PDA

View Full Version : কপি কিভাবে করব?



fh.ratul
2014-11-22, 09:34 PM
ফরেক্স এ অন্য একাউন্ট থেকে কপি করার কিছু সিস্টেম রয়েছে বলে আমরা জানি কিন্তু এই বিষয়ে তেমন ধারনা না থাকায় আমরা তা করতে পারছি না। এই সম্পরকে বিস্তারিত কিছু তথ্য জানতে চাই ।

Defender
2015-08-13, 03:31 PM
কপি করার সিস্টেম আছে জানি ,But details জানি নাহ

Md Opu
2015-11-11, 07:31 PM
আমিও আপনাদের মত শুনেছি কপি করা চিসটেম আসে কিন্তু এবিষয়ে আমিও ডিটেল্স জানিনা ।

maziz6989
2015-11-19, 06:18 PM
কপি সিস্টেম মুলত এমকিউএল৫ কমি্উনিটি একাউন্ট থেকে করা হয়। মাই এফএক্স বুকে অটোট্রেডিং অপশন আছে তবে এটা সব ব্রোকারে সাপোর্ট করে না। আবার পাম একাউন্ট তো আছেই । যেখানে একজন ম্যানেজার বা ট্রেডার আর বাকী সব ইনভেস্টর। তবে আমার মতে নিজে ট্রেডিং শিখে ট্রেড করতে থাকুন। কী দরকার নিজের টাকা অন্যকে দেওয়া ট্রেড করার জন্য।

basaki
2015-12-29, 07:19 AM
ফরেক্স ফোরামে অনেক অসাধু লোক পস্টিং এর জন্য কপি করে থাকে। আমি ফোরাম পুস্টিং করতে গিয়ে কখনো কপি করি নাই। তাই কিভাবে কপি করতে হয় তাও আমি জানি না। আমি এটা জানি যে কপি করলে একাউন্ট ব্যান্ড করে দিবে।

zobairi007bd
2015-12-29, 04:46 PM
pamm একাউন্ট সমন্ধে আমার জানার আগ্রহ আছে। অভিজ্ঞ কারো pamm একাউন্ট সঠিক উত্তর জানতে পারলে ভালো হত। শিখার শেষ নেই জানার শেষ নেই। কত টাকা ডিপোজিট লাগে? কতদিনের জন্য?

fatemaakhter
2016-02-25, 09:08 PM
বিভিন্ন ব্রকারে কপি করার জন্য সিস্টেম আছে ।যেমন ইন্সতাফরেক্সে পাম একাউন্ত ।পাম একাউন্ত হল একজন দক্ষ ট্রেডারকে টাকা দিয়ে ট্রেড করানো ।এখানে লাভ হবে নাকি লস হবে তা বলা যায় না । কারন হল যদি সেই ট্রেডার লাভ করতে পারে তবে আপনি কিছু লাভ পাবেন ।এখানে লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে ।আমি বলব যদি আপনার সত্যিকার ফরেক্স করার ইচ্ছা থাকে ,তবে আপনি তা নিজে ট্রেড করবেন । এটাই আপনার জন্য মঙ্গল ।

yasir arafat
2016-04-02, 04:02 PM
আমাদেরকে অবশ্যই একটা কথা মেনে চলা উচিত যে নিজের ট্রেডিং দক্ষতাকে কাজে লাগানো ।আর কপি একাউন্ট মাইফরেক্সবুক এবং বিভিন্ন ব্রোকার হাইজে সহজেই খুলা যায়।আপনি যখন বিভিন্ন ফরেক্স ব্রোরের সাইটে যাবেন তখন তা দেখতে পাবেন।যেমন ইন্সটাফরক্সে pamm একাউন্ট রয়েছে।

msisohel
2016-12-13, 10:55 PM
ইন্সটা ফরেক্স কপি সার্ভিস চালু করেছে সেখানে যেয়ে এ সম্পর্কে জানতে পারা যেতে পারে।

