PDA

View Full Version : হতাশা



Hasinapx
2019-07-23, 01:47 PM
আমরা সবাই চাই জীবনের সব ক্ষেত্রেই সফলতা, আন্দমূখর, হাসিখুশি আর ভালোবাসায় পরিপূর্ণ। কিন্তু কখনো কখনো জীবন নদীর বাঁকে বাঁকে আমরা হতাশ হয়ে পড়ি - যা উচিত নয়। ক্ষনস্থায়ী এ জীবনে হতাশা আসে তিনটি কারনে যথা - অপরিসীমধৈর্য্যের অভাবে, আত্মবিশ্বাসের অভাবে এবং কর্মকৌশল আবিষ্কার করতে না পারলে বা অন্যের কর্মকৌশল আয়ত্ব করতে না পারলে। জীবনের সবক্ষেত্রেই এ বিষয়গুলো খেয়াল রাখলে হতাশার পৃষ্ঠদেশেই সফলতার পিরামিড নির্মাণ করা সম্ভব।

Mahmud1984fx
2019-09-09, 10:57 AM
আমার দৃষ্টিতে যারা জীবনে হতাশায় ভুগছেন বা হতাশাগ্রস্থ তাদের জন্য আশার আলো ফরেক্স। জীবনে বিভিন্ন কারণে মানুষ হতাশায় ভোগে । তন্মধ্যে অর্থনৈতিক সমস্যা সবচেয়ে বড় কারণ। অভাবের কারণে , চাকুরীর অভাবে বা অন্য কারণে জীবনে হতাশ হয়ে পড়ে। আমার মনে হয় যারা হতাশায় ভূগছেন তাদের উচিত ফরেক্সে ট্রেড করা । এখানে একদিকে যেমন অর্থনৈতিক সমস্যা কেটে যাবে পাশাপাশি সময়ও আনন্দমুখর অবস্থায় কেটে যাবে।

masum0086
2019-09-09, 12:35 PM
জীবনে কখনো হতাশ হওয়া ঠিক না। কারণ যে সব কারণে জীবনে হতাশা নেমে আসে প্রথমত: সে সব সমস্যা বা কারণগুলি বের করতে হবে। তারপর একটা একটা সমস্যা সমাধান করতে হবে। সমস্যা যদি বেকারত্ব বা অর্তনৈতিক সমস্যা হয় তাহলে আমি বলবো ফরেক্সের মাধ্যমে সেই সমস্যা আপনি সমাধান করতে পারেন।

MdRubelShaikh
2019-11-18, 08:20 AM
মানুষের জীবনে হতাশাঃ
প্রতিটা মানুষের জীবনেই হতাশা আছে। আমরা এই হতাশা গস্ত জীবন নিয়ে বসে থাকলে চলবেনা।আমাদের এই হতাশাকে দূর করে জীবনটাকে উপভোগ করতে হবে।আমরা চাইলে ফরেক্সের মাধ্যমে ব্যবসা করে টাকা আয় করে হতাশা দূর করতে হবে।আসুন আমরা সবাই মিলে ফরেক্সের মাধ্যমে আয় করি এবং নিজে হতাশা থেকে দূরে থাকি।