PDA

View Full Version : Pamm ট্রেডিং কি লাভজনক?



fh.ratul
2014-11-22, 09:36 PM
আমরা আসলে ফরেক্সের পাম ট্রেডিং সম্পরকে তেমন একটা জানি না । এই ট্রেডিংকরে কি তেমন ভাল কিছু করা সম্ভব ? আমরা কেন এই ট্রেডিং করব । এবন কিভাবে করব ?

ahmed
2015-01-16, 04:53 PM
ফরেক্স এ সফল হওয়ার জন্য ফান্ড একটি গুরুত্তপুর্ণ বিষয়।এখানে যত বেশি ফান্ড থাকবে তত বেশি লাভ করার সম্ভাবনা থাকবে এবং রিস্কও তত কমে যাবে।আমরা যাদের বেশি ফান্ড নাই,তারা চাইলে ভাল কোন Pamm ট্রেডারের কাছে ইনভেস্ট করে লাভবান হতে পারি।এখানে একটা বিষয় উল্লেখ্য যে, Pamm ট্রেডিং সফলতা নির্ভর করবে Pamm ট্রেডার এর উপর।সুতারাং ভাল Pamm ট্রেডার সিলেক্ট করাও গুরুত্তপুর্ন বিষয়।

HELPINGHAND
2015-04-28, 12:01 AM
PAMM ট্রেডিং অবশ্যয় লাভজনক যদি আপনি সঠিক PAMM ট্রেডার খুঁজে বের করতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কি ভাবে সঠিক PAMM ট্রেডার খুঁজে বের করা সম্ভব?
এই জন্য আপনাকে monitoring পেইজে নিয়মিত লক্ষ্য রাখতে হবে আর কিছু নিয়ম মেনে খুঁজটা চালিয়ে যেতে হবে।

Zakariea
2015-05-15, 08:18 AM
এমন কোনো এক্সপাট ভাই আছেন যে এই ব্যাপারে একটু বুঝিয়ে বলতে পারবে। আসলে উপরের আলোচনায় Pamm ট্রেডিং এর কিছুই বুঝতে পারি নি।

biswas90
2015-05-27, 11:04 PM
ফরেক্সএ প্যাম হচ্ছে একটি পদ্ধতি যা পরিমানের দিক থেকে সর্বোচ্চ অথবা সর্বনিম্ন এবং কোন প্রকার কোন সীমাবদ্ধতা ছাড়াই ট্রেডারদের মধ্যে তহবিল বিনিয়োগের একটি অব্যার্থ পদ্ধতি বা প্রকৃয়া । যেখান হতে আপনি বিনিয়োগ করার জন্য অনেক প্রকার সুবিধা ভোগ করতে পারবেন এবং তা হতে আপনি যত খুশি ট্রেডে বিনিয়োগ করতে পারবেন ।

maziz6989
2015-07-13, 11:18 AM
আসলে যারা বাশ খেতে খেতে আর পারছে না তাদের জন্য হল পাম একাউন্ট। একজন সাকসেসফুল ট্রেডারের অধীনে বিনিয়োগ হল পাম একাউন্টে বিনিয়োগ। যাই হোক বিনিয়োগ করার আগে দেখুন সেই ট্রেডারের সাকসেস রেসিও এবং কতদিন থেকে ট্রেডে আছে আর ড্র ডাউন কত। সবচেয়ে ভাল হয় কম ড্র ডাউনের একাউন্ট ম্যানেজার হলে।

Marufa
2015-09-06, 07:08 PM
পাম একাউন্টে সঠিক ম্যানাজার নির্বাচন করা যথেস্ট কঠিন । আপনাকে অনেক বিষয়ের ওপর খেয়াল রেখে ম্যানাজার পছন্দ করতে হবে । না হলে ইনভেস্টমেন্টের রিস্ক অনেক বেশি থাকবে ।

