PDA

View Full Version : কিভাবে Parabolic Sar এর সাহায্যে ট্রেড ক্লোজ করবেন



shawonrfx
2014-11-25, 06:15 PM
কখন আপনার ট্রেড ক্লোজ করা উচিত তা আপনি Parabolic Sar এর সাহায্যে বুঝতে পারেন। নিচের EURUSD চার্টে দেখুন Parabolic Sar exit সিগন্যাল হিসেবে কাজ করেছে ডেইলি চার্টে। ৩ টি ডট দেখলেই আপনি আপনার পূর্বের ট্রেড ক্লোজ করে নতুন ট্রেন্ডের দিকে নতুন ট্রেড ওপেন করতে পারেন।

fxover
2015-09-19, 06:04 AM
প্যারাবোলিক সার ইন্ডিকেটর এর মাধ্যমে আমরা মার্কেট এ নতুন ট্রেন্ড এর অবির্ভার হলে আমরা সেটা ধরতে পারি । এই ইন্ডিকেটরটি সাধারনত বিভিন্ন পয়েন্ট এর মাধ্যমে নির্দেশ করে থাকে । কোন নির্দিষ্ট টাইম্ফ্রেম এ শুরুতে যদি পয়েন্ট যদি ক্যান্ডেল এর নিচে পড়ে তাহলে বুঝতে হবে যে এই ক্যান্ডেলটি উপরের দিকে উঠবে ার পয়েন্ট যদি উপরের দিকে পরে তাহলে বুঝতে হবে যে ক্যান্ডেলটি নিচের দিকে নামবে । এভাবেই আমরা মার্কেট এ নতুন কোন টড়েন্ড শুরু হলেও সেটা বুঝতে পারব ।

Defender
2015-09-19, 09:08 AM
ভোলাটিলিটি অনুধাবন করার জন্য Bollinger Bands ইন্ডিকেটরটি ব্যবহার করা হয়। নতুন ট্রেন্ড এর অবির্ভার হলে আমরা সেটা ধরতে পারি । এই ইন্ডিকেটরটি সাধারনত বিভিন্ন পয়েন্ট এর মাধ্যমে নির্দেশ করে থাকে

onlyfx
2015-10-22, 09:00 PM
প্রারাবোলিক সার খুবই কার্যকর একটি ইন্ডিকেটর । আমরা এই ইন্ডিকেটরের সাহায্যে ট্রেন্ড এর পরিবর্তন বুঝতে পারি । এই ইন্ডিকেটরটি প্রতিটি ক্যান্ডেল এর শুরুতে একটি করে পয়েন্ট সেট করে । এই পয়েন্টটি যদি ক্যান্ডেল এর উপরে পরে তাহলে এটি সেল নির্দেশ করে আর যদি পয়েন্ট নিচে পড়ে তাহলে এটি বাই নির্দেশ করে । আর এই ইন্ডিকেটর যদি আআমদের ট্রেড এর বিপরীতে সিগ্ন্যাল দেয় তাহলে আমাদের ট্রেডটি ক্লোজ করা উচিত কারন তখন মার্কেট ট্রেন্ড পরিবর্তন করবে ।

dinner
2015-11-29, 06:51 PM
অধিকাংশ ইন্ডিকেটর আপনাকে নতুন ট্রেন্ড শুরু হবার সিগন্যাল দেয়। নতুন ট্রেন্ড চিহ্নিত করা যেমন জরুরি, তেমনি ট্রেন্ডের সমাপ্তি চিহ্নিত করাটাও ততটা জরুরী। যদি সঠিক সময়ে ট্রেড ক্লোজ না করা হয় তবে সঠিক সময়ে ট্রেড ওপেন করে খুব একটা লাভ নেই।Parabolic SAR (Stop And Reversal) ইন্ডিকেটরটি ট্রেন্ড কখন শেষ হতে পারে সে সম্পর্কে ধারনা পেতে আমাদের সাহায্য করে। Parabolic Sar চার্টে ডট অথবা পয়েন্টের সাহায্যে ট্রেন্ডের পরিবর্তন নির্দেশ করে।

basaki
2016-03-26, 12:09 PM
ফরেক্স মার্কেটে অনেক কিছু শিখার আছে। কেউ যদি মনে করে ফরেক্স মার্কেটে এমনি এমনি করে ট্রেড করা জায় তবে আমি মনেবকরি সেটা অনেক বড় ভুল হবে। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আপনাকে ভাল করে বুঝে শুনে ট্রেড করতে হবে আর পেরাবুলিক সার কি বিষয় তা আমার জানা নেই তাই এই সম্পর্কে ভাল কিছু বলতে পারব না।

yasir arafat
2016-04-07, 12:17 AM
আমি আগেও এ ইন্ডিকেটরটা ব্যবহার করেছি।কিন্তু সঠিক ব্যবহারটাতো জানতাম না।আজ একটা ব্যবহার জানতে পারলাম।আসলে মেটাট্রেডারের ডিফল্ট ইন্ডিকেটরগুলো খুব ভাল কাজ করে।আর অন্যভাবে বলা যায় আমরা যে কাস্টম ইন্ডিকেটর ব্যবহার করি তা কিন্তু এসব ডিফল্ট ইন্ডিকেটরকে কেন্দ্র করে তৈরী করা।পেরাবোলিক খুব ভাল একটি ইন্ডিকেটর।

