PDA

View Full Version : Bollinger Squeeze কি ?



shawonrfx
2014-11-25, 06:11 PM
যখন ব্যান্ড ২টি খুব বেশি সংকুচিত হয়ে যায় তখন এটি সাধারনত নির্দেশ করে যে সম্ভবত ব্রেকআউট হতে যাচ্ছে। যদি ক্যানডেল ওপরের ব্যান্ডটিকে ব্রেক করে ওপরে উঠে যায় তবে সাধারনত প্রাইস আরও ওপরে উঠতে থাকে অর্থাৎ প্রাইস বাড়তে থাকে। আর যদি ক্যানডেল নিচের ব্যান্ডটিকে ব্রেক করে নিচে নামতে থাকে, তাহলে প্রাইস আরও নিচে নামতে থাকে অর্থাৎ প্রাইস কমতে থাকে। আপনি যদি বলে থাকেন যে প্রাইস বাড়বে তাহলে আপনি সঠিক। এভাবেই সাধারন Bollinger Squeeze কাজ করে। এরকম ট্রেডের সুযোগ আপনি প্রতিদিন পাবেন না। কিন্তু ১৫ মিনিটের চার্টে আপনি সপ্তাহে কয়েকবার এরকম ট্রেডের সুযোগ পেতে পারেন। Bollinger bands দিয়ে বিভিন্ন ভাবে ট্রেড করা যায়। কিন্তু এই ২টি হল Bollinger Bands দিয়ে ট্রেড করার সবচেয়ে সহজ এবং সাধারণ ট্রেডিং স্ট্রাটেজী

fxover
2015-09-19, 06:09 AM
এই ইন্ডিকেটর এর মাধ্যমে আমরা মার্কেট এর অবস্থা বুঝতে পারি যে মার্কেট এখন স্থিতিসীল না অস্থিতিশীল আছে । এই ইন্ডিকেটর এর লাইন দুটি যখন সংকুচিত অবস্থায় থাকে তখন বুঝতে হবে যে মার্কেট এখন স্থিতিশীল অবস্থায় আছে আর এই ইন্ডিকেটর এর লাইন ডুটি যদি প্রসারিত হতে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে মার্কেট এখন অনেক বেশি মুভ করতে যাচ্ছে । তাই ভালভাবে বুঝে শুনে আপনাকে ট্রেড করতে হবে এই সময় ।

Defender
2015-09-19, 09:03 AM
আমি এটা নিয়ে কিছু জানি না তবে এই প্রোস্টা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি মনে করি যে ভোলাটিলিটি অনুধাবন করার জন্য Bollinger Bands ইন্ডিকেটরটি ব্যবহার করা হয়।

dinner
2015-11-29, 08:43 PM
যদি ক্যানডেল ওপরের ব্যান্ডটিকে ব্রেক করে ওপরে উঠে যায় তবে সাধারনত প্রাইস আরও ওপরে উঠতে থাকে অর্থাৎ প্রাইস বাড়তে থাকে। আর যদি ক্যানডেল নিচের ব্যান্ডটিকে ব্রেক করে নিচে নামতে থাকে, তাহলে প্রাইস আরও নিচে নামতে থাকে অর্থাৎ প্রাইস কমতে থাকে। ব্যান্ড ২টি সংকুচিত হয়ে আসছে। প্রাইস ওপরের ব্যান্ডটি ব্রেক করে ওপরে উঠে যাচ্ছে। এই চার্টের ওপর ভিত্তি করে আপনি কি মনে করেন প্রাইস কি বাড়বে না কমবে?

basaki
2016-03-26, 08:58 PM
ফরেক্স মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেটরের ব্যবহার হয়ে থাকে আর এই সব গুলু যদি ভাল করে বুঝে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি আপনি হবে ফরেক্স মার্কেটের একজন সফল ট্রেডার। তবে যারা না বুঝে ফরেক্স ট্রেড করে তাদের অনেক লস হয়ে থাকে বলে আমি মনে করি।

yasir arafat
2016-04-07, 12:02 AM
আমিতো আগে এ বিষয়ে ভালভাবে জানতাম না।এখন বুঝতে পেরেছি।আসলে কি জানেন, একটা টুলসের অনেক ধরণের ব্যবহার থাকে।আর সেটা জানার জন্য আমাদেরকে বার বার জিনিসটাকে নিয়ে নাড়াচড়া করতে হয়।এতে আমরা এর বিষয়ে ধারণা পেতে থাকি ।ফরেক্স মার্কেটে এই ইন্ডিকেটরের কাজ অনেক।এটা প্রায় প্রত্যেকে ব্যবহার করে।

ASADUR RAHMAN
2016-04-07, 12:15 AM
মার্কেট ভোলাটিলিটি অনুধাবন করার জন্য Bollinger Squeeze ইন্ডিকেটরটি ব্যবহার করা হয়।এই ছোট টুলসটি আমাদের বলে দিবে যে মার্কেট কি এখন শান্ত না অশান্ত। যখন মার্কেট শান্ত থাকে তখন ব্যান্ড ২টি সংকুচিত হয়ে যায়, আর যখন মার্কেট অশান্ত থাকে তখন ব্যান্ড ২টি প্রশস্ত হয়ে যায়।

sharifulbaf
2016-05-19, 05:46 PM
বলিঙ্গার ব্যান্ড ফরেক্স মার্কেটের ট্রেডিং ইন্ডিকেটর,বলিঙ্গার বেন্ড স্কুইজ হলে মনে হয় যে মার্কেট যে কোন একদিকে যেতে পারে,ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করতে ব্যাবহার করে থাকি,এবং ট্রেডিং করতে পারি,অনেক সহজেই,তাই ফরেক্স মার্কেটে আমাদের ভাল করে জানতে হবে,তার পরে ট্রেডিং করতে হবে।

md mehedi hasan
2016-12-03, 12:04 PM
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস এর জনপ্রিয় টুলস হচ্ছে বলিঙ্গার ব্যান্ড।বলিঙ্গার ব্যান্ডের মূল লক্ষ্য হল মার্কেটের হাই প্রাইস ও লো প্রাইসের মধ্যে তুলনামূলক পার্থক্য পরিমাপ করা।যা তিনটি বক্রো রেখার মাধ্যমে নির্দেশিত হয়।