View Full Version : নতুনদের জন্য কিছু উপদেশ
hafijur rahman
2016-11-23, 02:32 PM
আমি নিজেও ফরেক্সে নতুন তবুও নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথমে ভালভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করবেন। তারপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে মিনিমাম ৬ মাস প্র্যাকটিস করবেন। সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন। তখনই আপনি শুরু করতে পারবেন।
shaminfx
2016-11-23, 03:25 PM
আমি নতুন্দের কে সব সময় বলব আগে ভালো করে ফরেক্স সম্পর্কে জেনে শুনে নিন, রিয়াল ট্রেড করার আগে ৬ মাস ধরে ডেমোতে ট্রেড করে নিজেকে মার্কেট সম্পর্কে ভালো ধারনা আনুন,বেশি বেশি করে চার্ট এনালায়িস করতে থাকুন,১০০$এর একাউন্ট খুলে ০.01 লট দিয়া ট্রেড করা শিখুন, একটা ট্রেড লস গেলে ওই লস টা নিয়া গবেষণা করুণ কেন আমার এই ট্রেড লস গেলো, এই ভাবে নিওম কানুন মেনে চললে অবশ্যই নতুন রা আগাতে পারবে।
uzzal05
2017-06-24, 11:40 AM
ফরেক্স শেখার আগে পেমেন্ট নিয়ে চিন্তা করা ঠিক নয়। কারন যেহেতু সবাই ফরেক্স করছে তারা তো ব্যালেন্স বা প্রফিট তুলতে পারছে। তারা তুলতে পারলে আপনি ও তুলতে পারবেন। ফরেক্স নতুন কেউ শুরু করতে চাইলে তার উইচত আগে জানা। ফরেক্স সম্পর্কে জেনে একটা ডেমো একাউন্ট দিয়ে ট্রেড শুরু করা।
simcard
2017-07-19, 09:20 PM
আমার মতে নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথমে ভালভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করবেন। তারপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে মিনিমাম ৬ মাস প্র্যাকটিস করবেন। সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন। তখনই আপনি শুরু করতে পারবেন।
Mamun13
2017-07-20, 07:17 AM
প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷নতুন ট্রেডারদের জন্যই এখানে সবকিছু লিখি৷আমার সব পোষ্টিংই তাদের জন্য পরামর্শ স্বরূপ৷এই দুই/তিন লাইনে তো আর ফরেক্স ট্রেড সম্পর্কে কিছুই বুঝবেন না তাই নিয়মিত পড়তে থাকুন সবগুলো পোষ্ট৷ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷নিজের পকেটের ১ ডলারও ইনভেষ্ট করার প্রয়োজন পড়বে না৷পুজিঁ তো ফোরামই দিচ্ছে তো নিয়মিত স্টাডি ছাড়া আর কোনো কিছুই প্রয়োজন নাই,নতুন ট্রেডারগণ মনে রাখবেন৷
martin
2017-07-20, 12:32 PM
প্রথমে ডেমো ট্রেড করতে বলবো তারপর রিয়ালে ১০০ ডলার দিয়ে শুরু করার কথা বলব নতুনদের জন্য। ১০০ ডলার এর মাধ্যমে শুরু করুন তারপর প্রফিট হলে মানি বুকারস এর মাধ্যমে উইতড্র করুন। তবে এর জন্য আপনাকে আগে কিছু বিষয়ে ভেরিফাই করে নিতে হবে।
Shadhin
2017-07-20, 02:53 PM
যারা ফরেক্স ট্রেড ব্যবসায় একদমই ন্তুন তাদের অনেক কিছু অনুসরন করে চলতে হবে আপনি যদি ফরেক্স ট্রেদ ব্যবসায় নতুন হন তাহলে আগে আপনাকে ট্রেড তা ভাল ভাবে বুঝতে হবে আর বুঝে করতে হবে তবেই আপনি লসের থেকে বাচবেন আর যদি না জেনে করেন তাহলে আপনি লস করবেন তাই নতুন দের লস থেকে বাচতে হলে আগে জেনে নিতে হবে ট্রেড করাটা তবেই আপনি লাভ করবেন নতুনরা লসের থেকে সাবধান থাকাই ভাল
morshed naim
2017-07-21, 02:01 AM
রথমে আপনি একটি ডেমো একাউন্ট খুলে কাজ শুরু কারতে পারেন।এরপর আস্তে আস্তে কাজ শিখতে শুরু করুন এবং অভিজ্ঞতা বাড়ান।ফরেক্স এ প্রচুর পড়াশুনা করতে হবে। একথাই ফরেক্স নিয়ে এনালাইসিস করতে হবে বেশি বেশি।ডেমো ট্রেড শুরু করুন আস্তে আস্তে দেখবেন ডেমোতে সফল হচ্ছেন তখন ডলার বিনিয়োগ করতে পারেন।
Momen
2017-07-22, 02:29 PM
ফরেক্স এ যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, ফরেক্স কোন খেলনা নয়, ফরেক্স আন্তর্জাতিক বিশ্ব ব্যাংক দ্বারা নিয়িন্ত্রত একটি অনলাইন মুদ্রা বাজার। যেখানে একটি দেহসের মুদ্রার বিপরীতে অন্য দেশের মুদ্রার ক্রয়/বিক্রয় ঘটে। তাই আগে ফরেক্স সম্পর্কে ভাল ভাল ধারনা নিনি তারপর রিয়েল ট্রেড এ আসুন। এর আগে ডেমো তে ট্রেড করে ট্রেডিং এক্সপেরিয়েন্স বাড়ান।
reser
2017-07-30, 11:13 PM
নতুনদের উদ্দেশে আমার একটা কথাই বলার আছে কত ইনভেস্ট করবেন বা কত আয় করবেন এগুলা না ভেবে আগে ফরেক্স ভালোভাবে শিখেন।ডেমো তে সিরিয়াসলি প্র্যাকটিস করেন আর বেশী বেশী কন্টেস্টে অংশগ্রহণ করুন।এতে করে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা বাড়বে।
Mahidul84
2017-07-31, 08:23 PM
নতুনদের আমি একটা কথাই বলতে চাই যেটা হচ্ছে আপনি এই মার্কেট এ প্রবেশ করার আগে ফরেক্স সম্পর্কে ভালোভাবে আগে জানুন, শিখুন এবং বোঝার চেষ্টা করুন। তারপর ডেমো ট্রেডের মাধ্যমে বিভিন্ন ধরনের কৌশল, পদ্ধতি এবং বাই, সেল কিভাবে করতে হয়, কত পিপস নিলে দৈনিক কত টাকা লাভ বা ক্ষতি হবে সেগুলো বিষয় সম্পর্কে আগে জানতে চেষ্টা করুন, তারপর আপনি ফরেক্স মার্কেটে কত টাকা ইনভেস্ট করতে চান সেগুলোর সম্পর্কে ধারণা রাখুন।
mahbubhb
2017-08-07, 03:20 PM
যারা একবারে ফরেক্সে নতুন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি আগে ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জানুন। তারপরে আইডিয়া ভাল হলে একটা ডেমো একাউন্ট চালু করুন। তার কিছুদিনপরে অল্প ইনভেস্টমেন্ট এ লাইভ একাউন্ট চালু করুন। অল্প অল্প করে ট্রেডিং শুরু করুণ।
riponinsta
2017-11-12, 02:56 PM
আপনি যদি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করেন তাহলে বুঝতে হবে আপনি ফরেক্স মার্কেট এ ঠিক পথে আছেন যারা ফরেক্স মার্কেট এ লাভ করছেন কিন্তু লাভ টা ধরে রাখতে পারছেন না তাহলে আপনি ঠিক পথে নাই আর আপনি ফরেক্স মার্কেট এ যেই সিস্টেম দিয়ে টাকা ডিপোজিট করবেন সেই মাধ্যম দিয়ে ফরেক্স মার্কেট থেকে টাকা তুলতে হবে এর জন্য আমি মনে করি নেটেলার ভাল
Mahidul84
2017-11-12, 05:31 PM
নতুনরা ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে তারা যেন ডেমো অনুশীলন করে মিনিমান ৪/৫ মাস। কারণ ডেমো অনুশীলন দ্বারা ফরেক্স মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের টেকনিক্যাল, ফান্ডামেন্টাল ও সেন্টিমেন্টাল এবং ট্রেডিং কৌশল সম্পর্কে ভাল ধারণা অর্জন করা সম্ভব। এছাড়া আপনি নিয়মিত মার্কেট পর্যবেক্ষণ করতে পারলে নিউজ এবং ডেইলি চার্ট সম্পর্কেও ভাল ধারণা অর্জন করতে পারবেন। তারপর আপনি ফরেক্স মার্কেটে এন্ট্রি হতে পারেন। কারণ তখন আপনি মোটামুটি ফরেক্স সম্পর্কে কিছুটা হলেও একটু ধারণা অর্জন করতে পারবেন। আর সেই ধারণা দিয়েই আপনি ফরেক্স থেকে কিছুটা হলে প্রফিট অর্জন করতে পারবেন।
expkhaled
2017-11-12, 08:11 PM
আমিও ফরেক্স এ নতুন মাত্র এক বছর যাবত একটু একটু করে শিখছি এবং ডেমো ট্রেড করছি। প্রথম প্রথম ডেমো ট্রেড এ লাভ হতো। এখন লাভ কম হয় লস হয় বেশী। এখন একটু শিখতে শুরু করছি। ধৈর্য্য ধারন করে শিখছি দেখা যাক কি হয়। তবে আমার মতামত আগে ফরেক্স এর ব্যপার গুলো কি সেটা ভাল ভাবে জেনে এবং কিভাবে কাজ করতে হয়। আসল ব্যপার গুলো ভালভাবে জেনে নিন। কারণ অনেকে ফরেক্স এ আসে লোভে পড়ে যে, অনেক অনেক টাকা আয় করার জন্য কিন্তু দু:খের বিষয় একটাই যে, আসলে ফরেক্স সোজা বিষয় নয়। আপনাকে অনেক ধৈর্য্য ধারণ করতে হবে যদি আপনি ফরেক্স থেকে আশা করেন। আর অন্তত ১ বছর ডেমো ট্রেড করতে হবে যদি দেখেন লাভ হচ্ছে বেশী লস কম হয়। তখন রিয়েল ট্রেড করবেন। ধন্যবাদ সবাইকে।
uzzal05
2017-11-16, 12:08 PM
ফরেক্স ব্যবসা টকে আগে ভালো ভাবে জানুন, বুঝুন। কেননা আপনি না জেনে না বুঝে ট্রেড বা ইনভেস্ট করে লাভ নেই। আপনি নতুন যদি হোন তাহলে ফরেক্স এ স্টাডি এর পেছনে সময় দিন। বিভিন্ন ধরনের প্যাটার্ন, ক্যন্ডলসস্টিক নিয়ে স্টাডি করেন।
Nishpap Papi
2017-11-16, 03:08 PM
সিনিয়র ট্রেডারদের উপদেশ জুনিয়রদের অবশ্যই গ্রহণ করা উচিৎ। ট্রেডিং একদিনে সিখার বিষয় না। ট্রেডিং করতে করতে শিখতে হয়।
Torun50
2017-11-16, 03:51 PM
ফরেক্স এ যারা নতুন তাদের কে আনেক কিছু জানতে হবে এই ফরেক্স সম্পর্কে । এই ফরেক্স নিয়ে পড়াশুনা করতে হবে । ফরেক্স এ আনেক সময় *দিতে হবে । আর তাদের কে ট্রেড শিখান জন্য ডেমোতে ট্রেড কোরতে হবে ।
Mahidul84
2017-11-16, 04:43 PM
যারা এই মার্কেটে নতুন তারা যেন আগে ফরেক্স সম্পর্কে অধিক পড়াশোনা করতে হবে প্রচুর পরিমাণে পরিশ্রম ও ধৈর্য্যসহকারে মার্কেটে থাকার চেষ্টা করতে হবে। সময় মতন নিউজগুলো দেখতে হবে। এছাড়া টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল সম্পর্কে দক্ষ হতে হবে। পাশাপাশি আপনাকে ডেমো অনুশীলন করতে হবে নিয়মিত। তবেই আপনি এই মার্কেট হতে ভাল কিছু অর্জন করতে পারবেন।
