PDA

View Full Version : মেটা ট্রেডার ডাউনলোড এ সমস্যা ।



fh.ratul
2014-11-26, 12:59 PM
আমি মেটা ত্রেডার ডাউনলোড করতে পারতেসি নয়া। আমি কিভাব করব?
এটা ১ মেগা হয়ে শেষ হয়ে যায় আবার ৫ / ৭ ও এমবি হয় কিন্তু পুরাটা শেষ হয় না। আমি করব? আমি কি আর ফরেক্সে ট্রেড করতে পারব নয়া।?????
আমাকে সাহায্য করেন ।

mdtuhinfx
2014-12-30, 07:22 PM
আপনার মেটা ট্রেডার ডাউনলোড করতে সমস্যা হলে নিম্নের স্টেপগুলো করতে পারেন-
১। যদি ডাউনলোড ম্যানেজার সেটআপ দেওয়া থাকে তাহলে তা আন-ইনস্টল করতে পারেন। তারপর কম্পিউটার রি-স্টার্ট দিয়ে পুনরায় ডাউনলোড শুরু করতে পারেন।
২। আপনার ইন্টারনেট কানেকশনটি যদি কোন মডেম দিয়ে হয় তাহলে অন্য কোন মডেম দিয়ে চেষ্টা করতে পারেন।
৩। পিসি ক্লিন সফটওয়ার দিয়ে পিসি ক্লিন করে ডাউনলোড করতে পারেন।
৪। তাতেও সমাধান না হলে কম্পিউটার নতুন করে উইন্ডোজ দিয়ে ডাউনলোড করতে পারেন।

জাহাঙ্গীর
2015-02-18, 11:49 AM
মেটা ট্রেডার ডাউনলোড করতে কোন সমস্যা হওয়ার কারণ নেই। আমার মনে হয় আপনার কম্পিউটারে কোন সমস্যা রয়েছে। অথবা আপনি যে নেট ব্যবহার করছেন তা খুবই দুর্বল। তাই কিছু সময় ডাউনলোড হওয়ার পর কেটে যায়। তাই বলছি আপনি নেট কানেকশন পরিবর্তন করুণ দেখবেন খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে। এ নিয়ে চিন্তার কিছু নেই।

tradeking
2015-02-18, 12:09 PM
আমার জানা মতে মেটা ট্রেডার ডাউনলোড করতে সমস্যা হওয়ার কথা না। যেহেতু অন্তত একটু ডউনলোড হচ্ছে তবে আমি বলবো আপানার নেট কনেকশন এ প্রোভলেম আছে। আমার মনে হচ্ছে আপনার ইন্টারনেট এর স্পিড স্লো, তাই স্পিড ফাস্ট করেন তারপর ডাউনলোড দেন, দেখবেন ডাউনলোড হচ্ছে।

fxtdr
2015-07-01, 10:13 AM
অবশ্যই আপনি ফরেক্স ট্রেড করতে পারবেন । এ নিয়ে চিন্তিত হবার কোন কারন নেই । আপনি যদি ডাউন লোদ করতে ্না পারেন তাহলে আপঞ্জার উচিৎ হবে অভিজ্ঞ দের কাছ থেকে সাহায্য নেয়া । আর আপনার পিচিতে যদি ডাউনলোড না হয় তাহলে আপনি অন্য কারোও কাছ থেকে সফট ওয়্যার টি নিয়ে আপনার পিসি তে ইন্সটল করুন ।আশা করি আপনি সফল হবেন এবং ট্রেড করতে পারবেন । তাছাড়া অন্য কোন প্রব্লেনম হলে অবশ্যই ফরামে শেয়ার করতে ভুল্বেন না ।

