PDA

View Full Version : ফরেক্স অ্যাকাউন্ট ওপেনিং বোনাস



habibi
2019-07-29, 07:45 PM
বিভিন্ন বোকার ফরেক্সে অ্যাকাউন্ট ওপেনিং বোনাস দিয়ে থাকে। তারমধ্যে নো ডিপোজিট বোনাস, ওয়েলকাম বোনাস, অ্যাকাউন্ট খোলার পর ডিপোজিট বোনাস, এবং অ্যাফিলিয়েট বোনাস হল অন্যতম। তবে ফরেক্সে অ্যাকাউন্ট ওপেনিং বোনাস বলতে আমরা কোন ব্রোকারে প্রথমবারের যে অ্যাকাউন্ট খোলা হয় সে অ্যাকাউন্ট খোলার বোনাস বা স্টার্টআপ বোনাস বা নো ডিপোজিট বোনাস বলে থাকে। প্রথমবার অ্যাকাউন্ট খোলার জন্য বোনাস প্রদান করে এমন ব্রোকারএর মধ্যে অন্যতম ইন্সটাফরেক্স। তারা প্রথম বার ফরেক্স অ্যাকাউন্ট অপেনিং এর জন্য ৫০০-৫০০০ ডলার দিয়ে থাকে অঞ্চল ভেদে। তবে বাংলাদেশী ট্রেডারদের জন্য এই বোনাসের পরিমান হল ৫০০ ডলার। এই বোনাস অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দেওয়া হয়। এবং রুলস অনুযায়ী এর প্রফিট উত্তোলন করা যায়। আমার মতে বাংলাদেশের প্রায় বেশিরভাগ ট্রেডার ইন্সটাফরেক্সের এই অফার লুফে নিয়েছে।

যাদের প্রথম অবস্থায় বিনিয়োগ করার কোন টাকা নেই বা যারা কোন ব্রোকারের ট্রেডিং কন্ডিশন টেস্ট করতে চান তারা তাদের জন্য এই ধরনের ফরেক্সে অ্যাকাউন্ট ওপেনিং বোনাস ভাল। এতে নিজের কোন লস হওয়ার সম্ভাবনা নেই বা কোন প্রকার ডিপোজিট না করেই ব্রোকারের ট্রেডিং কন্ডিশন টেস্ট করা যাই। তারা যারা এখনো এই ধরনের অ্যাকাউন্ট এখনো নেন নি তারা এই সুযোগগুলো নিতে পারেন।

8550

MDRIAZ777
2019-07-29, 08:18 PM
ইন্সটাফরেক্স তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের বিভিন্ন ধরনের বোনাস প্রদান করে থাকেন এর মধ্যে অন্যতম হলো forex-forum বোনাস অর্থাৎ আপনি যদি ফোরামে একাউন্ট খুলে নিয়মিতভাবে সেখানে পোস্ট করতে থাকেন তবে সে ক্ষেত্রে মাস শেষে আপনি ইনস্টা ফরেক্স থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স বোনাস পাবেন যা দিয়ে আপনি ইনস্টা ফরেক্সে ট্রেড করতে পারবেন এবং ট্রেড থেকে যে প্রফিট লাভ হবে তা উত্তোলন করতে পারবেন।এছাড়াও ইন্সটাফরেক্সের রয়েছে নো ডিপোজিট বোনাস অর্থাৎ স্টার্টআপ বোনাস যেখানে ৫০০ ডলার বোনাস দেওয়া হয়ে থাকে তবে এই বোনাস থেকে অর্জিত প্রফিট উত্তোলনের জন্য কিছু কন্ডিশন ট্রেডার কে অবশ্যই পূরণ করতে হয় আর উক্ত কন্ডিশন পূরণ করার পরই কেবল মাত্র প্রফিট এর অর্থ একজন ট্রেডার উত্তোলনের সুযোগ পেয়ে থাকে। তাছাড়াও ইন্সটাফরেক্স তাদের ট্রেডারদের নতুন ট্রেডিং একাউন্ট এর ক্ষেত্রে ওয়েলকাম বোনাস প্রদান করে থাকেন, এছাড়াও যে কোন পরিমাণ ডিপোজিট এর উপর ডিপোজিট বোনাস প্রদান করে থাকেন একজন ট্রেডার চাইলে ডিপোজিট এর ওপর ৩০ শতাংশ, ৫৫ শতাংশ বোনাস নিতে পারবেন। ইন্সটাফরেক্সের বোনাস প্রদানের এই সুযোগ সত্যিই অনেক বেশি ট্রেড সহায়ক যা একজন ট্রেডার কে ফরেক্স এর প্রতি নিঃসন্দেহে অনেক বেশি আকৃষ্ট করবে।