01797733223
2017-11-16, 07:17 PM
নতুনদের জন্য শুধু একটা কথাই বলব, আপনার দৃষ্টিকোন থেকে যদি এই ব্যবসাটা ভাল লাগে তাহলে আন্তরিকতার সাথে এটা গ্রহন করুন । ধৈর্য সহকারে মনোযোগের সহিত নীরলোভহিনভাবে কাজ কুরুন । কারন যে কোন কাজের সাফল্য তার নিয়ত ও কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে ।
yasir
2017-11-18, 04:03 PM
যারা ফরেক্স মার্কেট এ নতুন তারা যেন প্রথম ডেমো প্যাক্ট্রিস অনুসরন করেন, এবং সেখান থেকে লাভ অথবা লস এর কারণগুলো অনুসন্ধান করার চেষ্টা করুন। ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করুন। তারপর বিভিন্ন ধরনের ফরেক্স নিউজ, বই, কৌশল পদ্ধতি, বিভিন্ন এনালাইসিস এমনকি মানি ম্যানেজম্যান্ট সম্পর্কে জ্ঞান অর্জন করে ফরেক্স মার্কেট এ রিয়েল এ ট্রেড করা উচিত।
iloveyou
2018-03-09, 07:17 PM
ভাই নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যদি আপনি ১০০ ডলার ইনভেস্ট করে ট্রেড করেন, তাহলে আপনাকে কম ভলিওমে ট্রেডগুলো নিতে হবে। এর আগে আপনাকে ডিসাইড করতে হবে যে অাপনি কি টেকনিক্যাল নাকি নিউজ ট্রেড করতে বেশি আগ্রহী সেটা, তারপর আপনি জ্ঞানার্জনের মধ্য দিয়ে মানি ম্যানেজম্যান্ট কিভাবে করতে হয় সেটা আগে ভালভাবে জানার এবং শেখার চেষ্টা করবেন।
শিমুলআক্তার
2018-03-09, 09:14 PM
প্রিয় বন্ধু, যারা ফরেক্স ট্রেডিং মার্কেটে নতুন তাদের জন্য বলার শেষ কোথায়? তবে আমি শুধু এটুকুই বলতে চাই যে, ফরেক্স ট্রেডিং মার্কেট আসেলেই খুবই চ্যালেন্জিং একটা জায়গা তাই ফরেক্স ট্রেড করার আগে ভাল ভাবে মার্কেট সম্পর্কে জানুন তার পর ট্রেড করুন আর জন্য জন্য সবচেয়ে ভাল একটা উপায় হল আপনার ভালমত শেখার আগ পর্যন্ত ডেমো ট্রেড করুন, ধন্যবাদ।
আসলে নতুনদের প্রথম কাজটা হলো কিভাবে ফরেক্সে টিকে থাকা যায় সে বিষয়ে খেয়াল রাখা।নতুনরা তাদের ব্যলেন্স অনুযায়ী ছোট ছোট লটে ট্রেড করবে,তাদের লোভ পরিহার করতে হবে এবং ধৈর্য্য ধারন করা শিখতে হবে।প্রাথমিক অবস্থায় ১০০ ডলার দিয়ে ট্রেড করে ০.০৫ লটে ট্রেড করলে সুবিধা হবে।
hasem79
2018-03-10, 10:00 PM
এটা আমার জানার ছিল। সময় শ্রম সবই দিলাম কিন্তু কাজের বেলায় কিছুই পেলাম না এরকম হলে কেমন করে হবে? আসলেই আগে জানা উচিত কি কাজ করলে কি হতে পারে। আমি ও সময় দিচ্ছি শ্রম্ও দিচ্ছি জানি না এটা কাজে লাগবে না জলে যাবে। তবে লেগে আছি - হাল ছাড়ার সম্ভাবনা খুবই কম।
nahida
2018-03-10, 11:58 PM
ফরেক্সে নতুনদের জন্য প্রথম কাজ হলো লোভ থেকে দূরে থাকা এবং ধৈর্য্য ধারন করে ট্রেড করা।তাছাড়া ওভার ট্রেড করা থেকে বিরত থাকতে হবে ছোট ছোট লটে ট্রেড করতে হবে যাতে করে ফরেক্সে টিকে থাকা যায় এতে করে ফরেক্স সম্পর্কে ধীরে ধীরে জ্ঞান অর্জন করা সম্ভব হবে।
hasem79
2018-03-11, 08:48 PM
উপদেশ শুনতে শুনতে এখন আর ভাল লাগে না। এসব উপদেশ শুনতেই যতটা মিষ্টি লাগে বাস্তবে তার কানা কড়িও না। আপনি যখন ট্রেড করতে যাবেন তখন আপনার মনেও থাকবে না যে কিসে কি করছেন। আমি মনে করি এসব উপদেশ আপনার আমার কোন কাজেও লাগবে না।
নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথমে ভালভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করবেন। তারপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে মিনিমাম ৬ মাস প্র্যাকটিস করবেন। সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন। তখনই আপনি শুরু করতে পারবেন।
RASHEDUZZAMAN420
2018-03-29, 11:48 PM
নতুন ফরেক্স ট্রেডারদের জন্য আমি বলব আপনাদের সবর্প্রথম যে জিনিসটি করা উচিত তা হল শুরুতে ডেমো ট্রেডিংপ্লাটফর্মে নিয়মিত ভাবে অনুশীলন করতে হবে পাশাপাশি মার্কেট এক্সপার্টদের প্রদত্ত অ্যানালাইসিস সমুহ নিয়মিত ভাবে ফলো করতে হবে। কোন ভাবেই আবেগতারিত হয়ে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করা যাবে না।টেকনিক্যার অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভাল ভাবে আয়েত্ব করতে হবে।
riponinsta
2018-03-31, 03:33 PM
আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হয়ে থাকেন তাহলে আপনার ফরেক্স মার্কেট সম্পর্কে বেসিক বিষয় গুল জানতে হবে তারপর আপনি একটা ট্রেডিং সিস্টেম এ ডেমো ট্রেড শুরু করবেন তারপর যদি দেখেন আপনি ডেমোতে ভাল লাভ করতে পারছেন তখন আপনি ৫০ ডলার থেকে ১০০ ডলার ডিপোজিট করলেন তারপর আপনি যদি নিয়মিত লাভ করেন তাহলে আপনার টার্গেট মত ট্রেড করে ডিপোজিট করে লাভ বের করে আনতে পারেন প্রতিমাস এ
sr ritu
2018-11-29, 02:26 AM
যারা নতুন তারা ডেমো ট্রেডিং টা বেশি করে অনুসরণ করুন, সেখানে লাভ এবং লস এর কারণ গুলো সনাক্ত করুন। ফরেক্স থকে সঠিক ধারনা অর্জন কর তারপর শুরু করত পারবনে। ট্রেডার তাদের জন্য ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানার দরকার আছে ।
marjahan
2018-12-13, 12:25 PM
ফরেক্স মার্কেটে আমি সদ্যনতুন না হলেও আমিও নতুন।কিন্তু তারপরেও যতদূর জানি নতুনদের সবার আগে উচিত ফরেক্স বিষয়ক জ্ঞানার্জন করে নূন্যতম ছয় মাস ডেমো ট্রেডিং প্রাকটিস করা।এভাবে ডেমো প্রাকটিসের সাথে ফরেক্স বিষয়ক কিছু ওয়েবসাইটে নিয়োমিত ভিজিট করতে হবে।এভাবে সর্বোচ্চ ধৈর্যের সাথে ফরেক্স প্রাকটিস করলে কিছুদিন পর কিছুটা আয়ত্বে আসতে পারে।তখন নিজেই কি করতে হবে তা বোঝা যাবে।
Mahidul84
2018-12-13, 05:44 PM
যারা ফরেক্স মার্কেটে নতুন তারা যেন আমার মতে প্রথম অবস্থায় ডেমো ট্রেড করেন। কারণ ডেমো ট্রেড দ্বারা এই মার্কেট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য অর্জন সম্ভব। যা আপনার ট্রেডিং কৌশলের জন্য অনেক বেশি সহায়ক হবে। এছাড়া ডেমো ট্রেড দ্বারা আপনি মানি ম্যনেজমেন্ট, লিভারেজ, টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল, ইন্ডিকেটর ইত্যাদি ব্যবহারগুলো সম্পর্কে খুব সহজেই সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। আর যখন আপনি এগুলো সম্পর্কে নিয়মিত ভাল জ্ঞান অর্জনে সক্ষম হতে পারবেন তখন অবশ্যই এই মার্কেটে ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস।
Mazharul777
2018-12-24, 11:06 PM
আমার মতো যারা ফরেক্স মার্কেট এ নতুন তাদেরকে আমি এককথাই বলব তারা যেন প্রথম ডেমো প্যাক্ট্রিস অনুসরন করেন, এবং সেখান থেকে লাভ অথবা লস এর কারণগুলো অনুসন্ধান করার চেষ্টা করুন। আর ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করুন। তারপর বিভিন্ন ধরনের ফরেক্স নিউজ, বই, কৌশল পদ্ধতি, বিভিন্ন এনালাইসিস এমনকি মানি ম্যানেজম্যান্ট সম্পর্কে জ্ঞান অর্জন করে ফরেক্স মার্কেট এ রিয়েল এ ট্রেড করা উচিৎ।
Md_MhorroM
2018-12-24, 11:51 PM
আমি বলবো যারা ফরেক্স মার্কেট এ নতুন তারা যেন প্রথম ডেমো প্যাক্ট্রিস অনুসরন করেন, এবং সেখান থেকে লাভ অথবা লস এর কারণগুলো অনুসন্ধান করার চেষ্টা করুন। ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করুন। তারপর বিভিন্ন ধরনের ফরেক্স নিউজ, বই, কৌশল পদ্ধতি, বিভিন্ন এনালাইসিস এমনকি মানি ম্যানেজম্যান্ট সম্পর্কে জ্ঞান অর্জন করে ফরেক্স মার্কেট এ রিয়েল এ ট্রেড করা উচিৎ।
SkAbdullahaAlMamun464893
2018-12-25, 11:02 AM
যারা ফরেক্স ট্রেডিংয়ে একেবারেই নতুন তাদের উদ্দেশ্যে আমি বলব ফরেক্স ট্রেডিংকে আপনি যদি সিরিয়াসলি নিয়ে এখান থেকে ভাল কিছু পেতে চান তবে আপনাকে সর্বপ্রথম ফরেক্স ট্রেডিং বিষয়ে জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করতে হবে আমার মতে এটি হল প্রধান চালিকা শক্তি যা আপনাকে আপনার লক্ষ বাস্তবায়নে সহায়তা করবে।আপনাকে মানিম্যানেজমেন্ট, িভিন্ন প্রকার অ্যানালাইসিস ইত্যাদি বিষয়ে অনেক বেশি দক্ষ হতে হবে আবেগ,লোভ ইত্যাদিকে ট্রেড করার ক্ষেত্রে কখনই প্রাধান্য দেওয়া যাবে না।
Rider
2018-12-25, 08:15 PM
যারা ফরেক্স মার্কেট এ নতুন তারা যেন প্রথম ডেমো প্যাক্ট্রিস অনুসরন করেন, এবং সেখান থেকে লাভ অথবা লস এর কারণগুলো অনুসন্ধান করার চেষ্টা করুন। ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করুন। তারপর বিভিন্ন ধরনের ফরেক্স নিউজ, বই, কৌশল পদ্ধতি, বিভিন্ন এনালাইসিস এমনকি মানি ম্যানেজম্যান্ট সম্পর্কে জ্ঞান অর্জন করে ফরেক্স মার্কেট এ রিয়েল এ ট্রেড করা উচিত।
TanjirKhandokar1994
2019-03-18, 11:11 PM
