PDA

View Full Version : কিভাবে Parabolic SAR এর সাহায্যে ট্রেড করবেন



shawonrfx
2014-11-25, 05:57 PM
Parabolic SAR খুব সহজ এবং সাধারন একটি ইন্ডিকেটর। যখন ক্যানডেলের নিচে ডট আসে, তখন তা বাই সিগন্যাল বোঝায়। আর যখন ক্যানডেলের ওপরে ডট আসে তখন তা সেল সিগন্যাল বোঝায়। ট্রেন্ডিং মার্কেটে এই ইন্ডিকেটরটি অনেক ভাল কাজ করবে। কিন্তু মার্কেট যখন সাইডওয়ে ট্রেন্ডে থাকে, তখন আপনি ভাল ফল পাবেন না।

fxover
2015-09-16, 09:52 PM
Parabolic SAR খুব সহজ এবং সাধারন একটি ইন্ডিকেটর। যখন ক্যানডেলের নিচে ডট আসে, তখন তা বাই সিগন্যাল বোঝায়। আর যখন ক্যানডেলের ওপরে ডট আসে তখন তা সেল সিগন্যাল বোঝায়। ট্রেন্ডিং মার্কেটে এই ইন্ডিকেটরটি অনেক ভাল কাজ করবে। কিন্তু মার্কেট যখন সাইডওয়ে ট্রেন্ডে থাকে, তখন আপনি ভাল ফল পাবেন না।

ভাই বুঝলাম এই ইন্ডিকেটর এর ব্যাবহার কিন্তু আপনি যদি স্ক্রিন শট নিয়ে দিতেন তাহলে আমাদের আরও একটু বুঝতে সুবিধা হয় । ভাই আমাদের সুবিধার জন্য কারেন্ট মার্কেটে এই ইন্ডিকেটর এর ব্যাবহার এবং প্রয়োগ দেখিয়ে আরও একটি পোস্ট করেন যেন আমরা আর ভালো ভাবে বুঝতে পারি ।

dinner
2015-12-12, 12:49 AM
অধিকাংশ ইন্ডিকেটর আপনাকে নতুন ট্রেন্ড শুরু হবার সিগন্যাল দেয়। নতুন ট্রেন্ড চিহ্নিত করা যেমন জরুরি, তেমনি ট্রেন্ডের সমাপ্তি চিহ্নিত করাটাও ততটা জরুরী। যদি সঠিক সময়ে ট্রেড ক্লোজ না করা হয় তবে সঠিক সময়ে ট্রেড ওপেন করে খুব একটা লাভ নেই।

MotinFX
2015-12-13, 10:12 AM
প্যারাভুলিক এসার একটি ইনডিকেটর এই ইনডিকেটরের মাধ্যমে অনেকে ট্রেড করে থাকে। আমার কাছে এই ইনডিকেটর টি অনেক ভাল লাগে তবে মার্কেটে যখন নিউজ রিলিজ হয় তখন নিউজ দেখে ট্রেড করাই উত্তম কারন নিউজের প্রভাবে মার্কেটের গতিবেগ পাল্টে যায়।

hasan019
2015-12-13, 11:12 AM
আমি আগে তেমন ইনডিকেটর ইউজ করি নাই। আমি অনেকটাই কনফিউসদ কোনটা চালাব। আগ ডেমোতে ট্রাই করব এই ইনডিকেটর দেখি কি হয়। যখন ক্যানডেলের নিচে ডট থাকবে তখন আমি বাই দিব।

HKProduction
2015-12-16, 03:20 PM
প্যারাবোলিক আমার প্রিয় একটি ইন্ডিকেটর। এটি মাঝে মাঝে আমাদেরকে 100% নিশ্চয়তা সহকারে প্রফিট দিয়ে যায়। এর জন্য নির্দিষ্ট টাইমফ্রেম ব্যবহার করতে হ্য়। আমি সাধারণত ওয়ান আওয়ারের টাইম ফ্রেমে এটা বেশি ব্যবহার করি। এতে ভাল ফল পাওয়া যায়।

