Log in

View Full Version : ফরেক্সে ট্রেইলিং স্টপলস।



DuckHunt
2019-07-23, 01:47 AM
ট্রেইলিং স্টপ এর কাজ হল প্রফিট ট্রেইল করা বা নিশ্চিত করা। ধরুন আপনি ১৫ পিপের ট্রেইলিং স্টপ লাগিয়েছেন কোন ট্রেডে। আপনার প্রফিট যেই ১৫ পিপ হবে সাথে সাথে আপনি যেই প্রাইসে বাই/সেল দিয়েছেন সেই প্রাইসে স্টপ লস অটোমেটিক বসে যাবে। এখন লাভ যদি ২০ পিপ হয় সেখান থেকে ১৫ পিপ পেছনে অর্থাৎ ৫ পিপ যেখানে লাভ সেই প্রাইসে স্টপ লস সেট হবে। এখন যদি মার্কেট আপনার বিপরীতে চলে যায় তবুও অই ৫ পিপ লাভই থাকবে।

Mazharul777
2019-07-23, 01:51 AM
ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করার জন্য। আসলে আমি আগে এই ট্রেইলিং স্টপলস সম্পর্কে জানতাম না। ফরেক্স মার্কেটে এটা একটা ভাল পদ্ধতি অধিক লাভ নেবার জন্য। আমার মনে হয় যারা ডেইলি ট্রেড করেন তাদের জন্য এটা খুব উপকারে আসবে।

KANIZFATEMA1997
2020-03-06, 10:18 PM
কোনো ট্রেড ওপেন করার পর অনাকক্ষিত লসের হাত থেকে নিজের একাউন্ট কে সুরক্ষা রাখার জন্য যে মার্জিন লাইন ব্যবহার করা হয়ে থাকে তাকেই স্টপলসবলে।আবার এক কথায় বলতে গেলে আপনাকে বড় ধরণের বিপদ থেকে রক্ষা করার জন্য স্টপলসের গুরুত্ব অপরিসীম। একাউন্টে যদি ব্যালেন্স থাকে তাহলে প্রতিটি ট্রেড করে লাভ করা যাবে তবে ট্রেডটি হতে পারে স্টপলস ছাড়া ট্রেড। স্টপলসকে অনেকে একাউন্ট ব্যালেন্সের রক্ষাকবজ বলে মনে করেন।

Rajib_Biswas
2020-03-26, 08:11 PM
10426
ট্রেইলিং স্টপ এর সাহায্যে আমরা আমাদের প্রফিট কে এক কথায় লক করতে পারি। অনেক সময় দেখা যায় যে মার্কেট ট্রেডের পক্ষে চলে গিয়ে হঠাৎ করে আবার বিপরিত চলে আসে। অর্থাৎ প্রফিট নেওয়ার আগেই মার্কেট অনেকখানি নীচে নেমে যায়। এসকল ক্ষেত্রে আমাদেরকে ট্রেইলিং স্টপ অনেক সাহায্য করে থাকে। আমরা যদি ট্রেডে ট্রেইলিং স্টপ ব্যবহার করি তাহলে ট্রেড প্রফিটে গেলে ট্রেলিং স্টপ যত পিপস সেট করব তত পিপস পরপর টেক প্রফিটের পরিমাণ বাড়তে থাকে। এমতাবস্তায় মার্কেট যদি হুট করেই নিচে নেমে যেতে থাকে তাহলে ট্রেইলিং স্টপ ট্রেড ক্লোজ করে দেয়। এতে আমরা যথেষ্ট প্রফিট লাভ করতে পারি। আমরা যদি 15 পিপস ট্রেলিং স্টপ ব্যবহার করি তাহলে মার্কেট 15 পিপস এর উপরে যতবার যাবে ততবার টেক প্রফিট এর পরিমাণ বাড়তে থাকবে। আর যদি 15 পিপসের নিচে নেমে আসে তাহলে ট্রেড ক্লোজ করে দিবে।

amreta
2020-03-29, 02:44 PM
ট্রেইলিং স্টপ এর কাজ হল প্রফিট ট্রেইল করা বা নিশ্চিত করা। ধরুন আপনি ১৫ পিপের ট্রেইলিং স্টপ লাগিয়েছেন কোন ট্রেডে। আপনার প্রফিট যেই ১৫ পিপ হবে সাথে সাথে আপনি যেই প্রাইসে বাই/সেল দিয়েছেন সেই প্রাইসে স্টপ লস অটোমেটিক বসে যাবে। এখন লাভ যদি ২০ পিপ হয় সেখান থেকে ১৫ পিপ পেছনে অর্থাৎ ৫ পিপ যেখানে লাভ সেই প্রাইসে স্টপ লস সেট হবে। এখন যদি মার্কেট আপনার বিপরীতে চলে যায় তবুও অই ৫ পিপ লাভই থাকবে।

