View Full Version : একবার না পারিলে দেখ শতবার
Hasinapx
2019-07-30, 09:06 AM
যে কোন কাজে কি প্রথমেই সফল হওয়া যায় ? হয়ত ৯৯% ই বলবেন না, এটাই বাস্তবতা যে কোন ব্যবসা বা চাকুরী বা অন্য কোন পেশা যাই হোক না কেন তাতে সমস্যা বা ঝুকি থাকবেই এমনকি মারাত্মক ব্যর্থতাও আসতে পারে। এজন্য দমে গেলে চলবে না, বার বার চেষ্টা করতে হবে, এমনকি সফল হওয়া পযর্ন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। অনেকে একবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দেয়। এটা সফল ব্যক্তিদের গুন নয়-সফলতা পেতে হলে বার বার চেষ্টা করতে হবে । কবির ভাষায় একবার না পারিলে দেখ শতবার। তেমনি ফরেক্সেও সফলতা পেতে হলে লেগে থাকতে হবে। সর্বোপরি মহান আল্লাহর সাহায্য চাইতে হবে।
samun
2019-07-30, 09:24 AM
মানুষ একবারে কোন কাজে সফলতা অর্জন করতে পারে না। তার জন্য অধ্যাবসায়ের প্রয়োজন। একবার নয় বারবার করে কাজ শিখতে হয়। ফরেক্স ব্যবসায় টিকে থাকতে হলে অবশ্যই মার্কেট সম্পর্কে জানতে হবে। তাই তো বলা হয়, একবার না পারিলে দেখো শত বার।
Hredy
2019-07-30, 10:20 AM
এক লাফে তাল গাছে ওঠা অসম্ভব। সেরকমই একবারে সফলতার আশা করা বোকামি। তবে হাল ছারলে চলবে না প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ব্যর্থতাকে শক্তি এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা ভাবতে হবে। বিশ্বের কোন ব্যক্তি প্রথম ধাপে সফল হতে পারেনি কিন্তু তারা হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেছে এবং এক পর্যায়ে গিয়ে সফলতা অর্জন করেছে। সুতরাং পথে যত বাধাই আসুক না কেনো মনে রাখতে হবে নেভার গিভ আপ তাহলেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
KANIZFATEMA1997
2019-07-30, 09:33 PM
যদি লক্ষ্য থাকে অটুক দেখা হবে বিজয়ে।
হতাশ হবে না যখন আপনার পরিকল্পনা গুলো সফল হয় না।মনে রাখবেন আল্লাহ্* আপনার জন্য আরো উওম পরিকল্পনা করে রেখেছেন।
এক লাফে তাল গাছে ওঠা অসম্ভব। সেরকমই একবারে সফলতার আশা করা বোকামি। তবে হাল ছারলে চলবে না প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ব্যর্থতাকে শক্তি এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা ভাবতে হবে। বিশ্বের কোন ব্যক্তি প্রথম ধাপে সফল হতে পারেনি কিন্তু তারা হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেছে এবং এক পর্যায়ে গিয়ে সফলতা অর্জন করেছে। সুতরাং পথে যত বাধাই আসুক না কেনো মনে রাখতে হবে নেভার গিভ আপ তাহলেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব।একবার না পারিলে দেখও শতবার।সফল হওয়া জন্য নিরালস পরিশ্রম ওঅধ্যবসয় প্রয়োজন।হেরে গেলে চলবে না।আবারও তারচেয়ে বেশী বেগে ছুটে চলতে হবে।যদি লক্ষ্য থাকে২০গতি বেগ হবে৫০তাহলেই ভালো করা যাবে
TanjirKhandokar1994
2019-07-30, 09:34 PM
অবশ্যই কোন কাজ একবার না পারলে সেটা বারবার দেখলে অবশ্যই সেই কাজে সফল হওয়া সম্ভব। আর এই জন্যই তো বলা হয় একবার না পারিলে দেখ শতবার। আমি মনে করি আমরা যারা ফরেক্স ট্রেডিং এ একেবারেই নতুন তাদের উচিত প্রথম অবস্থায় ফরেক্স ট্রেডিং এ পর্যাপ্ত সময় নিয়ে কাজ করা এবং এর সকল বিষয় গুলো ভালোভাবে আয়ত্ত করা। তাহলে একসময় দেখা যাবে যে আমরা সকলেই সফল হতে পারবো। ধন্যবাদ
AMIRSHIKDER976
2019-07-30, 10:05 PM
কোন কাজ এক বারে না পারিলে ব্যর্থ হলে এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই পুনরায় আবার ট্রাই করবেন এক সময় আপনি অবশ্যই সফল হতে পারবেন। ঠিক তেমনি ফরেক্স ট্রেড করে আপনি বারবার লাভ করবেন বিষয়টা এরকম না লস করতে পারেন কিন্তু লস করে হতাশ হওয়া যাবে না পুনরায় আবার চেষ্টা করতে হবে লাভ করার জন্য। কোন এক সময় দেখবেন আপনি অবশ্যই সফল হতে পেরেছেন।
