PDA

View Full Version : ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন?



FXBD
2019-07-23, 07:20 PM
ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন?
ফরেক্স ট্রেডিংয়ে সফলতার জন্য একটা পারফেক্ট স্ট্রাটেজীর গুরুত্ব ১৫%, মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব ৩০% এবং সাইকোলজিক্যাল কন্ট্রোল এর গুরুত্ব ৫৫%. এখন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটা পরিস্কার আইডিয়া দিতে চাচ্ছি, যার ফলে আপনার ব্যালান্স অনুযায়ী ট্রেডে লট সাইজ ব্যবহার করা নিয়ে আর কোন অসুবিধা থাকবে না। বিভিন্ন ট্রেডারেরা বিভিন্নভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে থাকেন, যেমন
👉স্ট্যান্ডার্ড একাউন্টের ক্ষেত্রে কেউ প্রতি ১০০ ডলার ব্যালান্সে ০.০১ লট ব্যবহার করে,
👉কেউ আবার প্রতি ৫০০ ডলার ব্যালান্সে ০.০১ লট ব্যবহার করে থাকেন।
👉আবার কেউ কোন হিসেব ছাড়াই মার্টিঙ্গেল থিউরি ফলো করেন। প্রথম ট্রেডে ০.০১, পরের ট্রেডে ০.০২, পরের ট্রেডে ০.০৪৷ পরের ট্রেডে ০.০৮ এভাবে চলতে থাকে যতক্ষন না একটা ট্রেড টেক প্রফিট হিট করছে। সর্বশেষ যে ট্রেড টেক প্রফিট হিট করে, তার পরের ট্রেড থেকে আবার ০.০১ লট দিয়ে শুরু হয়ে একইভাবে চলতে থাকে।
তবে যে যেভাবেই মানি ম্যানেজমেন্ট ফলো করুক না কেন, মুলত আপনি আপনার ব্যালান্স এর দিকে লক্ষ্য করবেন যে, আপনার মুল ব্যালান্স কত আছে। ধরি ব্যালান্স আছে ১০০০ ডলার।এরপর ঠিক করে নেবেন যে, আপনি আসলে কত% রিস্ক মেনে ট্রেড করতে চান। মনে রাখবেন এই রিস্ক লেভেল ২%, ৩%, ৪% বা সর্বোচ্চ ৫% পর্যন্ত হতে পারে। ৫% এর বেশি রিস্ক রিওয়ার্ড কখনোই নেওয়া উচিত নয়। তা আপনার যত সাহসই থাকুক নয়। তাহলে আপনার ১০০০ ডলার ব্যালান্সে ৫% রিস্ক নেওয়া মানে ৫০ ডলারের রিস্ক নেওয়া। এর অর্থ আপনি ৫০ ডলার রিস্ক নিচ্ছেন প্রতি ট্রেডের ক্ষেত্রে।এবার চার্টে চলে আসুন। আপনার নিজের স্ট্রাটেজী অনুযায়ী এনালাইসি করে এন্ট্রি পয়েন্ট, স্টপ লস ও টেক প্রফিট নির্ধারণ করুন।এবার একটু হিসেব করে নিন যে, এন্ট্রি পয়েন্ট থেকে স্টপ লস টোটাল কত পিপ্সের হয়েছে।এই পিপ্স অনুযায়ী আরেকটু হিসেব করুন যে, কত লট ব্যবহার করলে মার্কেট এন্ট্রি পয়েন্ট থেকে স্টপ লস হিট করলে ঐ মুল ব্যালান্সের ৫% অর্থাৎ ৫০ ডলার লস হবে। কারন আপনি ৫০ ডলারের রিস্কই নিয়েছিলেন। যেমন ধরুন, স্টান্ডার্ড একাউন্টে আপনার এন্ট্রি পয়েন্ট থেকে স্টপ লস পর্যন্ত ১০০ পিপ্স হয়। তাহলে আপনাকে ০.০৫ লট ব্যবহার করতে হবে। কারন ০.০৫ লট এর মানে হচ্ছে প্রতি ২ পিপ্সে এক ডলার। অর্থাৎ প্রতি ১০ পিপ্সে ৫ ডলার বা ১০০ পিপ্সে ৫০ ডলার মুভ করে থাকে। মনে রাখবেন, আপনি ৫% রিস্ক নিচ্ছেন। এর মানে একটা ট্রেড স্টপ লস হিট করলে আপনি হাতে আরও ১৯ টা ট্রেড এর সুযোগ পাচ্ছেন। সুতরাং অযথা অভার ট্রেড নিয়ে এই সুযোগ হেলায় নষ্ট করবেন না।যাই করুন না কেন, আপনাকে পরিস্কারভাবে একটা স্ট্রাটেজী ফলো করে যেতে হবে নিয়মিত। স্ট্রাটেজি যেন ১ঃ২ রেশিওর হয় সেদিকে লক্ষ্য রাখবেন। অর্থাৎ আপনার স্টপ লস যা হবে, টেক প্রফিট যেন তার চেয়ে দ্বিগুন বেশি হয়।
এবার এই নিয়ম নিয়মিত ফলো করে যান। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

