PDA

View Full Version : ডেমো ট্রেডিং শুরু করার সঠিক উপায়



BangaliBabu
2019-07-31, 01:07 PM
ফরেক্সে নতুন নতুন ট্রেডাররা জানতে চায় কিভাবে ডেমো ট্রেডিং শুরু করা উচিত? আমি দেখেছি ম্যাক্সিমাম অভিজ্ঞ ট্রেডাররা এক কথায় এই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। *উত্তরটা এমন - কমপক্ষে ৬ মাস ট্রেডিংয়ের পাশাপাশি মেটাট্রেডারের টুলকিট ও ইনডিকেটরগুলোর ব্যবহার ভালভাবে শিখে নিতে হবে। ট্রেডিংয়ে সবসময় স্টপ লস/টেক প্রফিট সেট করতে হবে ও কম লিভারেজে ট্রেড করতে হবে। উত্তরটা লেখা শেষ হলো কিন্তু আমি সবসময় একেবারে ছোট ছোট খুটিনাটি বিষয়ের উপর বেশি খেয়াল করি। যত সূক্ষ্মতার সাথে ফরেক্স শিখবেন ততই আপনার মঙ্গল। এবার আমার উত্তরটা জেনে নিন - আপনি রিয়েল ট্রেডিং কত ডলার ইনভেস্ট করে শুরু করতে চাচ্ছেন? যদি $১০০ নিয়ে শুরু করতে চান তাহলে আপনার ডেমো ট্রেডিং একাউন্ট ওপেন করার সময় অবশ্যই ভার্চুয়াল মানি $১০০ নেবেন। এই ভুলটা আমরা সবাই করি, আমিও করেছি কিন্তু পরে দেখেছি আমার রিয়েল ট্রেডিংয়ের সাথে ডেমো ট্রেডিংয়ের কোন ক্যালকুলেশন মিলছে না। কারণ ডেমো ট্রেডিংয়ে ব্রোকাররা $৫০০০-$৫০০০০ ডলার ব্যালেন্স দেয় আর এই বিশাল ব্যালেন্সে আপনি কোন টেনসড ছাড়াই ট্রেড ওপেন করেন কারণ মার্কেট যতই আপনার প্রতিকূলে যাক না কেন আপনার ব্যালেন্স শেষ হচ্ছে না।

এভাবে ডেমোতে প্রাকটিস করতে করতে এক সময় আপনি এই বিশাল ব্যালেন্সে ট্রেড করায় অভ্যস্থ হওয়ার পর যখন রিয়েল ফরেক্স ট্রেডিংয়ে আসছেন তখন আপনার রিয়েল মানি $১০০ দিয়ে ঠিক একইভাবে ট্রেড ওপেন করা শুরু করে দিবেন। দেখবেন আপনার ব্যালেন্স এক দিন বা দুই দিন টিকছে তার বেশি টিকে থাকা কাকতলীয় ঘটনা মাত্র। তাই অবশ্যই ডেমো একাউন্টের ভার্চুয়াল মানি আপনার রিয়েল ট্রেডিংয়ের ইনভেস্ট মানির সমান সমান হতে হবে যদি সত্যিই সত্যিই রিয়েল ট্রেডিংয়ের মজা নিতে চান। অনেকেই হয়ত বলবেন যে ডেমো ট্রেডিং করব তাতে আবার ব্যালেন্স নিয়ে এত মাথা ব্যাথা নেব কেন ব্রোকাররা যা দিচ্ছেন সেটাই নিব। তাহলে তাদেরকে বলি, আপনি যদি ৬ মাস ডেমোতে ট্রেড করতে চান তাহলে ৩ মাস ব্রোকারের দেওয়া বিশাল ব্যালেন্স নিয়ে ট্রেড করেন আর বাকী ৩ মাস আমার দেয়া সাজেশন অনুযায়ী আপনার রিয়েল ইনভেস্টের সমান ব্যালেন্স নিয়ে ট্রেড করেন। খুব সহজেই পার্থক্যটা বুঝে যাবেন।
ধন্যবাদ!!

