PDA

View Full Version : ফরেক্সে লসের কারণ



Hasinapx
2019-07-28, 11:32 AM
ফরেক্সে কেউ লস করতে চাই না কিন্তু সবাই লাভ করতেও পারে না, তাই বলে ফরেক্স মার্কেট থেমে নেই,দিন দিন বাড়ছে এর পরিধি আর ব্যাপকতা। প্রতিদিনই বাড়ছে নতুন নতুন ট্রেডার,বাড়ছে ইনভেস্ট নতুন উদ্যমে-নতুন আশায়, খেয়াল রাখতে হবে কি কি কারণে লস হয়- অভিজ্ঞতার অভাব,সিগন্যালের উপর অতিমাত্রায় নির্ভরশীল,সব সময় ঝুকি নিয়ে ট্রেড করা,আত্মবিশ্বাস না থাকা, উ েদ্দশ্যহীন ট্রেড করা,অতিরিক্ত লোভ করা, মানি ম্যানেজমেন্ট ফলো না করা।

samun
2019-07-28, 12:27 PM
ফরেক্সে লসের অনেক কারন আছে। যে সকল কারনে ফরেক্সে লস হয় সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো ঃঃ
১. মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা।
২. মার্কেট থেকে অধিক লাভের আশায় বেশি লটে ট্রেড করা।
৩. ফরেক্স ট্রেড সম্পর্কে ধারনা না থাকা।
৪. ফান্ডামেন্টাল এনালাইসিস না করা।
৫. লং টাইম ফ্রেমে বাঁধানো না করে,শর্ট টাইম ফ্রেমে ট্রেড করা।
৬. অধিক পরিমাণে ট্রেড করা। ইত্যাদি
এসকল কারন বশত ফরেক্সে লস হয়। তাই এসকল কাজ থেকে বিরত থাকতে হবে এবং দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করলে লাভ হবে।

TanjirKhandokar1994
2019-07-28, 01:44 PM
আমি মনে করি ফরেক্সে লসের অনেক কারন আছে।তার মধ্যে মূল কারণ হলো ফরেক্স ট্রেডিং এর অদক্ষতা। এছাড়াও আরও অনেক কারন আছে সেগুলো হলো ট্রেড করার সময় মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা।
মার্কেট থেকে অধিক লাভের আশায় বেশি লটে ট্রেড করা।কোন প্রকার এনালাইসিস না করে ট্রেড ওপেন করা। লোভ পরিহার না করা।
লং টাইমে ট্রেড না করে,শর্ট টাইম ফ্রেমে ট্রেড করা।ইত্যাদি বিষয় গুলো সবচেয়ে বেশি লস করার কারণ বলে আমি মনে করি। তাই আমাদের সবারই উচিত ফরেক্স ট্রেডিং করার আগে এই বিষয় গুলো বিবেচনা করে ট্রেড করা তাহলে এখানে আমরা সকলেই সফল হতে পারবো বলে আমি মনে করি।ধন্যবাদ

AMIRSHIKDER976
2019-07-28, 02:29 PM
ফরেক্স মার্কেটে লস এর অনেক কারণ আছে আপনার যেমন ব্যালেন্স বা মূলধন সে অনুযায়ী আপনাকে ট্রেড করতে হবে। ট্রেড করার সময় অধিকাংশ যারা লস করে তারা লোভে পড়ে অতিরিক্ত ভলিউম নিয়ে করে তাই নজর সম্ভাবনা বেশি থাকে। ট্রেড করে আপনাকে মুনাফা অর্জন করতে বলে সকল বিষয়গুলো জেনে শুনে দক্ষতা অর্জন করে তারপরে ট্রেড করতে হবে এবং তারপরও মানি ম্যানেজমেন্ট এবং বিভিন্ন তথ্য ইনফরমেশন সম্পর্কে অবগত থাকতে হবে। এইসব নিয়ম কানুন না মেনে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার লস এর সম্ভাবনা বেশি থাকে।

souravkumarhazra6763
2019-07-28, 05:26 PM
ফরেক্স মার্কেট হতে লস করার অনেক কারণ আছে,তার ভিতর সব থেকে বড় কারণ হয়ছে ম্যানি ম্যানেজমেন্ট সঠিক না রেখে বড় বড় লট এ ট্রেড করা এর ফলে মার্কেট আপনার এন্ট্রি এর বিপরীতে গেলে লস এর সন্মূখীন হতে হয়,তাছাড়া অতিরিক্ত ট্রেড লস হওয়ার আরেক টি কারণ।

