PDA

View Full Version : রেভেঞ্জ ট্রেড ও এর থেকে পরিত্রানের সহজ উপায়



BangaliBabu
2019-07-27, 08:04 PM
আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভাল আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো রেভেঞ্জ ট্রেড। যেটা একজন নতুন ফরেক্স ট্রেডারের জন্য সবচেয়ে বিপদজনক। আমরা ফরেক্সে আসি প্রফিট করার জন্য আর ট্রেডার হিসেবে নিজের একটা অবস্থান তৈরী হওয়ার পূব মুহূর্ত পর্যন্ত এই রেভেঞ্জ ট্রেড থেকে বেরিয়ে আসা অনেকটা কঠিন। ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে ১০০% মনোযোগ ছাড়া সম্ভব নয় কিন্তু অনেকেই সেটা সম্ভব করেছেন যেটা কাকতলীয়। অনেক সময় আমাদের কঠোর পরিশ্রম করে তৈরী করা ড্যাম সিওর এনালাইসিসের পরও আপনি ট্রেড থেকে প্রফিট করতে পারছেন না এমনটা ঘটবে। তখন মনের মধ্যে এক ধরণের রেভেঞ্জ মনোভাব কাজ করে এটাই যে, এত কষ্ট করার পরও আমি লসের সম্মুখীন হলাম। এটা মেনে নেওয়া যায় না, আমি তো এনালাইসিস করার মধ্যে কোন ক্রটি রাখিনি, তারপরও আমি পরাজিত। এমন ধরনের ইমোশনাল কথাবার্তা মনের মধ্যে আপনাআপনিই জেগে ওঠে এটাই স্বাভাবিক।

ধরুন, আপনি ক্রিকেট খেলছেন আর আপনাকে ৫০ বলে ৫০ রান করতে হবে। আপনি যদি প্রতি বলে ১ রান করে নেন তাহলে খুব সহজেই ৫০ রান করা সম্ভব আর যদি তা না করে প্রতি বলে বাউন্ডারি মারতে যান তাহলে আউট হওয়ার সম্ভাবনা বেশি। আর ৫০ বল খেললে আপনি ১০ বল মিস করবেন এটাও স্বাভাবিক। ১০ বল মিস করার পরও আল্টিমেটলি আপনি ৫০ রান করতে পারবেন যদি প্রতি বলে ১ রান করে নেওয়ার মনেভাব থাকে। সো ফরেক্স ট্রেডিংটা এমনই, এখানে ৫০/৫০ প্রফিট/লস করার সুযোগ রয়েছে। এটা একটা সাইকোলজিক্যাল প্লাটফর্ম, এখানে মাথা ঠান্ডা না রেখে ট্রেডিংয়ে যাওয়া সবসময়ই বিপদজনক। যে ট্রেডে লস করছেন এটা ওই ১০ বলের ১ বল মনে করে ভুলে যান এবং পরবর্তী বলে আবার ১ রান নেওয়ার মনোভাব নিয়ে এগিয়ে যান।

আরও একটা প্রবণতা নতুন ট্রেডারদের মধ্যে লক্ষণীয় সেটা হলো একটা ট্রেড প্রফিটে ক্লোজ করার পরপরই আরেকটা ট্রেড ওপেন করে বসা। আগের ট্রেডে প্রফিট করেছেন বলে আপনার কনফিডেন্স লেভেল থেকে এই ট্রেডগুলা আসে। এই ধরনের ট্রেড ও রেভেঞ্জ ট্রেডে সবসময় ৯০% লসের সম্ভাবনা থাকে। নিজের একচুয়াল এসপেকটেশন নিয়ে ট্রেডিংয়ে আসেন ভাল ফলাফল অনিবার্য।

আপনাদের উৎসাহই আমার লেখার অনুপ্রেরণা। সবার কাছে দোয়াপ্রার্থী।

Hafizfx
2019-07-29, 08:51 AM
ফরেক্স এ ট্রেড করতে হলে অবশ্যয় লস হবে এবং সেটা আমাদের মেনেও নিতে হবে কারন বিশ্বের এমন কোন ট্রেডার নেই যে লস করেনী। তাই বুদ্ধিমানের কাজ হল প্রফিটের ট্রেডগুলি বেশি সময় ধরে রেখে বেশি প্রফিট করা আর লসের ট্রেডগুলি অল্প সময় ধরে রেখে লস কম নিতে হবে। কিন্তু আমরা এটার উল্টা করি সামান্য প্রফিট হলেই সেটা ক্লোজ করে দেই আর লসের ট্রেড গুলি সপ্তার পর সপ্তাহ ধরে রেখে বড় আকারের লস নিয়ে তারপর ক্লোজ করি তাই এ্যানালিসিস এর দোশ না দিয়ে যদি উপরের নিয়ম ফলো করা যাই তাহলে প্রফিটের সংখ্যা বাড়বে আর এ্যানালিসিস যে সব সময় ১০০% কাজ করবে সেটা ঠিক নয় তাই টেকনিক্যাল নিয়ম অনুসরন করে প্রফিটের সংখ্যা বাড়াতে হবে।

alamsat
2019-07-29, 03:07 PM
ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যয় আপনাকে জেনে বুঝে তারপর ট্রেড করতে হবে তা না হলে সব সময় ই লস করবেন তাই ট্রেড করতে হলে বিভিন্ন নিয়ম কানুনগুলি জেনে বুঝে তারপর ট্রেড করা উচিৎ।