PDA

View Full Version : স্প্রেড কি ? কিভাবে বের করে?



fh.ratul
2014-11-23, 07:57 PM
ফরেক্সে একেক ব্রোকারের স্প্রেড একেক রকমের । কিন্তু ভিন্ন । আমরা কিভাবে বুঝব যে কার স্প্রেড বেশি বা কার কম?
কিভাবে বের করব যে কার স্প্রেড কত ।
আর কত স্প্রেড হলে কত চার্জ কাটে কেউ জানলে জানাবেন।

shawonrfx
2014-11-25, 05:16 PM
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটা লসে ওপেন হয়েছে । এটাকেই স্প্রেড বলা হয়। মনে করেন আপনি ১.৫৪৪২ এ GBPUSD (buy) করলেন ১.৫৪৪৬ ওপেন হবে অর্থাৎ ৩ পিপস লাভ হবে । আপনি যদি $১ পিপস ভ্যালু দিয়ে ট্রেডটি ওপেন করেন তা হলে ট্রেডটি $৩ লসে ওপেন হবে । বিভিন্ন প্রেয়ারের স্প্রেড বিভিন্ন হয় ।

maziz6989
2015-08-01, 09:46 AM
বিড প্রাইস এবং আক্স প্রাইসের পার্থক্যাই হল ব্রোকার স্রেড বা কমিশান। এটা হল ব্রোকারের ইনকাম সোর্স। তবে ভাল এবং রেপুটেড ব্রোকারে স্প্রেড একটু বেশিই হয়। এমন অনেক ব্রোকার পাবেন যেগুলোর স্প্রেড ০.৩ পিপস থেকে ১ পিপস। আমরা অনেকে স্প্রেড কম দেখে সেই সব ব্রোকারে ডিপোজিট করে শেষে হায় হায় করি।

MotinFX
2015-09-05, 09:20 AM
স্পীড হল ব্রোকার সার্ভিস বা কমিশন । ট্রেড অপেন করার সাথে যে টাকা ব্রোকার কেটে নেয় তাকে স্পীড বলে। যেমন gbp/usd buy entry 1.3222 ব্রোকার ৩ পিপস কাটে নেয়। এই কমিশন হল ব্রোকারেরর লাভ।

Defender
2015-09-05, 09:26 AM
এটা হল যে ব্রোকার কাজ করে তার লাভ্য আংশ বা কমিশন ।কোন কাজ শুরু বা খোলা হলে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে রাখে তাকেই স্পীড বলে । এটা ব্রোকারের লাভ্য অংশ।

FxAhsan
2015-09-06, 06:38 PM
স্প্রেড হল ব্রোকারদের কমিশন,এর মাধ্যমেই ব্রোকারদের প্রফিট হয়ে থাকে।প্রত্যেক ব্রোকারই দুইটা প্রাইজ অফার করে থাকে বাই এবং সেল।বাই এবং সেলের মধ্যে যে পার্থক্য থাকে সেটাই হল স্প্রেড। যে ব্রোকারদের এই পার্থক্য বেশি তাদের স্প্রেড ও বেশি।

fxover
2015-09-13, 10:03 PM
ফরেক্সে একেক ব্রোকারের স্প্রেড একেক রকমের । কিন্তু ভিন্ন । আমরা কিভাবে বুঝব যে কার স্প্রেড বেশি বা কার কম?
কিভাবে বের করব যে কার স্প্রেড কত ।
আর কত স্প্রেড হলে কত চার্জ কাটে কেউ জানলে জানাবেন।

কোন কারেন্সি পেয়ার এর আস্ক প্রাইস এবং বিড প্রাইস এর পার্থক্যই হচ্ছে স্প্রেড । স্প্রেড যত কম হবে আমাদের জন্য তা ততি ভাল । আমরা যখন কোন ট্রেড ওপেন করতে যাব তখন আমাদের উচিত পেয়ারটির স্প্রেড কত তা দেখে নেয়া । কারন স্প্রেড যত বেশি হবে আমাদের ট্রেড টি তত বেশি লসে ওপেন হবে । তবে ইন্সটা ফরেক্স ব্রোকার এ স্প্রেড কম অন্যান্য ব্রোকার এর চেয়ে এবং এই স্প্রেড ৩ পিপ্স ।