SOMARANITHAKUR1995
2019-07-28, 05:58 PM
ফরেক্স মার্কেটে লসের অনেকগুলি কারণ আছে। নিচেয় আলোচনা করা হল। যথা;
১. ফরেক্সের ওপর দক্ষতার অভাব।
২. মানি ম্যানেজমেন্ট না মেনে অতিরিক্ত লট নিয়ে ট্রেড করা।
৩. সিগনালের ওপর নির্ভর করা।
৪. সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে না পারা।
৫. ধৈর্য্য হারিয়ে ফেলা।
৬. ডেমো ট্রেডিং না করে সরাসরি যারা রিয়েল ট্রেড করতে আসে তাদের মধ্যে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা কম থাকে। যার কারণে তারা লস করে।
৭. ডলারের লোভ করা ইত্যাদি লসের কারণ।

sofiz
2019-07-28, 06:14 PM
ফরেক্সে লসের কারন অনেক রয়েছে। সঠিক জ্ঞানের অভাবেই মুলত লস হয়ে থাকে।সঠিকভাবে এনালাইসিস না করা,মার্কেট না বুজে ওভারট্রেড করা,ধৈর্য্য না ধরে ট্রেড করা,অতিরিক্ত লোভ করা এই সবই আপনার লসের কারন হয়ে দাড়ায়।

ARIFULISLAM1996
2019-07-28, 07:15 PM
ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা। যা সামান্য ভুল আপনার মূলধন কে ধ্বংস করে দিতে পারে। কাজেই ফরেক্স করার সময় খুব সতর্কতার সাথে ট্রেড করতে হবে। ফরেক্স এ লস এর বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে লোভের তাড়নায় পড়ে ট্রেড করা। এছাড়া রয়েছে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে অনভিজ্ঞ। ফরেক্সে যারা লস করে থাকে তারা সাধারণত মানি ম্যানেজমেন্টের কারণেই লস এর মুখে পড়ে।সব সময় মনে রাখবেন মানি ম্যানেজমেন্ট করার সময় আপনার নিজের ক্যাপিটাল এর উপর গুরুত্ব দিতে হবে।আপনি যদি ভালোভাবে মানি ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে আপনার ব্যালেন্স আকাশ পাহাড় সমান হলেও তা একসময় ভয়াবহ রূপ ধারণ করবে। এছাড়াও ফরেক্স এর কিছু কৌশল রয়েছে যেগুলো তেরা অনুসরণ করে না। মনে রাখবেন ফরেক্স একটি বুদ্ধিমত্তার ব্যবসা।আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে ফরেক্স থেকে ভালো কিছু পেতে পারেন। ফরেক্সে যারা লস করে তাদের মধ্যে রয়েছে ধৈর্যশীলতার অভাব।মনে রাখবেন ফরেস্কে করতে আসার আগে নিজেকে আগে একজন ধৈর্যশীল ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে। ফরেক্স থেকে ভালো কিছু পেতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। মার্কেটের মুভমেন্ট ইন্ডিকেট করার ক্ষমতা থাকতে হবে। ব্যবসায় লাভ লস থাকবেই। তাই বলে লস এর সময় ধৈর্য্য হারা হয়ে পড়লে চলবে না। মনে রাখবেন ফরেক্স আপনি যত ভুল করবেন ততবেশি শিখতে পারবেন। ফরেক্স শেখার কোন শেষ নেই। সব সময় মাথায় রাখা উচিত যে ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা।নিজের মধ্যে থেকে লোভকে সামলিয়ে নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ফরেক্স করলে আপনি কখোনোই লস এর মুখে পড়বেন না বলে আমি মনে করি।

KF84
2019-07-28, 07:47 PM
ফরেক্সে লসের অনেকগুলো কারন রয়েছে তার মধ্যে কয়টি গুরুত্বপূর্ণ কারণগুলো তুলে ধরা হল ।
১. মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা ।
২. বেশি লট সাইজের ট্রেড ওপেন করা অর্থাৎ মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করা ।
৩. অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে অন্যের দেয়া সিগন্যাল ফলো করা ।
৪. অতিরিক্ত লোভ করা ।
৫. স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করা ।

KaziBayzid162
2019-07-28, 07:53 PM
ফরেক্স মার্কেটে একজন ট্রেডার শুধুমাত্র একটি কারণে লস করে না, বরং অনেকগুলো কারণ রয়েছে লস করার পিছনে। যেমন:-১/ফরেক্স সম্পর্কে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা না থাকা
২/ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিসের অভিজ্ঞতা না থাকা,
৩/অল্প ব্যালেন্স নিয়ে বড় লটে অনেক বেশি ভোলিয়মে ট্রেড ওপেন করা।
৪/মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা.
৫/অধিক লাভের আশায় ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করা,
৬/আপডেট নিউজ এর প্রতি দৃষ্টি না রেখেন সিগন্যাল ফলো করা,
৭/লোভ এবং ইমোশনকে নিয়ন্ত্রণ করতে না পারা.
৮/ধৈর্য ধারণ না করে খুশিমতো ট্রেড ওপেন করা,
৯/দ্রুত লাভের আশায় লং টাইম ফ্রেম এর পরিবর্তে শর্ট টাইম ফ্রেম এ ট্রেডিং করা,
মূলত উপরে বর্ণিত কারণগুলোর জন্যই একজন ট্রেডার ফরেক্স মার্কেট এ লস করে থাকে, তাই কেউ যদি এই সকল বিষয়ে সচেতন হয়ে ট্রেডিং করতে পারে তাহলে আশা করি অবশ্যই সে ফরেক্স থেকে সফলতা লাভ করতে পারবে।