AbuRaihan
2015-12-16, 04:12 PM
প্যারাবোলিক অামি প্রায় সময় ব্যবহার করি মার্কেটের গতি বেগ এবং মার্কেটের মুভমেন্ট কোন দিকে হতে পারে তা বুঝার জন্য ৤ ফরেক্স মার্কেটে অনেকে অনেক ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকে ৤ আসলে ইন্ডিকেটর কখনো শতভাগ প্রফিটের নিশ্চয়তা দেয়না ৤ যার কারণে আমি বেশিরভাগ সময় ব্যবহার করি নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি ৤ ইন্ডিকেটর নিজের ট্রেডিং স্ট্রাটেজির চেয়ে কখনো ভালো হতে পারে না ৤

abdulguffer
2016-03-22, 02:50 PM
"পেরাবোলিক সার" ইন্ডিকেটর ব্যবহার করে একটি ট্রেন্ড এর সমাপ্তির সিগন্যাল পাই এবং নতুন আরেকটি ট্রেন্ড শুধু হওয়ার সিগন্যাল পাই।এটি ব্যবহার করে আমরা মার্কেট আপ না ডাউন ট্রেন্ড তা সহজেই বুঝতে পারি। এটি মেটা ট্রেডার 4 এ ডিফল্ট ভাবে দেওয়া আছে।

abdulguffer
2016-03-23, 12:45 AM
আমরা সঠিক সময়ে ট্রেড ক্লোজ করতে না পারলে সঠিক সময়ে ট্রেড ওপেন করে লাভ নেই। এই ইন্ডিকেটর টি যখন ক্যান্ডালস্টিক এর নিচে পরপর তিন টি ডট দেখাবে তখন এটি ডাউনট্রেন্ড শেষ হওয়ার সিগন্যাল দেয় এবং আপট্রেন্ড শুরু হওয়ার নির্দেশ দেয় । parabolic sar এর এই সিগন্যালে আমদের সেল ট্রেড বন্ধ ও বাই ট্রেড ওপেন করার নির্দেশ দেয়।

abdulguffer
2016-03-23, 01:07 AM
Parabolic Sar একটি সহজ ও বহুল প্রচলিত ফরেক্স ইন্ডিকেটর । এই ইন্ডিকেটর টি যখন ক্যান্ডালস্টিক এর উপরে পরপর তিন টি ডট দেখাবে তখন এটি আপট্রেন্ড শেষ হওয়ার সিগন্যাল দেয় এবং ডাউন ট্রেন্ড শুরু হওয়ার নির্দেশ দেয় । parabolic sar এর এই সিগন্যাল আমদের বাই ট্রেড বন্ধ ও সেল ট্রেড ওপেন করার নির্দেশ দেয়।

yasir arafat
2016-04-01, 03:46 AM
Parabolic SAR খুব সহজ এবং সাধারন একটি ইন্ডিকেটর। যখন ক্যানডেলের নিচে ডট আসে, তখন তা বাই সিগন্যাল বোঝায়। আর যখন ক্যানডেলের ওপরে ডট আসে তখন তা সেল সিগন্যাল বোঝায়। ট্রেন্ডিং মার্কেটে এই ইন্ডিকেটরটি অনেক ভাল কাজ করবে। কিন্তু মার্কেট যখন সাইডওয়ে ট্রেন্ডে থাকে, তখন আপনি ভাল ফল পাবেন না।

Parabolic sar একটি বহুল ব্যবহৃত ইন্ডিকেটর।মেটা ট্রেডারের ডিফল্ট ইন্ডিকেটর হিসেবে এটি ভালই কাজ দেয়।এর কাজ প্রায় মোবিং এভারেজ ইন্ডিকেটরের কাছাকাছি।যদি ডটগুলো ক্যান্ডেলের নিচে থাকে তাহলে বাই।আর উপরে থাকলে সেল।

dwipFX
2016-08-08, 08:18 PM
ফরেক্স মার্কেটে অনেক রকমের ইনডিকেটর রয়েছে তার মধ্যে একটি হল প্যারাবুলিক এসার। তবে ইনডিকেটর রিয়াল মার্কেটে বাবহার করার আগে ডেমো মার্কেটে ব্যাবহার করতে পারেন। তবে এই সব ইনডিকেটর সম্পর্কে আপনি বুজতে পারবেন।

md mehedi hasan
2016-11-29, 08:58 AM
Parabolic SAR ইন্ডিকেটর নিয়ে যে আলোচনা করেছেন তা পরে আমি পরিষ্কার ভাবে বুঝতে পারলাম না।আপনি যদি ইন্ডিকেটর সম্বলিত একটি চার্ট উপস্থাপন করে ব্যাখ্যা দিতেন।তাহলে বিষয়টি পরিষ্কার ভাবে বুঝতে পারতাম।

RUBEL MIAH
2017-04-28, 03:07 PM
নতুন ট্রেন্ড চিহ্নিত করা যেমন জরুরি, তেমনি ট্রেন্ডের সমাপ্তি চিহ্নিত করাটাও ততটা জরুরী । এটি আপট্রেন্ড শেষ হওয়ার সিগন্যাল দেয় এবং ডাউন ট্রেন্ড শুরু হওয়ার নির্দেশ দেয় । সিগন্যাল আমদের বাই ট্রেড বন্ধ ও সেল ট্রেড ওপেন করার নির্দেশ দেয় ।