PDA

View Full Version : ফরেক্সে বিড প্রাইস এবং আস্ক প্রাইস কি?



habibi
2019-07-24, 07:56 PM
ফরেক্স ট্রেডিং দুটি মুদ্রা নিয়ে গঠিত। অর্থাৎ ফরেক্স ট্রেডিং মানে হল একটি মুদ্রা দিয়ে অন্য মুদ্রার ক্রয় বিক্রয়। বিড এবং আস্ক শব্দটি সম্ভাব্য মূল্যকে নির্দেশ করে যেখানে মার্কেটে ক্রেতাদের এবং বিক্রেতারা ক্রয় এবং বিক্রয় করতে ইচ্ছুক।

বিড প্রাইস
বিড প্রাইস এমন সেই মূল্য যেখানে একজন বিনিয়োগকারী উক্ত কারেন্সি পেয়ারে ওই দামে সেল করতে করতে ইচ্ছুক। উদারহন স্বরূপ যেমন – EUR/USD = 1.5000/1.5003 এই কারেন্সি পেয়ার দুটির প্রথমটিকে বলা হয় Bid Price (বিড প্রাইস)। এখানে বিড প্রাইস হচ্ছে সেই প্রাইস যা আপনার বেইজ কারেন্সি এর সেল প্রাইস।


আস্ক প্রাইস
আস্ক প্রাইস এমন সেই মূল্য যেখানে একজন বিনিয়োগকারী উক্ত কারেন্সি পেয়ারে ওই দামে বাই করতে ইচ্ছুক। EUR/USD = 1.5000/1.5003 এই কারেন্সি পেয়ার দুটির দ্বিতীয়টিকে বলা হয় Ask Price (আস্ক প্রাইস)। আর আস্ক প্রাইস হচ্ছে সেই প্রাইস যা আপনার বেইজ কারেন্সি এর Buy Price (বাই প্রাইস)।


অর্থাৎ আপনি যখন বেইজ কারেন্সি সেল করবেন তখন আপনার সেল প্রাইস হবে বিড প্রাইস, এই বিড প্রাইসই মূলত মূদ্রাজোড়ার Current Price। বেইজ কারেন্সি আবার আপনি যখন বেইজ কারেন্সি বাই করবেন তখন আপনার বাই প্রাইস হবে আস্ক প্রাইস। যেমন – EUR/USD = 1.5000/1.5003, আপনি যদি সেল এ ধরে ট্রেড ওপেন করেন তাহলে আপনার সেল প্রাইস হবে বিড প্রাইস বা 1.5000 এবং আপনি যদি বাই ধরে ট্রেড ওপেন করেন, তাহলে আপনার বিড প্রাইস হবে আস্ক প্রাইস বা 1.5003।
8510

Hafizfx
2019-07-26, 08:17 PM
ফরেক্স ট্রেড করতে হলে আনি যখন কোন একটি অর্ডার প্লেস করবেন তখন বিড এবং আস্ক প্রাইজ দেখতে পাবেন এবং এটা বিভিন্ন ব্রোকারের বিভিন্ন হয়ে থাকে এটা হল ব্রোকারের প্রফিট অর্থাৎ আপনি যদি কোন পেয়ারে ট্রেড করেন তাহলে ব্রোকার তার প্রফিটের ভাগটি আগে কেটেনিয়ে তারপর একটি ট্রেড শুরু করতে দেয়। এটা বিভিন্ন পেয়ারে বিভিন্ন হয়ে থাকে কোন কোন পেয়ারে ৩ পিপন্স এবং কোন কোন পেয়ারে এর বেশিও হয়ে থাকে। মূলত বিড এবং আস্ক প্রাইজ এর মধ্যে যে পিন্স থাকে সেটা ব্রোকারের আয়।

alamsat
2019-07-28, 09:33 PM
ফরেক্স এ আমরা যখন কোন এন্ট্রি গ্রহন করে থাকি সেখানে ২টি প্রাইজ দেখে থাকি ১টি বিড অপরটি আস্ক প্রাইজ এটির মাধ্যমে আমরা যখন কোন ট্রেড করে থাকি তখন ট্রেডটি একটি মাইনাস ফিগারে ওপেন হয়ে থাকে মূলত এটা বিভিন্ন ব্রোকারের প্রফিটের একটি মাধ্যম।

Rajib_Biswas
2020-02-03, 10:29 PM
ফরেক্স ট্রেডিংয়ের প্রত্যেকটি কারেন্সিতে দুটি মান থাকে। যেমন EUR/USD > 1.1059/1.1062। এইমান দুটির প্রথমটিকে বলা হয় বিড প্রাইস (Bid Price) এবং পরেরটি কে বলা হয় আস্ক প্রাইস (Ask Price)। বিড প্রাইস মূলত কোন কারেন্সির সেল প্রাইস এবং আস্ক প্রাইস মূলত কোন কারেন্সির বাই প্রাইস।
অর্থাৎ আপনি যদি EUR/USD সেল করেন তাহলে আপনার সেল প্রাইস হবে বিড প্রাইস = 1.1059 এবং আপনি যদি বাই করেন তাহলে আপনার বাই প্রাইস হবে আস্ক প্রাইস = 1.1062। মূলত এই দুটি দামের তারতম্য হয়ে থাকে স্প্রেডের কারনে। আস্ক প্রাইস এবং বিড প্রাইস এর ডিফারেন্স হলো স্প্রেড। ব্রোকারভেদে স্প্রেডের তারতম্য হয়ে থাকে।9970