Aunik
2015-08-29, 12:33 PM
বুজছি আপনি অনেক সমস্যাই আছেন ।। তবে এটা কন সমস্যা না ,চ্ছোট্ট একটা সমাধান দি সব ঠিক হয়ে যাবে ।। আপনি প্রথমে ইন্সটা ফরেক্স এর হোম পেইজ এ যান ।। সেখানে আপনি মেটা ট্রেডার এর লিঙ্ক পাবেন সেখান থে কে ডাউনলোদ করুন।। পেইজ এর নিছের দিকে দ্দেকবেন মেটা ট্রেডার এর কিছু প্লাটফরম দেয়া আছে সেখান থেকে আপনি মেটা ট্রেডার এর ফাইভ অথবা ফোর যেকোন একটি ভারসনের জিপ ফাইল দাউনলড করেন ।। তার এটাকে উঞ্জিপ করে ইন্সটল করুন ।। তার আগে অবস্যি আপনি আগের টা আনিন্সটল করে দিবেন ।।

smartroni1996
2015-09-24, 12:18 PM
আমার মেটাট্রেডার ৪ ডাউনলোড হয কিন্তু ইনস্টল হয় না।কনেক্টিং লেখা ভেসে থাকে।কি করব এ কি কোন কারন আপনারা জানেন?

hasan019
2015-10-04, 01:33 AM
আমি ডাউনলোড করছি কোন প্রবেলম হয় নাই। আপনি আইডিম ব্যাবহার করেন ডাউনলোড হবে।

Kawsar700
2015-10-04, 04:22 PM
আমি মেটাট্রেডার ডাউনলোড করতে পারছি কিন্তু ওপেন হচ্ছে না। কেউ কি আমাকে বলতে পারবে কেন এই মেটাট্রেডার ওপেন হচ্ছে না?

Momen
2015-10-18, 01:32 PM
আপনি যে ব্রোকার এর মেটা ট্রেডার ডাউনলোড করতে চাচ্ছেন ঐ ব্রোকার এ যেয়ে সাপোর্ট এ যোগাযোগ করুন। ওনারা আপনাকে একটা লিংক দিবেন যা থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন মেটা ট্রেডারটি।

mlbasumata
2015-10-23, 12:13 PM
আমার মনে হয় সমস্যাটা আপনার কম্পিউটারের নয়, সমস্যা আপনার নেট স্পীডের। নেট স্পীড কম হলে বা নেট কানেকশন ড্রপ দিলে অনেক সময় এরকম হয়। আপনি বেশি স্পীডের নেট কানেকশন দিয়ে ডাউনলোড করে নিতে পারেন।

HKProduction
2015-12-13, 07:53 AM
আমি আমার নতুন ল্যাপটপে উইন্ডো ৮ ব্যবহার করতাম। অনেক চেষ্টা করেও ইনস্টা টার্মিনাল ডাউনলোড করতে পারি নাই। আমি দীর্ঘদিন চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে উইন্ডো ৭ সেট করি। অবাক হই যে প্রথম বারেই এটি অতি অল্প সময়ের মধ্যেই ডাউনলোড হয়ে যায়। আমি এটা নিয়ে বেশ কয়েকদিন যথেষ্ট মানসিক যন্ত্রনায় ছিলাম। বর্তমানে আমার কোন সমস্যাই নেই।

owalith
2015-12-14, 01:37 AM
এতো দুশ্চিন্তা করার কন কারন নেয়। এইটা সবাই হইছে। হা ফরেক্সে ট্রেড করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে আর এই জন্য নেট স্পিড একটু বাতাতে হবে।

HKProduction
2015-12-14, 08:58 AM
আমি অনেক দিন চেষ্টা করেও টার্মিনাল ডাউনলোড করতে পারি নাই। এক প্রকার হতাশ হয়ে আশা ছেড়েই দিয়েছিলাম। অবশেষে আমার ল্যাপটপের উইন্ডো ৮ বাদ দিয়ে আমি উইন্ডো ৭ সেট করে নিই। ভাগ্য ভাল যে আমি অতি অল্প সময়ের মধ্যেই ইনস্টার ট্রেডিং টার্মিনাল ডাউনলোড করে নেই।

rafiqfx619
2015-12-14, 09:42 AM
সাধারনত মেটাট্রেডার ডাউনলোড করতে ঝামেলা পোহাতে হয় না তবে যদি নেট স্পীড ধীর হয় অথবা নেট কানেকশন ড্রপ করে তাহলে এরকমটা হতে পারে। আপনি মোটামোটি ভালো গতির নেট ব্যবহার করলে এ সমস্যা থাকবে না আশাকরি।

