PDA

View Full Version : ফরেক্সে সঠিকভাবে মার্কেট এনালাইসিস কিভাবে করতে হয়



KF84
2019-07-30, 12:31 PM
আমরা যারা ফরেক্সের সাথে জড়িত তারা সবাই কম বেশী জানি যে একটি ট্রেড ওপেন করার পূর্বে অবশ্যই সেই পেয়ারের মার্কেট সম্পর্কে ভালোভাবে এনালাইসিস করতে হয় । আমরা অনেকেই এই এনালাইসিস কিভাবে করতে হয় বা এনালাইসিস কয়টি ধাপে করতে হয় সেটা জানিনা । তাই আমি এই ফোরাম এ যারা অভিজ্ঞ ট্রেডার আছেন তাদের আহবান জানাই যে আপনারা সবাই আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করে এনালাইসিস কিভাবে করতে হয় সে বিষয়ে শেখার সুযোগ করে দিবেন ।

samun
2019-07-30, 03:38 PM
ফরেক্স শুরু করার পূর্বে অবশ্যই ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানতে হবে। ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস করাটা খুব জরুরী। মার্কেট এনালাইসিস না করে ট্রেড করলে লস অনিবার্য। তাই ট্রেড করার পূর্বে ইনেস্তাফরেক্সের চার্ট ভালো ভাবে দেখতে হবে। চার্টের দ্বারা পূর্বে মার্কেট এর অবস্থান কি ছিল সে সম্পর্কে জানা যায়। পরবর্তীতে কি হতে পারে সে সম্পর্কে ধারনা লাভ করা যায়।

ARIFULISLAM1996
2019-08-07, 08:34 PM
ফরেক্স থেকে ভাল প্রফিট করার জন্য ফরেক্স মার্কেট এনালাইসিস করা খুবই জরুরী। ফরেক্স মার্কেট এর অবস্থান সম্পর্কে যে যত বেশি নিশ্চিত হতে পারবে আমার মনে হয় সে তত বেশি প্রফিট করতে পারবে। আর সেজন্য ডেইলি চার্ট গুলো পর্যবেক্ষণ করে দেখতে হবে। চার্টের দ্বারা ফরেক্স মার্কেটের পূর্বের ট্রেন্ডিং মুভমেন্ট সম্পর্কে ধারণা পাওয়া যায়। যদিও ফরেক্স মার্কেট সম্পর্কে 100% সিওর হওয়া যায় না তারপরেও কিছুটা ধারণা পাওয়া যায়।তাই আমি মনে করি যে মার্কেট সম্পর্কে যে যত বেশি অভিজ্ঞ সে ততই প্রফিট করতে পারবে।ফরেক্স মার্কেটের আপকামিং নিউজগুলো মার্কেট এনালাইসিস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

AMIRSHIKDER976
2019-08-09, 07:10 AM
ফরেক্সে ট্রেডিং করে অর্থ উপার্জন করার জন্য বা মুনাফা অর্জন করার জন্য অবশ্যই সকল দিক আপনাকে লক্ষ্য করতে হবে। এবং একটি বিষয় হচ্ছে মার্কেট এনালাইসিস করা যেটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন ট্রেডারের সফলতা অনেকাংশে মার্কেট এনালাইসিস করার উপর নির্ভর করে। আমরা যারা ট্রেডিং করছি বা ট্রেডার আছি তারা যদি মার্কেট এনালাইসিস করতে পারি তারপরে ট্রেডিং করি তাহলে সফলতা লভ্যাংশ অনেকাংশে নির্ভর করবে। মার্কেট এনালাইসিস না করে ট্রেড করলে আপনি লস করবেন সে ক্ষেত্রে আপনি ফরেক্সে সফল হতে পারবেন না।

Rokibul7
2019-08-11, 02:08 AM
শুধু ফরেক্স নয় যে কোনা ব্যাবসা করার আগে সে সম্পকে ভাল ভাবে এ্যানালাইসিস না করে নিলে লস অনিবায।আর ফরেক্স এ ১০০০%লাভ,আর ১০০%লস।কারন ফরেক্স আপনাকে অনেক গুন প্রফিট করে দিবে আবার লস হলে শূন্য করে দিবে।তাই ফরেক্স শুরুতে আপনাকে অনেক গ্যান অজন করতে হবে।আর একটা কতা যত লস করবেন তত শিখে যাবেন।লস হলে তার কারন খুজে পাবেন, আর না পেলে খুজে বের করুন