alamsat
2020-02-04, 12:52 PM
ফরেক্স ট্রেড করতে গেলে আমরা যে বিষয়টি দেখতে পায় যে বিড এবং আস্ক প্রাইজ নামে একটি প্রাইজ চার্টে শো হয় এটা মুলত দেখা যাই ব্রোকারের চার্জের তালিকার মাধ্যমে। একটি পেয়ারে ট্রেড করার জন্য ব্রোকার কত পিপন্স প্রফিট নিবে সেটার ভিত্তিতে একটি মূল্য নির্ধারন করা হয়। আপনি একটি ট্রেড করলে ব্রোকার তার প্রফিটের ডলার আগে কেটে রেখে আপনাকে ট্রেড করার সুযোগ দিবে। ধরুন আপমি ১ ডলার বাংলা টাকা দিয়ে কিনবেন এখন ডলার রেট হল ৮৪.০০ টাকা কিন্তু ব্রোকারের নিকট থেকে কিনতে হলে আপনাকে ব্রোকারের চার্জ সহ কিনতে হবে ৮৪.০৩ টাকা দিয়ে মুলত এটাই বিড এবং আস্ক প্রাইজ।

Mas26
2020-02-04, 11:59 PM
ফরেক্স ট্রেডিংয়ের প্রত্যেকটি কারেন্সিতে দুটি মান থাকে। যেমন EUR/USD > 1.1059/1.1062। এইমান দুটির প্রথমটিকে বলা হয় বিড প্রাইস (Bid Price) এবং পরেরটি কে বলা হয় আস্ক প্রাইস (Ask Price)। বিড প্রাইস মূলত কোন কারেন্সির সেল প্রাইস এবং আস্ক প্রাইস মূলত কোন কারেন্সির বাই প্রাইস।*
অর্থাৎ আপনি যদি EUR/USD সেল করেন তাহলে আপনার সেল প্রাইস হবে বিড প্রাইস = 1.1059 এবং আপনি যদি বাই করেন তাহলে আপনার বাই প্রাইস হবে আস্ক প্রাইস = 1.1062। মূলত এই দুটি দামের তারতম্য হয়ে থাকে স্প্রেডের কারনে। আজ প্রাইস এবং প্রাইস এর ডিফারেন্স হলো স্প্রেড। ব্রোকারভেদে স্প্রেডের তারতম্য হয়ে থাকে।

রেক্স এ আমরা যখন কোন এন্ট্রি গ্রহন করে থাকি সেখানে ২টি প্রাইজ দেখে থাকি ১টি বিড অপরটি আস্ক প্রাইজ এটির মাধ্যমে আমরা যখন কোন ট্রেড করে থাকি তখন ট্রেডটি একটি মাইনাস ফিগারে ওপেন হয়ে থাকে মূলত এটা বিভিন্ন ব্রোকারের প্রফিটের একটি মাধ্যম।

PK_SHIKDER
2020-02-05, 02:23 PM
ফরেক্স ট্রেডিং মার্কেটে প্রতিটি পেয়ারে দুইটি করে কারেন্সি মান থাকে,,, তার একটিকে বলা হয় বিড প্রাইস এবং অপরটিকে বলা হয় আস্ক প্রাইস । যেমন ধরেন eur / usd = 1.4000 / 1.4003 এখানে 1.4000 প্রাইসকে বিড প্রাইস বা (বাই প্রাইস) এবং অপরটি হলো 1.4003 প্রাইজকে আস্ক প্রাইস (সেল প্রাইস) বলা হয়ে থাকে । এখানে একটি দেশের কারেন্সির বিনিময়ে অন্য দেশের কারেন্সি ক্রয় বিক্রয় করা হয়ে থাকে,,,,, ধন্যবাদ ।

Mas26
2020-02-05, 07:48 PM
রেক্স এ আমরা যখন কোন এন্ট্রি গ্রহন করে থাকি সেখানে ২টি প্রাইজ দেখে থাকি ১টি বিড অপরটি আস্ক প্রাইজ এটির মাধ্যমে আমরা যখন কোন ট্রেড করে থাকি তখন ট্রেডটি একটি মাইনাস ফিগারে ওপেন হয়ে থাকে মূলত এটা বিভিন্ন ব্রোকারের প্রফিটের একটি মাধ্যম।
ফরেক্স ট্রেড করতে হলে আনি যখন কোন একটি অর্ডার প্লেস করবেন তখন বিড এবং আস্ক প্রাইজ দেখতে পাবেন এবং এটা বিভিন্ন ব্রোকারের বিভিন্ন হয়ে থাকে এটা হল ব্রোকারের প্রফিট অর্থাৎ আপনি যদি কোন পেয়ারে ট্রেড করেন তাহলে ব্রোকার তার প্রফিটের ভাগটি আগে কেটেনিয়ে তারপর একটি ট্রেড শুরু করতে দেয়। এটা বিভিন্ন পেয়ারে বিভিন্ন হয়ে থাকে কোন কোন পেয়ারে ৩ পিপন্স এবং কোন কোন পেয়ারে এর বেশিও হয়ে থাকে। মূলত বিড এবং আস্ক প্রাইজ এর মধ্যে যে পিন্স থাকে সেটা ব্রোকারের আয়।