PDA

View Full Version : ফরেক্সে ১ মিনিটের ট্রেডারের ট্রেডিং সিস্টেম!



Tofazzal Mia
2019-07-29, 03:58 PM
ফরেক্স মার্কেটে আমরা কয়েকশো ইন্সট্রুমেন্ট নিয়ে ট্রেড করার সু্যোগ পেয়ে থাকি কিন্তু আমরা সকলেই সবকিছু কিন্তু ট্রেড করি না, কেও কারেন্সি নিয়ে কাজ করে, কেও বা কমোডিটি নিয়ে আবার কেও ক্রিপ্টোকারেন্সি তো কেও বা বন্ড বা শেয়ার নিয়ে কাজ করে। ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আপনাদের পছন্দ মত নির্দিষ্ট কিছু পেয়ার বেছে নিন, কিন্তু দয়াকরে কেও উদ্দেশ্যে বিহিন ভাবে এক পেয়ার থেকে আরেক পেয়ারে ঘুরে বেড়াবেন না, এটাই ফরেক্সে ১ মিনিটের ট্রেডারের ট্রেডিং সিস্টেম এর প্রথম ধাপ, আগে এটাতে কন্ট্রোল আনতে হবে, কেননা আমরা অনেক সময় এক পেয়ারে এন্ট্রি না পেলে ফট করে অন্য আর একটা পেয়ার নিয়ে আসি.. এই ভাবেই চলতে থাকে আমাদের ট্রেড কিন্তু কোন নির্দিষ্ট সিকুয়েন্স থাকেনা আজ এটা তো কাল সেটা, আজ ক্রস পেয়ার কাল মেটাল ইত্যাদি ইত্যাদি... আমার গুরু মেটালে(গোল্ড) এ ট্রেড করার জন্য সব সময় মানা করেন কারন গোল্ড মাঝে মাঝে টেকনিক্যাল এনালাইসিস ও মানে না.. অসব ঝামেলার থেকে বাদ দেওয়ায় ভাল মনে করি বলে গোল্ড এভোয়েড করে চলি.. যারা একেবারে নতুন ট্রেডার তারা শুধুমাত্র মেজর পেয়ার গুল ফলো করতে পারেন.. বেশি পেয়ারে ট্রেড করতে গেলে বেশি বিভ্রান্তিতে পড়তে পারেন তাই যত কম পেয়ার নেবেন ততই আপনার জন্য ফরেক্সে ১ মিনিটের ট্রেডারের ট্রেডিং সিস্টেম ম্যানেজ করতে সুবিধা হবে।

Rokibul7
2019-08-26, 01:01 AM
ধন্যবাদ ভাই আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনারা না থাকলে আমাদের মত নতুনেেরা কি ভাবে শিখবে বলেন।আপনারা আছেন বলেই আমাদের মত নতুনেরা সহজে সব কিছু কাভার করতে পারবে । আপনাদের অভিজ্ঞতা আমাদের পথ চলতে সাহায্য করে এবং ফরেক্স আগ্রহ বাড়িয়ে দেয়।ধন্যবাদ আপনাদের সময় নষ্ট করে আমাদের অভিজ্ঞতা শেয়ারের জন্য।

SaifulRahman
2019-08-26, 04:04 PM
ফরেক্স একটি মার্কেট যার নিয়ন্ত্রণ আমাদের বা কোন ব্যক্তির কাছে নাই। আবার ট্রেডার একজন ব্যক্তি বা মানুষ যার নিয়ন্ত্রণ সে নিজেই। ফরেক্স মার্কেটের সাথে একজন ট্রেডারের তিনটি সম্পর্ক থাকে।
যেমন : ০১- বাই এর সাথে একটি সম্পর্কে থাকা , ০২-সেল এর সাথে একটি সম্পর্কে থাকা, ০৩- হোল্ডে থাকা এর সাথে একটি সম্পর্কে থাকা। এই তিনটি সম্পর্ক ছাড়া ফরেক্স মার্কেটের সাথে আমাদের কোন কাজ নাই।
বাই সম্পর্কে : ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেনটাল সব যদি এ্যানালাইসিস করে যদি বোঝা যায় মার্কেট বাই হবে তবে আমরা বাই এন্ট্রি নিয়ে থাকি। এখানে মার্কেট বাইয়ে গেলে লাভ হবে নচেৎ লস হবে।
সেল সম্পর্কে থাকা :
ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেনটাল সব যদি এ্যানালাইসিস করে যদি বোঝা যায় মার্কেট সেল হবে তবে আমরা সেলে এন্ট্রি নিয়ে থাকি। এখানে মার্কেট সেলে গেলে লাভ হবে নচেৎ লস হবে।
হোল্ডে থাকা :
এইটা হচ্ছে সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক। ফরেক্স মার্কেট যখন খোলা থাকে একজন ট্রেডারের ( নতুন অবস্থায় ) মন শুধু চিন্তা করতে থাকে কখন এন্ট্রি ( বাই বা সেল ) নিবে। বিপদটা হয় ঠিক তখনই। কারন তখন কোন এ্যানালাইসিস করতে মনে চায় না শুধু মনে থাকে এন্ট্রি আর এন্ট্রি। যেই এন্ট্রি নিয়ে ফেলে তখন বেশির ভাগই লসের সংখ্যা ধরা পরে। তাই এই অবস্থায় মনকে স্থির রেখে ধৈর্য সহকারে ভালো মতো এ্যানালাইসিসে সময় দিতে হবে এবং সঠিক এন্ট্রি পয়েন্ট খোঁজে বের করতে হবে। আমাদের উচিৎ ফরেক্স মার্কেটে যত কম সময় দেওয়া যায়। আর যতটুকু সময় দিবো সবচেয়ে কোয়ালিটি সময় দেওয়ার চেষ্টা করবো। যাতে আমরা লাভবান হতে পারি।
ধন্যবাদ সবাইকে

FX7
2019-11-29, 01:02 AM
কতাটা কিন্তু সতিই বলছেন।নতুন অবস্থায় মন শুধু এন্ট্রি নিতে চায়। আর বেশির ভাগ লস আর লস,এবং জিরো।আমারও তেমন হইছে,আমি নতুন মাকেট সম্পকে কোন ধারনা নেই।গত মাসে জেবিপি তে বাই দিয়ে এমন ধরা খাইছি ৫০+লসে এখনও ঘুরতেছি।লাভের আশার বেশি লটে বাই দিয়ে আমি ফতুর হয়ে যাচ্চি