প্রথমেই নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই প্রথম অবস্থায় ভালভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করবেন।এরপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে আপনি যতোদিন নিজেকে দক্ষ হিসেবে মনে না করবেন ততোদিন প্রাকটিস করবেন।এবং সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে । এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন। আর আমার আরও একটা পরামর্শ হলো যখন আপনি নিজেকে দক্ষ হিসেবে মনে করবেন তখন রিয়েল ট্রেডিং করার সময় অবশ্যই সকল এনালাইসিস এবং মানিম্যনেজমেন্ট সহ সকল বিষয় গুলো খেয়াল রেখে ট্রেড করবেন।
bdunity
2019-03-19, 07:12 AM
আমার মতে নতুনদের প্রথমে ফরেক্স সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে।ফরেক্স কি ফরেক্স এ কিভাবে ট্রেড করতে হবে।ফরেক্স এ কিভাবে ট্রেড করে লাভ করতে হবে। ফরেক্স এ কিভাবে মার্কেট এনালাইসিস করতে হবে।কোন টাইমট্রেডে ট্রেড করতে হবে।এবং অনেক ধৈর্য্য ধারণ করতে হবে ।আমি মনে করি নতুনদের এগুলো ভালোভাবে জেনে ফরেক্স এ ট্রেড করা উচিৎ।
fardin
2019-03-24, 09:36 PM
নতুন যারা তাদের কে মার্কেট এ আগে সময় দিতে হবে বেশী করে ডেমো ট্রেড করতে হবে তাহলে তারা এই মার্কেট থেকে ভাল লাভ করতে পারবেন ফরেক্স করতে হলে সবার আগে আমাদের কে লাভবান হতে হবে লাভ করতে পারলেই আমরা এই মার্কেট হতে অনেক কিছু পেতে পারি ।
morshed naim
2019-03-25, 11:51 PM
ফরেক্স মার্কেটে আমি সদ্যনতুন না হলেও আমিও নতুন।কিন্তু তারপরেও যতদূর জানি নতুনদের সবার আগে উচিত ফরেক্স বিষয়ক জ্ঞানার্জন করে নূন্যতম ছয় মাস ডেমো ট্রেডিং প্রাকটিস করাছোট ছোট ট্রেড করতে হবে , কম লটে ট্রেড কতে হবে । আর মার্কেট এর মুভমেন্ট এর অপর লক্ষ রাখতে হবে ।। মানি মেনেজমেন্ট টা তো অবশ্যই ভাল হতে হবে।।
tarikulfx
2019-03-26, 03:07 AM
আমরা যাহারা নতুন আমাদের প্রয়জোন ফরেক্স সম্পর্কে ভাল ধরনা তৈরি করা যেমন আমি জেনেছি ফরেক্স আন্তর্জাতিক বিজনেস মার্কেট প্লেস যেখানে হাজার লক্ষ ও কোটি কোটি বিজনেস ট্রেডাররা ইনভেস্ট করে ট্রেডিং করে লাভ লস করে ব্যাবসা করে আসতেছে অনন্য ব্যাবসা যেমন লাভ লস আছে তেমন ফরেক্স ব্যাবসায়ও লাভ লস আছে তাই আমি মনে করি ফরেক্স একটি হালাল ব্যাবসা এবং আমরা নতুন ট্রেডাররা ফরেক্স বেশি বেশি ডেমো ট্রেডিং প্রাকটিশ করে ফরেক্স দক্ষ হওয়ার জন্য মনে প্রানে চেষ্টা করতে থাকি...
bdunity
2019-03-26, 06:48 AM
আমার মতে যারা ফরেক্স এ নতুন তারা যেন ভালোভাবে ডেমো প্রাকটিস করে তাই ফরেক্স একাউন্টএ রিয়েল ট্রেড করে। আর ফরেক্স সম্পর্কে ভালে জ্ঞান ও দক্ষতা অর্জন করে।এবং নিজের ধৈর্য্যকে বৃদ্ধি করে।তাহলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব।আমার জানা নতুনদের জন্য এই কয়টি উপদেশ।
MDRIAZ777
2019-08-29, 04:13 AM
যারা ফরেক্স ট্রেডিংয়ে একেবারে নবীন তাদের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু আপনারা ফরেক্স মার্কেটে সবেমাত্র পদার্পণ করেছেন তাই শুরুতে রিয়াল ট্রেডিংয়ে নিজেকে সম্পৃক্ত করার পূর্বে ভালোভাবে ফরেক্স ট্রেডিং কৌশল গুলো নিজের আয়ত্ত করে নিন আর এর জন্য অবশ্যই শুরুতে আপনাকে নিয়মিতভাবে কঠোর অনুশীলনের মাধ্যমে ট্রেডিং কৌশলসমূহ ভালোভাবে নিজের আয়ত্তে আনতে হবে। আর এর জন্য ডেমো ট্রেডিং এর কোন জুড়ি নেই যেখানে ব্রোকার হাউজ আপনাকে অর্থাৎ আপনি যদি ইন্সটাফরেক্সে ডেমো একাউন্ট করেন তবে সেক্ষেত্রে উক্ত ব্রোকার হাউজ আপনাকে এক লক্ষ ভার্চুয়াল ডলার ডেমো ট্রেডিং এর জন্য দিবে যা ব্যবহার করে আপনি নিয়মিতভাবে ট্রেডিংয়ে অনুশীলন করতে পারবেন যার মধ্য দিয়ে আপনার রিয়েল ট্রেডিং এর বাস্তব অভিজ্ঞতা অর্জন হবে। একজন নবীন ফরেক্স ট্রেডার কে সবসময় ট্রেডিং জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে ফরেক্সে ট্রেড করার অভ্যাস গড়ে তুলতে হবে যেখানে মানি ম্যানেজমেন্ট ,মার্কেট এনালাইসিস প্রভৃতি বিষয় সমূহ কে সর্বোচ্চ গুরুত্বের সাথে সব সময় বিবেচনা করতে হবে পাশাপাশি লোভ ,আবেগ ইত্যাদিকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আর যদি উল্লেখিত বিষয় সমূহকে একজন ট্রেডার সর্বোচ্চ বিবেচনায় রেখে নিয়মিতভাবে অনুশীলন করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে থাকে তবে অবশ্যই উক্ত ট্রেডার সফলতার সাথে ফরেক্স মার্কেটে নিজের অবাধ বিচরণ নিশ্চিত করতে পারবে বলে আমার বিশ্বাস।
Hredy
2019-08-29, 12:37 PM
নতুনদের কে অবশ্যই সর্বপ্রথম ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তারপর ডেমো একাউন্টে ট্রেড প্রাকটিস করতে হবে। প্রাকটিস ছাড়া ট্রেড করা মোটেই উচিত না এতে করে লস হবে এবং ফরেক্স সম্পর্কে বাজে ধারণার সৃষ্টি হবে। এছাড়া প্রাকটিস মেকস এ ম্যান পারফেক্ট। মার্কেট এনালাইসিস, মানি এবং রিস্ক ম্যানেজমেন্ট করা শিখতে হবে। লোভ কন্ট্রোল করে ছোট ছোট লটে ট্রেড করতে হবে। এভাবে ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়াতে হবে তাহলেই ভবিষ্যতে সাফল্যের দেখা মিলবে।
যারা ফরেক্স এ নতুন তাদের সম্পর্কে আমি বলব , তারা যেন ফরেক্স সম্পর্কে না যেনে ফরেক্স মার্কেটে না আসে , এবং নগত বিনিয়োগ না করে । তারা যেন বারবার ডেমো চর্চা করে , একজন ভাল মানের ট্রেডার হতে হলে অবশ্যই তাকে ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত ডেমো চর্চা করতে হবে ।
নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথমে ভালভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করবেন। তারপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে মিনিমাম ৬ মাস প্র্যাকটিস করবেন। সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন।
Hasinapx
2019-08-29, 04:27 PM
একটি কম্পিউটার/মোবাইল সংগ্রহ করা, ইন্টারনেট সংযোগ নেয়া,ফরেক্স সম্পর্কে মৌলিক বিষয়গুলো জানা,কিভাবে মার্কেট এ্যানালাইসিস করতে হয়ে তা জানা,মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানা,লট/ভলিউম কি তা জানা,লিভারেজ সম্পর্কে পরিষ্কার ধারনা নেয়া,স্টপ লস,টেক প্রফিট সম্পর্কে জানা,টাইম ফ্রেম সম্পর্কে জানা,ডেমোতে ট্রেড করে দক্ষতা অর্জন করা ইত্যাদি।
Mdsofizuddin
2019-08-29, 05:10 PM
নতুন যারা তাদের কে মার্কেট এ আগে সময় দিতে হবে বেশী করে ডেমো ট্রেড করতে হবে তাহলে তারা এই মার্কেট থেকে ভাল লাভ করতে পারবেন ফরেক্স করতে হলে সবার আগে আমাদের কে লাভবান হতে হবে লাভ করতে পারলেই আমরা এই মার্কেট হতে অনেক কিছু পেতে পারি ।
samirarman
2019-08-30, 03:36 AM
আমার মতে, ফরেক্স ব্যবসায় এর মূল ভিত্তি হচ্ছে আভিজ্ঞতা। তাই আমি বলব নতুন ট্রেডার আপনারা ভাল করে ফরেক্স ব্যবসায় শিখুন । ভাল না জেনে কোন কাজ শুরু করা উচিত না অন্তত ফরেক্স ব্যবসায় এর মত কোন কাজ না। আপনি ডেমো একাউন্ট খুলে কাজ শিখতে পারেন । যখন আপনি দেখবেন আপনি ভাল ট্রেড করতে পারছেন তখন একটি আসল একাউন্ট খুলুন।
KANIZFATEMA1997
2019-08-30, 06:19 PM
নতুনদের উদ্দেশ্য কিছু উপদেশ-সবপ্রথম ফোরামে ভালো ভাবে কাজ করা।ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আহরণ করবেন।তারপর ডেমো একাউন্ট খুলবেন।একাউন্টে ৬মাস মিনিমাম প্র্যাকটিস করবেন। শেখাও জানার পরিমাণ বেশী হলে তারপর লাইভ ট্রেড করতে পারবেন।ট্রেডিং সম্পকে জ্ঞান অর্জন করা।লট সম্পর্কে জানা,ক্যান্ডেলা সম্পর্কে জানা।বিভিন্ন দেশের মুদ্রার নাম জানা।ভলিউম কত দিলে ভালো হয়।তারপর বিভিন্ন ধরনের কৌশল,অভিজ্ঞতা এবং বিভিন্ন এনালাইসিস সম্পর্কে জানা।একাউন্ট ভেরিফাই করা।কতটাকা দিয়ে ট্রেড শুরু করলে ভালো হয়।কি ধরণের ট্রেড করা উচিত।এগুলো ভালো করে জেনে বুঝে তারপর মাকের্টে কাজ করা
souravkumarhazra6763
2019-08-30, 06:24 PM
যারা এই বিজিনেস এ নতুন আমার তাদের উপর কিছু উপদেশ
২.অন্ত্যত ৬ মাস ডেমো কঠোর ভাবে অনুশীলন করে রিয়েল ট্রেড করুন
২.ম্যানি ম্যানেজমেন্ট ঠিক রেখে এন্ট্রি নিন।
৩.ছোট লট এ এন্ট্রি নিবেন।
৪.অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন
৫.ক্রস পেয়ার এ এন্ট্রি নিবেন না।
MANIK6642
2019-08-31, 01:10 AM