ASADUR RAHMAN
2016-04-07, 10:17 AM
Parabolic Sar খুবই কার্যকর একটি ইন্ডিকেটর ।আমরা এই ইন্ডিকেটরের সাহায্যে ট্রেন্ড এর পরিবর্তন বুঝতে পারি ।কখন আপনার ট্রেড ক্লোজ করা উচিত তা আপনি Parabolic Sar এর সাহায্যে বুঝতে পারেন। নিচের EURUSD চার্টে দেখুন Parabolic Sar exit সিগন্যাল হিসেবে কাজ করেছে ডেইলি চার্টে।৩ টি ডট দেখলেই আপনি আপনার পূর্বের ট্রেড ক্লোজ করে নতুন ট্রেন্ডের দিকে নতুন ট্রেড ওপেন করতে পারেন।

Rahat015
2016-04-07, 11:09 AM
মার্কেট ট্রেন্ড বুজার জন্যু প্যারাবোলিস সার কিন্তু গুরুত্বপূর্ন একট ইন্ডিকেটর।। আমরা খুব সহজেই কিন্তু এর মাধ্যমে মার্কেট মুভমেন্ট বুজতে পারি।। আর এটা ১ ঘন্টার টাইম ফ্রেমে খুব কার্যকর।। কোন ক্যান্ডেল এর শুরুতে একটা করে ফোটা সেট হয়, আর যখন ২ টা ক্যান্ডেল এ ২ টা ফোটা সেট হয় তখন ট্রেন্ড মোটামোটি নিশ্চিত।। আরো সিওর হওয়ার জন্য ৩ ফোটা দেখতে পারেন।। যদি ক্যান্ডেল এর উপরে ফোটা পরে তাহলে ডাঊনট্রেন্ড, আর ক্যান্ডেল এর নিচে হলে আপ ট্রেন্ড।।

Tazul Islam
2016-04-09, 09:19 PM
খুব ভাল একটা ইন্ডীকেটর ।আমার চার্টে প্যারাবোলিক ইন্ডিকেটর সেট করা আছে কিন্তু আমি ভাল বুঝতাম না । আপনার পোস্ট পড়ে অনেক আইডিয়া পেলাম। পরবর্তি ট্রেড এ আপনার ধারনা কাজে লাগাব। আপনাকে অশেষ ধন্যবাদ।

sam0188
2016-04-17, 02:38 AM
মোনে হছে প্যারাবোলিক সার ইন্ডিকেটরটা অনেক ভাল কাজ করে । কিন্তু কেউকি আমাকে জানাতে পারেন যে আমি কি করে এটা আমার চাটে যওগ করতে পারি। এবং এটার আর কি কি শুভিদা আসে জানালে খুশি হব।

Rahat015
2016-04-17, 08:27 AM
প্যারাবোলিক সার ইন্ডিকেটর এর মাধ্যমে আমরা মার্কেট এ নতুন ট্রেন্ড এর অবির্ভার হলে আমরা সেটা ধরতে পারি । এই ইন্ডিকেটরটি সাধারনত বিভিন্ন পয়েন্ট এর মাধ্যমে নির্দেশ করে থাকে । কোন নির্দিষ্ট টাইম্ফ্রেম এ শুরুতে যদি পয়েন্ট যদি ক্যান্ডেল এর নিচে পড়ে তাহলে বুঝতে হবে যে এই ক্যান্ডেলটি উপরের দিকে উঠবে ার পয়েন্ট যদি উপরের দিকে পরে তাহলে বুঝতে হবে যে ক্যান্ডেলটি নিচের দিকে নামবে । এভাবেই আমরা মার্কেট এ নতুন কোন টড়েন্ড শুরু হলেও সেটা বুঝতে পারব ।

অনেক সময় দেখা যায় মার্কেট আপ এ থাকলে প্যারাবোলিক ডাউন নির্দেশ করে।। প্রায় তিন চার টা ক্যান্ডেল যা বুলস নির্দেশ করে, কিন্তু প্যারাবোলিক ডাউন নির্দেশ করছে।। বিষয়টা কি??

dwipFX
2016-05-06, 09:17 AM
আমার কাছে এই সকল এনালাইসিস ভাল লাগেনা কারন অনেক সময় অতিরিক্ত পড়তে থাকে কিন্তু মার্কেটে সামান্য উথান পতনে বিভিন্ন ক্যান্ডেল স্টিক ভুল সিহনাল দে।। তবে পেরাবুলিক এসার কিছুটা হলেও সঠিক দেয় তারপরও আমাদের কে সব সময় ট্রেন্ড সম্পর্কে সচেতন থাকতে হবে।

sharifulbaf
2016-05-18, 09:28 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যাবহার করা হয়,তাই ফরেক্স মার্কেটে প্যারাবলিক স্যার এমন একটি ইন্ডিকেটর যা দিয়ে আমরা ট্রেডিং করতে পারি,তাই ফরেক্স মার্কেটে আমি ট্রেডিং করতে ব্যাবহার করি বলিংগার ব্যান্ড ব্যাবহার করে ট্রেডিং করতে পারি,এই জন্য আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিং অপেনিং করে থাকি।

