PDA

View Full Version : কিভাবে rsi ব্যবহার করে ট্রেড করতে হয়?



shawonrfx
2014-11-25, 05:37 PM
RSI ইন্ডিকেটরটি আপনি stochastic এর মত করেই ব্যবহার করতে পারেন। আমরা টপ এবং বটম পয়েন্টগুলোকে ব্যবহার করে জানতে পারি মার্কেট কি overbought নাoversold. RSI এর মাধ্যমে আপনি মার্কেটে নতুন কোন ট্রেন্ড সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। আপনার যদি মনে হয় মার্কেটে নতুন কোন ট্রেন্ড তৈরি হতে যাচ্ছে, দেখুন যে RSI কি ৫০ এর ওপরে না নিচে। আপনি যদি মার্কেটে সম্ভাব্য আপট্রেন্ড আশা করেন তবে নিশ্চিত হয়ে নিন যে RSI ৫০ এর ওপরে কিনা। আর আপনি যদি মার্কেটে সম্ভাব্য ডাউনট্রেন্ড আশা করেন তবে নিশ্চিত হয়ে নিন যে RSI ৫০ এর নিচে আছে কিনা।

fxover
2015-09-16, 10:41 PM
হ্যাঁ ভাই আমরা একি কাজের জন্য এদুটি ইন্ডিকেটর ব্যাবহার করি । কিন্তু আমার কাছে stochastic টাই বেশি ভালো লেগেছে । আমি মনে করছি এবার থেকে ট্রেড করার সময় আমি আমার এনালাই সিস আর stochastic এর রেসাল্ট মিলিয়ে নিয়ে ট্রেড করব । যাই হোক আপনি অনেক উপকার করলেন । একজন হলেও আপনার পোস্ট থেকে কিছু শিখল আর এটা আপনার সার্থকতা ।

dinner
2015-12-05, 12:38 AM
RSI হল Relative Strength Index এর সংক্পিত রুপ । RSI ইন্ডিকেটরটি আপনি stochastic এর মত করেই ব্যবহার করতে পারেন। আমরা টপ এবং বটম পয়েন্টগুলোকে ব্যবহার করে জানতে পারি মার্কেট কি overbought না oversold.

HKProduction
2015-12-06, 05:11 PM
সবাই এভাবে মতামত লিখতে থাকুন। আপনাদের মতামত বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছবে ইনশ্*আল্লাহ। আমরা যখন ফোরাম করতে শিখেছি তখন কেউ আমাদের ঠেকায়ে রাখতে পারবে না। আমাদের ট্রেড টিকে থাকার ট্রেড। ইন্ডিকেটর সম্পর্কে যখন লিখেছেন , নতুন কিছু পেলে আবার লিখবেন।

sharifulbaf
2015-12-09, 11:17 AM
ফরেক্স মার্কেট এ আমরা কিভাবে আর এস আই ( রিলেটিভ স্টেইন্থ ইন্ডেক্স) ব্যাবহার করি তা নিম্নে দেওয়া হল, আমরা আর এস আই ইন্ডিকেট রে দেখি ১ থেকে ১০০ পর্যন্ত নাম্বার দেওয়া থাকে,আর এস আই ৫০ এর উপরে থাকলে আপ,৫০ এর নিচে থাকলে ডাউন ধ রে নেই,।২০এর নিচে থাকলে বাই করি,৮০ এর উপরে থাকলে সেল করি।

MotinFX
2016-03-06, 03:14 PM
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন রকমের ইনডিকেটর দেখে ট্রেড করি। আর এস আই ইনডিকেটর ফরেক্স মার্কেটে খুব গুরুত্বপুর্ন ইনডিকেটর এই আমাদের বাই সেল করার জন্য ভাল ভাবে এনালাইসিস করার একটি মাধ্যম। আর এস আই যখন ফরেক্স ৭০% ওভার করবে তখন সেল নির্দেশ করে আর যখন ৩০% আসে তখন বাই নির্দেশ করে।

