PDA

View Full Version : কয়টি পেয়ারে ট্রেড করেন?



forexman
2019-07-26, 06:42 AM
কয়টি পেয়ারে সচারচর ট্রেড করেন আপনে?

অল্প লটে একাধিক পেয়ারে ট্রেড করা নাকি বড় লটে কয়েকটা পেয়ারে ট্রেড করা,কোনটা ভালো মনে হই?

আমার মতে,অ্যানালাইস করে কম লটে যদি একাধিক পেয়ারে ট্রেড করি,অ্যানালাইস সবগুলো ফেল করবে না এবং দেখা গেলো ৬টা পেয়ারের অ্যানালাইসে দুইটা ফেল করলেও বাকি চার পেয়ারের অ্যানালাইস ঠিক মতো কাজ করলো এবং ভালো প্রফিট হলো।

Hasinapx
2019-07-29, 02:42 PM
আমি সাধারণত ৪টি কারেন্সি পেয়ারে ট্রেড করি। ইউরো/ইউ এস ডলার ,পাউন্ড/ইউ এস ডলার, ইউ এস ডলার/পাউন্ড,বিটকয়েন ইত্যাদি ।

Mahmud1984fx
2019-08-18, 04:24 PM
আমি পূর্বে সাধারণত: দুটি পেয়ারে ট্রেড করতাম বর্তমানে বেশ কয়েকটি পেয়ারে ট্রেড করছি যেমন Bitcoin,Gold,BCHUSD ইত্যাদিসহ মোট ৬/৭টি পেয়ারে ট্রেড করি। কারণ হিসাবে বলতে পারি নতুন নতুন অভিজ্ঞতা নেয়ার জন্যই মূলত: অনেক পেয়ারে ট্রেড করি। এতে মার্কেট সম্পর্কে যেমন চিন্তার ব্যাপকতা বাড়ে এবং নতুন কারেন্সি সম্পর্কে জানা যায়।

Rokibul7
2019-08-24, 01:42 AM
বুঝতে পারলাম নতুন একটা ব্যাপার।সেটা হলো একাধিক পেয়ারে টেড।আমি নতুন টেডো টেড প্রকটিসে আছি রিয়েল একাউন্ট নাই।ক্যাশ নাই তাই বোনাসের আশায় টেড এর ইচ্ছা আমার। তবে এখন থেকে আমি ডেমোতে বিভিন্ন পেয়ারে টেড করবো ধন্যবাদ সবাইকে।অভিগতা দেওয়ার জন্য

amreta
2020-01-25, 12:00 PM
হ্যাঁ আমি পরিবারের সাথে ছুটির দিনটি উপভোগ করছি, সোনার শক্তিশালী বুলিশ তবে এটি সাপ্তাহিক টাইম ফ্রেমে কেনা হয়েছে বলে সাপ্তাহিক টাইম ফ্রেমে এটি 70 আরএসআই এর উপরে তাই পরবর্তী সপ্তাহে আমি প্রত্যাশা করছি যে এটি চলাচল করছে তীক্ষ্ণ হবে এবং এটি উচ্চটিকে স্পর্শ করবে এবং আবার এটি সাপ্তাহিক সময় ফ্রেমে একটি নতুন পিন বার মোমবাতি তৈরি করবে।

FREEDOM
2020-04-21, 09:19 PM
আমি সাধারনত মেজর পেয়ারগুলোতে ট্রেড করে থাকি তবে বেশিরভাগ সময়ে দুটো পেয়ারে ট্রেড করা হয় বললেই চলে। পেয়ার দুটি হলো জিবিপি-ইউএসডি ও ইউরো-ইউএসডি। এ দুটি পেয়ারে আমি ফরেক্স মার্কেটে যখন থেকে শুরু করেছি তখন থেকেই করে যাচ্ছি এবং এতে করে পেয়ার দুটির সম্পর্কে আমার একটা ভালো ধারনাও তৈরি হয়েছে। তাই এ দুটি পেয়ারে বেশ ভালোই স্বাচ্ছন্দবোধ করি ট্রেড করার ক্ষেত্রে।