PDA

View Full Version : ইন্ডিকেটর কীভাবে ব্যবহার করব?



fh.ratul
2014-11-22, 09:21 PM
আমি জানতে চাই ফরেক্সে অনেক ইন্ডিকেটর আসে এগুলো কীভাবে ব্যবহার করে। আমি কীভাবে মেটা ত্রেডার ৪ এ এই ইন্ডিকেটর গুলা ব্যবহার করতে পারব ? বা নতুন কিছু জোগ করতে পারব ।

shawonrfx
2014-11-25, 05:24 PM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর এক ধরনের নির্দেশক, যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে নির্দেশ করে । যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে, তবে ইন্ডিকেটর আপনাকে সে ক্ষেত্রে সাহায্য করবে । এটা বিভিন্ন সিগন্যাল দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে প্রাইস বাড়বে না কমবে এবং সে অনুসারে ট্রেড করতে পারেন । এছাড়া অনেক ইন্ডিকেটর মার্কেট ট্রেন্ড বুঝতেও আপনাকে সাহায্য করবে । মনে রাখবেন ইন্ডিকেটর কিন্তু কিছু নির্দিষ্ট ফর্মুলা দিয়ে কাজ করে । তাই আপনি যে সব সময় সঠিক সিগন্যাল পাবেন তা নয় । অনেক সময় ভুল সিগন্যাল আসতে পারে। আবার ফান্ডামেন্টাল নিউজের কারনে ইন্ডিকেটরের সিগন্যাল অনেক সময় কাজ করবে না । তাই অন্ধভাবে ইন্ডিকেটর অনুসরন না করে নিজের অ্যানালাইসিসকে এর সাথে কাজে লাগিয়ে ট্রেড করুন ।

shawonrfx
2014-11-25, 05:25 PM
মেটাট্রেডারে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে । যেমনঃ Bollinger Bands, Moving Average, parabolic Sar ইত্যাদি । এছাড়াও অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায় । আপনি সেগুলো মেটাট্রেডারে যোগ করে নিতে পারবেন । গুগলে Forex indicator লিখে সার্চ করলেই অনেক ইন্ডিকেটর পাবেন ।

fxover
2015-09-16, 11:03 PM
মেটাট্রেডারে ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে । যেমনঃ Bollinger Bands, Moving Average, parabolic Sar ইত্যাদি । এছাড়াও অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায় । আপনি সেগুলো মেটাট্রেডারে যোগ করে নিতে পারবেন । গুগলে Forex indicator লিখে সার্চ করলেই অনেক ইন্ডিকেটর পাবেন ।
ভাই আমি মেটাট্রেডার ৪ এ নতুন কোন ইন্ডিকেটর যোগ করতে পারি না । আপনার পোস্ট থেকেই বোঝা যাচ্ছে যে আপনি অনেক ভালো জানেন । আপনি যদি আমাকে ইন্ডিকেটর যোগ করার ব্যাপারে আমাকে সাহায্য করেন তাহলে আমার খুব উপকার হয় । আমি পিভট পয়েন্ট এর ইন্ডিকেটর টি যোগ করতে চাই কিন্তু পারছি না । আমাকে দয়া করে সাহায্য করেন ।

Momen
2015-10-18, 01:11 PM
টার্মিনাল থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি ইন্টারনেট থেকে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর পাবেন যা টার্মিনলে অ্যাড করে নিতে পারেন।

Furkan
2015-10-18, 06:56 PM
আমাদের মধ্যে যারা মনে করতেছেন যে ইন্ডিকেটর ব্যবহার করতে পারলে ফরেক্র মারকেটে লাভবান হবেন তা ভুল ধারনা । এটা এমন একটি মারকেট যার পরিবরতনের কোন শেষ নাই। আর এটি বাংলাদেশের শেয়ার এর মত না।