basaki
2016-03-09, 10:11 AM
ফরেক্স মার্কেয়ে অনেক ইন্ডিকেটর ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয়। যার বেশি ইন্ডিকেটর সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে পারবে সে ততই ভাল ফরেক্স ট্রেড করতে পারবে। আর এস আই ব্যবহার করতে হলে আমি মনে কপ্রি আপনি যদি দেখেন আর এস আই অনেক বেশি তাহলে সেল দিলে প্রফিট হতে পারে।

abdulguffer
2016-03-10, 04:25 PM
Rsi অতি পরিচিত ও কার্যকর একটি ইন্ডিকেটর যা মেটা ট্রেডার 4 এ ডিফল্ট ভাবে দেওয়া আছে । এটি ব্যবহার করে আমরা মার্কেট এর ওভার বট ও ওভার সেল অবস্থা জানতে পারি। rsi ইন্ডিকেটর এ মর্কেট যখন 70 এর উপরে থাকে তখন ওভার বট হয় , আর সেল এন্ট্রি নিতে নির্দেশ করে ।আবার যখন 30 এর নিচে থাকে তখন ওভার সেল বুঝায়, আর বাই এন্ট্রি নিতে নির্দেশ করে। তবে আমি বাই এন্ট্রি এর জন্য 20 এবং সেল এন্ট্রি এর জন্য 80 পর্যন্ত অপেক্ষা করে থাকি, এতে করে পুরোপুরি কনফার্ম হওয়া যায়।

fatemaakhter
2016-03-10, 10:44 PM
আমি কোন ইনডিকেটর ব্যবহার করতে পছন্দ করি না । আমি শুধু ক্যান্ডেল সটীক দিয়ে ট্রেড করে থাকি ।আপনার এ পোস্ট টি দেখে আমার ভাল লাগল । আমি আর এস আই ব্যবহার করি নি । এখন থেকে এটা ব্যবহার করে দেখব এটি আমার পক্ষে যায় কিনা ।

ASADUR RAHMAN
2016-04-06, 11:18 PM
RSI ইন্ডিকেটরটি আপনি stochastic এর মত করেই ব্যবহার করতে পারেন। আমরা টপ এবং বটম পয়েন্টগুলোকে ব্যবহার করে জানতে পারি মার্কেট কি overbought না oversold.

নিচে একটি EURUSD এর 4 Hour চার্ট রয়েছেঃ







চার্টে দেখুন EURUSD এর দাম ঐ সপ্তাহে অনেক কমেছে, ২ সপ্তাহে প্রায় ৪০০ পিপসের মত কমে গেছে।

৭ জুনে প্রাইস ১.২০০০ এর নিচে ছিল। একই সময়ে RSI ৩০ এর নিচে চলে গিয়েছিল। এটা সিগন্যাল দিয়েছে যে সম্ভবত মার্কেটে আর কোন সেলার নেই এবং হয়তো এখন সবাই বাই এর দিকে যেতে পারে। এরপর প্রাইস ওপরের দিকে উঠে গেছে এবং কয়েক সপ্তাহের মধ্যে অনেক বেড়ে গেছে।

md mehedi hasan
2016-12-13, 03:27 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে বা টিকে থাকতে হলে আপনাকে এনালাইসিস করে প্রতিটি ট্রেড করতে হবে।আর এর মধ্যে অন্যতম হল টেকনিক্যাল এনালাইসিস এবং rsi ইন্ডিকেটরটি হল টেকনিক্যাল এনাাইসিস এর গুরুত্বপূর্ণ টুলস।rsi ইন্ডিকেটরটির মাধ্যমে আমরা মার্কেট প্রাইস বাই না সেলে যাবে তা বুঝতে পারি।

riponinsta
2017-01-22, 05:10 PM
ফরেক্স মার্কেট এর আর একটি ভাল ইনডিকেটর হল rsi অনেক টেড আর আছে যারা rsi ইনডিকেটর ব্যবহার করে অনেক প্রতিদিন অনেক ডলার লাভ করছে আমি ও কিছু দিন rsi ইনডিকেটর ব্যবহার করে অনেক লাভ করছি আপনি ও rsi ইনডিকেটর ব্যবহার করলে ভাল ফল পাবেন আশা করি কারন ফরেক্স মার্কেট এর ভাল ইনডিকেটর এর মধ্য এক তা হল rsi ইনডিকেটর

