PDA

View Full Version : ফিবোনাচ্চি ফর্মূলা



Hasinapx
2019-07-24, 12:04 PM
ফরেক্স মার্কেট কোন দিকে যাবে -বিভিন্ন এ্যানালাইসিসের মাধ্যমে আমরা অনুমান করতে পারি কিন্তু নিশ্চিত বলতে পারিনা। তবে কিছু বিজ্ঞানভিত্তিক ফর্মূলা ব্যবহার করে অনুমানে সহযোগিতা নিতে পারি। এ ক্ষেত্রে ফিবোনাচ্চি ফর্মূলা যথেষ্ট বিজ্ঞানভিত্তিক। এজন্য Uptrend, Downtrend, Retracement, Extension, Projection, Swing Low, Swing high, Golden Ratio সহ ফিবোনাচ্চির ফর্মূলাগুলো ভালোভাবে আয়ত্ব করতে পারলে মার্কেটের গতি-প্রকৃতি সম্পর্কে অনুমান করা সহজ হবে বলে আমার মনে হয়।

Mahmud1984fx
2019-09-09, 10:51 AM
আমার কাছে নতুন কিছু মনে হলো -ফিবোনাচ্চি ফর্মূলা । তবে এধরনের ফর্মূলা দিয়ে বাস্তবে কোন উপকার হয় কিনা তা আমার জানা নেই। তবে এগুলোর ইতহাস দেখলে বোঝা যায় শুরুতে ট্রেডাররা এগুলো কাজে লাগিয়ে বেশ উপকৃত হত। বর্তমানে নতুন নতুন অনেক সিস্টেম আসার কারণে সবাই এগুলো নিয়ে ট্রেড করে। পূর্বের ফর্মূলাগুলো এখন তেমন কেউ অনুসরণ করে না বলে মনে হয়।

mamunjd97
2019-09-09, 12:12 PM
ফরেক্সে আমার খুব বেশীদিন হয়নি। আমার জানা দরকার যে ফরেক্সে এমন কোন ফর্মূলা আছে কি যে ফর্মূলার সাহা্য্যে খুব সহজে ট্রেড করা যায় । যদি কোন ফর্মূলা থেকেই থাকে তাহলে কোথায় পাওয়া যাবে সে সব ফর্মূলা। জানালে উপকৃত হতাম।

masum0086
2019-09-09, 12:43 PM
ফিবোনাচ্চি ফর্মূলা এটা কি অনুসরণ করলে ফরেক্সে ভাল করা যায় ? যদি ভাল করা যায় তাহলে এফর্মূলাটা কোথায় পাওয়া যাবে এবং কিভাবে প্রয়োগ করবো তা বিস্তারিত জানালে আমার মনে হয় অনেকেই উপকৃত হতে পারে।

mondalpijush1985
2019-09-09, 12:57 PM
ভাই, আমিও চাই এমন একটি ফর্মূলা যার মাধ্যমে খুব সহজেই ইনকাম করতে পারি ফরেক্সের মাধ্যমে । কেউ যদি আরো কোন ফর্মূলার সন্ধান পান তাহলে শেয়ার করার জন্য অনুরোধ রইল।

alamsat
2019-09-09, 02:10 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যয় বিভিন্ন এ্যানালিসিস মেনে ট্রেড করতে পারলে বেশ ভাল প্রফিট করা যাই তাই এর ই ধারাবাহিকতায় ফিবো টুল্স একটি ভাল এ্যানালিসিস এটি মুলট সেট করা হয় একদিনের হাই, লো, ওপেন এবং ক্লোজ এর সমন্বয়ে আর এটা সবার পক্ষে বাহির করা একটি কঠিন ব্যাপার তাই আমরা যারা নতুন ট্রেডার তারা এমটি৪ এ গিয়ে কাস্টমস ইন্ডিকেটর এ ক্লিক করে IFX-camarillaEquation নামন এন্ডিকেটর সেট করতে পারলেই ্আপনার চার্টে অটোমেটিক কিছু লাইন শো করবে যেটার মাধ্যমে আপনি সহজে ফিবো বুঝতে পারবেন।

Rajib_Biswas
2020-02-02, 11:43 PM
ফরেক্স মার্কেটের অন্যতম জনপ্রিয় জনপ্রিয় ট্রেডিং সিস্টেম হলো এই ফিবোনাচ্চি ফর্মুলা।* ১২০৪ সালে ফিবোনাচ্চি নামক একজন ইটালিয়ান গণিতবিদ এই ফর্মুলা আবিষ্কার করেন। প্রথমদিকে এই ফর্মুলা শুধুমাত্র গণিতের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে এই ফর্মুলাকে আমরা ফরেক্স মার্কেটে ও কাজে লাগাতে পারি। ফরেক্স মার্কেটের চার্টগুলো এই ফিবুনাচ্চি ফর্মুলা অনুসরণ করে থাকে। ফেবুনাচ্চি ফর্মুলার মাধ্যমে আমরা মার্কেটের আগাম গতি-প্রকৃতি সম্পর্কে পূর্ব ধারণা নিতে পারি। যেমন ফরেক্স মার্কেটের সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, এক্সটেনশন ইত্যাদি খুঁজে বের করতে পারি। এ কারণে অনেক অভিজ্ঞ ট্রেডার ফিবোনাচ্চি ফর্মুলা ব্যবহার করে থাকেন।9956
ছবিতে আমরা লক্ষ্য করলে দেখতে পারব যে ক্রুড অয়েল এর বর্তমান মূল্য ১০০ পার্সেন্ট ফিবোনাচ্চি লেভেলে অবস্থান করছে। যা এক কথায় একটি স্ট্রং সাপোর্ট লেভেল। মার্কেট যদি এই লেভেল অতিক্রম করতে পারে তাহলে ১৬১.৮ পার্সেন্ট ফিবোনাচ্চি লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে।

MINARULRFL100
2020-02-03, 01:25 PM
আমি অনলাইনে ফিবোনাচ্ছি ফর্মুলা সম্পর্কে অনেক লেখা লেখি দেখেছি কিন্তু ফিবোনাচ্ছি ফর্মুলা আমি সঠিক ভাবে বুজতেছি।আমি এনালাইসিস করতেছি কি করে ফিবোনাচ্ছির ফর্মুলা কাজে লাগিয়ে ফরেক্স থেকে অনেক আয় করা যায়।তবে কেউ যদি ফিবোনাচ্ছি ফর্মুলা ভাল বুজে থাকেন তাহলে প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন।ধন্যবাদ

samun
2021-07-19, 11:06 AM
সত্যি বলতে কি আমি এমন কথা আগে শুনি নাই । তবে মানুষের প্রতিটি পদক্ষেপ নতুন কিছু শেখার জন্য । ফরেক্স মার্কেট হলো এমন একটি প্লাটফর্ম যেখানে যদি নিজের জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগানো যায় তবে জীবনের একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব ফরেক্স মার্কেটে আমি নতুন অনেক কিছু সম্পর্কেই জানিনা আর জ্ঞান অর্জন করার কোনো শেষ নেই তাই নতুন নতুন একটি বিষয় সম্পর্কে জানাটা খুব বেশি প্রয়োজন তাই ফরেক্স মার্কেটে এসকল বিষয় সম্পর্কে জানো আমার খুব বেশি আগ্রহ এতে করে নিজের জ্ঞান দক্ষতা বৃদ্ধি পাবে পাশাপাশি ফরেক্স মার্কেটে দক্ষতার সাথে পরিচালনা করা সম্ভব হবে তবে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সম্ভব