ফরেক্স এ নতুন ট্রেডারের জন্য আমার প্রথম উপদেশ হল আগে ফরেক্স কি আপনাকে বুঝতে হবে।ফরেক্স সম্পর্কে আগে প্রপার জ্ঞান অর্জন করতে হবে।ফরেক্সের সমস্ত বেসিক জিনিসগুলো সম্বন্ধে ধারণা নিতে হবে।এরপর ডেমোতে একটা একাউন্ট খুলে নিয়মিত ডেমোতে ট্রেডিং প্র্যাক্টিস করতে হবে।আপনি ডেমোতে যত বেশি প্র্যাক্টিস করতে পারবেন ফরেক্স এ তত বেশি দক্ষ হতে পারবেন।ডেমোতে কমপক্ষে ১ বছর প্র্যাক্টিস করুন এতে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে।এরপর আপনি রিয়্যাল ট্রেড শুরু করেন্।আপনি রিয়্যাল ট্রেডে লোভ পরিহার করে ট্রেড করবেন।এত লাভ করব অত লাভ করব এগুলো মাথায় আনবেন না।লাভ এমনিতেই আসবে তার আগে আপনার দক্ষতা ও অভিজ্ঞতাগুলো আপনি বানিয়ে নেন।এভাবে সব নিয়ম কানুন মেনে ছোট ছোট লটে কিছু ট্রেড করেন দেখবেন আস্তে আস্তে আপনার লাভ হচ্ছে।এভাবেই ফরেক্স এ এগিয়ে যেতে হবে।
Rokibul7
2019-08-31, 01:22 AM
ধন্যবাদ ফোরাম বাশিদের আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।আমি ডেমো প্রাকটিস করতেছি। আমার ক্যাশ নেই তাই ফোরামের বোনাস দিয়ে টেড করার ইচ্ছে হচ্চে।আমি৪৫ডলার দিয়ে টেড শুরু করবো।আমার উদ্দেশ্যে অভিজ্ঞরা কিছু প্রয়োজনিয় উপদেশ বা কৌশল জানবেplz
sofiz
2019-08-31, 01:56 AM
নতুনদের উদ্দেশে আমার একটা কথাই বলার আছে কত ইনভেস্ট করবেন বা কত আয় করবেন এগুলা না ভেবে আগে ফরেক্স ভালোভাবে শিখেন।ডেমো তে সিরিয়াসলি প্র্যাকটিস করেন আর বেশী বেশী কন্টেস্টে অংশগ্রহণ করুন।এতে করে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা বাড়বে।
KaziBayzid162
2019-08-31, 02:36 AM
নতুনদের জন্য আমার পরামর্শ হলো, প্রথমত ফরেক্স সম্বন্ধে বিস্তারিত ভাবে জ্ঞান অর্জন করুন, তার জন্য ফরেক্স সম্বন্ধে বিভিন্ন বই পড়তে পারেন বা বিভিন্ন সাইটে ঘোরাঘুরি করেও জ্ঞান অর্জন করতে পারেন, এছাড়া ফোরামে সময় দিয়ে জ্ঞানের পরিধিকে বাড়িয়ে নিতে পারেন,এরপরে ফরেক্সের ডেমোতে অ্যাকাউন্ট ওপেন করে ততদিন পর্যন্ত ট্রেডিং করুন যতদিন পর্যন্ত ডেমো ট্রেডিং থেকে প্রতিনিয়ত প্রফিট করতে সক্ষম হচ্ছেন, ডেমতে ট্রেডিং করার মাধ্যমে রিয়েল ট্রেডিং সম্পর্কে নিজেকে অভিজ্ঞ ও দক্ষ করে তুলুন, ফরেক্স এর নিয়ম মেনে সকল প্রকার এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করতে শিখুন, এভাবে যখন আপনি নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন ঠিক তখনই রিয়েল ট্রেডিং এ কাজ শুরু করতে পারেন,আপনি রিয়েল একাউন্টে দশ থেকে 100 ডলারের মধ্যে যেকোন পরিমান ডলার ডিপোজিট করে ট্রেডিং শুরু করতে পারেন, তবে 100 ডলার ডিপোজিট করে ও যদি আপনার অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ট্রেডিং করতে পারেন তাহলে ভাল প্রফিট করতে পারবেন।
ARIFULISLAM1996
2019-09-04, 08:05 PM
ফরেক্স এ যারা নতুন ট্রেডার তাদের জন্য আমার উপদেশ একটাই সেটা হচ্ছে আপনারা ফরেক্স ট্রেডিং কি তা জানার জন্য এবং শেখার জন্য ডেমো অ্যাকাউন্ট খুলে তাতে বেশি বেশি অনুশীলন করবেন।আপনি নিজেই যতদিন পর্যন্ত বুঝতে না পারবেন যে আপনি লাইভ ট্রেডের জন্য উপযোগী না ঠিক ততদিন পর্যন্ত আপনি ডেমো ট্রেডিংয়ে প্র্যাকটিস চালিয়ে যাবেন।কেননা ডেমো ট্রেডিংয়ে প্রাকটিস করলে ফরেক্স সম্পর্কে বিস্তারিত বিষয় গুলো জানা যায় ।এছাড়াও মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা পেতে ডেমো ট্রেডিং এর বিকল্প নেই ।মনে রাখবেন ডেমো ট্রেডিং এ আপনি যত বেশি সময় দিবেন তত বেশি শিখতে পারবেন ।এছাড়াও ফরেক্স ট্রেডিং করতে আসার আগে নিজেকে একজন দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে। এটা ভূল করবেন যে আপনি শেখার জন্য করতে এসেছেন নট ইনকাম । ফরেক্সে আসার আগে নিজেকে ধৈর্যশীল হিসেবে গড়ে তুলতে হবে ।কেননা আবেগপ্রবণতা স্থান ফরেক্সে নেই ।নিজের মন থেকে ভয় ভীতি দূর করতে হবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে।
Panna1989
2019-09-06, 08:10 PM
আমিও এখানে এক সময় নতুন ছিলাম আস্তে আস্তে শিখার চেষ্টা করেছি এখনো প্রতিনিয়ত শিখেই চলেছি ফরেক্স শেখার কেনো শেষ নাই তাই যারা নতুন আছেন তাদের উদ্দেশে আমার বলা এই যে আপনারা যারা ফরেক্স এর সাথে নিজেদের জরাতে চান তারা অবশ্যই অল্প শিথেই ভেবে বসবেন না যে আপনি সব শিথে গেছেন এবং সেটা ভেবে আপনি আপনার টাকা বিনিয়োগ করবেননা। ফরেক্স সম্পর্কে মোটামুটি জানার পর অবশ্যই ডেমোতে ৬ মাস প্র্র্র্যাকটিস করবেন তার পর যদি মনে করেন আপনি এখন ট্রেড করতে পারছেন তখন আপনি আপনার টাকা বিনিয়োগ করলে ভালো ফলাফল পেতে পারেন।
Rx100
2020-03-14, 04:09 PM
নতুন যারা তাদের কে মার্কেট এ আগে সময় দিতে হবে বেশী করে ডেমো ট্রেড করতে হবে তাহলে তারা এই মার্কেট থেকে ভাল লাভ করতে পারবেন ফরেক্স করতে হলে সবার আগে আমাদের কে লাভবান হতে হবে লাভ করতে পারলেই আমরা এই মার্কেট হতে অনেক কিছু পেতে পারি ।
amreta
2020-03-14, 04:36 PM
আপনি যদি সফল হতে চান তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে যদি আপনি কঠোর পরিশ্রম করেন তবেই হবেআপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে অবশ্যই আপনি এতে সফল হবেন work আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে whoযে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই এতে সফল হবে I আমি মনে করি আপনারও কঠোর পরিশ্রম করা উচিত যাতে সফল নেতারা
Jid13
2020-03-14, 04:45 PM
যারা ফরেক্স মার্কেট এ নতুন তাদের জন্য আমরা উপদেশ , তারা প্রথমে ডেমো একাউন্ট এ প্যাক্ট্রিস করে ফরেক্স মার্কেট এ আসুক । আমরা যারা নতুন তারা ফরেক্স মার্কেট এসে আবেগ বহিভত হয়ে যায় তা যেন না করি ভাল বাভে বুঝে ট্রেড করি ।
zakia
2020-03-14, 05:23 PM
আমরা সবাই জানি যে প্র্যাকটিস মেকেস এ ম্যান পারফেক্ট । আর এজন্যই ফরেক্স এ নতুনদের জন্য সবচেয়ে ভাল উপদেশ হল বেশি বেশি প্র্যাকটিস করা । ডেমো অ্যাকাউন্ট খুলে সেখানে কাজ করা এবং কাজের পেছনে বেশি করে সময় দেয়া । ফরেক্স মার্কেট, ট্রেড, মানি ম্যানেজমেন্ট ইতাদি ফরেক্সের সব অজানা বিষয় সম্পর্কে ভালভাবে জানা ।
যারা ফরেক্স মার্কেটে নতুন তাদেরকে আমি বলবো তারা যেন ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করে ফরেক্স ব্যবসা না করে । কারন অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবে না । ফরেক্স ব্যবসা করতে হলে ধৈর্য , সততা , অভিজ্ঞতা , লোভ থেকে নিজেকে বিরিত রাখা , ইচ্ছাশক্তি ইত্যাদি গুন সম্পূর্ণ হতে হবে । এবং তারা শুরুতে বেশি বিনিয়োগ না করলে সচাইতে ভাল হবে । শুরুতে অল্প অল্প করে বিনিয়োগ করতে হবে । তাহলে তারা মোটামুটি ভাবে সফল হতে পারবে ।
Hredy
2020-04-26, 08:03 AM
নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথমে ভালভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করবেন। তারপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে মিনিমাম ৬ মাস প্র্যাকটিস করবেন। সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন। তখনই আপনি শুরু করতে পারবেন।
নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথমে ভালভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করবেন। তারপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে মিনিমাম ৬ মাস প্র্যাকটিস করবেন। সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন। তখনই আপনি শুরু করতে পারবেন।
XXXTentacion
2020-04-26, 08:58 AM
আপনার সুবিধার জন্য ট্রেডিং একাউন্ট অনেকগুলো রাখতে পারেন। সেগুলোতে নাহয় ৫০০ করে করে আলাদা-আলাদা ট্রেডিং একাউন্ট রাখলেন। একজন লোকের একটাই মাথা থাকে। তাই ফরেক্সের ক্ষেত্রেও একটা স্ট্র্যাটেজি ব্যবহারই উত্তম বলে আমার ধারনা। তারপরেও পাঁচটি একাউন্ট থাকলে ভাল হয়। কারণ প্রতিটি একাউন্টের স্ট্র্যাটেজি একই থাকবে বটে কিন্তু লিভারেজ থাকবে বিভিন্ন। একটি একাউন্টের ব্যালেন্স
HASIBURRAHMAN
2020-04-26, 09:28 AM
আয় করার ইচ্ছা থাকতে হবে। আর সেই ইচ্ছার সাথে লক্ষ্য নির্ধারণ চাই। সাথে সাথে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবেই সফলতা ইনশাআল্লাহ আসবে।
Rion83
2020-04-26, 10:57 AM
যারা ফরেক্স মার্কেটে নতুন তাদেরকে আমি বলবো তারা যেন ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করে ফরেক্স ব্যবসা না করে । কারন অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবে না । ফরেক্স ব্যবসা করতে হলে ধৈর্য , সততা , অভিজ্ঞতা , লোভ থেকে নিজেকে বিরিত রাখা , ইচ্ছাশক্তি ইত্যাদি গুন সম্পূর্ণ হতে হবে । এবং তারা শুরুতে বেশি বিনিয়োগ না করলে সচাইতে ভাল হবে ।
Fardin02
2020-04-26, 10:58 AM