nbfx
2017-03-27, 10:16 PM
আর এস আই
আরএসআই হলো একটি ইন্ডিকেটর। ইন্ডিকেটরের কাজ হলো ট্রেন্ড এর গতি নির্দেশকে সহায়ক ভুমিকা পালন করে থাকে। যেমন গাড়ির ইন্ডিকেটর লাইট গাড়ি ডানে না বামে যাবে তা বুঝতে সাহায্য করে থাকে। একক ভাবে ইন্ডিকেটর ভাল কাজ করে না। আমি মুভিং এভারেজে ক্রসিং এর সাথে আর এস আই ব্যবহার করে থাকি। ওভার সোল্ড এবং ওভার বাই এর ক্ষেত্রে খুব ভাল কাজ করে। আমি সাধারনত ৪৫-৪০ সেল এন্ট্রি দেই। এবং ৫৫-৬৫ বাই এন্ট্রি দেই। আবার ৮৫ ওভার বাই পজিশনে থাকে তখন সেলে এন্ট্রি দেই। তদ্রুপ আরএসআই ১৫ হলে ওভার সোল্ড পজিশন তখন আমি বাই এন্ট্রি দেই। টাইমফ্রেম গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি ৪ ঘন্টাবর টাইমফ্রেম ব্যবহার করি। অন্য টাইমফ্রেমে ভাল কাজ করে কিনা আমি জানি না। আপনি ট্রাই করে দেখতে পারেন।

Md Masud
2017-05-25, 03:12 PM
যার বেশি ইন্ডিকেটর সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে পারবে সে ততই ভালো ফরেক্স ট্রেড করতে পারবে । যখন 30 এর নিচে থাকে তখন ওভার সেল বুঝায় , আর বাই এন্ট্রি নিতে নির্দেশ করে । তবে আমি বাই এন্ট্রি এর জন্য 20 এবং সেল এন্ট্রি এর জন্য 80 পর্যন্ত অপেক্ষা করে থাকি । অামরা বুঝে শুনে ট্রেড করার চেষ্টা করব ।

Montu Zaman
2019-10-15, 04:55 PM
Rsi ইন্ডিকেটর এর উপরের ৭০ ও নিচের ২০ লেভেলকে অভার সোল্ড ও অভার বট পয়েন্ট হিসেবে চিহ্নিত করে মার্কেট ৭০ লেভেলকে টাচ করলে সেল, আবার নিচের ২০ লেভেলকে টাচ করলে বাই এন্ট্রি পয়েন্ট হিসেবে ব্যবহার করেন অনেকেই এন্ট্রি পয়েন্ট বের করেন, যদিও ভাল এন্ট্রি পয়েন্ট পাবার পর আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই এন্ট্রি পয়েন্টে কোন ক্যান্ডেল কনফার্মেশন পাওয়া গেছে কি না।

FX7
2019-11-23, 04:29 PM
ধন্যবাদ আপনাদের সবাইকে।আপনারা সবাই মতামত শেয়ার করেছেন তাতে এই ইন্ডিকেটর সম্পকে নানান মন্তব্য পাওয়া যায়। সবাই এটার একটা ভাল দিক বলে স্বিকার করেছে।হয়তো আপনারা এটা দিয়ে ইজি ফিল করেছেন।আমিও ডেমোতে ট্রাই করবো। আমি নতুন এই ফরেক্স ভূবনে।আশা করি আপনাদের মাঝে থাকলে কিছু শিখতে পারবো

Fxhuman
2020-01-21, 01:06 AM
আমি কোন ইনডিকেটর ব্যবহার করতে পছন্দ করি না । আমি শুধু ক্যান্ডেল সটীক দিয়ে ট্রেড করে থাকি ।আপনার এ পোস্ট টি দেখে আমার ভাল লাগল । আমি আর এস আই ব্যবহার করি নি । এখন থেকে এটা ব্যবহার করে দেখব এটি আমার পক্ষে যায় কিনা ।

