PDA

View Full Version : কে কোন পেয়ারে ট্রেড করেন?



fh.ratul
2014-11-23, 07:55 PM
ফরেক্সে অনেকের অনেক পছন্দের পেয়ার আসে । কে কন্টা পছন্ড করেণ?
আমার পছন্দ জিবিপি, গোল্ড, ইয়েন ।
আপনার পছন্দ কি? কি নিয়ে ট্রেড করতে ভালবাসেন?

shuvo2014
2015-02-08, 01:49 PM
আমার ও পছন্দ জিবিপি, গোল্ড, ইয়েন ।

NaimurRahman
2015-02-22, 10:22 PM
কোন পেয়ারে ট্রেড করব, সেটা নির্ভর করবে আমি কোন পেয়ারে এনালাইসিস ভাল করতে সক্ষম। যেমন ইউএসডি ও ইউরো। এখানে ইউএসডি সম্পর্কে আপনাকে বিস্তারিত ধারণা রাখতে হবে। এর অর্থনীতির মান কমলো নাকি বাড়ল এছাড়াও অনেক পেয়ারে ভোলাডিটি বেশি থাকার কারনে অনেকে অনেক পেয়ার পছন্দ করে থাকে। ভাল লাগলে Thanks দিতে ভুলবেন না কিন্তু।

mithun
2015-04-23, 02:29 AM
আমি কোন পেয়ারে ট্রেড শুরি করি নি, অতি শীঘ্রই শুরু করতে পারব বলে আশা করি।

Tuhin
2015-04-23, 12:32 PM
ফরেক্স মার্কেট মুলত মুর্দ্রা নিয়ে ব্যবসা। দুইটি দেশের মুদ্রা নিয়ে পেয়ার। এক এক জন এক এক পেয়ারে ট্রেড করতে ভালবাসে। আমি ক্রস পেয়ারের মধ্যে eur/jpy, gbp/jpy, eur/aud, এই পেয়ার গুলো তে ট্রেড করতে পছন্দ করি। আর মেজর কারেন্সির প্রায় সবগুলো তেই ট্রেড করি। আপনি আগে ভাল করে এনালাইসিস করে যে পেয়ারে ভাল ফলাফল পান সেই পেয়ারে ট্রেড করুন।

ashan
2015-05-02, 01:36 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন তাই এখনো কোন রিয়েল ট্রেড করিনি তবে আমি ডেমো ট্রেড করেছি।সেখান থেকে ট্রেড করে আমি ইউরো/ইউএসডি সম্পর্কে ভালো ধারনা পেয়েছি। তাড়াও আমি এইউডি/ইউএসডি,জিপিবি/ইউএসডি, ইত্যাদি কারেন্সি পেয়ার সম্পর্কেগ জানতে পেরেছি।

hasanmasud1985
2015-05-04, 07:40 PM
ফরেক্সে অনেকের অনেক পছন্দের পেয়ার আসে । কে কন্টা পছন্ড করেণ?
আমার পছন্দ জিবিপি, গোল্ড, ইয়েন ।তাড়াও আমি এইউডি/ইউএসডি,জিপিবি/ইউএসডি, ইত্যাদি কারেন্সি পেয়ার সম্পর্কেগ জানতে পেরেছি।

RichMahfuz
2015-06-04, 07:21 AM
আমার পছন্দ eur/usd . এই পেয়ার ট্রেডিং এর জন্য আমার ভাল লাগে।

shihab
2015-06-13, 02:57 PM
আমার নির্দিষ্ট কোন পছন্দের পেয়ার নেই তবে অপছন্দের পেয়ার আছে এবং সেই পেয়ারটির নাম হল usd/cad। যে কয়বার ট্রেড নিছি ১০ বার এর মদ্ধে ৮ বারি ধরা। আমার জন্য পুরাই একটা আনলাকি পেয়ার।

shuvo01
2015-06-13, 04:32 PM
আমি যদি ট্রেড এর কনো কারনে কনো কাজ করতে পারি তাহলে ট্রেড সুবিধা পাই আমারও পেয়ের ট্রেড এর রয়েল কনো কাজ করি তোহলে সুবিধা জনক কাজ হয় আমারও জিপিবি এর কাজ পছন্দ করি জিপিবি এর কাজ গোলো আমরও গোল্ট পয়েন এর কাজ গোলো ভলো মনে হয়।

