PDA

View Full Version : দৈনিক ভিত্তিতে কত মুনাফার টার্গেট করা উচিত?



Grimm
2019-08-02, 05:13 PM
দৈনিক ভিত্তিতে ফরেক্স মার্কেট হতে কত মুনাফার টার্গেট করা উচিত? আর এর জন্য কি লট বাড়ানো উচিত নাকি বেশি পিপস ধরা উচিত? যদি বেশি পিপস ধরা হয় তাহলে দৈনিকভিত্তিতে মুনাফা আসে না। আর যদি বড় লট নিয়ে ট্রেড করি তাহলে দৈনিকভিত্তিতে সহজেই ভাল মুনাফা করা যাওয়ার কথা? আপনাদের মতামত কি? কিভাবে এই মার্কেটে ট্রেড করা উচিত?

KaziBayzid162
2019-08-03, 09:25 PM
পার্সোনালি আমি দৈনিক মুনাফার টার্গেট নিয়ে ট্রেডিং করি না, বরং মাসিক একটা গড় মুনাফার টার্গেট নিয়ে ট্রেডিং করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, তাছাড়া আপনি দৈনিক কতটা মুনাফার টার্গেট নিয়ে ট্রেডিং করবেন সেটা নির্ভর করবে আপনার অভিজ্ঞতা ও দক্ষতার পাশাপাশি আপনার একাউন্টে ব্যালেন্স এর উপর, অর্থাৎ আপনার একাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে এবং আপনি যদি ফরেক্স সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হয়ে থাকেন, আর সেই অভিজ্ঞতা ও দক্ষতা কে কাজে লাগিয়ে সঠিকভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারেন, পাশাপাশি যে কারেন্সিতে ট্রেড ওপেন করতে চাচ্ছেন সেই কারেন্সি সম্পর্কে কোন নিউজ আছে কিনা সে ব্যাপারে ধারণা নিয়ে ট্রেড ওপেন করতে পারেন তাহলে দৈনিক 1 থেকে 5 ডলারের টার্গেট নিয়ে ট্রেড করতে পারেন। কিন্তু আমি যেহেতু শর্ট টাইমফ্রেমে ট্রেড করার থেকে লং টাইম ফ্রেম ট্রেড করতে স্বাচ্ছন্দ্যবোধ করি তাই আমি দৈনিক মুনাফা অর্জন এর পরিবর্তে মাসিক একটা নির্দিষ্ট মুনাফা অর্জনই বেশি সুবিধাজনক বলে মনে করি, কেননা এতে লস করার সম্ভাবনা অনেক কম থাকে বলে আমার কাছে মনে হয়। তাছাড়া এই পদ্ধতিতে ট্রেড করে আমি গড়ে তিন থেকে চার ডলার প্রফিট করতে পারছি।