Log in

View Full Version : চীনে হুয়াওয়ের প্রথম ফাইভজি স্মার্টফোন উন্মোচন



kohit
2019-07-28, 06:45 PM
চীনভিত্তিক হুয়াওয়ে স্থানীয় বাজারে নিজেদের প্রথম ফাইভজি স্মার্টফোন উন্মোচন করেছে। গত শুক্রবার নতুন এ স্মার্টফোন উন্মোচনের পাশাপাশি শিগগিরই নিজেদের হংমেং অপারেটিং সিস্টেম (ওএস) চালিত স্মার্ট টিভি আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

হুয়াওয়ে গত মে মাসে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করেছিল মার্কিন বাণিজ্য বিভাগ। এ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে নিজেদের পণ্য উন্নয়নে সফটওয়্যার, হার্ডওয়্যার ও সেমিকন্ডাক্টর পণ্য কেনার পথ বন্ধ হয়ে যায় হুয়াওয়ের। এরপর নিজেদের পণ্য উন্নয়নে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান নির্ভরশীলতা কমানোর ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। একই সময় নিজস্ব অপারেটিং সিস্টেম হংমেং আনার ঘোষণা দেয়া হয়। চীনে হুয়াওয়ের প্রথম ফাইভজি ফোন ‘মেট ২০এক্স ফাইভজি’র দাম ধরা হয়েছে ৬ হাজার ১৯৯ ইউয়ান (৯০১ ডলার)।

এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করায় নিজেদের স্মার্টফোনে হংমেং অপারেটিং সিস্টেম ব্যবহার করেনি হুয়াওয়ে। তবে আগামী মাসে হংমেংচালিত ‘স্মার্ট স্ক্রিন’ নামে টিভির মতো পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এটিই হুয়াওয়ের হংমেং অপারেটিং সিস্টেমভিত্তিক প্রথম পণ্য হবে। গত শুক্রবার হংমেং সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি হুয়াওয়ে। তবে প্রতিষ্ঠানটি যে মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেমের জন্য গুগল নির্ভরশীলতা কমাতে চাইছে, তা নিশ্চিত।


নিউজ বনিকবার্তা
8541