PDA

View Full Version : কে কোন স্ট্রাটেজি ফলো করেন ?



fh.ratul
2014-11-23, 02:27 PM
আপনারা ফরেক্সে কে কোন স্ট্রাটেজি ব্যবহার করেন? আমাদের বিস্তারিত জানান । যদি পাড়েন ভিডিও লিঙ্ক দেন ।

mybff
2015-02-21, 11:54 AM
প্রিয়ো বন্ধু আপনি স্ট্রাটেজি বলতে কি বুঝিয়ে সেন আমি ঠিক বুজতে পারিনাই ।। হইতো এই বিষয় টাই আমার কাছে অজানা ।। যদি স্ট্রাটেজি সম্পর্কে কেও বিস্তারিত জানেন তাহলে আমাদের দুইজঙ্কেই একটু জানান তাহলে ভাল হয় ।।

MD Aktarul Arefine
2015-04-04, 12:58 PM
এখানে নিদৃষ্ট কোনো স্ট্র্যাটিজি নেই। আপনি যে কারেন্সি ট্রেড করতে ইচ্ছুক, তার টেন্ড পর্যবেক্ষনের মাধ্যমে পূর্বানুমানের ভিত্তিতে ট্রেড ওপেন বা ক্লোজ করতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন ধরনের এনালইসিস আপনাকে সাহায্য করতে পারে। তবে মনে রাখতে হবে, কোনো এনালাইসিসই শতভাগ নির্ভরযোগ্য নয়।

nasir
2015-08-19, 11:02 PM
আমি ফরেক্স এ নতুন তাই আমি নিজে কোনো স্ট্র্যাটিজি ইউজ করি না।করি না বললে ভুল হবে আমি করতে পারি না।তাই আমি রোবট স্ট্র্যাটিজি ইউজ করি এবং এটা ইউজ করতে ভালবাসি।আমার এক বড় ভাই এই রোবট স্ট্র্যাটিজি ইউজ করার কথা বলেছিলেন ।তাই করতেছি ,আবং ফল ও খুব ভাল।

Sahed
2016-07-24, 04:37 PM
ভাই ফরেক্স মার্কেটে একেক জনের স্ট্রেট্রেজি একেক ধরনের । আমি মনে করি মার্কেটে *আপনি কারও স্ট্রেস্ট্রেজি কপি না করে নিজেই মার্কেটে একটি স্ট্রেট্রেজি তৈরী করার চেষ্টা করুন । এতে করে আপনি মার্কেটে অভিজ্ঞতা অর্জন করে সহজেই সফলতা পেতে পারেন ।

basaki
2016-07-24, 04:48 PM
স্টটেজি ফলো করার কারন হচ্ছে ফরেক্স মার্কেটে আপনি যদি কোন কিছু ফলো না করে ট্রেড করেন তবে আমি মনেনকরি আপনি বেশি ভাল করে ট্রেড করতে পারবেন না তাই আপনি একটা ভাল স্টেজেটি ভাল করে করে তবেইবফরেক্স মার্কেটেট্রেড করতে পারেন তাহলেই লাভ করতে পারবেন।

Realifat
2016-07-29, 05:12 PM
ফরেক্সে ট্রেড করার জন্য বিভিন্ন ধরনের ট্রেডিং স্ট্রাটেজি রয়েছে।বিভিন্ন ধরনের ট্রেডাররা ভিন্ন ভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি অনুসরন করে ট্রেড করতে পারে। কেননা ফরেক্সে সবাই স্বাধীন। যে যার ইচ্ছামত ফরেক্সে ট্রেড করে থাকর।আমি ফরেক্সে লং টার্ম বা সুইং ট্রেডিং স্ট্রাটেজি অনুসরন করে সর্বদা ট্রেড করে যাওয়ার চেষ্টা করে থাকি।

fatema begum
2016-07-31, 03:03 AM
আমি পিভট স্ট্রাটেজি ব্যবহার করি ।এটা আমার একটা প্রিয় স্ট্রাটেজি।আর লং টার্ম ট্রেডের জন্য একটা প্রয়োজনীয় স্ট্রাটেজি বলে আমি মনে করি।ফরেক্সে ইন্ডিকেটরের কার্বার আমার মোটেই ভাল লাগে না।তাই একেবারে এই পিভট স্ট্রাটেজিটা মেনে নিয়েছি।আশা করি এটার ফলাফল ভাল পাওয়া যাবে।বছর না গেলে কিছু বলতে পারব না।এটা আসলে আমাদের অভিঙ্গতার উপর নির্ভর করে।ফলাফল এত খারাপ না।

Grimm
2018-01-30, 04:15 PM
আমি বর্তমানে দীর্ঘমেয়াদী কৌশল অনুসরণ করছি, কারণ আমার কাছে মনে হয় দীর্ঘমেয়াদী কৌশল অনেক নিরাপদ আর এটির মাধ্যমে কম ঝুকিতে ভাল মুনাফা উপার্জন করার সম্ভব। তবে হ্যা আমার দেখামতে অনেকে স্বল্পমেয়াদী কৌশল অনুসরণ করে থাকেন তবে তাদের মধ্যে আমি খুব কম সংখ্যক ট্রেডারদের সফল হতে দেখেছি। আপনি যদি সফলতা চান তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদী কৌশল ব্যবহার করবেন।

Fxxx
2020-01-20, 11:20 PM
আমি ট্রেড করার জন্য কয়েকটা বিষয়ের উপর নির্ভর করি যেমন মুভিং এভারেজ, আর এস আই এদুটো ইন্ডিকেটর আমাকে ট্রেড করতে সাহায্য করে। আমি সাধারনত সাপোর্ট এবং রেজিস্টান্স এর উপর ভিত্তি করে এবং এর সাথে উপর উল্লেখিত ইন্ডিকেটরের সাহায্য নিয়ে ট্রেড করতে পছন্দ করি আর এটাই আমার ট্রেডিং স্ট্রাটেজি।