rahmot255
2016-03-09, 02:18 AM
আমি মনে করি ফরেক্স এ সফল হওয়ার জন্য ফান্ড একটি গুরুত্তপুর্ণ বিষয়।এখানে যত বেশি ফান্ড থাকবে তত বেশি লাভ করার সম্ভাবনা থাকবে এবং রিস্কও তত কমে যাবে।আমরা যাদের বেশি ফান্ড নাই,তারা চাইলে ভাল কোন Pamm ট্রেডারের কাছে ইনভেস্ট করে লাভবান হতে পারি।এখানে একটা বিষয় উল্লেখ্য যে, Pamm ট্রেডিং সফলতা নির্ভর করবে Pamm ট্রেডার এর উপর।সুতারাং ভাল Pamm ট্রেডার সিলেক্ট করাও গুরুত্তপুর্ন বিষয়।

yasir arafat
2016-04-05, 03:22 PM
পাম একাউন্ট বলতে অপনার ব্রোকারের সাথে বিনিয়োগ করে একটা লাভ পাওয়া বুঝায়।অথাত্* আপনি ব্রোকারের পাম একাউন্ট অপশনে গিয়ে একাউন্ট খুলবেন এবং তাদের দেওয়া ডিপোজিট অপশনে গিয়ে বিনিয়োগ করবেন।এবার কপি ট্রেডের মত ট্রেড হবে এবং লাভ হলে তা তুলতে পারবেন।

RUBEL MIAH
2016-06-20, 04:43 PM
দক্ষতা ছাড়া কোন এ্যাকাউন্টেই লাভবান হওয়া সম্ভব নয় । যে যত বেশী লাভবান হয়েছে সব দক্ষতার বলেই হয়েছে । আমরা যে এ্যাকাউন্টটি করি না কেন আগে দক্ষতা তারপর ট্রেড তাহলেই আমরা সফলকাম হতে পারব । আপনারাও আগে দক্ষতা অর্জন করুন তারপর ট্রেড ব্যবসায় নিয়োজিত হন আশাকরি সফরকাম হতে পারবেন ।

Rahat015
2016-06-24, 03:46 AM
আমি ফরেক্স মার্কেট এ একদম নতুন। তাই একান্ত আগ্রহতার কারনে এখানে আসলাম। আমি পাম ট্রেডিং সম্পর্কে তেমন কিছু জানি না। তবে উপরে ভাইদের কমেন্ট পড়ে যা জানতে হলে তা হল পাম ট্রেডিং মানে আমার টাকাই অন্য একজন ট্রেড করবে। আর লাভ টা ভাগ করে নিব। (ঠিক বললাম তো ?)

milonkhanfx1993
2016-09-21, 06:24 PM
আমরা কতটুকু পরিমান সেক্ষেত্রে ইনভেস্ট করতে পারি সে বিষয়ে একটু বিস্তারিত বললে খুব উপকৃত হতাম,বা আমাদের ক্যাপিটালের কতটুকু রিস্ক নিয়ে উনি ট্রেড করবেন সেটা তো আমাদের জানা দরকার।

Forex Boy
2016-09-24, 01:20 AM
আসলে পাম ট্রেড তখনি লাভ জনক হয় যখন আপনি কোন সঠিক ট্রেডারকে খুজে নিতে পারবেন। আপনি পাম একাউন্ট করেচেন শুধমিাত্র আপনার লস এরানোর জন্য কিন্তু আপনি এমন একজনকে চয়েজ কররেন যে নিজেই লস কের তাহলে আপনার লস হোল কি?? পাম একাউন্টের মাধ্যমে ট্রেড তরার পূর্বে আপনার ট্রেডারকে যাচাই বাছাই করে নিবেন না হোলে ধরা খাবেন।

mahbubhb
2017-08-18, 08:30 PM
পাম ট্রেডিং আমি মনে করি একটি লাভজনক আয়ের মাধ্যম। এখানে ভাল লাভ করতে হলে প্রথমে আপনাকে একজন দক্ষ ট্রেডার বেছে নিতে হবে। তাহলে ভাল লাভ করতে পারবেন। আর যদি মনে করেন আপনি একজন ভাল মানের ট্রেডার তাহলে আপনিও অন্যের বিনিয়োগ এর টাকায় ট্রেডিং করতে পারবেন। এটা ভাল একটি মাধ্যম।