Zakariea
2015-06-26, 11:43 PM
আমি মেজর কারেন্সি গুলোতে ট্রেড করি।
ইরো/ইউএসডি এবং জিবিপি/ইউএসডি তে বেশি ট্রেড করি।

Mokaram
2015-06-29, 04:08 PM
জিবিপি, গোল্ড, ইয়েন এই তিন পেয়ারে আমি ট্রেড করে থাকি।

FxAhsan
2015-09-09, 11:33 PM
আমি সাধারণত মেজর পেয়ার গুলাতেই ট্রেড করা পছন্দ করি যেমন ইউরো,ইউএসডি,জিবিপি,কানাডিয়ান ডলার,জাপানী ইয়েন।এগুলার মুভমেন্ট অন্য কারেন্সি পেয়ারের চেয়ে অনেক ভাল তাই এগুলাতে ট্রেড করে মজা পাই।

Defender
2015-09-10, 12:14 AM
আমি এখানে কি আর বোলবো অনেকে যা পছন্দ করে সেটা অামি ও করি আমার ও পছন্দ জিবিপি, গোল্ড, ইয়েন ।

Imran1995
2015-09-10, 12:19 AM
আমি সাধারণত মেজর পেয়ার গুলাতেই ট্রেড করা পছন্দ করি যেমন ইউরো,ইউএসডি,জিবিপি,কানাডিয়ান ডলার,জাপানী ইয়েন।এগুলার মুভমেন্ট অন্য কারেন্সি পেয়ারের চেয়ে অনেক ভাল তাই এগুলাতে ট্রেড করে মজা পাই।

hasan019
2015-11-14, 05:25 PM
আমি ইউএসডি ও ইউরো নিয়ে ট্রেড করি। জিবিপি, গোল্ড, ইয়েন এগুলো ট্রাই করে দেখব।

Fxaziz
2015-11-15, 04:55 PM
ফরেক্স মার্কেট এ কে কোন পেয়ারে ট্রেড করবে তা সুচিন্তিত ও দক্ষ হওয়া ছাড়া করা যায় না । আমি কোন পেয়ারে ট্রেড করবো তা আমি আত্মবিশ্সাসী হওয়া ছাড়া করি না । যেমন ; আমি ইউরো এবং ইউ এস ডি এর মধ্যে তপাত দেখে এবং উদ্যমী হয়ে আমি পেয়ারে ট্রেড করবো । তাই যে কেউ ছাইলেই এই পেয়ারে ট্রেড করতে পারবেনা । এ পেয়ারে ট্রেড করতে হলে ফরেক্স মার্কেট এর উপর সুদক্ষতা এবং সঠিক পেয়ারে ট্রেড করতে হবে ।।

HasanXM
2015-11-16, 04:23 PM
আমি মূলত জাপানিজ ইয়েন এ ট্রেড করি কেকনা এটা আমি ভাল এ্যানালাইসিস করতে পারি তবে আমি মনে করি আমি কোন পেয়ারে ট্রেড করবো সেটা নির্ভর করেবে আমি কোন পেয়ারের ভাল এনালাইসিস করতে সক্ষম। তিবে মাঝে মধ্যে গোল্ডে ট্রেড করি.

