PDA

View Full Version : Uk এর সাধারণ নির্বাচন ও gbp কারেন্সির সম্ভাবনা



K M AL IFTEKHAR
2019-07-23, 05:19 PM
ধারনা করা হচ্ছে বরিস জনসন এবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তবে তার বিরুদ্ধেও বিগত কয়েকদিনে অনেক বিক্ষোভ হয়েছে ইংল্যান্ডের বিভিন্ন শহরে। কারন? বরিস জনসন একজন ব্রেক্সিটকে সমর্থন দেওয়া লোক। যেখানে ব্রেক্সিট বাতিল করতে গণভোটের মুখে থেরেসা পদত্যাগ করলেন, সেখানে পুনরায় আরেকজন ব্রেক্সিটের পক্ষে থাকা কাউকে তারা প্রধানমন্ত্রী হিসেবে মানতে পারবে না! তবে বহুল চর্চিত গণতন্ত্রের দেশে রায় পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। এরপর বাকি হিসেব নিকেশ মিলিয়ে পরের পদক্ষেপ নিতে হবে সকল পাউন্ড কারেন্সী ট্রেডারদের।

👉 কি ঘটতে পারে gbp এর ভাগ্যে নির্বাচন শেষে?

বরিস প্রধানমন্ত্রী হলে সাকুল্যে জিবিপি টালমাটাল থাকবে পুরোটা সময়, কারন তার কথাবার্তায় ব্রেক্সিটের পক্ষেই ডায়লগ চলে আসবে যা পুনরায় পুরনো হতে যাওয়া ক্ষতকে উসকে দেবে।
আর জেরেমি হান্ট হলে অন্তত সেই দুশ্চিন্তা করতে হবে না কাউকে।

তবে নির্বাচনকালীন সংশ্লিষ্ট দেশের মুদ্রার মুল্যমান নিম্নমুখি থাকে, কারন পুরো পরিস্থিতিতে লিকুইডিটি শুন্যতায় থাকে মার্কেট। তবে রায় শেষ হওয়া মাত্রই দেশ একজন অভিভাবক পেয়ে যায়, মুদ্রার মুল্যমানও একটা গতি পায়। তা যিনিই প্রধানমন্ত্রী হোন না কেন, সবার ক্ষেত্রে একই ব্যাপার ঘটে। বিগত আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনেও দেখেছিলাম, ট্রাম্পের মত প্রার্থি যিনি কিনা সকল জরিপেই পিছিয়ে ছিলেন, তিনিও প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর মার্কেট কিরকম গতি পেয়ে গিয়েছিল। এবারও এর ব্যত্যয় না ঘটার সম্ভাবনাই বেশি।