HKProduction
2016-07-03, 05:37 AM
আমি মুলত প্যারাবোলিক ব্যবহার করেই ট্রেড করি। তবে এর ব্যবহারে অনেক ভিন্নতা পরিলক্ষিত হয়। প্রতিটি ট্রেডেই যে তৃতীয় sar থেকে রিভার্সাল শুরু হবে এমন কোন শতভাগ নিশ্চয়তা নেই। তবে মার্কেট বুঝতে পারলে এই পদ্ধতিতে 70 : 30 অনুপাতে লাভ এবং লস করা যায়। ভাগ্য ভাল হলে শতভাগ প্রফিটও করা যায় । তবে তার জন্যে যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। মোট কথা অভিজ্ঞতা ছাড়া কোন সিস্টেমই এখানে চলে না।

maziz6989
2016-07-17, 06:49 PM
আসলে প্যরাবুলিক সার কে বলা হয়ে থাকে মার্কেট এর স্যার। তাই এটাকে সঠিক ভাবে ব্যবহার করা শিখতে হবে। যখন ট্রেন্ড পরিবর্তন হবে তখন প্যারাবুলিক সার এর ডট গুলো উপর থেকে নিচের দিকে বা নিচের থেকে উপরের দিকে যাওয়া শুরু করবে তখনই বের হয়ে যাবার আদর্শ সময়।

Md. Tariqul Islam
2016-07-18, 09:19 AM
ইন্ডিকেটর এর মাধ্যমে আমরা মার্কেট এ নতুন ট্রেন্ড এর অবির্ভার হলে আমরা সেটা ধরতে পারি । এই ইন্ডিকেটরটি সাধারনত বিভিন্ন পয়েন্ট এর মাধ্যমে নির্দেশ করে থাকে । কোন নির্দিষ্ট টাইম্ফ্রেম এ শুরুতে যদি পয়েন্ট যদি ক্যান্ডেল এর নিচে পড়ে তাহলে বুঝতে হবে যে এই ক্যান্ডেলটি উপরের দিকে উঠবে ার পয়েন্ট যদি উপরের দিকে পরে তাহলে বুঝতে হবে যে ক্যান্ডেলটি নিচের দিকে নামবে । এভাবেই আমরা মার্কেট এ নতুন কোন টড়েন্ড শুরু হলেও সেটা বুঝতে পারব ।

Md. Tariqul Islam
2016-07-20, 01:10 PM
আমরা এই ইন্ডিকেটরের সাহায্যে ট্রেন্ড এর পরিবর্তন বুঝতে পারি । এই ইন্ডিকেটরটি প্রতিটি ক্যান্ডেল এর শুরুতে একটি করে পয়েন্ট সেট করে । এই পয়েন্টটি যদি ক্যান্ডেল এর উপরে পরে তাহলে এটি সেল নির্দেশ করে আর যদি পয়েন্ট নিচে পড়ে তাহলে এটি বাই নির্দেশ করে । আর এই ইন্ডিকেটর যদি আআমদের ট্রেড এর বিপরীতে সিগ্ন্যাল দেয় তাহলে আমাদের ট্রেডটি ক্লোজ করা উচিত কারন তখন মার্কেট ট্রেন্ড পরিবর্তন করবে ।

md mehedi hasan
2016-12-02, 05:18 PM
ফরেক্স মার্কেটে আমি শুধু টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করি।আমি যখন ফরেক্স মার্কেটে ট্রেডে এন্টি নিই তখন কয়েকটি ইন্ডিকেটরের সাহায্য নিই এবং ট্রেড ক্লোজ কার সময়ও উক্ত ইন্ডিকেটরের সাহায়্য নিয়ে থাকি।হন্ডিকেটর গুলো হল বলিঙ্গার ব্যান্ড এবং মুভিং এভারেজ।

Mamun13
2017-11-15, 10:15 PM
ফরেক্স ট্রেডে কোনোও ইনডিকেটরই সঠিকভাবে ও নিয়মিত ট্রেডিং ডিরেকশান বা এন্ট্রী নির্দেশনা করতে পারেনা৷এই Parabolic Sar ই বলেন আর যাই বলেন কোনোও ইনডিকেটরই পারফেক্ট সিগনাল দিতে পারে না৷আমি কোনো প্রকার ইনডিকেটরের উপর ভরসা করে ট্রেড করিনা কারণ অসংখ্য ইনডিকেটর রয়েছে অথচ সেগুলো কখোনোও আপনার ভবিষ্যত এন্ট্রী সম্পর্কে সুস্পষ্ট কিছুই নির্দেশ করতে পারবে না৷দেখেন-যাচাই করেন,সময়েই প্রকৃত সত্যটা জেনে যাবেন৷