নতুন দের জন্য আমার উপদেশ হচ্ছে যে আপনারা ফরেক্স এ কাজ করে যদি সফল হতে চান তাহলে আপনাদের আগে ফরেক্স বিষয়ে ভাল করে জানতে হবে । তা হলে আমি মনে করি যে আপনারা ফরেক্স এ ট্রেড করে সফল হবেন । আর বেশি করে ফরেক্স নিয়ে পড়াশুনা করে অভিজ্ঞ হন তাহলে ভাল হবে ।
IslamMdMerajul
2020-04-26, 11:03 AM
যারা আমরা ফরেক্সে নতুন কাজ করছি।বা কাজ করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে ফরেক্স সম্পর্কে আগে ভালোভাবে জানা এবং বুঝা উচিত। বিভিন্ন ওয়েবসাইট ও ফরেক্স ফোরাম থেকে ফরেক্স সম্পর্কে ভালোভাবে শিখে অভিজ্ঞতা অর্জন করে দক্ষতা নিয়ে তারপর রিয়েল ট্রেড করা উচিত। তার আগে রিয়েল ট্রেড করার জন্য ব্যস্ত হওয়া ঠিক না। ফরেক্স এ কাজ করতে হলে অবশ্যই ধৈর্য্য ধরে কাজ করতে হবে। আর বেশি লোভ করা ঠিক হবে না।এসব মানলে তাহলে হয়তোবা একসময় প্রতিটি নতুন ট্রেডার ভালো এবং দক্ষ ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।
যারা ফরেক্স মার্কেটে নতুন তাদেরকে আমি বলবো তারা যেন ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করে ফরেক্স ব্যবসা না করে । নতুনদের জন্য ফরেক্স ট্রেডিং একটি বড় উপদেশ হলো রিয়েল ট্রেডয়ে যাওয়ার পূর্বে ডেমো ট্রেড করা ভালো হবে । ফরেক্স র্মাকেটে না জেনে বুঝে রিয়েল ট্রেডে আসা কঠিন তারা শুরুতে বেশি বিনিয়োগ না করলে সচাইতে ভাল হবে । শুরুতে অল্প অল্প করে বিনিয়োগ করতে হবে । তাহলে তারা মোটামুটি ভাবে সফল হতে পারবে । নতুনদের জন্য ফরেক্স ট্রেডিং একটি বড় উপদেশ হলো রিয়েল ট্রেডয়ে যাওয়ার পূর্বে ডেমো ট্রেড করা ভালো হবে ।
Soh1952
2020-06-07, 01:26 PM
ফরেক্স মার্কেটে নতুন তাদেরকে আমি বলবো তারা যেন ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করে ফরেক্স ব্যবসা না করে । কারন অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবে না । ফরেক্স ব্যবসা করতে হলে ধৈর্য , সততা , অভিজ্ঞতা , লোভ থেকে নিজেকে বিরিত রাখা , ইচ্ছাশক্তি ইত্যাদি গুন সম্পূর্ণ হতে হবে । কাজে যেন কনো ভুল না হয় কারন ভুল হলে আইডি ব্লক হয়ে জাবে।আমার একবার আইডি ব্লক হয়েছে এর জন্য সবাই সাবধানে কাজ করবেন।
FATEMARUMA
2020-06-07, 02:28 PM
প্রথমত নতুনদের উচিত ফরেক্স সম্পর্কে সবকিছু জেনে বুঝে কাজ শুরু করা। এরপর অন্তত কিছুদিন ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করে ট্রেডিং সম্পর্কে বিস্তারিত ধারণা এবং অভিজ্ঞতা অর্জন করা। এরপর ধারাবাহিকভাবে ইনভেস্টের মাধ্যমে ট্রাইড করা যেতে পারে।
sanjida
2020-06-07, 02:40 PM
আমি নিজেও একজন নতুন মানুষ আর তাই আমি কোন উপদেশ দিতে পারবো না তবে আমি নতুনদের কিছু বলতে পারবো। যারা নতুন আসবে তারা দয়া করে ফরেক্স টা ভালো ভাবে শিখবে। অনেকেই মনে করে থাকে যে ফোরামে পোষ্ট করতে পারা মানেই হলো ফরেক্স শিখে ফেলা। কিন্তু এটা পুরাটাই ভুল একটা ধারনা। ফরেক্স আলাদা আর ফোরাম আলদা, এই ব্যাপার টা মনে রাখা দরকার। ডেমো ট্রেড মিনিমাম ৫/৬ মাস করা দরকার। মনে হতে পারে যে ৮-১০ দিনেই ট্রেড শিখে গেছি কিন্তু না মুটামুটি সব শিখতে আর বুঝতে আসলে ৮-১০ মাস সময় লাগে। সো তাড়াহুড়ো না করে সময় নিয়ে শিখলে নিজের ই উপকার
IFXmehedi
2020-06-07, 02:44 PM
যারা এখানে নতুন, তাদের উদ্দেশে কিছু বলেন। যেমন কত টাকা দিয়ে ট্রেড শুরু করলে ভাল হবে, কি ধরনের ট্রেড করা উচিত অথবা কেউ যদি ফরেক্স শিখাতে আগ্রহী হন তবে উল্লেখ করবেন দয়া করে। আসলে আমি নিজে নিজে ফরেক্স সন্মন্ধে শিখছি। কিন্তু সঠিক শিখছি কিনা বুঝতে পারছি না। payment procedure ও clear না।
যারা নতুন ফরেক্স মার্কেটে তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা হল আপনি যদি ফরেক্স ট্রেডিং মোটামুটি শিখেন এবং তার পরে রিয়েল ট্রেডিং করতে আগ্রহী হন তাহলে আপনি প্রাথমিক অবস্থায় 50 ডলার দিয়ে ট্রেডিং শুরু করতে পারেন । আর যেহেতু আপনি প্রাথমিক অবস্থায় চ্যাটিং করছেন সেও তো আমি মনে করি আপনাকে long-term ট্রেডিং স্ট্র্যাটেজি গ্রহণ করা উচিত । তাহলে হবে কি আপনি লাভের পরিমাণ খুব কম করতে পারলেও লস হবার সম্ভাবনা থাকবে না বললেই চলে । আপনার উচিত মানি ম্যানেজমেন্ট সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করা ।তাহলে আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে long-term ট্রেডিং স্ট্রাটেজি অনুসারে ট্রেডিং করেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেটের সফল হবেন ।
zakia
2020-06-14, 07:59 PM
নতুনদের জন্য বলছি আর নতুনদের কি বলব আমি নিজে নতুন তারপরও বলছি যারা করবে তাদের জন্য পথমে তাদের আস্তে কাজ করতে হবে যদি তারাতারি কর তাহলে কাজ হবে না এবং ভাল ইনকাম করা করা যাবে না তাই আস্তে আস্তে এ কাজ করা ভাল তাহলে ভাল ইনকাম করা যাবে আর এ বিষয়ে জানতে হবে কাজটি কিভাবে করতে হয় জত ভালভাবে এ কাজ করতে পারবে তত বেশি ইনকাম হবে। ভালো করে বুঝে ডেমো কয়েক মাসে করে তার পর ধিরে ধিরে আসুন। আর লোভ করা থেকে বিরত থাকুন ।
zakia
2020-06-18, 10:17 AM
আমার মতে যারা ফরেক্স এ নতুন তারা যেন ভালোভাবে ডেমো প্রাকটিস করে তাই ফরেক্স একাউন্টএ রিয়েল ট্রেড করে। আর ফরেক্স সম্পর্কে ভালে জ্ঞান ও দক্ষতা অর্জন করে।এবং নিজের ধৈর্য্যকে বৃদ্ধি করে।তাহলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব। তবে আমি শুধু এটুকুই বলতে চাই যে, ফরেক্স ট্রেডিং মার্কেট আসেলেই খুবই চ্যালেন্জিং একটা জায়গা তাই ফরেক্স ট্রেড করার আগে ভাল ভাবে মার্কেট সম্পর্কে জানুন তার পর ট্রেড করুন আর জন্য জন্য সবচেয়ে ভাল একটা উপায় হল আপনার ভালমত শেখার আগ পর্যন্ত ডেমো ট্রেড করুন ।
muslima
2020-06-19, 01:26 AM
সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে।একজন নতুন ট্রেডারের জন্য সর্বপ্রথম উচিত ডেমো একাউন্ট এ প্যাক্ট্রিস করা কারণ ডেমো প্যাক্ট্রিস করার মাধ্যমে একজন নতুন ট্রেডার ফরেক্স সম্পর্কে খুব সহজেই ধারণা অর্জন করতে পারবে। আমি যখন নতুন ছিলাম তখন ফরেক্স এ কাজ করতে খুব ভয় পেতাম কিন্তু এখন আর সেই ভয় তা নাই কারন আমি অনেক ভাল ভাবে ফরেক্স আর কাজ শিখছি তাই এখন কাজ করতে আর ভয় লাগে না ।
konok
2020-06-26, 05:23 PM
যারা নতুন তারা ডেমো ট্রেডিং টা বেশি করে অনুসরণ করুন, সেখানে লাভ এবং লস এর কারণ গুলো সনাক্ত করুন। এরপর ছোট বিনিয়োগ দিয়ে শুরু করুন প্রফিট হলে পেমেন্ট প্রসেস ফলো করুন। নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথমে ভালভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করবেন। তারপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে মিনিমাম ৬ মাস প্র্যাকটিস করবেন। সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন। তখনই আপনি শুরু করতে পারবেন।
FREEDOM
2020-06-27, 12:42 AM
যারা এখানে নতুন, তাদের উদ্দেশে কিছু বলেন। যেমন কত টাকা দিয়ে ট্রেড শুরু করলে ভাল হবে, কি ধরনের ট্রেড করা উচিত অথবা কেউ যদি ফরেক্স শিখাতে আগ্রহী হন তবে উল্লেখ করবেন দয়া করে। আসলে আমি নিজে নিজে ফরেক্স সন্মন্ধে শিখছি। কিন্তু সঠিক শিখছি কিনা বুঝতে পারছি না। payment procedure ও clear না।
ফরেক্সে নতুন ট্রেডারদের শুরুতেই বড় এমাউন্ট দিয়ে ট্রেড করতে যাওয়াটা ঠিক হবে না। ছোট এমাউন্ট যেমন ১০০ বা ২০০ ডলার দিয়ে শুরু করতে পারে আর সেক্ষেত্রে কম রিস্কে ট্রেড করতে হবে যেমন ০.০১ লটে একটি ট্রেডের বেশি করা ঠিক হবে না। তাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে প্রফিট নয় কিভাবে মার্কেট থেকে বেশি পিপস পাওয়া সম্ভব। সেজন্য অল্প লটে ট্রেড করে বেশি পিপস নেওয়ার চেষ্ট করতে হবে এতে করে পরবর্তীতে ট্রেড বিষয়ে দক্ষতা বাড়তে থাকবে।
Md.shohag
2020-06-27, 01:00 AM
ফরেক্স সম্পর্কে ভালোভাবে জ্ঞান নিতে হবে। ফরেক্সের পোস্টগুলো ভালোভাবে পড়তে হবে। ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করে কাজ শিখতে হবে। হাল ছাড়লে চলবে না চেষ্টা চালিয়ে যেতে হবে।
Sakib42
2020-06-27, 01:43 AM
যারা এখানে নতুন, তাদের উদ্দেশে কিছু বলেন। যেমন কত টাকা দিয়ে ট্রেড শুরু করলে ভাল হবে, কি ধরনের ট্রেড করা উচিত অথবা কেউ যদি ফরেক্স শিখাতে আগ্রহী হন তবে উল্লেখ করবেন দয়া করে। আসলে আমি নিজে নিজে ফরেক্স সন্মন্ধে শিখছি। কিন্তু সঠিক শিখছি কিনা বুঝতে পারছি না। payment procedure ও clear না।
পোস্টিং এর ক্ষেত্রে মানুষ কেনো টাকা দিয়ে ট্রেড করার কথা বলে তা আমি বুঝতে পারি না,আসলেই অনেকের কাছে এখনো ফরেক্স ক্লিয়ার না,কারণ তারা ফোরামে এসে টাকার কথা বলেন,আপনি যখন ফোরাম এর সাথে যুক্ত তখন কেনো আপনি বাড়তি টাকার কথা চিন্তা করবেন,অনেকে নতুন আসে এবং ব্যাপারটা তাদের মাথায় একটি চাপ তৈরি করে,আমরা আমাদের যতটুক সময় ফোরামে দিবো পোস্টিং করবো সেই অনুযায়ী অর্থ আসবে