amdad123
2015-11-23, 12:10 AM
আমি যখন স্ক্যাল্পিং ট্রেড করি তখন eur/usd অথবা gbp/usd পেয়ারে ট্রেড করি, কেননা এই পেয়ারগুলো প্রতিদিন অনেক মুভমেন্ট করে তাতে করে স্ক্যাল্পিং ট্রেড করে মোটামুটি লাভ করা যায় । আর লং ট্রেড করি তখন aud/cad পেয়ারে ট্রেড করি, কেননা এই পেয়ার গুলো খুব বেশি বিপরীত দিকে টানা চলে যায়না ।

sayem11
2015-12-08, 10:20 AM
আমার মতে পেয়ার পছন্দ করা উচিৎ আপনার ট্রেডিং কৌশলের উপর ভিত্তি করে । প্রথমে সিদ্ধান্ত নিন আপনি কোন ভাবে ট্রেড করবেন, স্ক্যাল্পিং নাকি লং ট্রেড । যদি স্ক্যাল্পিং ট্রেড করতে চান তাহলে আমার পছন্দ uro/usd অথবা gbp/usd ও যে কোন মেজর কারেন্সিতে ট্রেড করা, কেননা স্ক্যাল্পিং ট্রেড করে লাভ করার জন্য মার্কেট বেশি বেশি মুভমেন্ট প্রয়োজন হয়, আর সেটি হয় এই কারেন্সি পেয়ারগুলোতে । আর আপনি যদি লংটার্ম ট্রেড করতে চান তাহলে আমার মতে ক্রস কারেন্সিগুলোতে ট্রেড করা উত্তম ।

sharifulbaf
2015-12-13, 05:20 PM
ফরেক্স মার্কেট এ যেমন বিভিন্ন ধরনের কারেন্সি, মেটাল,সিলভার, গোল্ড,আছে । ফরেক্স মার্কেটে বিভিন্ন ট্রেডার বিভিন্ন কারেন্সি তে ট্রেড করে। আমি ইউরো, ইউএসডি,গোল্ড,ক্রুর্ড অয়েলে ট্রেড করে থাকি। অনেকে কারেন্সি তে ট্রেড করে,আবার অনেকে গোল্ডে ট্রেড করতে পচ্ছন্দ করে।

AbuRaihan
2015-12-14, 03:13 PM
ফরেক্স আমরা কারেন্সি দিয়ে মূলত ট্রেড করি ৤ আর দুইটা কারেন্সি যখন এক হয়ে একটা দিয়ে অন্যটা ট্রেড করি তখন সে কারেন্সিসমূহকে বলি কারেন্সি পেয়ার ৤ অনেক ধরনের কারেন্সি পেয়ার রযেছে এবং সবগুলো কারেন্সি পেয়ারে সাধারণত সবাই ট্রেড করে না ৤ কারণ এতগুলো কারেন্সিতে একত্রে ট্রেড করতে অনেক বেশি সময়সাপেক্ষ ব্যাপার এবং দক্ষতার একটা ব্যাপার থাকে ৤ একজন নতুন ট্রেডার হিসেবে আমি সবসময় কিছু পেয়ারকে টার্গেট করে রেখেছি যার মাধ্যমে আমি সবসময় সেই পেয়ার সমূহতে ট্রেড করি ৤ আমার পছন্দের পেয়ার হল ইউরো/ইউএসডি ৤

HKProduction
2015-12-15, 12:34 PM
আসলে আমি এতই নতুন যে কোন পেয়ারে ট্রেড করার মতো পছন্দ কিংবা অপছন্দ কোনটাই আমার নেই। আমি জানি যে আমি ট্রেড করছি। আমার গুরু আমাকে audusd তে ট্রেড করতে বলায় আমি এখানেই ট্রেড করি। এখানে ভাল করলে পরে গোল্ড ট্রেড করাবেন বলে বলেছেন।

basaki
2016-03-15, 12:41 PM
ফরেক্স মার্কেটে অনেক পিয়ার আছে। আপনি যে পিয়েরে ট্রেড করলে আপিনার লাভ হবে আপনি সেই পিয়ারে ট্রেড করলেই অনেক ভাক হবে বকে আমি মনে করি আর আমি বেশির ভাগ সময়ে ইউরো ইউএসড পিয়ারে ট্রেড করি কারন এই পিয়ারটি আমার অনেক ভাল লাগে এবং এটার মুবমেন্ট খুব ভাল।