KF84
2019-07-29, 08:27 PM
হ্যাঁ নো ডিপোজিট বোনাস একাউন্টের মাধ্যমে লাইভ ট্রেডিং এর অভিজ্ঞতা অর্জন করা এবং পাশাপাশি অর্থ উপার্জন করা আসলেই অনেক বড় সুযোগ । কিন্তু যারা নতুন তাদের পক্ষে প্রফিট উত্তোলন করার সম্ভবনা অনেক কম কেননা প্রফিট উত্তোলন করার জন্য যে শর্ত জুড়ে দেয়া হয় তা পূরণ করা সহজ নয় । তাছাড়া অনেক ব্রোকাররাই ভুয়া হয়ে থাকে । তাই আমি বলব যারা নতুন আসবেন ফরেক্সে তারা যেন ইন্সতাফরেক্সকে বেছে নেন এবং অন্য ব্রোকারগুলির ক্ষেত্রে যেন সঠিক চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেন ।

Nikhil_Halder1966
2019-07-29, 10:50 PM
ফরেক্স মার্কেটের প্রতিটি ব্রোকারই তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের বোনাস দিয়ে থাকেন।শুধুমাত্র ডিপোজিট বোনাস ব্যতীত অন্য বোনাস গুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দেন তারা। এবং সে সকল শর্ত পূরণ করে প্রফিট উত্তোলন করা একজন ট্রেডারের পক্ষে খুবই কষ্টকর। প্রায় ক্ষেত্রেই উক্ত বোনাসের শর্ত পূরণ করা সম্ভব হয় না ফলে সেই বোনাস দিয়ে প্রফিট অর্জন করলেও শুধুমাত্র শর্ত পূরণ না করার কারণে প্রফিট উত্তোলন করা যায় না। আমি নিজেও এর ভুক্তভোগী। আমি ইন্সটাফরেক্স থেকে 500 ডলার এবং fbs ব্রোকার এর অধীনে 100 ডলার অ্যাকাউন্ট ওপেনিং বোনাস বা স্টার্ট আপ বোনাস গ্রহণ করি। দুইটি ব্রোকারেই আমি যথেষ্ট পরিমাণ প্রফিট অর্জন করলেও তাদের শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় উক্ত প্রফিট এর কোন অংশই উত্তোলন করতে পারিনি। তাই এ সকল বোনাস গ্রাহকদের ধোকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। সেজন্য এ সকল বোনাস নেওয়া থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করবো। এতে শুধু শুধু নিজের সময় নষ্ট হয় এ ছাড়া আর কিছুই নয়। তবে ইনস্টা ফরেক্স ব্রোকারের ফ্রী পোস্টিং বোনাস দিয়ে প্রাপ্ত প্রফিট এর পুরো অংশই উত্তোলন করা যায়।

Hasinapx
2019-07-30, 10:43 AM
রিয়াজ এবং হাবিবি ভাইয়ের কাছে জানতে চাই-আপনারা যে সব বোনাসের কথা বললেন-আপনারা নিজেরা কখনো নো-ডিপোজিট ,ওপেনিং বা অন্য কোন বোনাস দিয়ে ট্রেড করে অর্জিত মুনাফা উত্তোলন করতে পেরেছেন কিনা ফোরামের পোস্টিং বোনাস ছাড়া ?জানালে আমরা সবাই উপকৃত হবো। যদি পারেন কিভাবে কত উত্তোলন করেছেন বিস্তারিত জানালে বেশী উপকৃত হবো। না পারলে এ ধরণের পোস্ট না দিলে আরো ভালো হয়।