zakia
2020-07-02, 08:22 PM
যারা ফরেক্স মার্কেটে নতুন তাদেরকে আমি বলবো তারা যেন ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করে ফরেক্স ব্যবসা না করে । কারন অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবে না । ফরেক্স ব্যবসা করতে হলে ধৈর্য , সততা , অভিজ্ঞতা , লোভ থেকে নিজেকে বিরিত রাখা , ইচ্ছাশক্তি ইত্যাদি গুন সম্পূর্ণ হতে হবে । আমার মতে যারা ফরেক্স এ নতুন তারা যেন ভালোভাবে ডেমো প্রাকটিস করে তাই ফরেক্স একাউন্টএ রিয়েল ট্রেড করে। আর ফরেক্স সম্পর্কে ভালে জ্ঞান ও দক্ষতা অর্জন করে।এবং নিজের ধৈর্য্যকে বৃদ্ধি করে।তাহলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব।
Starship
2020-07-02, 11:05 PM
আমি নিজেও একজন নবীন ফরেক্স ট্রেডার। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রতিটি নতুন ফরেক্স ট্রেডারের বিষয় গুলো জানা দরকার। আমি যা ফলো করি তা হলো ফরেক্স ফোরামে বিভিন্ন ধরনের পোস্টের ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করছি। তাছাড়া ডেমো একাউন্টে ট্রেড করছি। মার্কেটের গতিবিধি সম্পর্কে এনালাইসিস করছে। সকল ধরনের ট্রেডের নিয়ম অনুসরণ করছি।
Hridoy6763
2020-07-03, 11:28 AM
নতুন দের জন্য উপদেশ না আমার কিছু পরার্মশ,নতুনরা কমপক্ষে একটানা ৬ মাস ডেমো তে অনুশীলন করবে তারপর রিয়েল একাউন্ট এ জইন করবে,এবং তারা তাদের এন্ট্রি এর সাথে অব্যশই স্টপ লস সেট করে রাখবে,এবং সব সময় ছোট ছোট লট এ ট্রেড করবে,এবং তারা ওভার ট্রেডিং থেকে সব সময় বিরত থাকবে,এই গুলা নতুনদের মেনে চলতে হবে।
ফরেক্স সম্পর্কে আমার কিছু গুরুত্বপূর্ন ধারনা,জ্ঞান ও কিছু পরিকল্পনা জানা আছে তাই নতুন যারা ফরেক্স ট্রেড করছে তাদের জন্য আমার পক্ষ থেকে কিছু উপদেশ নিশ্চয়ই রয়েছে । সেগুলো হল তোমরা যারা নতুন ফরেক্স ট্রেডার তারা ধৈর্য,সতর্কতা ও র্নিলোভভাবে ফরেক্স ট্রেড করবে।আর যদি প্রথমে বার বার লস করা হয় তাহলে মন ভেঙে গেলে আর ট্রেড করতে ইচ্ছা হবে না । তাই ফরেক্স সম্পার্কে অভিজ্ঞ হতে হবে তারপর বুঝে কাজ করতে হবে।
Romjan1989
2020-07-03, 08:39 PM
আমি নতুন ট্রেডার ভাই দের বলবো ফরেক্স ট্রেডিং হলো একটি স্বাধীন পেশা যেখানে চাকরির পাশাপাশি বা লেখা পড়ার পাশাপাশি এ ব্যবসা করা যায় এবং প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে। কিন্তু আপনা কে প্রথম ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা অর্জন না করে ট্রেডিং করতে যাবেন না। অভিজ্ঞতা অর্জন বা ফরেক্স মার্কেট সম্পর্কে এনালাইসিস না করে যদি ট্রেডিং করতে যান তাহলে লস খাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি বলবো আগে ভালো করে শিখুন তার পর ট্রেডিং করা শুরু করুন।
DEARMUM100
2020-07-05, 01:03 PM
নতুনদের উদ্দেশ্যে আমার উপদেশ হলো বেশী করে ধৈর্য্য ধারণ করা।প্রথমেই হতাশ না হয়ে আস্তে আস্তে শেখার চেষ্টা করা। নতুন করে আসার জন্য সবাইকে নিরুৎসাহিত করবো। কারণ ফরেক্স একটা অত্যান্ত ঝুকিপূর্ণ ব্যবসা। এখানে ৯৫% ট্রেডারই লস করে। তবে যদি কেউ এসে থাকে তাদের উদ্দেশ্যে বলবো, কমপক্ষে ৬ মাস ধারাবাহিক ভাবে কম ক্যাপিটাল নিয়ে ডেমো প্রাক্টিস করা। পাশাপাশি ফরেক্স সম্পর্কে প্রপার জ্ঞান অর্জন করা। ক্যান্ডেলস্টিক চেনা, ট্রেন্ড লাইন চেনা, বিভিন্ন ধরনের এনালাইসিস গুলো শিখা। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। নতুন নতুনআপডেট নিউজ গুলো সম্পর্কে জানা। ছোট বিনিয়োগ দিয়ে ট্রেড শুরু করুণ প্রফিট হলে পেমেন্ট প্রসেস ফলো করুণ।ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আহরণ করা।
zakia
2020-07-11, 01:42 PM
ফরেক্স ট্রেডিং মার্কেট আসেলেই খুবই চ্যালেন্জিং একটা জায়গা তাই ফরেক্স ট্রেড করার আগে ভাল ভাবে মার্কেট সম্পর্কে জানুন তার পর ট্রেড করুন আর জন্য জন্য সবচেয়ে ভাল একটা উপায় হল আপনার ভালমত শেখার আগ পর্যন্ত ডেমো ট্রেড করুন । তার কিছুদিনপরে অল্প ইনভেস্টমেন্ট এ লাইভ একাউন্ট চালু করুন। অল্প অল্প করে ট্রেডিং শুরু করুণ।
Starship
2020-07-11, 02:00 PM
ফরেক্স সহজ পেশা নয়। ফরেক্স করতে হলে ফরেক্স বিষয়ে ধৈর্য ধরে পরিপূর্ণ জ্ঞান অর্জন ও শেখার মনোভাব থাকতে হবে। ফরেক্স হলো একটি চ্যালেঞ্জিং ও সম্ভাবনাময় একটি পেশা। এখানে সফল হতে গেলে প্রচুর ধৈর্য থাকতে হবে ও ডেমো একাউন্টে অনুশীলন করতে। ডেমো অ্যাকাউন্টে ন্যূনতম ছয় থেকে এক বছর অনুশীলন করা উচিত।
একজন নতুন ফরেক্স ট্রেডার এর ক্ষেত্রে নতুন অবস্থায় ডিপোজিট না করাই উত্তম। কারণ না জেনে অনুমানের উপর ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাংলাদেশ ফরেক্স ফোরামে পোষ্টের মাধ্যমে বোনাস অর্জন করেও ট্রেড করা যায়।
samun
2020-07-11, 02:17 PM
নতুনদের জন্য সর্বপ্রথম করণীয় হলো:
1। ফরেক্স মার্কেট সম্পর্কিত সকল তথ্য জানতে হবে।
2। ফরেক্স ফোরামের সকল পোস্ট ভালোভাবে মনোযোগ সহকারে পড়তে হবে।
3। অন্তত্য 5-6 মাস ডেমো ট্রেড অনুশীলন করতে হবে।
4। ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে।
5। মিনিমাম 100 ডলার দিয়ে ট্রেড শুরু করা উচিত।
6। ট্রেড অবশ্যই ছোট লটে (0.05-0.10 এর মধ্যে) ট্রেড করা উচিত ।
7। লং টাইম ফ্রেমে অর্থাৎ h1,h4,d1,w1 ট্রেড করলে ভাল হয়। এতে করে একটু সময় বেশি লাগলেও একাউন্ট ঝুকিমুক্ত থাকে এবং লাভের সম্ভাবনা থাকে।
8। লোভের মত ক্ষতিকর জিনিসের থেকে নিজেকে বিরত রাখতে হবে। অধিক লাভের আশায় কোন প্রকার ভুল সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক না।
9। ট্রেড করার পরপরই অবশ্যই tp & sl ব্জনহর নিশ্চিত করা।
10। প্রতিনিয়ত নিউজ পড়া।
11। যত দ্রুত সম্ভব একাউন্ট কোন প্রকার জালিয়াতি ছাড়া ভেরিফিকেশন করে ফেলা।
12। ফরেক্সে টিকে থাকার মূলমন্ত্র হলো ধৈর্য, এটা অর্জন করা খুবই জরুরি। এবং
13। একাধিক একাউন্ট ব্যবহার করা থেকে বিরত থাকা। নতুবা একবারে সবকিছুই হারতে হবে।
আশা করি অনেকেই অনেক পোস্টের মাধ্যমে অনেক বিষয় তুলে ধরেছেন। এই সকল বিষয়গুলো যদি নতুন ট্রেডারগণ মেনে চলতে পারে, তবে সফলতা পাওয়া সম্ভব।
Devdas
2020-07-11, 03:02 PM
নতুনদের জন্য আমার যতটুকু সম্ভব তা বলছি: যারা নতুন তাদের জন্য ফরেক্স এ ই-বুক, লানিং বুক, ইউটিউব ভিডিও, বেসিক নজেল জানতে হবে। তারপর ফরেক্স এর একটি ডেমো একাউন্ট খোলে সেই ডেমোতে কমপক্ষে ১ বছর প্রাকটিস্ করতে হবে এবং অনেক অনেক নতুন নতুন বিষয় গুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করতে হবে জানতে হবে বুঝতে হবে। মার্কেট এনালাসিস করা শিখতে হবে অনেক। এভাবে প্রাকটিস করে গেলে দেখবেন ভাল ফলাফল পাচ্ছেন। ধন্যবাদ।
zakia
2020-07-12, 04:23 PM
আমিও ফরেক্স এ নতুন মাত্র এক বছর যাবত একটু একটু করে শিখছি এবং ডেমো ট্রেড করছি। প্রথম প্রথম ডেমো ট্রেড এ লাভ হতো। এখন লাভ কম হয় লস হয় বেশী। এখন একটু শিখতে শুরু করছি। ধৈর্য্য ধারন করে শিখছি দেখা যাক কি হয়। তবে আমার মতামত আগে ফরেক্স এর ব্যপার গুলো কি সেটা ভাল ভাবে জেনে এবং কিভাবে কাজ করতে হয়। আসল ব্যপার গুলো ভালভাবে জেনে নিন। ফরেক্স শেখার আগে পেমেন্ট নিয়ে চিন্তা করা ঠিক নয়। কারন যেহেতু সবাই ফরেক্স করছে তারা তো ব্যালেন্স বা প্রফিট তুলতে পারছে। তারা তুলতে পারলে আপনি ও তুলতে পারবেন। ফরেক্স নতুন কেউ শুরু করতে চাইলে তার উইচত আগে জানা। ফরেক্স সম্পর্কে জেনে একটা ডেমো একাউন্ট দিয়ে ট্রেড শুরু করা।
uzzal05
2020-07-12, 04:33 PM
আপনি নেটেলার বা স্ক্রীল এর মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারেন। এটাই সবেচেয় সহজ মাধ্যম। আর ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাকে আগে ফরেকস সম্পর্কে জানতে হবে এবং শিখতে হবে। ফরেক্স সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে লস হতে পারে।
Suriya Sultana Hira
2020-07-12, 05:10 PM
নতুন ট্রেডারদের জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে আমার একটাই উপদেশ আছে তা হলো ফরেক্স মার্কেট সম্পর্কে প্রথমে ভালো করে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করে নিয়ে তারপর ট্রেড ওপেন করা । আর প্রথম অবস্থাতে ১০০ ডলার ইনভেস্ট করে মানি ম্যানেজমেন্ট মনে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করা,,, ধন্যবাদ ।