বিলকুল সর আপনে বহুত হাই আচি থাহে সমঝানে হ্যা হামা ফরেক্স মেইন স্টপ-লস ইস্তামাল করতে হায় ট্রেড কারেঙ্গে তো হাম বহুত হাই হারা আচে ট্রেড এবং হেই হ্যাঁ হ্যাঁকে হ্যা হ্যা হ্যা ট্রে ম্যানেজমেন্ট সহ। আপনার স্টপ-লোকস আপনার ক্ষতিও পুনরুদ্ধার করার লক্ষ্য হতে হবে

K.K.BABY
2020-03-31, 12:11 PM
ফরেক্স মার্কেটে অধিকাংশ বড় বড় ট্রেডাররা স্টোপ লস সেট করে ট্রেড এন্ট্রি নিয়ে থাকে।কিন্তু অধিকাংশ নতুন ট্রেডাররা স্টোপ লস সেট করে না তার কারন তারা লসকে মেনে নিতে পারেনা।আর এইটা হলো নতুন ট্রেডারদের জন্য সব থেকে বড় বোকামি।তার কারন একটা সময় এমন হতে পারে আপনি ভাল করে অর্থাৎ সিয়র না হয়ে আপনি ট্রেড এন্ট্রি নিলেন কিন্তু পরে দেখা গেলো মার্কেট আপনার ট্রেডের বিপরীতে মুভ করতেছে।কিন্তু আপনি মনে করলেন যে মার্কেট আবার ফিরে আপনার লসটাকে লাভে পরিনত করবে এই ভেবে আপনি ট্রেড ও ক্লোজ করলেন না।একটা সময় আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।তাই ফরেক্স মার্কেট একটি রিস্ক মার্কেট এই মার্কেটে লাভ মেনে নিতে হবে এনং লস কে ও মেনে নিতে হবে।

SR12
2020-03-31, 12:22 PM
আপনাকে ধন্যবাদ এমন সুন্দর তথ্য দেওয়ার জন্য বিসয়টা আমি আগে এভাবে ভাবিনি। তবে বিষয়টা খুবই ভালো লাগলো আমার এই সিসটেমের মাধ্যমে আমাদের লস খাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমবে বলে আমি মনে করি। আর এরকম সিস্টেমে করতে পারলে ভালো প্রফটিও আসতে পারে বলে আমার মনে হচ্ছে।

Rokibul7
2020-03-31, 12:26 PM
ধন্যবাদ ভাই,ট্রেইলিং স্টপ দেখানোর জন্য। আজকে নতুন কিছু শিখলাম।ফোরাম আসলে ফরেক্স শিক্ষার বিরাট সমুদ্র

Suriya Sultana Hira
2020-03-31, 01:45 PM
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই,,, যে এতো সুন্দর করে একটা পোস্ট করার জন্য এবং সেই পোস্টের কার্যকরীতা এতো সুন্দর করে বুঝিয়ে বলার জন্য । আমি আসলে এই ফরেক্স মার্কেটে একদমই নতুন । এই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে কোনো কিছুই শেখা হয়নি । তাই আমি এই ফরেক্স বাংলা ফোরামে পোস্ট করার মাধ্যমে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করছি এবং সেই সাথে ডেমো ট্রেড করে ভালো ট্রেডিং দক্ষতা অর্জন করার চেষ্টা করছি,,,,,, ধন্যবাদ ।

XXXTentacion
2020-04-11, 12:02 PM
, একটি চার্ট রয়েছে এবং সেই জায়গায় আমরা ট্রেন্ট লাইনটি দেখতে পাই এবং আপনি যদি ট্রেড লাইন অনুসরণ করে বাণিজ্য করেন তবে আপনি ফরেক্স মার্কেট ট্রেড লাইন প্রবাহিত হওয়ায় লাভ করতে সক্ষম হবেন। অতএব, আপনি যদি ট্রেড লাইনের দিকটি লক্ষ্য করেন তবে আপনার ব্যবসায়ের সম্ভাবনা কম। আপনি যদি দেখেন যে ট্রেড লাইনটি কোনও আপগ্রেডের দিকে এগিয়ে চলেছে, আপনি লাইনটি না ভাঙা অবধি বাণিজ্যটি উন্মুক্ত রাখতে পারবেন এবং যদি ব্রেকআপ হয়ে যায়