MotinFX
2015-10-19, 01:18 PM
ফরেক্স মার্কেটে মেটা টেডা ৪ এর মধ্যে কিভাবে ইনডিকেটর যোগ করতে হয় সে সম্পর্কে সামান্য জানা আছে । কিন্তু নতুন ইনডিকেটর কিভাবে যোগ করতে হয় তা সিনিয়রদের থেকে সাহায্য চাচ্ছি।

mlbasumata
2015-10-21, 02:35 PM
মেটাট্রেডার ৪-এ ইন্ডিকেটর যোক করতে-
১। অপেন করা মেটাট্রেডার ৪-এর File-এ ক্লিক করুন।
২। Open Data Folder-এ ক্লিক করুন।
৩। MQL4-এ ডাবল ক্লিক করুন।
৪। Indicators-এ ডাবল ক্লিক করুন।
৫। এখানে আপনার ইন্ডিকেটর পেস্ট করুন।
৬। পোপ-আপটি কেটে দিয়ে আপনার মেটাট্রেডার ৪ রিস্টার্ট করুন।
৭। বাঁ পাশের Navigator-এ Indicators-এর (+) চিহ্নে ক্লিক করুন।
৮। যে কারেন্সি পেয়ারে ইন্ডিকেটরটি যোগ করতে চান সেখানে একবার ক্লিক করে নিয়ে আপনার ইন্ডিকেটরে ডাবল ক্লিক করুন।
৯। সেটিংস ঠিক করে নিয়ে Ok করুন।

dinner
2015-12-03, 06:01 PM
ফরেক্সে প্রফিট করার অনেক উপায় রয়েছে। আর আপনি যখন ইন্ডিকেটর নিয়ে কাজ করবেন, এরা আপনার ট্রেডিং টুলবক্সে একেকটি ভিন্ন ভিন্ন টুলস হিসেবে কাজ করবে। আপনার হয়তো ইন্ডিকেটর ব্যবহার করার প্রয়োজন নাও থাকতে পারে, কারন হয়ত আপনি নিজেই অনেক ভাল মার্কেট অ্যানালাইসিস করতে পারেন অথবা আপনার আগে থেকেই পছন্দের ইন্ডিকেটর রয়েছে। কিন্তু নতুন নতুন টুলস আপনার ট্রেডিংকে আরও সমৃদ্ধ করবে এবং আপনি আরও ভালভাবে অ্যানালাইসিস করতে সক্ষম হবেন। কিন্তু খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার না করাই ভাল। ভিন্ন ভিন্ন ইন্ডিকেটর হয়তো আপনাকে আরও দ্বিধাগ্রস্থ করে তুলবে।

basaki
2016-03-26, 08:25 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে করতে হলে আমি মনে করি কার না কার কোন না কোন ইন্ডিকেটের ব্যবহার করতে হয় আর এর জন্য যেটা ভাল ইন্ডিকেটর সেটাই ব্যবহার করতে পারলে আমি মনে করি অনেক ভাল। তাই আগে কিভাবে ইন্ডিকেটর ব্যবহার করতে হয় তা জানতে হবে পরে ফরেক্স ট্রেড করতে হবে।

Sahed
2016-07-27, 11:28 AM
বর্তমানে ফরেক্স মার্কেটের জন্য নানা ধরনের ইন্ডিকেটর অনলাইনে পাওয়া যায় । আমার মতে অনলাইন থেকে টাকা দিয়ে কেনা এ সকল ইন্ডিকেটর অধিকাংশ সময় ভূল তথ্য দিয়ে থাকে । কেননা ইন্ডিকেটর দেখে ট্রেড করে যদি ফরেক্স মার্কেটে লাভ করা যেত তাহলে যারা ইন্ডিকেটর বিক্রি করে তারা কোটি কোটি ডলার ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারত । তবে মার্কেটে আপনি ডিফোল্ট ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন ।

fatema begum
2016-07-31, 08:04 PM
আপনি যদি সঠিকভাবে ইন্ডিকেটর ইনস্টল করে থাকেন,তাহলে আপনার ইন্ডিকেটর মেনু থেকে ইন্ডিকেটর সিলেক্ট করে তারপর ড্রপডাউন করে মেটাট্রেডার লিস্টে ছেড়ে দিয়ে ওকে করুন ।দেখবেন ইন্ডিকেটর শো করছে।ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করি।যদি ইন্ডিকেটর সিগনাল বাই দেয় তাহলে বাই দিবেন আর সেল দিলে সেল দিবেন।