zakia
2020-07-12, 05:10 PM
আমিও ফরেক্স এ নতুন মাত্র এক বছর যাবত একটু একটু করে শিখছি এবং ডেমো ট্রেড করছি। প্রথম প্রথম ডেমো ট্রেড এ লাভ হতো। এখন লাভ কম হয় লস হয় বেশী। এখন একটু শিখতে শুরু করছি। ধৈর্য্য ধারন করে শিখছি দেখা যাক কি হয়। তবে আমার মতামত আগে ফরেক্স এর ব্যপার গুলো কি সেটা ভাল ভাবে জেনে এবং কিভাবে কাজ করতে হয়। আসল ব্যপার গুলো ভালভাবে জেনে নিন। ফরেক্স শেখার আগে পেমেন্ট নিয়ে চিন্তা করা ঠিক নয়। কারন যেহেতু সবাই ফরেক্স করছে তারা তো ব্যালেন্স বা প্রফিট তুলতে পারছে। তারা তুলতে পারলে আপনি ও তুলতে পারবেন। ফরেক্স নতুন কেউ শুরু করতে চাইলে তার উইচত আগে জানা। ফরেক্স সম্পর্কে জেনে একটা ডেমো একাউন্ট দিয়ে ট্রেড শুরু করা।
MdRubelShaikh
2020-07-12, 05:42 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে আমি প্রায় এক বছরের কাছাকাছি আছি। এই সময়ের মধ্য থেকে আমি যে অভিঙ্গতা অর্জন করেছি তাতে নতুনদের জন্য বলতে পারি।
১। লোভ করা যাবেনা।
২।বেশি ভলিয়াম দিয়ে ট্রেড করা যাবেনা।
৩।ধর্য্য ধরে ট্রেড করতে হবে।।
৪।একবারে বেশি ট্রেড অ্যান্টি দেওয়া যাবেনা।
৫।মানিম্যানেজম্য ন্ট মেনেই ট্রেড করতে হবে।
এগুুলো মেনে চলতে পারলেই হবে।
uzzal05
2020-07-26, 08:08 PM
যারা নতুন বিনিয়োগের ক্ষমতা যার যত বেশি সে তত ডিপোজিট করলে আয় করা যায় বেশি। কিন্তু নতুন অবস্থায় কম ডিপোজিট করা ভালো। আবার নিজেকে যদি কন্ট্রোল করে ট্রেড করা যায় তাহলে তেমন কোন সমস্যা নেই। আর বেশি ডিপোজিট না থাকলে মার্কেট থেকে বেশি আয় করা যায় না।
zakia
2020-07-28, 09:23 PM
যারা ফরেক্স মার্কেটে নতুন তাদেরকে আমি বলবো তারা যেন ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করে ফরেক্স ব্যবসা না করে । কারন অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবে না । ফরেক্স ব্যবসা করতে হলে ধৈর্য , সততা , অভিজ্ঞতা , লোভ থেকে নিজেকে বিরিত রাখা , ইচ্ছাশক্তি ইত্যাদি গুন সম্পূর্ণ হতে হবে । এবং তারা শুরুতে বেশি বিনিয়োগ না করলে সচাইতে ভাল হবে । শুরুতে অল্প অল্প করে বিনিয়োগ করতে হবে । আর যদি উল্লেখিত বিষয় সমূহকে একজন ট্রেডার সর্বোচ্চ বিবেচনায় রেখে নিয়মিতভাবে অনুশীলন করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে থাকে তবে অবশ্যই উক্ত ট্রেডার সফলতার সাথে ফরেক্স মার্কেটে নিজের অবাধ বিচরণ নিশ্চিত করতে পারবে বলে আমার বিশ্বাস।
নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথমে ভালভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করবেন। তারপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে মিনিমাম ৬ মাস প্র্যাকটিস করবেন। সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন। তখনই আপনি শুরু করতে পারবেন।
নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথমে ভালভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করবেন। তারপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে মিনিমাম ৬ মাস প্র্যাকটিস করবেন। সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন। তখনই আপনি শুরু করতে পারবেন
zakia
2020-09-03, 09:25 AM
ফরেক্স মার্কেটে আমরা সবাই আসি প্রফিট করার জন্য যা কিনা আমাদের প্রধান উদ্দেশ্য। এখানে যারা নতুন সদস্য তারা যেন ডেমো ট্রেড ভালভাবে আয়ত্ত করতে পারে। কারন ডেমো ট্রেডের মাধ্যমেই আপনি ট্রেড সম্পর্কে পরিপূন ধারনা পাবেন। যা কিনা আপনার রিয়েল ট্রেডের জন্য কাজে আসবে। আর মার্কেটে যে তিন ধরনের অ্যনালাইসিস আছে তা ভালভাবে জানতে হবে। আমি মনে করি যারা ফরেক্স মার্কেটে নতুন তাদের প্রথমে জানতে হবে ফরেক্স মার্কেট কি?ফরেক্স মার্কেটের ৯৫% ট্রেডারই লজার।আর এই লিজার হবার কারন হল এরা মার্কেট সম্পর্কে একদমই দক্ষ নয়।এরা হয়ত আন্দাজের উপর বা কারো কথা শুনে ট্রেদ ওপেন করে থাকে কিন্তু ফলাফলে আসে ব্যলেস্ন শুন্য হই।তাই মার্কেট এনালাইসিস করা ভালভাবে শিখতে হবে।
EmonFX
2020-09-03, 10:20 AM
ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। তার জন্য প্রচুর মার্কেট এনালাইসিস করতে হবে, ডেমো প্রাকটিস করতে হবে। কমপক্ষে ৬ মাস ডেমো প্রাকটিস করতে হবে তারপর রিয়েল ট্রেডে আসতে হবে। একই সাথে অনেক বেশি সময় দিতে হবে এবং পরিশ্রম করতে হবে। প্রচুর ধৈর্যশীল হতে হবে এবং লোভ নিয়ন্ত্রন করতে হবে। ধৈর্য ধরে টিকে না থাকতে পারলে কখনোই ফরেক্সে টিকে থাকা সম্ভব না। ফরেক্স মার্কেট থেকে ৯০% ট্রেডার ঝরে যায় শুধু অতিরিক্ত লোভ আর অধৈর্যতার জন্য। ধৈর্য ধরে টিকে থাকতে পারলে অবশ্যেই আপনি একদিন সফল হবেন। নচেৎ আপনিও ঝরে যাওয়ার কাতারে সামিল হবেন।
jimislam
2020-09-03, 12:00 PM
যারা ফরেক্স মার্কেটে নতুন তাদেরকে আমি বলবো তারা যেন ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করে ফরেক্স ব্যবসা না করে । কারন অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবে না । ফরেক্স ব্যবসা করতে হলে ধৈর্য , ভাল করে কাজ না শিখে কোন কাজ করা ভাল না এবং কিছু করা ও যার না । আপনার উচিৎ আগে ফরেক্স ভাল ভাবে যেনে কাজ করুন। । তা হলে কিছু করতে পারবেন। । ভাল করে কাজ শিখুন তা হলে ভাল হয়। ধন্যবাদ সবাইকে
sss21
2020-09-03, 02:40 PM
নতুনদের জন্য আমার উপদেশ হচ্ছে ভালভাবে জানার চেষ্টা করুন ফরেক্সে। কেননা ফরেক্স আপনার জীবনকে বদলে দিতে বাধ্য।
ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করবেন। তারপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে মিনিমাম ৬ মাস প্র্যাকটিস করবেন। সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন। তখনই আপনি শুরু করতে পারবেন
micky1212
2020-11-15, 05:00 PM
নতুনদের কাছে আমার পরামর্শ হ'ল প্রাথমিকভাবে আপনার উচিত ফরেক্স সম্পর্কে দুর্দান্ত তথ্য। এই সময়ে ডেমোতে একটি রেকর্ড খুলুন। কমপক্ষে দেড় বছর এই রেকর্ডে অনুশীলন করুন। ধারাবাহিকভাবে নতুন কিছু শেখার চেষ্টা করুন। এই আগুন এবং তথ্যের পরিমাপ এমন পরিমাণে বেশি হওয়া উচিত যে আপনি নিজেরাই বুঝতে পারবেন যে আপনি লাইভ এক্সচেঞ্জের জন্য উপযুক্ত। এটি আপনি যে সূচনা করতে পারেন বিন্দু।
SHARIFfx
2020-11-15, 06:17 PM
নতুন ট্রেড্রার দের জন্য উপদেশ হচ্ছে তাড়াহুড়ো করে ট্রেড থেকে বিরত থাকুন। মারকেট থেকে আয়ের অনেক অনেক এনালাইসিস আছে সকল এনালাইসিস করতে গেলে লাভ করা সম্ভব নয় তাই একটি এনালাইসিস নিয়ে স্ট্যাটেজি করুন। লোভ করা পরিহার করুন। নিরপদ ট্রেড করার জন্য ভালো মানিমেনেজমান্ট করতে হবে আর এক একটা পেয়ারের জন্য অন্তত ৩ থেকে ৪ হাজার পিপ্স বেকআপ রেখে এন্ট্রি নিতে হবে।
Tariq
2020-11-16, 12:08 AM
যারা নতুন তারা ডেমো ট্রেডিং টা বেশি করে অনুসরণ করুন, সেখানে লাভ এবং লস এর কারণ গুলো সনাক্ত করুন। ফরেক্স থকে সঠিক ধারনা অর্জন কর তারপর শুরু করত পারবনে। ট্রেডার তাদের জন্য ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানার দরকার আছে ।
FRK75
2020-11-16, 11:54 AM
ফরেক্স সম্পর্কে ধারনা নিতে হবে , ফরেক্স সম্পর্কে জানতে ও শিখতে হবে । এর জন্য ডেমো অ্যাকাউন্ট এর সাহায্য নিতে পারেন। যত বেশি শিখবেন তত বেশি সাফল্য পাবেন, তাই খুব ভাল ভাবে শিখুন কারন ফরেক্স আপনার জীবন বদলে দিতে পারে ।
ashik94
2021-01-25, 01:53 AM
এখানে যেটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি তার আলোকে বলতে গেলে ফরেক্স. হল একটা ভালো আয়ের প্লাটফরম । কিন্ত আয়টা কেউ আমাদেরকে এমনিতে করে দিবেনা বরং. আমাদেরকে অবশ্যই নিজেদেরকে এটা আদায় করে নিতে হবে । নতুনদের প্রতি আমারে পরামর্শ হল ফরেক্স, আসার পরে আয়ের চিন্তা না করে বরংচ ট্রেডিং স্কিল বৃদ্ধি করার চেষ্টা করুন । আপনার যদি ভাল দক্ষতা অর্ঝিত হয় তবে আপনার আয়ের অভাব হবেনা ।
সফলতার জন্য পরিশ্রম এর কোন বিকল্প নেই ।
AbdulRazzak
2021-01-25, 04:30 PM
আমি নিজেই নতুন, তাই আমি কী পরামর্শ দিতে পারি। তবে, আমি যা বলতে পারি তা হ'ল আপনি ফোরাম থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং বিডি ফরেক্স স্কুল এমন অনেক অনলাইন ওয়েবসাইট থেকেও শিখতে পারবেন যেখানে আপনি এখান থেকে শিখতে পারবেন। আপনি আমার মতো বড় ভাইয়ের কাছ থেকেও শিখতে পারেন, তবে তাকে অবশ্যই দক্ষ ব্যবসায়ী হতে হবে।
alex96
2021-01-25, 06:38 PM