Fxxx
2020-01-22, 10:01 PM
সাধারনত আরএসআই হলো একটি ইন্ডিকেটর যেখানে নির্দিষ্ট একটা লিমিট দেয়া থাকে। আপনি আরএসআই তে দেখতে পাবেন বিভিন্ন মান শো করে। সাধারনত ৩০ এর নিচে নামলে পজিশন বুজে বাই ট্রেড নেয়া যায় আবার ৭০ এর উপরে গেলে সেল এন্ট্রি নেয়া যায় তবে এর পাশাপাশি ভালো করে এনালাইসিস করতে হবে।

SHARIFfx
2020-01-23, 08:57 AM
আমি মনে করি আর এস আই একটি ভালো ইন্ডিকেটর। এটা নিয়ম অনুযায়ী ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন। তবে আমি ৭০ আর ৩০ ফোল করি না। আমি ৪ ঘন্টা আর ডেইলি কেন্ডেলে ২০ আর ৮০ ইউজ করি। ২০ তে আসলে বাই আর ৮০ তে গেলে সেল পাই। তবে এখানেও আপনাকে হাতে ২০০০ থেকে ৩০০০ পিপ্স রেখে ট্রেড করতে হবে।

amreta
2020-01-25, 11:07 AM
এটি হাস্যকর, ফোরামে আমাদের এখানে যে মনোভাব এবং চরিত্রের সেট রয়েছে তা ঠিক আছে ভাই, আপনার এ নিয়ে খুব রাগ হওয়া উচিত, যে কোনও কিছু প্রকাশ্যে প্রকাশিত হয়েছে এবং মানুষের সাথে করা উচিত, এটি নিয়ন্ত্রণ করা কখনও কখনও কঠিন, আমাদের মধ্যে অনেক কথোপকথনটি যে বোনাসের দিকে খুব বেশি মনোযোগ কেন্দ্রীভূত করছে এবং এটি এমনটি বলে মনে হয় না, যদি আমরা একটি জার্নালে প্রবেশ করি এবং আমরা মন্তব্য করার মতো স্পষ্ট কিছুই দেখতে পাই না তবে আমাদের তা হওয়া উচিত।

Rokibul7
2020-05-09, 11:07 AM
আমি আইরিস ব্যাবহার ব্যাবহার করি ৮০/২০ও ৫০ব্যাবহার করি।আমি সাধারনত ৮০ এর উপর গেলে সেল করি আর ২০ এর নিচে গেলে বাই ধরি।আমার কাছে বেশ ভালই লেগেছে এই ইন্ডিকেটর।আমি শুধু একটা ইন্ডিকেটর ব্যাবহার করি।

SHARIFfx
2020-05-09, 11:29 AM
আমার মতে আর এস আই একটি চমৎকার ইন্ডিকেটর। আমাদের এটির ব্যাবহার জানতে হবে। আপনি চাট এইস ৪ রে এটি ব্যাবহার করতে পারেন। আপনাকে লেভেল বাইতে ৭০ আর সেলে ৩০ খেয়াল রাখতে হবে। বাইতে ৭০ ক্রস করলে সেল নেওয়া উচিত আর সেলে ৩০ ক্রস করলে বাই নেওয়া উচিত। এতে করে ২০-৩০ পিপ্স নেওয়া যায়। তবে মানিমেনেজমান্ট আবশ্যই করে ট্রেড নিতে হবে।

Sakib42
2020-06-27, 11:34 PM
How to use RSI:
Relative strength index or RSI জেওয়েলস ওয়াইল্ডার নামে প্রযুক্তিগত বিশ্লেষক দ্বারা বিকাশ করা একটি জনপ্রিয় সূচক, যা ব্যবসায়ীদের বাজারের শক্তি মূল্যায়ণে সহায়তা করে।
আরএসআই বাজারে অতিরিক্ত কেনা এবং ওভারসোল্ড শর্তাদি সনাক্ত করে।
আরএসআই গতি এবং দামের গতিবিধির পরিবর্তনকে পরিমাপ করে এবং অতিরিক্ত কেনা বা ওভারসোল্ড শর্তাদি সনাক্ত করতে সহায়তা করে যা আপনি কাজে লাগাতে পারেন।
এটি আর্থিক সম্পদের দামের গতিবেগকে সাম্প্রতিক ক্ষতির সাথে সাম্প্রতিক লাভের মাত্রা তুলনা করে