fardin222333
2016-08-02, 11:36 AM
এম টি ট্রেডার ৪-এ ইন্ডকেটর ব্যবহার করতে- ওপেন করা মেটাট্রেডার ৪-এর File-এ ক্লিক করুন। Open Data Folder-এ ক্লিক করুন, MQL4-এ ডাবল ক্লিক করুন, Indicators-এ ডাবল ক্লিক করুন, এখানে আপনার ইন্ডিকেটর পেস্ট করুন, পোপ-আপটি কেটে দিয়ে আপনার মেটাট্রেডার ৪ রিস্টার্ট করুন, বাঁ পাশের Navigator-এ Indicators-এর (+) চিহ্নে ক্লিক করুন, যে কারেন্সি পেয়ারে ইন্ডিকেটরটি যোগ করতে চান সেখানে একবার ক্লিক করুন ইন্ডিকেটরে ডাবল ক্লিক করুন, সেটিং ঠিক করে নিয়ে Ok করুন। :rules:

dwipFX
2016-08-03, 02:37 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে অনেক বিষয়ে পড়া লেখা করতে হয় তার মধ্যে একটি হল ইনডিকেটর। এইখানে মেকডি ইনডিকেটর আমার কাছে ভার লাগে তবে সব সসয় এটা দিকে লক্ষ না রেখে নিজেকে ভাল করে এনালাইসিস করতে হবে।।

nisho5533
2016-10-04, 09:51 PM
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর হচ্ছে মার্কেট বোঝার জন্য বিভিন্ন ধরনের নির্দেশনা । এই ইন্ডিকেটর গুলোর নির্দেশনা গুলো দেখে আমরা ফরেক্স মার্কেট এর বর্তমান অবস্থা বুঝতে পারি । ফরেক্স মার্কেট এর বিভিন্ন বিষয় বোঝার জন্য বিভিন্ন ধরনের ইন্ডিকেটর রয়েছে । একেক্টি ইন্ডিকেটর এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর একেকটি বিষয় বুঝতে পারি । যেমন- ট্রেন্ড বোঝার জন্য প্যারাবোলিক সার , সাপোর্ট রেজিস্ট্যান্স বের করার জন্য পিভট পয়েন্ট ইন্ডিকেটর, মার্কেট এর ট্রেন্ড এর strength বোঝার জন্য RSI ইন্ডিকেটর ব্যাবহার করতে পারি

MoinFX
2016-10-05, 11:05 AM
আমার কাছে মনে হয় যারা ইনডিকেটর নির্ভর ট্রেড করে তারা ফরেক্স মার্কেটে সফলতা পেতে অনেক সময় লাগবে কারন তারা ইনডিকেটর ছাড়া ট্রেড করতে পারবেনা।ইনডিকেটর আমাদের কে সব সময় সঠিক নির্দেসনা দেইনা।

nisho5533
2016-10-05, 12:54 PM
ফরেক্স খুব কঠিন ব্যবসা, এখানে লস খুব সহজ প্রফিট করার চেয়ে ও । তাই আমি বলবো যে সব ফরেক্স ট্রেডার দের প্রয়োজন ইন্ডিকেটর ব্যবহার করা । কারন আমি মনে করি ইন্ডিকেটর ব্যবহার করে অনেক ডলার প্রফিট করা সম্ভব । যারা ইন্ডিকেটর ব্যবহার না করে আমি মনে করি তারা ভাল ট্রেডার না এবং তারা শুধু লস আর লস করে ফরেক্স মার্কেটে

Mamun13
2017-10-21, 08:18 PM
আমাদের ট্রেডিং টার্মিনালে অসংখ্য ইনডিকেটর রয়েছে৷এগুলোর আবার কিছু প্রকারভেদও রয়েছে৷এগুলোকে আপনি ডেমোতে দীর্ঘদিন ব্যাপী ব্যাবহার করে দেখে যাচাই করতে পারেন কোনোও কাজে আসে কী না৷তবে আমার ব্যাক্তিগত দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি এই সব ইনডিকেটর অহেতুক এবং প্রায়ই ভূল ইনডিকেট করে থাকে৷এগুলোর উপর নির্ভর করে কখোনোই রিয়েল ট্রেড করা উচিৎ নয়৷

expkhaled
2017-10-24, 01:50 PM
ইন্ডিকেটর হচ্ছে মার্কে ট এর অবস্থা বুঝার টুল। যা দিয়ে মার্কেট এর গতি বুঝা যাবে। সঠিক অবস্থায় সঠিক ইন্ডিকেটর টি ব্যবহার করতে পারলে মার্কেট এনালিসিস করতে পারা যায়। সঠিক এনালিসিস না করতে পারলে আমরা লাভবান হতে পারবো না কখনও। সুতরাং বেশী বেশী ইন্ডিকেটর ব্যবহার করা শিখতে হবে।