onlyfx
2015-10-22, 08:00 PM
ফরেক্স মার্কেটে প্রতিটি কারেন্সি পেয়ারের দুটি করে প্রাইস দেখানো হয় । একটি হচ্ছে আস্ক প্রাইস এবং আরেকটি হচ্ছে বিড প্রাইস । আর এই আস্ক প্রাইস এবং বিড প্রাইস এর পার্থক্যকেই স্প্রেড বলে । আপনি যখন কোণ ট্রেড ওপেন করেন তখন স্প্রেড এর সমপরিমান লসে আপনার ট্রেডটি ওপেন হয় । তাই স্প্রেড যত কম হয় ততই আপনার জন্য ভালো । মার্কেট যখন বেশি মুভ করে তখন সাধারনত স্প্রেড বেড়ে যায় । তবে ইন্সটাফরেক্স ব্রোকজারে স্প্রেড সবসময় ফিক্সড থাকে।

hasan019
2015-10-26, 08:55 PM
স্রেড বলতে বোঝায় বিড প্রাইস আর আক্স প্রাইসের পার্থক্য। ব্রোকার ট্রেড অপেন করার সময় যে টাকা কেটে রাখে কমিশন হিসেবে।

samrat
2015-10-27, 07:24 PM
ফরেক্সে একেক ব্রোকারের স্প্রেড একেক রকম । আমরা কিভাবে বুঝব যে কার স্প্রেড বেশি বা কম
কিভাবে বের করব যে কার স্প্রেড কত । জানলে জানান

Fxaziz
2015-10-27, 11:15 PM
ফরেক্স মার্কেট এ স্প্রিড বলতে আমরা সাধারণত আমাদের ব্রোকার দের কমিশন কে বুজি।ফরেক্স মার্কেট এ আমরা যেকোনো কারেঞ্চি তে ট্রেড ওপেন করলে দেখা যাবে যে কিছু পিপ্স মাইনাস এ ট্রেড ওপেন হয়েছে।এই মাইনাস থেকে ব্রোকার কমিশন কাটে,।ফরেক্স মার্কেট এ একেকটি ব্রোকার একেক ধরণের বোনাস কাটে।তবে আমি মনেকরি ইন্সটাফরেক্স তার কমিশন কম কাটে।তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ইন্সটাফরেক্স কে বেশি প্রাধান্য দিয়েথাকি।

Furkan
2015-11-10, 11:43 AM
স্প্রেড বলতে আমরা জানি ব্রোকার যে কমিশন নেয় তাকে ফরেক্র এর ভাষ স্প্রেড বলা হয়। এই স্প্রেড বাহির করবেন সেল থেকে বাই বিয়োগ করে যে বিয়োগ ফল পাওয়া যায় তাই স্প্রেড। স্প্রেড বিভিন্ন ব্রোকার বিভিন্ন ভাবে কাটে । যারা ভাল ব্রোকার তারা বিভিন্ন সুযোগ দিয়ে থাকে। আপনি ফরেক্র মারকেটে ট্রেড করার আগে দেখে নিবেন যে কোন ব্রোকার কেমন সুবিধা দিতেছে।

dinner
2015-12-04, 02:38 PM
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।আপনি ধরুন ১.৭৪৪৫ এ gbpusd বাই করলেন, কিন্তু তা ১.৭৪৪৯ এ ওপেন হবে অর্থাৎ ৩ পিপস ফি প্রযোজ্য হয়েছে। আপনি যদি $১ পিপস ভ্যালু দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি $৩ লসে ওপেন হবে।

basaki
2016-03-25, 03:05 PM
স্পেড হচ্ছে আপিনি যখন কোন ট্রেড ওপেন করেন তখন আপনার ওপেন প্রাইস আর বিড প্রাইসের মধ্য যে পরি তফৎ থাকে তাই হচ্ছে স্পেড। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে স্প্রেড হিসাব করেই ফরেক্স ট্রেড ওপেন করতে হবে আর লাভ করতে হবে এবং তা দিয়ে অর্জন করতে হবে।