Hredy
2019-07-30, 02:14 PM
ইন্সটাফরেক্স তাদের ট্রেডারদের নতুন ট্রেডিং একাউন্ট এর ক্ষেত্রে ওয়েলকাম বোনাস প্রদান করে থাকেন, এছাড়াও যে কোন পরিমাণ ডিপোজিট এর উপর ডিপোজিট বোনাস প্রদান করে থাকেন একজন ট্রেডার চাইলে ডিপোজিট এর ওপর ৩০ শতাংশ, ৫৫ শতাংশ বোনাস নিতে পারবেন। যারা নতুন তাদের পক্ষে প্রফিট উত্তোলন করার সম্ভবনা অনেক কম কেননা প্রফিট উত্তোলন করার জন্য যে শর্ত জুড়ে দেয়া হয় তা পূরণ করা সহজ নয় ।তবে ইনস্টা ফরেক্স ব্রোকারের ফ্রী পোস্টিং বোনাস দিয়ে প্রাপ্ত প্রফিট এর পুরো অংশই উত্তোলন করা যায়।

samun
2019-07-30, 03:29 PM
ফরেক্স শুরু করার পূর্বে ফোরাম পোস্ট করে ব্রোকারদের থেকে বোনাস পাওয়া যায়। এই বোনাস প্রাথমিকভাবে ট্রেড করার জন্য দেওয়া হয়। এই বোনাস থেকে আমরা লাভ করতে পারি।এটি ফরেক্সের অন্যতম সাহায্য। এর ফলে অনেকেই ফরেক্সে আগ্রহী হয়ে থাকে।

TanjirKhandokar1994
2019-07-30, 10:11 PM
forex-forum আমাদের বোনাস দিয়ে থাকে অর্থাৎ আপনি যদি ফোরামে একাউন্ট খুলে নিয়মিতভাবে সেখানে পোস্ট করতে থাকেন তবে সে ক্ষেত্রে মাস শেষে আপনি ইনস্টা ফরেক্স থেকে একটা নির্দিষ্ট পরিমাণ বোনাস পাবেন।এবং তা দিয়ে আপনি ইনস্টা ফরেক্সে ট্রেড করতে পারবেন।আর ট্রেড থেকে যে প্রফিট লাভ হবে তা উত্তোলনও করতে পারবেন।এছাড়াও ইন্সটাফরেক্সের রয়েছে নো ডিপোজিট বোনাস অর্থাৎ স্টার্টআপ বোনাস যেখানে ৫০০ ডলার বোনাস দেওয়া হয়ে থাকে তবে এই বোনাস থেকে অর্জিত প্রফিট উত্তোলনের জন্য কিছু কন্ডিশন ট্রেডার কে অবশ্যই পূরণ করতে হয়। আর উক্ত কন্ডিশন পূরণ করার পরই কেবল মাত্র প্রফিট এর অর্থ একজন ট্রেডার উত্তোল করতে পারেন। ধন্যবাদ

Hridoy6763
2019-08-02, 10:22 AM
বিভিন্ন ব্রোকার তাদের নতুন ট্রেডারদের জন্য একাউন্ট ওপেন করলে বিভিন্ন বোনাস দিয়ে থাকে,ইন্সটা ফরেক্স ৫০০ ডলার পর্যন্ত স্টার্টআপ বোনাস দিয়ে থাকে,যা দিয়ে একজন নতুন ট্রেডার এই বিজিনেস শুরু করতে পারে এবং এই বোনাস এ নির্দিষ্ট কিছু শর্ত আস,যা ফিল আপ করতে পারলে মুনাফা উইথদ্রও করা যাই।

souravkumarhazra6763
2019-08-02, 07:32 PM
অনেক ব্রোকার আছে তাদের অধীনে একাউন্ট খুললে আপনাকে বোনাস ডলার দিয়ে থাকে,ইন্সটা ফরেক্স ও তাদের নতুন ট্রেডারদের একাউন্ট এ বিভিন্ন বোনাস দিয়ে থাকে,যা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন,এবং তাদের শর্ত পূরণ করতে পারলে মুনাফা উইথড্র ও করতে পারবেন।