TanjirKhandokar1994
2019-07-31, 05:44 PM
ভাই আপনি যথার্থই বলেছেন আমিও আপনার সাথে একমত। এখানে অনেকেই লিখে থাকেন যে প্রথম অবস্থায় নতুন ট্রেডারদের উচিত ডেমো প্রাকটিস করা আবার অনেকে লিখে এক বছর থেকে তারও বেশি সময় ডেমো প্রাকটিস করার কথা। তবে এটা করলেই যে রিয়েল ট্রেডিং এ সফল হওয়া সম্ভব এটা আমি কখনোই বিশ্বাস করি না। কারন ডেমো ট্রেডিং করার জন্য এখানে আমাদের দেয়া হয় ৫০০০$ যা দিয়ে আমরা অনায়াসে ট্রেড করতে পারি কোন প্রকার চিন্তা ছারাই আর অপরদিকে আমরা যখন রিয়েল ট্রেডিং করি তখন আমাদের ব্যলেন্স ১০০/২০০$ যা ডেমো ট্রেডিংএর তুলনায় একেবারেই নগন্য। এই অল্প পরিমান মূলধন নিয়ে ট্রেড করে চিন্তা মুক্ত থাকা সম্ভব হয় না। তবে এটা ঠিক যে ডেমো প্রাকটিস করলে রিয়েল ট্রেডিং এর একটা ধারণা পাওয়া যায়। ধন্যবাদ

KF84
2019-08-02, 03:15 PM
ফরেক্সে নতুন নতুন ট্রেডাররা জানতে চায় কিভাবে ডেমো ট্রেডিং শুরু করা উচিত? আমি দেখেছি ম্যাক্সিমাম অভিজ্ঞ ট্রেডাররা এক কথায় এই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। *উত্তরটা এমন - কমপক্ষে ৬ মাস ট্রেডিংয়ের পাশাপাশি মেটাট্রেডারের টুলকিট ও ইনডিকেটরগুলোর ব্যবহার ভালভাবে শিখে নিতে হবে। ট্রেডিংয়ে সবসময় স্টপ লস/টেক প্রফিট সেট করতে হবে ও কম লিভারেজে ট্রেড করতে হবে। উত্তরটা লেখা শেষ হলো কিন্তু আমি সবসময় একেবারে ছোট ছোট খুটিনাটি বিষয়ের উপর বেশি খেয়াল করি। যত সূক্ষ্মতার সাথে ফরেক্স শিখবেন ততই আপনার মঙ্গল। এবার আমার উত্তরটা জেনে নিন - আপনি রিয়েল ট্রেডিং কত ডলার ইনভেস্ট করে শুরু করতে চাচ্ছেন? যদি $১০০ নিয়ে শুরু করতে চান তাহলে আপনার ডেমো ট্রেডিং একাউন্ট ওপেন করার সময় অবশ্যই ভার্চুয়াল মানি $১০০ নেবেন। এই ভুলটা আমরা সবাই করি, আমিও করেছি কিন্তু পরে দেখেছি আমার রিয়েল ট্রেডিংয়ের সাথে ডেমো ট্রেডিংয়ের কোন ক্যালকুলেশন মিলছে না। কারণ ডেমো ট্রেডিংয়ে ব্রোকাররা $৫০০০-$৫০০০০ ডলার ব্যালেন্স দেয় আর এই বিশাল ব্যালেন্সে আপনি কোন টেনসড ছাড়াই ট্রেড ওপেন করেন কারণ মার্কেট যতই আপনার প্রতিকূলে যাক না কেন আপনার ব্যালেন্স শেষ হচ্ছে না।

এভাবে ডেমোতে প্রাকটিস করতে করতে এক সময় আপনি এই বিশাল ব্যালেন্সে ট্রেড করায় অভ্যস্থ হওয়ার পর যখন রিয়েল ফরেক্স ট্রেডিংয়ে আসছেন তখন আপনার রিয়েল মানি $১০০ দিয়ে ঠিক একইভাবে ট্রেড ওপেন করা শুরু করে দিবেন। দেখবেন আপনার ব্যালেন্স এক দিন বা দুই দিন টিকছে তার বেশি টিকে থাকা কাকতলীয় ঘটনা মাত্র। তাই অবশ্যই ডেমো একাউন্টের ভার্চুয়াল মানি আপনার রিয়েল ট্রেডিংয়ের ইনভেস্ট মানির সমান সমান হতে হবে যদি সত্যিই সত্যিই রিয়েল ট্রেডিংয়ের মজা নিতে চান। অনেকেই হয়ত বলবেন যে ডেমো ট্রেডিং করব তাতে আবার ব্যালেন্স নিয়ে এত মাথা ব্যাথা নেব কেন ব্রোকাররা যা দিচ্ছেন সেটাই নিব। তাহলে তাদেরকে বলি, আপনি যদি ৬ মাস ডেমোতে ট্রেড করতে চান তাহলে ৩ মাস ব্রোকারের দেওয়া বিশাল ব্যালেন্স নিয়ে ট্রেড করেন আর বাকী ৩ মাস আমার দেয়া সাজেশন অনুযায়ী আপনার রিয়েল ইনভেস্টের সমান ব্যালেন্স নিয়ে ট্রেড করেন। খুব সহজেই পার্থক্যটা বুঝে যাবেন।
ধন্যবাদ!!