FREEDOM
2020-06-28, 04:21 PM
RSI ইন্ডিকেটরটি আপনি stochastic এর মত করেই ব্যবহার করতে পারেন। আমরা টপ এবং বটম পয়েন্টগুলোকে ব্যবহার করে জানতে পারি মার্কেট কি overbought নাoversold. RSI এর মাধ্যমে আপনি মার্কেটে নতুন কোন ট্রেন্ড সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। আপনার যদি মনে হয় মার্কেটে নতুন কোন ট্রেন্ড তৈরি হতে যাচ্ছে, দেখুন যে RSI কি ৫০ এর ওপরে না নিচে। আপনি যদি মার্কেটে সম্ভাব্য আপট্রেন্ড আশা করেন তবে নিশ্চিত হয়ে নিন যে RSI ৫০ এর ওপরে কিনা। আর আপনি যদি মার্কেটে সম্ভাব্য ডাউনট্রেন্ড আশা করেন তবে নিশ্চিত হয়ে নিন যে RSI ৫০ এর নিচে আছে কিনা।

আরএসআই ফরেক্স ট্রেডারদের কাছে জনপ্রিয় একটি ইন্ডিকেটর যা ট্রেডারদেরকে ওভারবট বা ওভারসোল্ড নির্দেশনা দিয়ে থাকে। আমরা অনেক সময়ই আরএসএই এর উপর বেজ করে ট্রেড করি। যেমন আরএসআই লেভেল যদি ৩০ এর নিচে এবং ২০ এর কাছাকাছি চলে আসে তখন বাই ট্রেড নিতে পারি আবার আরএসআই লেভেল যখন ৭০ এর উপরে বা ৮০ এর কাছাকাছি থাকে তখন সেল ট্রেড নেওয়া যেতে পারে। তবে শুধু আরএসআই নির্ভর করে ট্রেড করাটা বোকামি হবে আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে এবং ট্রেড করার কনফার্মেশন হবার জন্য আরএসআই লেভেল দেখে নেওয়া যেতে পারে।

habibi
2020-07-09, 01:09 PM
রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স - আপেক্ষিক শক্তি সূচক (আরএসআই - rsi) বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট এর অস্থায়ী ওভারবাই বা ওভারসেল এর পরিস্থিতি নির্দেশ করতে ব্যবহৃত হয়।

আরএসআই – rsi হল একটি বহুল ব্যবহৃত টেকনিক্যাল ইনডিকেটর এবং একটি অসিলেটর যা ইঙ্গিত যে আরএসআই মান যদি ৭০ এর বেশি হয় তাহলে বুঝতে হবে মার্কেট ওভারবাই জোনে রয়েছে এবং কারেন্সি পেয়ারের প্রাইস নামতে পারে। সেই ক্ষেত্রে সেল অর্ডার দিতে হয়। অন্যদিকে আরএসআই মান যদি ৩০ এর নীচে নেমে আসে তাহলে বুঝতে হবে মার্কেট ওভারসোল্ড জোনে রয়েছে এবং কারেন্সি পেয়ারের প্রাইস উঠতে পারে। সেই ক্ষেত্রে বাই অর্ডার দিতে হয়।

