PDA

View Full Version : টিকে থাকার চাই নতুন পথ



Hasinapx
2019-07-27, 11:04 AM
ফরেক্স ট্রেডিং এ টিকে থাকতে হলে অতিরিক্ত লোভ করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে,অভার ট্রেডিং করা যাবে না এ্যানা্লাইসিস করে ট্রেড করতে হবে । সবকিছু বুঝে ট্রেড করি ভালোই চলে -প্রফিটও হয় কিন্তু কিছুদিন যাওয়ার পরে অতিরিক্ত লোভ করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে,অভার ট্রেডিং করা যাবে না এ্যানা্লাইসিস করে ট্রেড করতে হবে এগুলে মনে থাকেনা। তখন বেশী লাভের আশায় অভার ট্রেডিং যদিও সুযোগ বুঝে করি তারপরেও তখনই ব্যালেন্স জিরো হয়ে যায়। বন্ধুরা এরপরে আর কী করার আছে যার মাধ্যমে আমি ট্রেডিং এ টিকে থাকতে পারবো বিস্তারিত জানালে উপকৃত হবো ।

Mahmud1984fx
2019-09-12, 10:07 AM
আমার মনে হয় অতিরিক্ত লোভ আর আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আপনার ব্যালেন্স জিরো হয়ে যায়। প্রথমে আপনাকে ভূলগুলো বের করতে হবে তার পরে সংশোধনের চেষ্টা করতে হবে আশা করি এক সময় আপনি দক্ষ হয়ে উঠলে এই সমস্যাগুলো থাকবে না । তারপরেও যদি ফরেক্সে টিকে থাকা কঠিন হয়ে যায় তাহলে আমি বলবো নিজে সরাসরি ইনভেস্ট না করে শুধুমাত্র ফোরামের বোনাস দিয়ে ট্রেড করুন । যখন নিজের উপর আস্থা আসবে তখন বিনিয়োগ করতে পারেন।

mamunjd97
2020-06-28, 07:44 PM
রাতারাতি ধনী হয়ে যাবো, তাড়াতাড়ি অনেক টাকা ইনকাম করে বাড়ী করবো গাড়ী করবো অনেক সম্পদ বানাবো ইত্যাদি চিন্তাধারা মন থেকে ঝেড়ে ফেলতে হবে। ধীরে চল নীতিতে যারা ফরেক্সে ট্রেড করতে পারবে,অল্প অল্প করে টার্গেটভিত্তিক প্রফিট অর্জনে যারা সন্তুষ্ট, অপরিসীম ধৈর্যের অধিকারী যারা , অতিরিক্ত লোভ পরিহার করে যারা ফরেক্সের নিয়ম কানুন মেনে যথানিয়মে ট্রেড করতে পারবে তারাই কেবল এখানে সফল হতে পারে।

Rokibul7
2020-07-26, 11:13 PM
ফরেক্স মাকেটে টিকে থাকতে হলে মাকেট এনালাইসিস জানতে হবে এবং লোভ কন্ট্রোল করতে হবে।টিকে থাকার জন্য ফরেক্স এর কিছু রুলস আছে সেগুলো জানতে হবে মানতে হবে।আর মানিম্যানেজমেন্ট মানতে হবে এবং ওভার টেড থেকে বিরত থাকতে হবে।