HKProduction
2015-12-15, 08:58 AM
আপনি আপনার উইন্ডো সেট আপ পরিবর্তন করে দেখতে পারেন। আমি আপনার এই সমস্যাটি মোকাবেলা করেছি। আমি আমার উইন্ডো আট ফেলে দিয়ে উইন্ডো সাত সেট আপ দিয়ে টার্মিনাল ডাউনলোড করে নিয়েছি। আমি আশা করছি আপনিও এই সমস্যা থেকে সমাধান পাবেন। এটা বড় কোন সমস্যা নয় ।

MotinFX
2015-12-15, 10:10 AM
আপনার মোবাইল থাকলে পেলে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। পেলেস্টোর অপেন করে সার্চ অপশনে গিয়ে মেটা ট্রেডার ফোর লিখে দিয়ে সার্চ করলে সাফটওয়ার চলে আসবে। ডাউনলোড দিলে হয়ে যাবে।

HKProduction
2015-12-15, 11:25 AM
হতাশ হবেন না্। হতাশ হওয়া হারাম। পারিব না, পারিব না্ এ কথাটি বলিও না আর। একবার না পারিলে করিও না আর। -- এমন জঘন্য চিন্তা কখনো করবেন না। আপনি উইন্ডো সেভেন নতুন করে সেট আপ দিয়ে ট্রেডিং টার্মিনাল ডাউনলোড করার চেষ্টা করুন। আশা করি আপনি সফল হবেন।

HKProduction
2016-01-01, 08:27 PM
আপনি আপনার উইন্ডো সেট আপ করে নিন। আমিও এই একই সমস্যায় পড়েছিলাম। আপনার নেটের স্পিড ঠিক আছে কিনা তাও দেখে নিন। সব ঠিক থাকলে এবার টার্মিনাল ডাউনলোড করে ইন্সটল করে নিন। তাতেও যদি কোন কাজ না হয় তাহলে কোন ফরেক্স এর বড় ভাইকে দিয়ে ঠিক করিয়ে নিন।

Marufa
2016-01-01, 10:21 PM
অনেক সময় ইন্টারনেটে গতি কমের কারনে মেটা ট্রেডার ৪ সফটওয়্যারটি ডাউনলোড করতে অনেক বেশি সমস্যা হয় । এজন্য ভাল ইন্টারনেট সংযোগ নিয়ে আবার সফটওয়্যার ডাউনলোড করার চেষ্টা করুন । সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ ।

yasir arafat
2016-04-02, 05:11 PM
আমার মতে আপনার নেট কানেকশন স্লো অথবা নেটকানেকশন এরর আসছে।সেজন্য আপনি মেটাট্রেডার ডাউনলোড করতে পারছেন।সেজন্য পিসি রিস্টাট দিয়ে আপনি আবার আপনার নেট কানেকশনটা চালু রাখুন।এভাবে আবার পুনরায় আবার চেষ্টা করুন।আশা করি কাজ দিবে।

fatema begum
2016-07-31, 11:25 PM
আমারো প্রথমে এরকম হয়েছিল।পরে দেখি আমার নেট স্লো।আপনি ইন্টারনেট লাই ডিসকানেক্ট করে আপনার পিসিটা রিস্টার্ট দিন।দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে।আর নেট সমস্যার কারণে এরকম হতে দেখা যায়।আর যদি এতে কাজ না হয় ,তাহলে আমনার মেটাট্রেডারের ইউজার নেম এবং পাসওয়াড ও সার্ভারটা বসিয়ে দিয়ে ইনস্টল করুন।