gmgmgm
2016-03-15, 06:50 PM
যে যে পেয়ারে ট্রেড করতে সাচ্ছন্দ বোদ করে সে সেই পেয়ারে ট্রেডকরে। তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইউরো/ইউএসডি পেয়ারে ট্রেড করে থাকে। তবে ইউরো/ইউএসডি ছারাও আরো অনেকগুলো ভাল পেয়ার রয়েছে। তার মধ্য আমি জিবিপি/জেপিওয়াই বেশি পছন্দ করি। আর তাই আমি এই পেয়ারেই ট্রেড করি। আমি মোটামুটি সাকসেস।

Sahed
2016-07-29, 03:59 PM
ফরেক্স মার্কেটে আমি সীমিত কিছু পেয়ারে ট্রেড করে থাকি । এগুলো হল ইউরো ইউএসডি , জিবিপি ইউএসডি , জিবিপি জেপিওয়াই এবং ক্রোড ওয়েল । এর বাহিরে কোন পেয়ারে ফরেক্স *মার্কেটে আমি ট্রেড করি না । কারন আমি এই পেযারগুলোতেই অভিজ্ঞতা অর্জন করতে চাই । ধন্যবাদ॥

md mehedi hasan
2016-11-01, 01:01 PM
আমি মূলত ফরেক্স মার্কেটে যখন প্রবেশ করি অর্থাৎ শুরুর দিকে দুটি পিয়ারে ট্রেড করেছিলাম।তারপর কয়েক মাস যাওয়ার পর আর একটি পিয়ার নিয়ে ট্রেড করতে থাকি।বর্তমানে আমি যে কয়টি মেজর কারেন্সি আছে সবগুলোতে ট্রেড করে থাকি।

nbfx
2016-11-01, 02:56 PM
পেয়ার পছন্দ করা ঠিক আছে। অনেক সময় পছন্দের পেয়ারেও ট্রেড ওপেন করা থেকে বিরত থাকতে হয়। যখন কোন গুরুত্বপূর্ণ নিউজ থাকে তখন ঐ পেয়ারে ট্রেড ওপেন না করাই ভাল। যেমন: কোন দেশের ইন্টারেস্ট রেট এবং জিডিপি নিউজ।

Mamun13
2017-10-23, 06:45 PM
আমি সাধারণত মেজর কারেন্সী পেয়ারগুলোতে ট্রেড করে থাকি,মেজর কারেন্সী পেয়ারগুলো আমার কাছে তুলনা মূলক নির্ভরযোগ্য মনে হয়৷তাই মেজর কারেন্সীগুলোতে ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি৷৷আমার সর্বাধিক ট্রেডেবল পেয়ার হলো USD/JPY৷এছাড়াও ট্রেড করি eur/usd,gbp/usd,aud/usd,nzd/usd,usd/cad এবং GOLD৷ক্রস কারেন্সী পেয়ারে তেমন একটা ট্রেড করিনা বললেই চলে৷

FREEDOM
2020-09-30, 11:51 AM
ফরেক্স মার্কেট মুলত মুর্দ্রা নিয়ে ব্যবসা। দুইটি দেশের মুদ্রা নিয়ে পেয়ার। এক এক জন এক এক পেয়ারে ট্রেড করতে ভালবাসে। আমি ক্রস পেয়ারের মধ্যে eur/jpy, gbp/jpy, eur/aud, এই পেয়ার গুলো তে ট্রেড করতে পছন্দ করি। আর মেজর কারেন্সির প্রায় সবগুলো তেই ট্রেড করি। আপনি আগে ভাল করে এনালাইসিস করে যে পেয়ারে ভাল ফলাফল পান সেই পেয়ারে ট্রেড করুন।