ঠিক একবার না পারিলে দেখ শতবার। তাই যেকোন কাজ করতে হলে যদি ব্যর্থ হয়ে পরেন তা হলে হতাশ হওয়ার কিছু নেই।ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে।যদি আপনি হতাশ হয়ে পরেন তা হলে কখনোই সফল হতে পারবেন না।
ঠিক তেমনি ফরেক্স মার্কেটে সফলতার জন্য ধৈর্য ধরতে হবে। যদি লসেও পরেন তা হলে ধৈর্য সহকারে ফরেক্স করতে হবে যদি একবার না পারেন শতবার চেষ্টা করতে হবে হতাশ হলে চলবে না।
fxjaman
2019-07-31, 02:18 AM
ভাই এখানে শতবার কেন, প্রয়োজনে আপনাকে হাজার বার চেষ্টা করতে হবে। কারন এই মার্কেটে জানার অনেক কিছু রয়েছে, আর সেগুলো না জানলে আপনি মার্কেটের আসল সাইকোলোজি কি সেটা অনুভব করতে কিংবা বুঝতে পারবেন না। তবে প্রাথমিক অবস্থায় অনেক কষ্ট হবে, বার বার ব্যর্থ হবেন, ভেঙ্গে পড়বেন। কিন্তু পরবর্তিতে এই ব্যর্থতাই হবে আপনার সাফল্যের স্থম্ভ বা খুঁটি।
SHARIFfx
2019-07-31, 08:40 AM
আমার মতে আপনি ফরেক্স ট্রেডিং এ ছোট একটি ভুলের কারনে অনেক বড়ো মাশুল দিতে হয়। তাই আমাদের উচিত সেন্টিমেন্ট এনালাইসিস কাজে লাগানো। আর প্রতিটা ট্রেডে টিপি আর স্টোপ লস ব্যবহার করতে হবে। লং ট্রেড করে অনেকে মানিমেনেজমান্ট করেও একাউন্ট দরে রাখতে পারে না তাই আরো বেশি পিপ্স হাতে রেখে ডেইলির ট্রেড ডেইলি করলে সফলতা আসবে ইনশাআল্লাহ।
ARIFULISLAM1996
2019-08-01, 06:50 PM
যেকোনো কাজেই দ্রুত সফল হওয়ার চেয়ে ধীরে ধীরে সফল হওয়াটাই উত্তম। যে কোন প্রকার ব্যবসাতেই ঝুঁকি থাকবেই।আর এই ঝুঁকিটাকে সামলিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সফলতা। কোন কাজে একবার ব্যর্থ হলে কখনোই হতাশ হবেন না। ধৈর্যের সাথে পুনরায় কাজটি করার চেষ্টা করুন দেখবেন আপনি অবশ্যই সফলকাম হবেন।বিপদের সময় আল্লাহ তালার উপর ভরসা রাখুন নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য তার থেকেও ভালো কিছু নির্ধারণ করে রেখেছেন। ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে ধৈর্য্য ধারণ ক্ষমতা থাকতে হবে। ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা কিন্তু খুব যে কঠিন তাও না।ফরেক্স যদি আপনি একবার আপনার মনের মত করে সাজিয়ে নিতে পারেন এবং আপনার নিজের তৈরি প্ল্যান দ্বারা ট্রেড করেন তাহলে অবশ্যই আপনি ফরেক্স থেকে ভালো কিছু পাবেন। আপনি যদি কোনো কাজ একবার ভুল করেন তাহলে ভাববেন যে আপনি নতুন একটি কৌশল শিখে গেছেন। ব্যবসার ক্ষেত্রে আপনি যতই ভুল করবেন আপনার অভিজ্ঞতা ততোই বাড়বে। তাই আমি মনে করি ব্যর্থ প্রচেষ্টার ফল কখনও ব্যর্থ যায় না।
souravkumarhazra6763
2019-08-01, 07:04 PM
হ্যা একবার না পারিলে আমাদের বার বার চেষ্টা করা উচিত,আমিও অনেক বার এই বিজিনেস এ লস স্বীকার হয়েছি কুতু হতাশ না হয়ে বার বার চেষ্টা করেছি আর এখন আমি সফল এই বিজিনেস এ তাই একবার না পারিলে আমাদের বার বার চেষ্টা করা উচিত,তাহলে সফলতা মিলবেই।
আসলে যে কোন ব্যবসাতেই এক ধাপে সফল হওয়া যায়না । সফলতার অনেক ধাপ রয়েছে আর প্রত্যেকটি ধাপই অতিক্রম করতে হলে অনেক কষ্ট করতে হয় । কারন এক বারের চেষ্টাতেই সব সময় সকল ধাপ পেরোনো যায় না । অনেকবার হোঁচট খেতে হয় আবার পুনরায় উঠে দাড়াতে হয় । আর এই ভাবে যারা ক্রমাগত ধৈর্যধারণ করে টিকে থাকতে পারেন তারাই সফলতার চুড়ায় পৌছুতে পারেন । তাই একবার হোঁচট খেলেই সব কিছু বাদ না দিয়ে আবার নতুন উদ্যমে শুরু করা উচিত ।
FRK75