ধন্যবাদ ভাই এ ডেমো ট্রেডিং সম্পর্কে এই রকম সচ্ছ ধারনা দেয়ার জন্য । আপনি আসলে স্পষ্টতই সব কিছু ব্যাখ্যা সহকারে বলেছেন তাই আমার বেশী কিছু বলার নেই । তাই যারা নতুন ফরেক্সে তাদের প্রতি শুধু এইটুকুই বলব যে যখন আপনারা ডেমো ট্রেডিং করবেন তখন সব কিছু খুঁটিনাটি ফরেক্স সম্পর্কে জেনে করবেন । পাশাপাশি সব পেয়ার নিয়ে এনালাইসিস না করে কয়েকটি পেয়ার বেছে নিবেন এবং সেই কারেন্সিগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করবেন । ফরেক্স করার জন্য কয়েকটি মেজর পেয়ার সম্পর্কে সচ্ছ ধারনা থাকলেই অনেক ভাল করা যায় । আর তিন ধরনের যে ফরেক্স এনালাইসিস আছে সেটি খুব ভাল করে রপ্ত করবেন । ধন্যবাদ ।

ARIFULISLAM1996
2019-08-04, 08:36 PM
ভাই আপনি খুব সুন্দর একটি উত্তর দিয়েছেন। আমি সম্পূর্ণ আপনার পক্ষে।আমরা সকলেই জানি যে ফরেক্স এ আসার আগে ডেমো ট্রেডিংয়ে বেশি বেশি অনুশীলন করা উচিত।কেননা ডেমো ট্রেডিং করলে ফরেক্স সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি বিষয়গুলো জানা যায় এবং ডেমো ট্রেডিং এর অভিজ্ঞতা রিয়েল ট্রেডিং এর সময় কাজে লাগে।ডেমো ট্রেডিং এবং রিয়েল ট্রেডিং এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে ডেমো ট্রেডিং থেকে প্রাপ্ত প্রফিট আপনি উত্তোলন করতে পারবেন না কিন্তু রিয়েল ট্রেড থেকে প্রাপ্ত প্রফিট আপনি উত্তোলন করতে পারবেন। আর এটা মাথায় রেখেই আমরা সব সময় ডেমো ডেমো ট্রেডিং করে থাকি কিন্তু আসলে ডেমো ট্রেডিংয়ে ভার্চুয়াল বোনাস দেয়া হয় ৫০০০ ডলার কিন্তু রিয়েল ট্রেডের সময় আপনি যখন ১০০ ডলার নিয়ে ট্রেড করা শুরু করবেন তখন দেখবেন যে আপনার ৫০০০ হাজার ডলারের সাথে কোনভাবেই মানি ম্যানেজমেন্ট মিলতেছে না। কাজেই আমার মনের ভার্চুয়াল ডলার যা নেবেন সেটা দিয়ে ট্রেড করার সময় মূলধনও তা নিয়ে উচিত কেননা ভার্চুয়াল ডলার আমাদের বেশি তাই বলে আমরা মনগড়াভাবে নিজের খেয়াল খুশিমত ট্রেড করি লস হলেও কোন সমস্যা নেই লাভ হলো সমস্যা নেই কিন্তু এটা আসলে বাস্তবে ভুল ধারণা আপনি মনে রাখবেন ডেমো ট্রেডিংয়ে আপনি যে পরিমাণ দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করবেন ঠিক সেই পরিমানই প্রফিট করতে পারবেন।কাজেই ডেমো ট্রেডিং এর সময় আমাদের গুরুত্ব সহকারে অল্প বোনাস নিয়ে ট্রেড করা উচিত আর এর জন্য যদি আপনার বেশি সময় লাগে তবুও আপনার জন্য ভালো।