PDA

View Full Version : ধনী-গরিব ????



Hasinapx
2019-07-23, 11:29 AM
আগের দিনে শুধুমাত্র ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পেলেও বর্তমানে মাত্র ১ ডলার দিয়েও ফরেক্স ট্রেড শুরু করা যায়, তাইতো গরিব থেকে ধনী হওয়ার উপায়স্বরূপ ব্রোকারই ফ্রী ডেমো ট্রেড অর্থাৎ ভার্চুয়াল মানি দিয়ে ট্রেড করে নিজেকে প্রস্তুত করে সাফল্য পেলে ডিপোজিট করে রিয়েল ট্রেড শুরু করার । এছাড়াও আপনার কারনে কেউ উৎসাহি হয়ে ডিপোজিট করলে সেক্ষেত্রে আপনি তাদের ট্রেড পরিচালনা করতে পারেন এবং তাদের লাভের একটি অংশ আপনি পাবেন।

fxjaman
2019-07-23, 12:03 PM
ভাই ফরেক্স মার্কেটে ধনী-গরিব বলে কিছু নেই। এখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন। এখানে আপনার অভিজ্ঞতাই হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং কেউ যদি চায় এই ব্যবসা দিয়ে তার ভবিষ্যতকে গড়ে তুলবেন, তাহলে তাকে অবশ্যই অনেক ধৈর্য্য নিয়ে প্রকৃত জ্ঞানার্জনের মাধ্যমে দক্ষতার সাথে ট্রেড করতে হবে।

Hredy
2019-07-23, 03:56 PM
ফরেক্স সকলের জন্য উন্মুক্ত এখানে যেমন 1000 ডলার ইনভেস্ট করা যায় তেমনি 1 ডলার ইনভেস্ট করেও ট্রেড করা যায়। এখানে ধনী গরীব উভয়ই মুক্তভাবে ব্যবসায় করতে পারে কোন বিশেষ শর্ত ছাড়া। ব্রোকাররা যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না তাদের জন্য বোনাস এর ব্যবস্থা করে ট্রেড করার সুযোগ করে দিচ্ছে। এর ফলে ধনীদের পাশাপাশি গরীবরাও এই ব্যবসায় সমানতালে অংশগ্রহন করতে পারছে।

AMIRSHIKDER976
2019-07-23, 05:25 PM
ফরেক্স একটি সর্বজনীন পেশা বা বিজনেস যে কোন কর্ম বা পেশার মানুষ এখানে কাজ করতে পারে। ধনী-গরীব জাতি বর্ণ নির্বিশেষে সকলেই ফরেক্স এ কাজ করতে পারে এখানে কোন নিষেধাজ্ঞা নেই। সঠিক ডকুমেন্ট থাকলে যে ধনী সেও কাজ করতে পারবে যে গরিবদের কাজ করতে পারবে। সকল শ্রেণীর মানুষের জন্য একটি উন্মুক্ত পেশা তাই ফরেক্স এত জনপ্রিয়।

KF84
2019-07-23, 05:29 PM
আসলে ফরেক্সে ধনী গরিব বলে কিছু নেই । সবাই যার যার সাধ্যমত এখানে বিনিয়োগ করতে পারেন । ফরেক্স একটি বিশ্বব্যাপী অর্থনৈতিক মুদ্রা বাজার । তবে এভাবে বলা যেতে পারে যে সকল লোক ফরেক্সকে শুধুমাত্র খেলা হিসেবে মনে করেন এবং ফরেক্স শিখতে আগ্রহবোধ করেন না , তারাই একটি সময় তাদের লোভের কারনে অর্থনৈতিকভাবে খতিগ্রস্থ হন । আমি এই পর্যায়ের সকলকেই গরিব বলব আর যারা প্রকৃত পক্ষেই ফরেক্সকে বেবসা হিসেবে দেখে তার লাভ ক্ষতি মাথায় রেখে ফরেক্স শিখতে চান তারাই আসলে ধনী ।

TanjirKhandokar1994
2019-07-23, 05:53 PM
আমরা সকলেই জানি যে ফরেক্স ট্রেডিং হলো একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস। আর ভাই ফরেক্স মার্কেটে ধনী-গরিব বলে কিছু নেই। এখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন।পৃথিবীর যেখানে থাকুক না কেন ।আর এখানে আপনার অভিজ্ঞতাই হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং কেউ যদি চায় এই ব্যবসা দিয়ে তার ভবিষ্যতকে গড়ে তুলবেন তাহলে তাকে অবশ্যই অনেক ধৈর্য্য নিয়ে প্রকৃত জ্ঞানের মাধ্যমে দক্ষতার সাথে ট্রেড করতে হবে। এবং ফরেক্সের সকল নিয়ম কানুন মেনে ট্রেড করতে হবে। ধন্যবাদ

ARIFULISLAM1996
2019-07-23, 09:02 PM
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে ধনী-গরীব বলতে কোন জিনিস নেই। এই ব্যবসা সবার জন্য উন্মুক্ত। যে কোন পেশার মানুষই এ ব্যবসা করতে পারেন তাতে কোন সমস্যা নেই। আর এজন্যই ফরেক্স এত জনপ্রিয় একটি ব্যবসা। আমি মনে করি যে ফরেক্স মার্কেট সম্পর্কে যে যত বেশি অভিজ্ঞ সে ততো বেশি লাভবান হয়। ফরেক্স থেকে ভালো কিছু পেতে হলে আগে বিস্তারিত জানতে হবে।আপনি যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং দক্ষ না হন তাহলে আপনার যদি বিশাল অংকের ব্যালেন্স থাকে তবুও তা জিরো হতে সময় লাগবে না।মনে রাখবেন ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যাবসা যার সামান্য ভুল আপনাকে পথে বসিয়ে দিতে পারে। আর ধনী-গরীব সৃষ্টিকর্তার দান। ধনী-গরীব নিয়ে বিভিন্ন মনীষীদের বিভিন্ন মতামত রয়েছে। কথায় আছে গরীব হয়ে জন্ম নেওয়াটা দোষের নয় কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা বড় ব্যাপার।তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স এর নিয়ম কানুন মেনে চলে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে ফরেক্স এনালাইসিস গুলো যথাযথ ব্যবহার করেন তাহলে আপনি ফরেক্স থেকে ভালো কিছু পেতে পারেন যা আপনাকে আর্থিক স্বাবলম্বী করে তুলবে।