2021-03-26, 07:45 AM
একবারে কোন কাজে সফলতা অর্জন করতে পারে না। তার জন্য অধ্যাবসায়ের প্রয়োজন। একবার নয় বারবার করে কাজ শিখতে হয়। ফরেক্স ব্যবসায় টিকে থাকতে হলে অবশ্যই মার্কেট সম্পর্কে জানতে হবে। তাই তো বলা হয়, একবার না পারিলে দেখো শত বার।আপনি যদি কোনো কাজ একবার ভুল করেন তাহলে ভাববেন যে আপনি নতুন একটি কৌশল শিখে গেছেন। ব্যবসার ক্ষেত্রে আপনি যতই ভুল করবেন আপনার অভিজ্ঞতা ততোই বাড়বে। তাই আমি মনে করি ব্যর্থ প্রচেষ্টার ফল কখনও ব্যর্থ যায় না।
KAZIMAJHARULISLAM
2021-03-26, 07:56 AM
আপনি আমি কি একবারে দাঁড়াতে পেরেছি??একবারেই হাঁটতে শিখেছি??বার বার হোঁচট খেয়ে, আঘাত সহ্য করেই হাঁটতে শিখেছি।সে ছোট বেলাই যদি,আঘাত সহ্য করে,হাল ছেড়ে না দিয়ে,অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যবসায় এর ফলে হাঁটা শিখতে পারি,তাহলে সেই আমি কীভাবে একবারেই হাল ছেড়ে দিবো??সফলতার সিঁড়ি কখনোই মসৃণ নয়। কঠোর পরিশ্রম ও আঘাত সহ্য করার পরই,এর শীর্ষে পৌঁছানো যায়। তাই হাল ছেড়ে না দিয়ে অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যবসায় কাজে লাগিয়ে চেষ্টা করুন। কেননা সফলতা কেউ আপনাকে হস্তান্তর করবে না।
Mas26
2021-03-26, 10:19 AM
এক লাফে তাল গাছে ওঠা অসম্ভব। সেরকমই একবারে সফলতার আশা করা বোকামি। তবে হাল ছারলে চলবে না প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ব্যর্থতাকে শক্তি এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা ভাবতে হবে। বিশ্বের কোন ব্যক্তি প্রথম ধাপে সফল হতে পারেনি কিন্তু তারা হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেছে এবং এক পর্যায়ে গিয়ে সফলতা অর্জন করেছে। সুতরাং পথে যত বাধাই আসুক না কেনো মনে রাখতে হবে নেভার গিভ আপ তাহলেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আসলে আপনার লখ সঠিক রাখতে হবে।
EmonFX
2021-03-27, 08:21 AM
যে কোন কাজে কি প্রথমেই সফল হওয়া যায় ? হয়ত ৯৯% ই বলবেন না, এটাই বাস্তবতা যে কোন ব্যবসা বা চাকুরী বা অন্য কোন পেশা যাই হোক না কেন তাতে সমস্যা বা ঝুকি থাকবেই এমনকি মারাত্মক ব্যর্থতাও আসতে পারে। এজন্য দমে গেলে চলবে না, বার বার চেষ্টা করতে হবে, এমনকি সফল হওয়া পযর্ন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। অনেকে একবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দেয়। এটা সফল ব্যক্তিদের গুন নয়-সফলতা পেতে হলে বার বার চেষ্টা করতে হবে । কবির ভাষায় একবার না পারিলে দেখ শতবার। তেমনি ফরেক্সেও সফলতা পেতে হলে লেগে থাকতে হবে। সর্বোপরি মহান আল্লাহর সাহায্য চাইতে হবে।
ফরেক্স মার্কেটে শুরুতে এসেই সফল হয়েছেন এমন ট্রেডার খুঁজে পাওয়া ভার। ফরেক্স যেহেতু একটি বিজনেস সেহেতু এখানে লাভ লস থাকবে এটাই স্বাভাবিক। তাই একবার দুবার লস করে হেরে যাবার আগেই হেরে যাওয়া যাবে না। জয় করার অদম্য ইচ্ছা নিয়ে কঠোর পরিশ্রম করে যেতে হবে। ফরেক্স মার্কেটে প্রত্যেক ট্রেডারই শুরুতে লস করে থাকেন। আজ যারা ফরেক্স মার্কেটে 10 বছর ধরে ট্রেডিং করছেন তারা মাঝে মাঝে লস করে থাকেন। তাই বলে তারা দমে যাননি বা হাল ছেড়ে দেননি। এর ফলাফলস্বরূপ তারা আজ ফরেক্স মার্কেটে অনেক দক্ষ এবং প্রফিটেবল ট্রেডারে পরিণত হয়েছেন। আপনি শুরুতে ব্যর্থ হবেন এটা স্বাভাবিক ভাবেই মেনে নিয়ে একবার-দুবার-পাঁচবার যতবার দরকার তত বার চেষ্টা করে যান। হাল না ছাড়ার অদম্য ইচ্ছা নিয়ে লেগে থাকলে আপনি অবশ্যই একদিন একজন সফল ট্রেডারে পরিণত হবেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.