PDA

View Full Version : দ্বিতীয় প্রান্তিকে ডয়েচে ব্যাংকের লোকসান ৩১৫ কোটি ইউরো



kohit
2019-07-25, 07:09 PM
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে লোকসান বেশি হয়েছে জার্মানির শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংকের। ৩১৫ কোটি ইউরো লোকসানের কথা জানিয়েছে ব্যাংকটি। চলতি মাসের শুরুতে ঘোষিত ব্যাপক পুনর্গঠন কর্মসূচির কারণে ব্যাংকটি এ ক্ষতিতে পড়েছে। আর্থিক উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান রিফিনিটিভ দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটি নিট ১৭০ কোটি ইউরো লোকসানের মুখে পড়বে বলে পূর্বাভাস দিয়েছিল। খবর সিএনবিসি।

গত বছরের দ্বিতীয় প্রান্তিকে নিট ৩৬ কোটি ১০ ইউরো মুনাফার মুখ দেখলেও এর পর থেকে শেয়ারদরের পতন ও নতুন কেলেঙ্কারির কারণে আর্থিক লোকসানের মুখে পড়েছে জার্মানির সমস্যা-জর্জরিত ব্যাংকটি। গত বছর একই সময়ের ৬৫৯ কোটি ইউরো আয়ের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ডয়েচে ব্যাংকের নিট আয় দাঁড়িয়েছে ৬২০ কোটি ইউরো। দ্বিতীয় প্রান্তিকে বিস্তৃত কৌশলগত রূপান্তরের ব্যয় দাঁড়িয়েছে ৩৪০ কোটি ইউরো।

চলতি মাসের শুরুতে জার্মান আর্থিক প্রতিষ্ঠানটি বৈশ্বিক ইকুইটি ব্যবসা থেকে সরে আসার এবং ২০২২ সাল নাগাদ ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। ছাঁটাইয়ের প্রথম ধাপেই ডয়েচে ব্যাংক ছাড়ছেন জ্যেষ্ঠ নির্বাহী গ্রাথ রিচি, সিলভি ম্যাথারেট ও ফ্রাংক স্ট্রস। চলতি মাসের শেষে ব্যাংক ছাড়ছেন তারা।

এক বিবৃতিতে ডয়েচে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিয়ান সুইং বলেন, ডয়েচে ব্যাংকের রূপান্তরের জন্য আমাদের কৌশল বাস্তবায়নে আমরা এরই মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের আর্থিক ফলাফলে তারই প্রতিফলন ঘটেছে। আমাদের পুনর্গঠন ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ দ্বিতীয় প্রান্তিকে যোগ হয়েছে। রূপান্তরের ব্যয় বাদে ব্যাংকটি মুনাফার মধ্যেই থাকবে এবং আমাদের স্থিতিশীল ব্যবসাগুলোর আয় অপরিবর্তিত বা ক্রমবর্ধমান রয়েছে।

ডয়েচে ব্যাংক জানিয়েছে, পরিকল্পনার অংশ হিসেবে এখন পর্যন্ত নয়শর বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিস জানিয়ে দেয়া হয়েছে। ব্যাংকটি আরো জানিয়েছে, কৌশলগত রূপান্তরের ব্যয় বাদে প্রতিষ্ঠানের নিট আয় দাঁড়াবে ২৩ কোটি ১০ লাখ ইউরো। যেখানে গত বছর একই সময়ে ব্যাংকটির নিট আয় ছিল ৪০ কোটি ১০ লাখ ইউরো।

প্রতিষ্ঠানটির অতীতের অর্থ পাচাররোধী ব্যর্থতাজনিত কেলেঙ্কারির জেরে গত ১২ মাসে ব্যাংকটির শেয়ারদর ৩০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। এদিকে ব্যাংকটির পুনর্গঠন কর্মসূচি-পরবর্তী পূর্বাভাস ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের বেশকিছু সংশয়ের সঙ্গে মিলে গেছে। ডয়েচে ব্যাংকের এ কর্মসূচি উচ্চাভিলাষী কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এ পুনর্গঠন কর্মসূচির মধ্যে ৭ হাজার ৪০০ কোটি ইউরোর একটি ‘ব্যাড ব্যাংক’ গঠনের পরিকল্পনা রয়েছে ডয়েচে ব্যাংকের। ২০২২ সাল নাগাদ এ আমূল সংস্কারের ব্যয় ৭৪০ কোটি ইউরো দাঁড়াবে বলে ব্যাংকটি ধারণা করছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির নিট লোকসানের পরিমাণ ২৮০ কোটি ইউরো দাঁড়াবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।

এদিকে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর দীর্ঘস্থায়ী নিম্ন সুদহারের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানির ঋণদাতা প্রতিষ্ঠানটি। এর মধ্যে আজ মুদ্রানীতি নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)।

নিজেদের আয় প্রতিবেদনে ডয়েচে ব্যাংক জানিয়েছে, যদি এ পরিস্থিতি দীর্ঘ সময় বহাল থাকে, তবে আমাদের প্রত্যাশিত আয় ফলাফলের ওপর এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে।

নিউজ বনিকবার্তা