Fasor
2016-03-27, 01:41 AM
স্প্রেড হল বাই এবং সেল এর পার্থক্য। আপনি যদি সেল ওপেন করেন তাহলে আপনার বাই প্রাইজ থেকে সেল নিয়েছেন দেখাবে। অর্থাৎ আপনার ট্রেড লস এ ওপেন হবে। এইটা মূলত ব্রোকার এর জন্য। যদি বাই ওপেন করেন ঠিক একি রকম হবে। যত লস এ ট্রেড ওপেন হবে ওইটুকুই হবে স্প্রেড।

abdulguffer
2016-03-27, 12:12 PM
স্প্রেড হলো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যা ব্রোকার আপনি ট্রেড ওপেন করার সময় ব্রোকার আপনার একাউন্ট থেকে চার্জ হিসেবে কেটে নেয়। স্প্রেড হচ্ছে ব্রোকার এর প্রফিট। আপনি ট্রেড ওপেন করার পর দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে, ঐ লস টাই স্প্রেড ।

Bindu Biswas
2016-03-27, 01:30 PM
স্রেড বলতে বোঝায় বিড প্রাইস আর আক্স প্রাইসের পার্থক্য। এটা থেকেই ব্রোকারা লাভ করে। কিন্তু এটা এক একটার ক্ষেত্রে আলাদা আলাদ হয়। আমি এটা বুঝি না কি ভাবে স্প্রেড বের করব।

Sahed
2016-07-27, 11:31 AM
ফরেক্স মার্কেটে আমরা যখন একটি ট্রেড ওপেন করতে যাই তখন দেখবেন যে ট্রেডটি কিছুটা লসে ওপেন হচ্ছে । একেই স্প্রেড বলা হয়ে থাকে । স্প্রেডকে আবার ব্রোকার হাউজের কমিশনও বলা যেতে পারে । ব্রোকার ভেদে মার্কেটে বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন রকম হতে পারে ।

fatema begum
2016-07-31, 08:00 PM
স্প্রেড বের করা তেমন একটা কঠিন কিছু না।আপনি ব্রোকারের টার্মিনালে গিয়ে শুধু বিড এবং আস্ক প্রাইস বাদ দিয়ে যে ফলাফলটা পাবেন,তা হচ্ছে স্প্রেড।তবে এত ভেজাল না করে আপনি একটা ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন।যেখানে প্রতিদিনের স্প্রেড শো করে।

md mehedi hasan
2016-11-30, 10:22 AM
মূলত স্প্রেড হচ্ছে ব্রোকারের কমিশন।সাধারনত কোন কারেন্সিতে ট্রেড ওপেন রলে আক্সপ্রাইস ও বাইন্ড প্রাইসের মধ্যে যে পার্থক্য দেখাযায় তাকে স্প্রেড বলে।স্প্রেড বের করার প্রযোজন নেই।ট্রেড ওপেন কার সাথে সাথে স্প্রেড বের হয়।

জ্যাক কয়েন
2016-11-30, 07:15 PM
আমার জানা মতে আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়। আপনি ধরুন ১.৭৪৪৫ এ gbpusd বাই করলেন, কিন্তু তা ১.৭৪৪৯ এ ওপেন হবে অর্থাৎ ৬ পিপস ফি প্রযোজ্য হয়েছে। আপনি যদি $২ পিপস ভ্যালু দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি $৬ লসে ওপেন হবে।

Mamun13
2017-11-07, 11:31 PM
স্প্রেড হলো ব্রোকারের কমিশন বা প্রফিট বা তার সার্ভিস চার্জ৷এই স্প্রেড মাত্র ২/৩ পিপস হয়ে থাকে৷কিছু ব্রোকারের স্প্রেড ফিক্সড থাকে আবার কিছু ব্রোকারের স্প্রেড ভাসমান/ফ্লোটিং/চলমান থাকে অর্থাৎ উঠানামা করে থাকে৷আমরা যখন কোনো ট্রেডে এন্ট্রী করি তখন কয়েক পিপস মাইনাস দেখতে পাই,এটাই হলো ব্রোকারর স্প্রেড যা এন্ট্রীর সময় সাথে সাথে কেটে নেয়৷