PDA

View Full Version : ট্রেডিং এনালাইসিস



shawonrfx
2014-11-30, 09:14 AM
ফরেক্স মার্কেটের বেসিক টার্ম শেখা শেষে এখন জানা দরকার যে কিভাবে আপনি বুঝবেন মার্কেট এখন আপ এ যাবে কিংবা ডাউন এ যাবে, আন্দাজ বা ধারণা করেও তো আর ট্রেড করা যাবে না । তাই যদি হত তাহলে শেখারি বা কি দরকার । অর্থাৎ আমি বোঝাতে চাইছি আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভালো ইফেক্টিভে বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজেটিভ হয় । আর ফরেক্স মার্কেটে আপনি যত ভালো ট্রেড বিশ্লেষক হতে পারবেন ততই ভালো প্রফিট করে নিতে পারবেন বা লসে পড়বেন না । আপনার প্রত্যেকটি অর্ডার এর পেছনে একটি ভালো গবেষণা থাকতে হবে । তখনি আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন । ফরেক্স মার্কেটে মূলত এনালাইসিস এর জন্য অনেক পধতি আছে । এই পধতি গুলো নিচে আলোচনা করবো ।
ফরেক্স এ দুই ধরনের এনালাইসিস এর মাধ্যমে আপনি ট্রেডিং শুরু করতে পারবেন ।
১.ফান্ডামেন্টাল এনালাইসিস
২.টেকনিক্যাল এনালাইসিস

shawonrfx
2014-11-30, 09:25 AM
ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস এর মধ্যকার পার্থক্য খুব সিম্পল। ফান্ডামেন্টাল এনালাইসিসে প্রাইস যদি কোন নির্দিস্ট সময়ে নির্দিস্ট একটি ডিরেকশনে যায় তখন টেকনিক্যাল এনালাইসিস বলতে পারে ওই প্রাইস এর ফাইনাল বা পরবর্তি মুভ কি হতে পারে। অনেকে প্রশ্ন করে যে কোন এনালাইসিসে ট্রেড করবো। বিষয়টি আলাদা না করে বরং দুটি মেথডকে একসাথে অর্থাৎ কম্বিনেশন করে ট্রেড শুরু করুন তাহলে আপনার ট্রেড হবে অনেক শক্তিশালী ।

anny
2014-12-10, 06:35 PM
আমার জানা মতে ফরেক্স মার্কেট ট্রেডিং এনালাইসিস ছাড়া Trade করা কঠিন।
কারন এনালাইসিস ছাড়া Trade করলে লস করবেন ১০০% এর কোন ভুল নাই।
তাই আমি টেকনিক্যাল এনালাইসিস করে Trade করি এবং এতে আমার লাভ হয়।

fxover
2015-09-17, 02:15 AM
আমরা ফরেক্স যতটা সহজ মনে করি আসলে কিন্তু ততটা সহজ নয় । ফরেক্স এ সফল হতে হলে আমাদেরকে ফরেক্স এর বিভিন্ন খুটিনাটি বিষয় গুলো ভালো ভাবে জানতে হবে । ফরেক্স এর বিভিন্ন টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি আমাদেরকে নিউজ এনালাইসিস করাও শিখতে হবে । কারন মার্কেটে নিউজ এর অনেক বড় প্রভাব পড়ে । আর ফরেক্সে টিকে থাকার সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে ।

swadip chakma
2015-09-24, 01:30 AM
যখন একজন ট্রেডার ফরেক্স মার্কেট এর মধ্যে ট্রেড করে থাকে তাহলে সেই ট্রেডারের অবসস্যাই ট্রেডিং এনালাইসিস করা প্রয়োজন।কারন ফরেক্স মার্কেট কে যদি এনালাইসিস করা না হয় তাহলে মার্কেট সম্পরকে বুজা অনেক কঠিন হয়ে উঠবে এবং আয় করা যাবে না ,দেখা যাবে লস সারা লাভ মুখ দেখা যাচ্ছে না।তাই ফরেক্স মার্কেট এ এনালাইসিস দরকার।

Momen
2015-09-24, 03:33 PM
বিভিন্ন ধরনের ট্রেডিং এন্যালাইসিস আছে। তারমধ্যে টেকনিক্যাল ইন্যালাইসিস একটি। এটি আমি মনে করি সম্পূর্ন নিজের উপর ডিপেন্ড করে।

AbuRaihan
2015-10-07, 11:25 PM
প্রত্যকটা ট্রেডের আগেই আমাদেরকে একটা ইফেক্টিব বিশ্লেসণ করে নিতে হবে এবং এর উপর ভিত্তি করে আমাদের ট্রেডিং শুরু করতে হবে । আপনি যদি একজন ভালো বিশ্লেষক হতে পারেন তবে আপনার প্রত্যকটা ট্রেডের ফলাফল আসবে ইতিবাচক । ফরেক্স মার্কেটে সবাই বাই/সেল করলেও কেন বাই করা হল কিংবা কেন সেল করা হল তা অল্প কয়েকজন শুধু বিশ্লেষণ করতে পারে সঠিকভাবে । আমাদের সবারই একজন ভালো ট্রেডার হতে হলে আগে একজন ভালো মার্কেট বিশ্লেষক হতে হবে ।

dinner
2015-12-11, 01:58 AM
এটা অনেকটা ৩ পা-ওয়ালা একটি টুলের মত। যদি এর কোন একটি পা ভেঙ্গে যায়, তাহলে টুলটি ভেঙ্গে যাবে এবং আপনিও মাটিতে পড়ে যাবেন। ফরেক্সের ক্ষেত্রেও আপনার কোন একটি অ্যানালাইসিস যদি দুর্বল হয়, তবে তা আপনার ব্যাপক লসের কারন হতে পারে। তাই সব ধরনের অ্যানালাইসিসই জরুরি।

