PDA

View Full Version : মার্জিন ট্রেডিং (Margin Trading)



K M AL IFTEKHAR
2019-07-31, 07:33 PM
যখন আপনি দোকানে যান আর যদি চিপস কিনতে চান তাহলে আপনাকে ১ প্যাকেট কিনতে হবে । আপনি খুচরা ১ পিছ কিনতে পারবেন না ।

ফরেক্সে, এটা বোকামীর কাজ হবে, যদি ১ ইউরো সেল (বিক্রয়) অথবা বাই (ক্রয়) করেন। তাই ফরেক্সে লট হিসেবে বাই-সেল করা হয়ে থাকে। যেমন ১,০০০ ইউনিট মুদ্রা (মাইক্রো), ১০,০০০ ইউনিট (মিনি) অথবা ১০০,০০০ ইউনিট (স্ট্যান্ডার্ড) লটে ট্রেড করতে হয় ।

আগে আমরা দেখেছিলাম যে, আমাদের প্রচুর অর্থের প্রয়োজন ট্রেড করার জন্য যা জোগাড় করা আমাদের অধিকাংশের সাধ্যের বাইরে । ভাবছেন তাহলে কিভাবে ট্রেড করবেন ?

ফরেক্সে মার্জিন ব্যাবস্থা আছে তাই আপনার ট্রেড করতে এত মূলধনের প্রয়োজন নেই ।

মার্জিন ট্রেডিং বলতে সাধারণত মুলধন ধার করাকে বুঝায় । মার্জিনের সুবিধার কারনে আপনি মাএ $১০০ অথবা $১,০০০ দিয়ে $১০০,০০০ সমপরিমানের ট্রেড পরিচালনা করতে পারবেন । এটা কিভাবে সম্ভব?

মনোযোগ সহকারে দেখুন কারন এটা খুবই গূরুত্বপুর্ন এবং ঝুঁকিপূর্ণ ।

(১) আপনি চিন্তা করছেন যে, ব্রিট্রিশ পাউন্ড us ডলারের বিপরীতে বৃদ্ধি পাবে । ধরুন gbp/usd এর মূল্য ১.৫০০০

(২) আপনি ১ মিনি লট (মানে ১০,০০০ gbp) কিনবেন । তাহলে আপনার $১৫,০০০ লাগবে ।

যদি আপনার ট্রেড ওপেন করতে ১% মার্জিন এর প্রয়োজন হয়, তাহলে আপনার লাগছে $১৫,০০০ x ১% = $১৫০।

(৩) ধরুন আপনার ভবিষ্যৎ বানী সত্য হল আর আপনি এখন লাভ নিবেন । ধরুন আপনি আপনার ট্রেডটা ১.৫১০০ তে ক্লোজ করলেন ।
এখানে আপনি কি কি করলেন?
Gbp
usd
প্রথমে ১০,০০০ পাউন্ড কিনলেন ১.৫০০০ এক্সচেনজ রেটে
+১০,০০০
-১৫,০০০
প্রাইস ১.৫১০০ তে গেলে আপনি ট্রেড ক্লোজ করলেন।
-১০,০০০
+১৫,১০০
আপনার লাভ

১০০

jasminbd
2019-09-22, 05:59 PM
মুলত মুলধন ধার করাকে মার্জিন ট্রেডিং বুঝায়। মার্জিন ট্রেডিং সেটি উদাহরণ দিয়ে বুঝার চেষ্টা করা যাক। মনে করুন আপনার অ্যাকাউন্টএ ডিপোজিট আছে ২৫০ ডলার। আপনি কোন লিভারেজ ব্যবহার করবেন না অর্থাৎ আপনি কোন পুরো মার্কিন ব্যবহার করে eur/usd পেয়ারে ১.০০ লটে ট্রেড নিলেন এবং আপার অ্যাকাউন্ট থাকা লাগবে 11,197.00 ডলার। এখন আপনি ধরুন আপনি ১% মার্জিন ব্যবহার করলেন এখন আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে মাত্র ১১.২০ ডলার অর্থাৎ ব্রোকার আপনাকে 11,185.8 ডলার আপনাকে এই ট্রেডের জন্য ধার হিসাবে দিচ্ছে।

alamsat
2019-09-22, 09:09 PM
মুলত মুলধন ধার করাকে মার্জিন ট্রেডিং বুঝায়। মার্জিন ট্রেডিং সেটি উদাহরণ দিয়ে বুঝার চেষ্টা করা যাক। মনে করুন আপনার অ্যাকাউন্টএ ডিপোজিট আছে ২৫০ ডলার। আপনি কোন লিভারেজ ব্যবহার করবেন না অর্থাৎ আপনি কোন পুরো মার্কিন ব্যবহার করে eur/usd পেয়ারে ১.০০ লটে ট্রেড নিলেন এবং আপার অ্যাকাউন্ট থাকা লাগবে 11,197.00 ডলার। এখন আপনি ধরুন আপনি ১% মার্জিন ব্যবহার করলেন এখন আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে মাত্র ১১.২০ ডলার অর্থাৎ ব্রোকার আপনাকে 11,185.8 ডলার আপনাকে এই ট্রেডের জন্য ধার হিসাবে দিচ্ছে।

আগেকার দিনে শুধুমাত্র ফরেক্স ট্রেড করতে পারত বিভিন্ন বড় বড় আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক গুলি তাছাড়া আর কারো পক্ষে ট্রেড করার জন্য মুলধন যোগাড় করে ট্রেড করাটা কষ্টকর ছিল কিন্তু এখনকার দিনে বিভিন্ন ব্রোকার আমাদের মার্জিন বা লেভারেজ প্রদান করে থাকে এবং এর মাধ্যমে আমরা মাত্র ১ ডলার দিয়েও বেশি লেভারেজ নিয়ে ট্রেড করতে পারি এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। বিভিন্ন ব্রোকার গন সামান্য কিছু প্রফিট নিয়ে আমাদের এত এত সুবিধা প্রদান করে থাকে।

nurulazim
2019-09-28, 06:15 PM
মার্জিন ট্রেডিংটা এখনো বুঝলাম না। উদাহরণ না দিয়ে আরেকটু পরিষ্কারভাবে বুঝিয়ে দিন। থিউরিটিক্যাল সংজ্ঞা দিতে পারলে ভালো হয়। আগে থিওরি জানি এরপর প্র্যাকটিকেল।