PDA

View Full Version : পাম ট্রেডিং-এ আপনার ইনভেস্ট কি নিরাপদ?



forexman
2019-07-26, 07:24 AM
যখন একেরপর এক ট্রেড লস করে হতাশ বা ট্রেড করার জন্য ফরেক্স সম্পর্কে নলেজ না থাকাই পাম ট্রেডিং-এ ইনভেস্ট এর মূল কারন বলে মনে করি।
কিন্তু সব পাম ট্রেডার কি ১০০% সবসময় লাভ করে?সেখানে বেশি না হলেও কি অল্প রিস্ক নেই?

FREEDOM
2020-04-15, 09:14 PM
আমি এখনো পর্যন্ত পাম ট্রেডিং করি নি তাই এটা কতটুকু নিরাপদ হতে পারে সে সম্পর্কে আমারও তেমন জানা নাই। এ বিষয়ে আমারও জানার অনেক আগ্রহ রয়েছে। আসলে এখানে প্রফিট হবার সম্ভাবনা কতটুকু আর লস করার সম্ভাবনা কতটুকু এট জানতে পারলে অবশ্যই ভালো লাগতো।

SHARIFfx
2020-04-15, 10:06 PM
আসলে ফরেক্স ঝুঁকি বিজনেস। তবে ভালো দক্ষ ট্রেড্রার গন পাম্প একাউন্ট পরিচালনা করে থাকেন। আর তাদের দক্ষতা অনেক বেশি। আপনি যদি ভালো ট্রেড্রার না হয়ে থাকেন আর আপনার মাসে ১০-১৫% ইনকাম এর প্রয়োজন তা হলে ভালো ট্রেড্রার সাথে ২ থেকে ৪ বছরের দক্ষ একাউন্ট হিস্ট্রি দেখে আপনি পাম্প একাউন্টে বিনিয়োগ করে আয় বাড়াতে পারেন।

Maaz
2020-11-08, 07:53 PM
ফরেক্স মার্কেটে ১০০% লাভ কেউ ই আনতে পারবে না । যত বড় মাপের ট্রেডার ই হোক না কেন মার্কেট দেখে সে ১০০% নিশ্চয়তা দিতে পারবে না । যদি পারে তাহলে সে আসলে ট্রেডার ই না । ফরেক্স এ লস যাবেই । আর লস মেনে নিয়ে ন্তুন ভাবে এনালাইসিস করে ট্রেড করাই হল বুদ্ধিমানের কাজ ।

zubair
2021-01-31, 06:30 PM
আসলে ফরেক্স ঝুঁকি বিজনেস। তবে ভালো দক্ষ ট্রেড্রার গন পাম্প একাউন্ট পরিচালনা করে থাকেন। আর তাদের দক্ষতা অনেক বেশি। আপনি যদি ভালো ট্রেড্রার না হয়ে থাকেন আর আপনার মাসে ১০-১৫% ইনকাম এর প্রয়োজন তা হলে ভালো ট্রেড্রার সাথে ২ থেকে ৪ বছরের দক্ষ একাউন্ট হিস্ট্রি দেখে আপনি পাম্প একাউন্টে বিনিয়োগ করে আয় বাড়াতে পারেন।

SaifulRahman
2022-12-18, 01:47 PM
প্যাম সিস্টেম এবং ফরেক্সকপি হল স্বতন্ত্র পরিষেবা যা আপনাকে বার্ষিক 1,000% পর্যন্ত রিটার্ন সহ পেশাদার ট্রেডারদের ট্রেডে বিনিয়োগ করতে সক্ষম করে। প্যাম সিস্টেমে রিয়েল টাইমে অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করুন ও ক্লায়েন্ট এরিয়ার মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে রাখুন। এছাড়াও ট্রেডিং প্ল্যাটফর্ম ছাড়াই ট্রেড কপি করুন, ট্রেড কপি করার জন্য সহজ পেমেন্ট স্কিম রয়েছে, স্বয়ংক্রিয় রিফান্ড এর ব্যবস্থা রয়েছে এবং আপনি সবকিছুর তাত্ক্ষণিক নোটিফিকেশন পাবেন।