Realifat
2015-12-20, 10:44 AM
ট্রেডিং অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারন প্রতিটি ট্রেড করার পূর্বে অবশ্যই অ্যানালাইসিস প্রয়োজন। অ্যানালাইসিস ছাড়া কোনো ট্রেড করলে সেই ট্রেডে লাভের সম্ভবনা খুবকম। এজন্য ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডেই অ্যানালাইসিস করতে হবে। তাহলেই ফরেক্সের আসল উদ্দেশ্য পূরন সম্ভব হবে বলে আমি মনে করি।

basaki
2016-03-18, 05:33 PM
এনালাইসিস ছাড়া কোন কিছুই সফল হয়া যায়ন। তেমনেই ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল কিছু করতে চান তাহলে আপনাকে এনালাইসিস ভাল করে করে তারপর আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে। নাহলে আপনার লস হবার সম্ববনা থাকতে পারে বলে মনে করি। তাই মেনেজমেন্টাই ভাল।

abdulguffer
2016-03-19, 08:32 AM
ফরেক্স এ একটি ট্রেড ওপেন করার আগে একটি ভালো ইফেক্টিভে বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজেটিভ হয় । আর এজন্য ফরেক্স এ তিন রকমের এনালাইসিস করা হয় । 1) ফান্ডামেন্টাল এনালাইসিস , 2)টেকনিক্যাল এনালাইসিস , 3)সেন্টিমেন্টাল এনালাইসিস ।

yasir arafat
2016-04-01, 02:55 AM
ফরেক্স মার্কেটে অ্যানালাইসিস একটি বড় ধাপ।যা উন্নতির প্রধান উত্স বলে অভিহিত।কারণ আপনার অ্যানালাইসিসটা ভাল মানে আপনি সেখান থেকে প্রফিট পাচ্ছেন বা লস হলেও তার একটা সামঞ্জস্য থাকছে।সেটা ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য।:)

sharifulbaf
2016-05-21, 08:44 PM
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে চাইলে ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করে ট্রেডিং করতে হবে,তাহলে ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হুয়া যাবে,তাই আমাদের সব ধরনের এনালাইসিস শিখতে হবে,সব ধরনের এনালাইসিস শিখতে পারলে অনেক ভাল প্রফিট করা যাবে ফরেক্স মার্কেট হতে তাই এনালাইসিস শিখা।

RUBEL MIAH
2016-05-25, 12:11 PM
ট্র্রেডিং এ্যানালাইসিস ছাড়া কোন ট্রেডারই সফলবান হতে পারবে না । যে যত সম্ভব ফরেক্স ব্যভসা করার জন্য মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব । আর সেই চেষ্টার ফল স্বরুপই আমরা সফলবান হতে পারব । আমরা কখনই এ্যানালাইসিস করতে ভুলব না ।

Sahed
2016-07-25, 04:03 PM
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের কোন বিকল্প আছে বলে আমি মনে করি না । ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই মার্কেট এ্যনালাইসিস করতে হবে । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় ।

milonkhanfx1993
2016-09-28, 01:11 AM
ফরেক্সে একাধারে এই দুই টি বিষয় এ আপনাকে অভিজ্ঞ হতে হবে সেখেত্রে আপনি ফান্ডামেন্টাল এর অনেক বিষয় ই নেট এর বিভিন্ন সাইট এ পেতে পারেন আর টেকনিকাল অ্যানালাইসিস ও আপনাকে শিখতে হবে মারকেট এর অবস্থা বুঝার জন্য

Mamun13
2017-10-21, 10:31 AM
ফরেক্স মার্কেটে সফল ভাবে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে সঠিক ভাবে এনালাইসিস করতে হবে৷আপনি কোথায়,কেন এবং কখন Buy করবেন অথবা Sell করবেন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার এনালাইসিসের উপর৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷

Rokibul7
2020-07-21, 12:40 AM
ফরেক্স টেডিং এ যে সব এনালাইসিস ই প্রয়োজন সেটা তো সবাই জানি।আমি জানতে চাই যে আকটা ট্রেন্ড শুরু বা শেষ এটা কিভাবে বুঝতে পারবো??টেকনিক্যাল এনালাই এর মাধমে??

Md.shohag
2020-07-24, 10:49 AM
আমরা ফরেক্স যতটা সহজ মনে করি আসলে কিন্তু ততটা সহজ নয় । ফরেক্স এ সফল হতে হলে আমাদেরকে ফরেক্স এর বিভিন্ন খুটিনাটি বিষয় গুলো ভালো ভাবে জানতে হবে । ফরেক্স এর বিভিন্ন টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি আমাদেরকে নিউজ এনালাইসিস করাও শিখতে হবে । কারন মার্কেটে নিউজ এর অনেক বড় প্রভাব পড়ে । আর ফরেক্সে টিকে থাকার সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে ।

FREEDOM
2020-07-25, 12:59 PM
ট্রেডিং অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারন প্রতিটি ট্রেড করার পূর্বে অবশ্যই অ্যানালাইসিস প্রয়োজন। অ্যানালাইসিস ছাড়া কোনো ট্রেড করলে সেই ট্রেডে লাভের সম্ভবনা খুবকম। এজন্য ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেডেই অ্যানালাইসিস করতে হবে। তাহলেই ফরেক্সের আসল উদ্দেশ্য পূরন সম্ভব হবে বলে আমি মনে করি।