PDA

View Full Version : অর্থনৈতিক অবস্থা বনাম মূদ্রার মূল্য



Hasinapx
2019-07-30, 11:11 AM
আমরা জানি যখন কোন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয় তখন ঐ দেশের মুদ্রার মূল্য বাড়ে -ফান্ডামেন্টাল এ্যানালাইসিসটা সাধারণত এভাবেই করা হয় । কিন্তু বাংলাদেশের বেশ কয়েকবছর অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে-হয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন -বেড়েছে মাথাপিছু আয় কিন্তু দু:খজনক হলেও সত্য যে টাকার মূল্য ব্যাপকহারে কমেছে । এভাবে বিশ্বের আর কোন দেশের বিপরীত উন্নতি হয়েছে কিনা আমার জানা নেই। এজন্য ফরেক্সে এ্যানালাইসিস সঠিকভাবে করে ট্রেড করতে হবে।

habibi
2019-07-30, 07:51 PM
যারা ফান্ডামেন্টাল আনাল্যসিস করে তাদের জন্য ফরেক্স নিউজ খুবই গুরুত্বপূর্ণ। আর এই নিউজগুলো অর্থনৈতিক বা রাজনৈতিক হয়ে থাকে। কোন দেশে অর্থনৈতিক বা রাজনৈতিক পরিস্থিতি সে দেশের কারেন্সি তে প্রাভব ফেলে। কোন দেশের অর্থনৈতিক নিউজ গুলো একটি নির্দিষ্ট সময়ের হয়ে থাকে যেমন, সপ্তাহিক, মাসিক, প্রান্তিক, বার্ষিক ইত্যাদি। আর কারেন্সি পেয়ারকে বেশি প্রভাবিত করে এমন নিউজ গুলো হল- সুদের হার, জিডিপি, বেকারত্বের হার, মনিটারি পলিসি, ইত্যাদি। এসব নিউজগুলো প্রকাশের পূর্বে অর্থনীতিবীদ করা পূর্বাভাস দেয়ে যে এই নিউজগুলো ভাল হবে নাকি খারাপ হবে। যদি নিউজের ফলাফল পূর্বাভাস অপেক্ষা ভাল হয় তাহলে সে সময় উক্ত কারেন্সি শক্তিশালী হয়। আর যদি যদি নিউজের ফলাফল পূর্বাভাস থেকে কম হয় তাহলে তা উক্ত কারেন্সিকে দুর্বল করে।

আর রাজনৈতিক হল, সে দেশের বর্তমান পরিস্তিতি কেমন বা অন্য সে দেশের সাথে রাজনৈতিক সম্পর্ক কেমন তার উপর। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্তিতি ভাল উক্ত কারেন্সি শক্তিশালী হয়। আর খারপ হলে উক্ত কারেন্সি দুর্বল হয়।

Mahmud1984fx
2019-09-11, 12:20 PM
যে কোন দেশের অর্থনৈতিক,রাজনৈতি এবং সামাজিক অবস্থার উপর নির্ভর করে ঐ দেশের মুদ্রার মূল্য। এজন্য সকল দেশের মুদ্রার মূল্য উঠানামা করে। অর্থনৈতিক অবস্থা খারাপ হলে মূদ্রার মূ্ল্য কমে যায় এবং ভাল হলে মুদ্রার মূল্য বেড়ে যায়। এজন্য ফরেক্সে মার্কেট এ্যানালাইসিস অনেক গুরুত্বপূর্ণ। ফান্ডামেন্টাল,টেক িক্যাল এবং সেন্টিমেন্টাল এই তিনপ্রকার এ্যানালাইসিস করে ট্রেড করলে ভাল করার সম্ভাবনা বেশী।