ওভারবাই জোন: ৭০-১০০
ওভারসোল্ড জোন: ০-৩০
নিউট্রাল জোনে : ৩০-৭০

11541

Rassel Vuiya
2020-10-05, 06:48 PM
12459
MT4 এ অনেক ইন্ডিকেটর এর মাঝে একটি নির্ভরযোগ্য ইন্ডিকেটর হল RSI. সাধারনত ডিফল্ট হিসাবে RSI(14) থাকে। RSI সঠিকভাবে বুঝতে পারলে এর বিভিন্নমান মার্কেট আচরন পর্যবেক্ষনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি যেকোন টাইমফ্রেমে RSI (14) নিম্নোক্ত মানগুলো খুবই সহায়ক।
যখন কোন Pair এর RSI কমতে কমতে 40 থেকে 38 এর মধ্যে চলে আসে তখন আর BUY দেওয়া উচিত নয়। এক্ষেত্রে RSI কমতে কমতে 22থেকে 18 এর মধ্যে চলে আসে এবং এই সময় BUY করা যায় এবং এরপর ধীরে ধীরে RSI বেডে 58 পর্যন্ত উঠতে পারে এবং পূর্বের BUY Close করা যায়।যদি RSI 58 থেকে না কমে 65 এর উপরে উঠে যায় তাহলে কোন SELL নেওয়া উচিত নয়।
এক্ষেত্রে RSI বেডে 82/85 পর্যন্ত হতে পারে। RSI 85 এর উপরে গেলে SELL নেওয়া যায় এবং RSI কমতে কমতে 62 পর্যন্ত আসলে পূর্বের SELL Close করা যেতে পারে।
সংক্ষেপে :Buy . যখন RSI 65 এর বেশী । এটা হল BUYTREND. এবং যখন RSI "20 থেকে 15 "এ থাকে তখন BUY .
এটা হল REVERSAL TREND.SELL. যখন RSI. 40 এর নীচে। এটা হল SELL TREND. এবং RSI যখন 82 থেকে 87 এর মধ্যে থাকে তখন SELL .
এটা হল REVERSEL SELL.RSI সবসময় সঠিক নাও হতে পারে বিশেষত অতিরিক্ত VOLATILE EVENT বা HIGH IMPACT. NEWS এর সময়।
মনে রাখতে হবে:দুনিয়ার কোন ইন্ডিকেটর বা কৌশল নেই যেটাতে প্রফিট করার গ্যারান্টি রয়েছে। তাই এগুলো কেবল ট্রেড করার জন্য সাহায্যকারীর ভুমিকা রাখতে পারে।ধন্যবাদ।

abir000
2020-10-08, 03:42 PM
Rsi+stocastic=best

zubair
2020-10-27, 10:53 AM
আমার জানা মতে ফরেক্স মার্কেটে নির্দিষ্ট কোন ট্রেডিং এর সেরা দিন বলে কিছুই নেই। যেটা সেরা হচ্ছে সেটা হলো আপনার দক্ষতা ও অভিজ্ঞতা। অর্থাৎ আপনি যত বেশি ফরেক্স মার্কেটে জ্ঞান অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে পারবেন এমনকি এই মার্কেটের বিভিন্ন কলাকৌশলগুলো যত বেশি নিজের মধ্যে আয়ত্ব করতে পারবেন তত বেশি এই মার্কেটে ট্রেড করে সফলতা অর্জন করতে পারবেন। আর সেটাই হবে আপনার জন্য সেরা দিন এমনটাই আমি মনে করি।

Md.shohag
2020-11-29, 06:41 AM
ফরেক্স মার্কেটে আমরা বিভিন্ন রকমের ইনডিকেটর দেখে ট্রেড করি। আর এস আই ইনডিকেটর ফরেক্স মার্কেটে খুব গুরুত্বপুর্ন ইনডিকেটর এই আমাদের বাই সেল করার জন্য ভাল ভাবে এনালাইসিস করার একটি মাধ্যম। আর এস আই যখন ফরেক্স ৭০% ওভার করবে তখন সেল নির্দেশ করে আর যখন ৩০% আসে তখন বাই নির্দেশ করে।

SHARIFfx
2020-11-29, 11:34 AM
আমার আর এস আই লেভেল দেখে অনেকেই ভুল করে থাকি। কারন লেভেল ৭০ এর উপরে গেলেই সেল নিয়ে দরা খাই আবার ৩০ এর নিছে গেলেই বাই নিয়ে দরা খাই। কারন তখন মারকেটে অভার সল্ড আর অভার বল্ড করতে থাকে। আপনি এখানে একটি কৌশল নিতে পারেন। অভার সল্ড আর অভার বোল্ড থেকে বের হবার সময় ট্রেড নিয়ে ২০-৩০ পিপ্স নিতে পারেন। এর জন্য টাইম প্রেম এইস ৪ খেয়াল করা উত্তম।