউজ বনিকবার্তা