ARIFULISLAM1996
2019-07-23, 08:46 PM
আমি মনে করি যে মানি ম্যানেজমেন্ট ফরেক্স থেকে লাভ করার জন্য মূল ভিত্তি হিসেবে কাজ করে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যে যত বেশি অভিজ্ঞ সে ততো বেশি লাভবান হবে বলে আমি মনে করি।আপনি যদি মানি মানেজমেন্ট সম্পর্কে অভিজ্ঞ না হন তাহলে আপনার যতই বড় ব্যালেন্স থাকুক না কেন আপনার ব্যালেন্স ধীরে ধীরে ভয়ানক রূপ ধারণ করবে। আর মানি ম্যানেজমেন্ট সব সময় মূলধনের প্রতি খেয়াল রেখে করতে হয়। লোভে তাড়নাই পড়ে রিক্স নিয়ে মানি ম্যানেজমেন্ট করবেন না।এতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি হতে পারে। মার্কেটের মুভমেন্ট যাচাই করে মানি ম্যানেজমেন্ট করা উচিত। ধরুন আপনার ব্যালেন্স 1000 ডলার। সে ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 5 শতাংশ রিক্স নিতে পারবেন। কখনোই এর অধিক রিক্স নিয়ে ট্রেড করতে যাবেন না।সর্বশেষে বলতে পারি যে নিজের ক্যাপিটাল এর উপর নির্ভর করে মানি ম্যানেজমেন্ট করলে আপনি এর থেকে ভালো কিছু পেতে পারেন।

Rajib_Biswas
2020-03-28, 03:57 AM
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে মানি ম্যানেজমেন্ট এর কোন বিকল্প নাই। মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিং করলে ফরেক্স মার্কেটে বেশিদিন টিকে থাকা সম্ভব নয়। তাই অবশ্যই ট্রেডিং এর আগে আমাদেরকে ভালো করে মানি ম্যানেজমেন্ট অনুসরণ করতে হবে। মানি ম্যানেজমেন্ট কারেন্সি পেয়ার এবং মূল্যবান ধাতু যেমন সোনা রুপা, ক্রিপ্টোকারেন্সি সমূহ যেমন বিটকয়েন, লাইট কয়েন আবার ক্রুড অয়েল এর জন্য আলাদা আলাদা হয়ে থাকে। কারণ কারেন্সি পেয়ার এবং মূল্যবান ধাতুর সমূহের ভলিউম আলাদা। যদি কারেন্সি পেয়ারের ক্ষেত্রে ট্রেড করা হয় তাহলে আমাদেরকে প্রতিটি ট্রেড এর জন্য কমপক্ষে 1000 পিপস বরাদ্দ রাখতে হবে। সেক্ষেত্রে একজন ট্রেডারের যদি 100 ডলার মূলধন থাকে তাহলে সে সর্বোচ্চ {(100×100)÷1000)} = 10 টি 0.01 লটের ট্রেড ওপেন করতে পারবে। আর সোনা এবং ক্রুড অয়েল এর ক্ষেত্রে প্রতি 100 ডলারে 0.01 লটের ট্রেড ওপেন করতে পারবে। এভাবে মানে ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেডিং করলে আমাদের লসের সম্ভাবনা কম হবে।

uzzal05
2020-03-28, 06:22 AM
মানি ম্যানেজমেন্ট করার জন্য আমাদের টেকনিক জানতে হবে। যদি আমরা ট্রেড করি এবং সেই ট্রেড এ যদি আমাদের লাভ থাকে তাহলে আমাদের ট্রেডগুলো ব্রেকইভেন করে আবার ট্রেড ওপেন করতে পারি। কেননা এতে তেমন লস হলেও খুব একটা হবে না। একাউন্ট জিরা হওয়ার সম্ভাবনা খুবই কম।

K.K.BABY
2020-03-28, 08:17 AM
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে মানিম্যানেজমেন্ট জানা খুবই গুরুত্বপূর্ণ কারন আপনার একাউন্ট সুরক্ষিত রাখতে পারবে আপনি যদি মানিম্যানেজমেন্ট না মেনে ট্রেড এন্ট্রি নেন। আমি মানিম্যানেজমেন্ট করি আমার মোট ব্যালেন্সকে ৮০০ দিয়ে ভাগ দিয়ে যেই লট আসে অর্থাৎ আমার ব্যালেন্স যদি ১০০ হয় তাহলে ১০০/৮০০= ০.১২৫ আমি ছোট ছোট লটে অর্থাৎ ০.০২ করে ৪ টা ট্রেড এন্ট্রি নিয়ে থাকে।সেই ক্ষেত্রে মার্কেট যদি আমার ট্রেডের বিপরীতে মুভ করে তাহলে যতক্ষন পর্যন্ত ৮০০ পিপস না উঠবে তত সময় আমার একাউন্ট সুরক্ষিত থাকবে।অনেকেই আছে যারা তাদের মোট ব্যালেন্সকে ৫০০ দিয়ে ভাগ করে অর্থাৎ তারা ৫০০ মানিম্যানেজমেন্ট করে।

black-hill
2020-03-28, 09:25 AM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে মানি ম্যানেজমেন্ট মেইনটেইন করা খুবই গুরুত্বপূর্ণ। আর সে জন্য অবশ্যই প্রথমে মানি ম্যানেজমেন্ট টি কি সেটা জানতে হবে বুঝতে হবে। মানি ম্যানেজমেন্ট ফরেক্সের ব্যালেন্স সেইভ রাখতে সাহায্য করে।

amreta
2020-03-28, 03:43 PM
আপনার যদি নিজের টাকা পরিচালনা করার জন্য টাকা না থাকে তবে আপনাকে আপনার অর্থের ভারসাম্য বজায় রাখতে হবে এবং পরিচালনা করতে হবে। ভি হ'ল একটি ব্যবসায়ের অংশীদার এবং হামেন আগে লাভজনক গরম বিক্রয় ব্যবসায়ের কারণ এটি হ্যামেনের অর্থ পরিচালন।