mahbubhb
2017-08-27, 05:56 PM
কপি ট্রেড ইনস্টা ফরেক্সে করা যায়। এজন্য আপনার একটি লাইভ ট্রেডিং একাউন্ট থাকতে হবে। তারপর ক্লায়েন্ট ক্যাবিনেট এ গিয়ে কপি নিবন্ধন করতে হবে। এখানে লক্ষনীয় বিষয় হল আপনাকে একজন সফল ট্রেডার খুজে নিতে হবে। যদি একজন সফল ট্রেডার পাওয়া যায় তাহলে ভাল মুনাফা পাবেন। কপি ট্রেড খুবই ভাল একটি ট্রেডিং পদ্ধতি তবে এজন্য বেশি করে ডিপোজিট নিয়ে ট্রেডিং শুরু করলে ব্যাকআপ ভাল পাওয়া যাবে ক

Ploashbd
2017-11-19, 05:47 PM
অনেকে জানেনা ফরেক্স কপি বিষয়টা কি। ফরেক্স কপি হল এমন একটি পদ্ধতি যেখানে অনভিজ্ঞ ট্রেডাররা অভিজ্ঞ ট্রেডারদের ট্রেড কপি করতে পারে। ফরেক্স কপি সিস্টেমে দুই পক্ষ রয়েছে একজন Forexcopy Follower (ফরেক্সকপি অনুসারী) এবং Forexcopy Trader (ফরেক্সকপি ট্রেডার)। তবে অভিজ্ঞ ট্রেডাররা ট্রেড কপি করার জন্য কিছু কমিশন ধার্য করে থাকে। যদি আপনি অন্য কারো ট্রেড করি করতে চান তাহলে সেক্ষত্রে আপনাকে Forexcopy Follower (ফরেক্সকপি অনুসারী) হিসার রেজিস্ট্রেশন করতে হবে। আর আপনি যদি অন্য আপনার ট্রেড কপি করার অনুমতি দিতে দান সেক্ষেত্রে Forexcopy Trader (ফরেক্সকপি ট্রেডার) হিসাবে রেজিস্ট্রেশন করুন। আপনি যদি ইন্সটাফরেক্সের গ্রাহক হন তাহলে ট্রেড কপি করার জন্য প্রথমে আপনাকে ফরেক্স কপি ক্লাইন্ট কেবিনেটে লগইন করতে হবে। তারপর Monitoring অপশন থেকে আপনার কাঙ্ক্ষিত Forexcopy Trader এর প্রফোইল ওপেন করতে হবে। এর পর আপনি কোন পেয়ারের ট্রেড কপি করতে চান তা Subscription parameters
থেকে Choose instruments to copy: এখানে নির্দিষ্ট করে দিতে হবে। তারপর Copying ratio: থেকে আপনি যার ট্রেড Copy করেবন সে যদি উক্ত পেয়ারে 1 লটে ট্রেড ওপেন করে তাহলে সেক্ষেত্রে আপনি কত লটে উক্ত ট্রেডটি Copy করবে তার নির্দিষ্ট করে দিতে হবে এই অপশনটিতে। যেমন ধরুন CopyTrader EUR/USD পেয়ারে ১ লটে ট্রেড ওপেন করল এখন উক্ত ট্রেডটি আপনি চাইলে ০.১ লটে ওপেন করতে পারবেন। সবশেষে Subscribe বাটনে ক্লিক করতে হবে। বাস হয়ে গেল ট্রেড কপি করা। যখন Forexcopy Trader এই পেয়ারে ট্রেড ওপেন করবে সেই সাথে আপনার জন্যও একটি ট্রেড ওপেন হয়ে যাবে।

Debdas50
2017-12-08, 12:58 PM
বিভিন্ন ব্রকারে কপি করার জন্য সিস্টেম আছে ।যেমন ইন্সতাফরেক্সে পাম একাউন্ত ।পাম একাউন্ত হল একজন দক্ষ ট্রেডারকে টাকা দিয়ে ট্রেড করানো ।এখানে লাভ হবে নাকি লস হবে তা বলা যায় না । কারন হল যদি সেই ট্রেডার লাভ করতে পারে তবে আপনি কিছু লাভ পাবেন ।এখানে লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে ।আমি বলব যদি আপনার সত্যিকার ফরেক্স করার ইচ্ছা থাকে ,তবে আপনি তা নিজে ট্রেড করবেন ।