PDA

View Full Version : ভেরিফাই সমস্যা



Hasinapx
2019-07-23, 12:38 PM
নেটেলার এবং স্ক্রিল এ এ্যাকাউন্ট ভেরিফাই করার বিকল্প কোন উপায় আছে কিনা জানি না তবে একই পদ্ধতিতে অন্য জনের ভেরিফাইড হলেও আমার এ্যাকাউন্টটি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেও কোনভাবেই ভেরিফাই করতে পারিনি। ভালো-সহজ কোন পথ কারো জানা থাকলে শেয়ার করলে উপকৃত হতাম। অথবা লেনদেনের জন্য আর ভালো কোন মাধ্যম আছে কিনা জানালে ভালো হতো ।

Mahmud1984fx
2019-09-09, 11:32 AM
আমার জানামতে নেটেলার এবং স্ক্রিলে ভেরিফাই করতে একটু সময় তবে বার বার ট্রাই করলে একসময় সফল হওয়া যায়। তবে এক্ষেত্রে ডকুমেন্টগুলি প্রোপারলি হতে হবে এবং আপলোড করতে হবে না লাইভ সাপোর্টে যোগাযোগ করতে হবে। যে কোন ভেরিফাই করতে গেলে একটু সমস্যায় পড়তে হয়ে কারণ যেহেতু বাইরের কোম্পানী সেহেতু ঝামেলাই পড়তে হয়।

habibi
2019-09-09, 06:50 PM
নেটেলার এবং স্ক্রিল এ এ্যাকাউন্ট ভেরিফাই করার বিকল্প কোন উপায় আছে কিনা জানি না তবে একই পদ্ধতিতে অন্য জনের ভেরিফাইড হলেও আমার এ্যাকাউন্টটি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেও কোনভাবেই ভেরিফাই করতে পারিনি। ভালো-সহজ কোন পথ কারো জানা থাকলে শেয়ার করলে উপকৃত হতাম। অথবা লেনদেনের জন্য আর ভালো কোন মাধ্যম আছে কিনা জানালে ভালো হতো ।

আপনি কোন মেথডে স্ক্রিল এবং নেটেলার অ্যাকাউন্ট ভেরিফিকেসনের জন্য চেষ্টা করেছেন তা উল্লেখ করলে ভাল হত। স্ক্রিল এবং নেটেলার সব ডকুমেন্ট ভ্যালিড হতে হবে। স্ক্রিল এবং নেটেলার ভেরিফিকেশনের পদ্ধিতি প্রায় পরিবর্তন হয়ে। স্ক্রিল এবং নেটেলার ভেরিকেশনের জন্য আপনাকে যে জিনিসগুলো লাগবে সেগুলো হল
১। নির্দিষ্ট পরিমান ডিপোজিট
২। ফেসবুক আইডি( অপশনাল)
৩। জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স দিয়ে নাম ভেইফিকেশন
৪। ঠিকানা ভেরিফেকেশন( ব্যাংক স্টেটমেন্ট)
৫। আপনার আইডি কাজের সাথে নিজের সেলফি
এই লিঙ্ক থেকে আরেও জানতে পারবেন
https://www.skrill.com/en/support#/path/ACCOUNT/Verifications/

Emarif1992
2019-11-11, 10:51 PM
স্কিল একাউন্ট ভেরিফাই করাটা বর্তমানে এতটাই মুশকিল হয়ে পরেছে যে বলাই বাহুল্য৷ ইউটিলিটি বিল ডকুমেন্টস বার বার সাবমিট করেও রিজেক্ট খাচ্ছি৷ তাই এখন আর বুঝতেই পারছি না যে কিভাবে ভেরিভাই করবো আমার স্কিল একাউন্টটা৷ আর অন্য কোন ডকুমেন্টসও আমার কাছে নেই যেটা দ্বারা আবার চেষ্টা করবো৷

MdRubelShaikh
2019-11-16, 09:37 PM
আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি কিন্তুু এখুনো ফরেক্স অ্যাকাউন্ট ওপেন করতে পারছিনা।কিভাবে যে অ্যাকাউন্ট ওপেন করব বুঝতে পরছিনা।যদি কেউ আমাকে বলেন যে কিভাবে খুব সহজে ওপেন করা যায়।

FREEDOM
2020-06-17, 11:54 AM
নেটেলার স্ক্রিল ভেরিফাই করার পদ্ধতি একইরকম। এখন আপনি কি পদ্ধতিতে ভেরিফাই করার চেষ্টা করেছেন এবং কি কারনে ভেরিফাই করতে পারছেন না সেটা উল্লেখ করেননি। তবে এখন একটু হার্ড করেছে ভেরিফাই করার প্রক্রিয়া। এখন আপনাকে আপনার আইডি কার্ডের উভয় পাশের ছবি আপলোড করতে হবে এবং আপনার নাম ও ঠিকানা সম্বলিত একটি ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে আর সবশেষে আপনাকে একটা কোড দিবে সাথে ডেট উল্লেখ করা থাকবে আপনাকে সেেটা একটা মোটা কাগজে লিখে হাতে রেখে ফেসসহ ছবি আপলোড করতে হবে এভাবেই ভেরিফাই করে নিতে হবে। আপনি ইউটিউবে এ সম্পর্কিত টিউটোরিয়াল দেখেও ভালো করে বুঝে নিতে পারেন।