আপনি ফরেক্সকে ভালভাবে শিখছেন, নতুন ব্যবসায়ী। এটি না জেনে আপনার কোনও কাজ শুরু করা উচিত নয়, অন্তত ফরেক্সের মতো নয়। একটি ডেমো অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি কাজ করতে শিখবেন। আপনি ভাল বিনিময় করতে পারেন তা দেখে, একটি বাস্তব অ্যাকাউন্ট খুলুন।
EK092
2021-01-26, 01:05 PM
আমি নতুনদেরকে একটি কথা বলতে চাই, কতটা বিনিয়োগ করতে হবে বা কতটা উপার্জন করতে হবে তা বিবেচনা করার আগে দয়া করে প্রথমে বৈদেশিক মুদ্রা শিখুন। অনুশীলন করুন এবং সাবধানতার সাথে প্রদর্শন করুন এবং আরও বেশি প্রতিযোগিতায় অংশ নিন। এটি আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা বৃদ্ধি করবে।
farooq2021
2021-01-26, 02:03 PM
নতুনদের কাছে আমার পরামর্শ হ'ল আপনার প্রথমে ফরেক্সের একটি পরিষ্কার বোঝা পাওয়া উচিত। ডেমোতে তখন একটি অ্যাকাউন্ট খুলুন। সর্বনিম্ন 6 মাসের জন্য, এই অ্যাকাউন্টে অনুশীলন করুন। সর্বদা নতুন কিছু বুঝতে এবং শেখার চেষ্টা করুন। এই শিখা এবং তথ্যের পরিমাণ এত বেশি হওয়া উচিত যে আপনি বুঝতে পারবেন যে আপনি নিজের জন্য লাইভ ট্রেডের জন্য গ্রহণযোগ্য। এটি তখনই শুরু করা সম্ভব।
Rony1122
2021-01-26, 02:07 PM
ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে মিনিমাম ৬ মাস প্র্যাকটিস করবেন। সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন। তখনই আপনি শুরু করতে পারবেন।যারা নতুন তারা ডেমো ট্রেডিং টা বেশি করে অনুসরণ করুন, সেখানে লাভ এবং লস এর কারণ গুলো সনাক্ত করুন।
FRK75
2021-05-25, 10:49 AM
ফরেক্স বিজনেস শুরু করার আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে তারপর ফরেক্স ইনভেস্ত করা ভালো আমি মনে করি । নতুন ট্রেডারদের জন্য ফরেক্স এ একটা উপদেশ হল ফরেক্স আগে জানেন তারপর ফরেক্স এ বিনিয়োগ করা উচিৎ ।ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করে কিছু দিন ডেমো ট্রেড করে তারপর সামান্য কিছু ডলার নিয়ে বুজে শুনে ভালো লাভের আশা না করে কিছু দিন লাইভ ট্রেড করা।
ফরেক্স মার্কেটে নতুন তবে আমি ফরেক্স মার্কেট সম্পর্কে যতটুকু জানি ততটুকু অবশ্যই বলব। ফরেক্স মার্কেটে নতুনদের সবার আগে দরকার ধৈর্য এবং পর্যাপ্ত বিনিয়োগ এর পাশাপাশি অনেক দরকার ফরেক্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান। ডেমো প্যাক্ট্রিস অনুসরন করেন, এবং সেখান থেকে লাভ অথবা লস এর কারণগুলো অনুসন্ধান করার চেষ্টা করুন। তারপর বিভিন্ন ধরনের ফরেক্স নিউজ, বই, কৌশল পদ্ধতি, বিভিন্ন এনালাইসিস এমনকি মানি ম্যানেজম্যান্ট সম্পর্কে জ্ঞান অর্জন করে।
FRK75
2021-11-04, 10:21 PM
নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথমে ভালভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করবেন। তারপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে মিনিমাম ৬ মাস প্র্যাকটিস করবেন। সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন। তখনই আপনি শুরু করতে পারবেন।
আমি ও এক সময় নতুন ছিলাম কিন্তু এখন আমি ভাল ই ফরেক্স এ কাজ করতে পারি।কিন্তু আমি যখন নতুন ছিলাম তখন ফরেক্স এ কাজ করতে খুব ভয় পেতাম কিন্তু এখন আর সেই ভয় তা নাই কারন আমি অনেক ভাল ভাবে ফরেক্স আর কাজ শিখছি তাই এখন কাজ করতে আর ভয় লাগে না তাই আমি নতুন দের বলব যে আগে ভাল ভাবে কাজ শিখ। তারপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে মিনিমাম ৬ মাস প্র্যাকটিস করবেন। সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন।
IFXmehedi
2022-03-13, 07:15 AM
নতুনদের জন্য আমার উপদেশ হচ্ছে ভালভাবে জানার চেষ্টা করুন ফরেক্সে। কেননা ফরেক্স আপনার জীবনকে বদলে দিতে বাধ্য।
নতুনদের জন্য আমার সবচেয়ে বড় উপদেশ হল জানার বা শেখার কোনো বিকল্প নেই এবং এর সাথে সাথে চেষ্টার কোন ত্রুটি করা যাবে না অর্থাৎ প্রচুর পরিমানে সময় ও পরিশ্রম দিতে হবে ফরেক্স মার্কেটের পেছনে যদি সে সত্যিই ফরেক্স মার্কেটের কাজ করার প্রতি আগ্রহী হয়ে থাকে । নতুনদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো ডেমো একাউন্টে অনেক অনুশীলন করতে হবে যার মাধ্যমে ধীরে ধীরে তারা তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে । তাই আমি বলবো নতুনদের অতিরিক্ত লোভ না করে বরং ধীরে ধীরে জ্ঞান অর্জন করা উচিত এবং ফরেক্সকে জেনে সঠিকভাবে ট্রেডিং করার কৌশল আয়ত্ত করা উচিত ।
FRK75
2023-01-20, 10:47 PM
ফরেক্স মার্কেটে আমি সদ্যনতুন না হলেও আমিও নতুন।কিন্তু তারপরেও যতদূর জানি নতুনদের সবার আগে উচিত ফরেক্স বিষয়ক জ্ঞানার্জন করে নূন্যতম ছয় মাস ডেমো ট্রেডিং প্রাকটিস করা।এভাবে ডেমো প্রাকটিসের সাথে ফরেক্স বিষয়ক কিছু ওয়েবসাইটে নিয়োমিত ভিজিট করতে হবে।এভাবে সর্বোচ্চ ধৈর্যের সাথে ফরেক্স প্রাকটিস করলে কিছুদিন পর কিছুটা আয়ত্বে আসতে পারে।তখন নিজেই কি করতে হবে তা বোঝা যাবে।ফরেক্স সম্পর্কে নতুন দের জন্য আমার একটাই পরামর্শ তারা যেন প্রথমে ফরেক্স এর খুটিনাটি বিসয় গুলা সম্পর্কে ধারনা নিয়ে নেই তাহলে ফরেক্স টা বুজতে সহজ হবে।। সচেয়ে বড় হলে ডেমতে প্রচুর পরিমানে ট্রেড করতে হবে , আর সেখান থেকে এনালাইসিস এর মাধ্যমে প্রফিট করতে হবে।। ছোট ছোট ট্রেড করতে হবে , কম লটে ট্রেড কতে হবে । আর মার্কেট এর মুভমেন্ট এর অপর লক্ষ রাখতে হবে ।। মানি মেনেজমেন্ট টা তো অবশ্যই ভাল হতে হবে।প্রথমত এই দুইটি জিনিসের মধ্যে ধৈর্য্য যদি বেশি আর লোভ যদি কম হয় তাহলে ফরেক্স ট্রেডিংয়ের জন্য আপনি মানসিক ভাবে প্রস্তুত।এরপর ফরেক্স বিষয়ে জ্ঞানার্জন করতে হবে।তারপর ডেমো ট্রডিংয়ে নিয়োজিত হবেন এভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করুন।
Mas26
2023-01-21, 01:28 PM
নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রথমে ভালভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরণ করবেন। তারপর ডেমোতে একটা একাউন্ট খুলবেন। এই একাউন্টে মিনিমাম ৬ মাস প্র্যাকটিস করবেন। সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন। তখনই আপনি শুরু করতে পারবেন।ফরেক্স যেহেতু নিজের টাকা খরচ করে সব কিছু করতে হয় তাই আপনি নিজের ইচ্ছামত এই ব্যাবসা করতে পারবেন। সবাই এই ব্যবসা করতে পারে যেমন ছাত্র, শিক্ষক, মেয়েরা, এবং বেকার যুবকগন সবাই এই ব্যবসা করতে পারে। তাই ফরেক্স আমাদের জন্য আর্শিবাদ স্বরুপ হিসাবে কাজ করে থাকে। এখানে কেউ কারো বস না আমি আপনার নিজের ব্যবসার নিজেই বস। কারো কাছে আপনার ব্যবসার কৈফিয়ত দিতে হবে না। তাই খুব সহজে এই ব্যবসাটি করতে পারবেন। শুধু দরকার কিছু অভিজ্ঞতা এবং ইনভেষ্ট করার জন্য কিছু টাকা। তাহলে এই ব্যাবসাটি আপনি স্বাধীনভাবে করতে পারেন।
samun
2023-07-17, 10:13 AM
ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করে ফরেক্স ব্যবসা না করে । নতুনদের জন্য ফরেক্স ট্রেডিং একটি বড় উপদেশ হলো রিয়েল ট্রেডয়ে যাওয়ার পূর্বে ডেমো ট্রেড করা ভালো হবে । ফরেক্স র্মাকেটে না জেনে বুঝে রিয়েল ট্রেডে আসা কঠিন তারা শুরুতে বেশি বিনিয়োগ না করলে সচাইতে ভাল হবে । শুরুতে অল্প অল্প করে বিনিয়োগ করতে হবে । সব সময় চেষ্টা করবেন নতুন নতুন কিছু শিখতে এবং জানতে। এই শিখা এবং জানার পরিমাণ এতো বেশী হতে হবে যেন আপনি নিজেই বুঝতে পারেন যে আপনি লাইভ ট্রেড এর উপযুক্ত হয়েছেন। তখনই আপনি শুরু করতে পারবেন।
FRK75
2024-01-28, 11:32 PM
নতুনদের জন্য আমার উপদেশ হচ্ছে ভালভাবে জানার চেষ্টা করুন ফরেক্সে। কেননা ফরেক্স আপনার জীবনকে বদলে দিতে বাধ্য। ভাল না জেনে কোন কাজ শুরু করা উচিত না অন্তত ফরেক্স এর মত কোন কাজ না। আপনি ডেমো একাউন্ট খুলে কাজ শিখতে পারেম । একজন ভলো ট্রেনার পেলে ভালো হয়।নতুনদের উচিত এখনি ট্রেড সম্পর্কে চিন্তা না করে কমপক্ষে ১ বছর শুধু ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করা। ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করে কিছু দিন ডেমো ট্রেড করে তারপর সামান্য কিছু ডলার নিয়ে বুজে শুনে ভালো লাভের আশা না করে কিছু দিন লাইভ ট্রেড করা।
Mas26
2024-01-29, 05:04 PM
আমার মনে হয় একজন নতুন ট্রেডারের জন্য সর্বপ্রথম উচিত ডেমো একাউন্ট এ প্যাক্ট্রিস করা কারণ ডেমো প্যাক্ট্রিস করার মাধ্যমে একজন নতুন ট্রেডার ফরেক্স সম্পর্কে খুব সহজেই ধারণা অর্জন করতে পারবে। বিশেষ করে বিভিন্ন ধরনের কৌশল, অভিজ্ঞতা এবং বিভিন্ন এনালাইসিস সম্পর্কে জানতে হবে তাই আমি মনে করি ডেমো প্যাক্ট্রিস এর মাধ্যমে করা সম্ভব।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.