Syed Moinul
2018-02-15, 08:54 PM
পাম একাউন্ট হলো যেসব ট্রেডাররা অন্যের টাকা দিয়ে ট্রেড করেন এবং লাভের একটা অংশ পান। এভাবে বিনিয়োগ কারীর টাকায় ট্রেড করে লাভ করলে বিনিয়োগকারীও তার লাভের অংশ পায়।এভাবে লস হলেও একই।
এভাবে পাম একাউন্ট কাজ করে।
একজন সফল পাম ট্রেডার এর সাথে আপনি বিনিয়োগ করতে পারলে লাভ করার আশা করা যায়। কিন্তু নিজে ট্রেড শেখা যায় না।
পরের ওপর ভরসা করে সব সময় টিকে থাকা সম্ভব হয় না।

alamsat
2018-06-02, 08:18 PM
প্যাম একাউন্ট এ বিনিয়োগ করার আগে প্যাম সম্পর্কে ভাল করে জানতে হবে কারন না জেনে আপনি অনেক বিনিয়োগ করলেন কিন্তু আপনার একটি ভুল সিদ্ধন্ত এর জন্য পুরটা লস করলেন। সে ক্ষেএে আপনাকে প্যাম একাউন্ট এ বিনিয়োগ করার আগে ভাল একটি ট্রেডারা খুজতে হবে যে নিয়মিত লাভ করতে পারছে। তবে আপনি আপনার টাকা বিনিয়োগ করে লাভবান হতে পারবেন না হলে সব টাকা ১ মাসে শেষ হয়ে যাবে।

SaifulRahman
2018-12-18, 04:37 PM
ফিনেন্সিয়াল মার্কেট মানেই হাই রিস্ক, আবার প্রফিট ও অনেক বেশী। এই মার্কেট এ ট্রেড করার জন্য অনেক ভাল ফিনেন্সিয়াল নলেজ দরকার, সামান্য নলেজ এ ফিনেন্সিয়াল মার্কেট এ ট্রেড করার জন্য যথেষ্ট নয়। আপনার যদি পর্যাপ্ত নলেজ না থাকে তবে ফরেক্স এ ইনভেস্ট করে নিজে ট্রেড না করে নিজের একাউনট ভাল ট্রেডার দ্বারাও করাতে পারেন। ফরেক্স এ এই সিস্টেম এর নাম হল পাম/মাম । যেখানে বিনিয়োগকারী এবং পাম ম্যানেজাররা তাদের পারফরমেন্স শো করেন । সেখানে আপনি কি চান তার সাথে কোন পাম ম্যানেজার এর পারফরমেন্স মিলে গেলে আপনি অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল নিতে পারবেন, সাইট থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের ম্যানেজার।

shohanjacksion
2019-01-24, 06:18 PM
আমরা আসলে ফরেক্সের পাম ট্রেডিং সম্পরকে তেমন একটা জানি না । এই ট্রেডিংকরে কি তেমন ভাল কিছু করা সম্ভব ? আমরা কেন এই ট্রেডিং করব । এবন কিভাবে করব ?

সকল pamm ট্রেডারদের রেজাল্ট লাইফটাইম ভাল আসেনা। এক্ষেত্রে আমাদের pamm ট্রেডারের ড্র-ডাউন দেখা উচিত। আমি দেখেছি যে ড্র-ডাউন অনেক বেশি কিন্তু প্রফিট খুব বেশি করেন বিধায় অনেক সাবস্ক্রিপশন আছে। আমার বাঙ্গালী ভাইদের প্রতি অনুরোদ থাকবে যে, প্রফিট কম হলেও যদি নিশ্চিত হয় যে, এই ট্রেডারের সাথে আমার ইনভেষ্ট থাকলে কোন ঝূঁকি থাকবেনা এমন ট্রেডার বেছে নিন। নাম বলবনা, আমি pamm এ আমার ৫০০ ডলার ইনভেষ্ট নিয়ে সাব: নিয়ে ছিলাম কিন্তু প্রায় চার মাস প্রফিট হওয়ার পর আমার প্রোভাইডারের ব্যালেন্স জিরো এবং আমারও ব্যালেন্স জিরো। অর্থাৎ আমার আম আর ছালা সবটুকুই গায়েব।