Forex Boy
2016-09-08, 10:33 PM
এরকম প্রবলেম আমার অনেক ফ্রেন্ড এর সাথেই হোয়েছে তাই আপনি ওদের মত আপনার ওপারেটিং সিস্টেম টি পরিবর্তন কোরে দেখতে পারেন অর্থাৎ আপনি আপনার কম্পিউটারের উইন্ডোজ টি পরিবর্তন কোরে দেখেন। আমি আশা করছি আমার ফ্রেন্ড দের প্রবলেম যখন সমাধান হোয়ে হেছে তখন আপনার সমস্যাও সমাধান হোতে পারে। আর তাততেও যদি না হয় তাহলে আপনার ইন্টারনেট স্পিডটির প্রতি নজর দেন।

vodrolok
2016-09-10, 02:51 PM
মেটা ট্রেডার ডাউনলোডে আমার কখনো কোনো সমস্যা হয়নাই। এখানে প্রথমে আমার ডিভাইসে কোন মেটা ট্রেডার সাপোর্ট করবে তা জানতে হবে। এবং সে অনুযায়ী ডাউনলোড দিতে হবে। এর পর তা সেটাপ দিতে গেলে সেটাপ কমপ্লিট করার জন্য একটু লম্বা সময় নিয়ে ফাইল ডাউনলোড হবে ততক্ষন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট থাকা চাই।

Forex Boy
2016-09-24, 11:43 AM
অনেকরেি মেটা ট্রেডার ডাউনলোডে সমস্যা হয়। এটি একটি বড় ধরনের টেকনিক্যান সমস্যা। যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাহরে প্রথমে আপনি আপনার ইন্টারনেট স্পিড টিকে চোোক করে দেখুন যে সঠিক বাবে কাজ করছে কিনা!! যদি না হয় তাহলে হেল্প সেন্টারে যোগাযোগ করুন। তাতেও সমাধান না হোরে অপনি আপনার অপারেটিং সিস্টম টি পরিবর্তন করে দেখতে পারন।

milonkhanfx1993
2016-10-03, 08:44 AM
আপনি যে ব্রোকার এর আন্ডার এ অ্যাকাউন্ট করেছেন সেখানে আপনি ডেমো বা রিয়াল অ্যাকাউন্ট ডাউনলোড সহ অ্যাকাউন্ট ব্যাবহার এর সুবিধা পাবেন,ধরুন ইন্সটাফরেক্স এর পেজ এ গেলে আপনি দেখতে পাবেন ওপেন এ ডেমো অ্যাাকাউন্ট সেখানে ওপেন হয়ে গেলে আমি মেটা ট্রেডার ৪ ডাউনলোড এর অপশন পাবেন।

riponinsta
2016-12-25, 04:48 PM
আপনি কি উইন্ডোজ ব্যবহার করেন জানলে ভাল হত । মেটাট্রেডার সফটওয়্যার আপডেট হবার পর উইন্ডোজ এক্সপি তে সমস্যা করে তবে উইন্ডোজ ৭ এ সমস্যা করে না । অনেক সময় মেটাট্রেডার ইন্সটল করার সময় মডেম ব্যবহার করলে সফটওয়্যার ডাউনলোড হতে চাই না তখন আপনি লান লাইন ইন্টারনেট দিয়ে মেটাট্রেডার সফটওয়্যার ইন্সটল করলে আসাকরি কোন সমস্যা হবে না ।

millatbd
2016-12-31, 10:29 PM
গুগল প্লে থেকে ডাউনলোড না হলে এখান থেকে ডাউনলোড করতে পারেন।

FxShuvo
2017-01-05, 10:24 AM
গুগল প্লে থেকে ডাউনলোড না হলে এখান থেকে ডাউনলোড করতে পারেন।

আপনার লিংকটি ডিলিট করা হয়েছে। সদস্যদের নিরাপত্তার স্বার্থে ফোরামে অন্যকোন সাইটের লিংক ব্যবহার করা থেকে দূরে থাকুন।
ধন্যবাদ

shohanjacksion
2017-01-29, 11:46 AM
ভাই ,আপনার ইন্টারনেট এর গতি খুব কম। ভাল স্পীড থাকলে এইরকম সমস্য হয়না।ইন্টারনেট যদি দুর্বল না হয় হবে আপনার পিসিতে সমস্যা থাকতে পারে। আমি আগে এই সমস্যা ভুগেছি, এখন আমার ইন্টারনেট গতি সম্পন্ন থাকায় আমি যেকোন মুহুর্তে যেকোন মেটা টারমিনাল ডাউনলোড ও সেটআপ করতে পারি।