PDA

View Full Version : নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলুন



Bangla4x
2014-12-05, 02:16 PM
প্রত্যেক প্রফেশনাল ফরেক্স ট্রেডারেরই নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল রয়েছে। তাই নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাইলে নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলুন। অন্যের স্ট্যাইল হুবহু নকল না করে সেগুলো থেকে ট্রেডিং কৌশল ও অনুপ্রেরনা গ্রহন করুন।

gangchil
2014-12-05, 04:35 PM
নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তোলার কোন বিকল্প নেই। আপনি সবসময় আপনার মতই। আপনি আরেকজন হতে জাবেন কেন। অন্যের অনুকরন না করে নিজের মত করে এক্তা স্টাইল তইরি করুন। অন্যের কাছ থেকে শিখুন। শেখায় কোন দোষ বা লজ্জা নেই। না জেনে করাটা অপরাধ। অন্যের মত শিখে নিজের মত প্রয়োগ করুন।

mahadihasan0001
2014-12-06, 10:41 AM
হা এটা ঠিক যে প্রত্যেক ট্রেডারকে নিজ নিজ ট্রেডিং স্টেটজির উন্নয়ন করা বা নিজ ট্রেডিং স্টাইল গরে তোলা এবং সেই অনুযায়ী ট্রেড করা ঠিক । ধন্যবাদ।

ali.kamal
2014-12-09, 05:40 PM
ফরেক্স ট্রেডিং বাজার হলো ফরেক্স ট্রেডারদের সাফল্য প্রকাশ করার বা বুদ্ধিমত্তা প্রকাশের একটি উত্তম স্থান। এখানে ফরেক্স ট্রেডাররা লাভ করারা লক্ষ্যে তাদের নিজের ইচ্ছা অনুযায়ী ট্রেড করতে পারেন এবং ট্রেডিং এ নিজস্ব স্টাইল গড়ে তুলতে পারেন।

uzzal86
2014-12-09, 09:53 PM
যে কোন কাজ যখন মানুষ শুরু করে তখন কাউকে না কাউকে অনুসরন করে। একটি শিশু যখন বড় হতে শুরু করে তখন সে তার বাবা অথবা মাকে প্রথমে অনুসরন করে। কিন্তু যখন সে বড় হতে শুরু করে তখন আর বাবা মাকে অনুসরণ করে না। সে নিজের মত নিজে চলতে পারে। ঠিক একই ভাবে ফরেক্স মার্কেটেও নিজের মত করে ট্রেড স্ট্যাইল গড়ে তুলে নিতে হয়। তা হলে লাভ করা যায়।

gangchil
2014-12-09, 10:03 PM
নিজের এক্তা স্টাইল নিজেই গড়ে তুলুন। সব সময় আপনি অন্যের পরামর্শ নিয়ে চলবেন এটা তো হতে পারে না। আপনার অবশ্যই নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। তাকে আপনি কাজে লাগান। আপনার স্টাইল ধরে রাখতে পারলে আপনার পরিচিতি আপনার কাজে আসবে। নিজস্ব ট্রেডিং স্টাইল এর কোন বিকল্প নেই।

FHGCXB
2014-12-11, 06:35 AM
পতেক সফল ট্রেডার এর নিজস্ব ট্রেডিঙ স্টাইল থাকে। হুবুহু পরের স্টাইল নকল করা ঠিক না।

HELPINGHAND
2015-04-26, 12:36 AM
যখন তুমি কোন ভুল করে ফেল, তখন এর পিছনে বেশি সময় ব্যায় করো না। ভুলের পিছনের কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তাকাও। ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে। অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে।

shimulmoni
2015-04-26, 08:44 AM
হ্যা অবশ্যয় প্রত্যেক টেডারের উচিত নিজের মত করে ট্রেড পরিচালনা অথাৎ ট্রেডিং করার জন্য নিজেস্ব ট্রেডিং স্টাইলের উন্নতি করা কারন আপনি যদি অন্যের ট্রেডিং স্টাইল নকল করেন হয়তো লাভ করতে পারবেন তবে তার জন্য আপনাকে অন্যের সগনাল এর উপর নির্ভর করে চলতে হবে তাই নিজেস্ব ট্রেডিং স্টাইলে ট্রেড করুন। ধন্যবাদ।

abdullahsakib
2015-04-26, 09:18 AM
ফরেক্স নিয়ে যার অনেক দিনে অনেক কিছু অর্জন করেছে তাদের সবার কাছে গিয়ে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি আপনার নিজের কোন নিজেস্ব কোন স্টাইল বা স্ট্রাটেজি ব্যবহার করেন তো আপনি জানতে পারবেন যে হ্যা তারা করে কারন ফরেক্স এ ভাল করতে হলে আপানাকে অবশ্যই নিজের একটি স্ট্রাটেজি করে নিতে হবে।

banna
2015-05-04, 03:59 PM
আমি অনেক সফল ট্রেডারদের সাথে কথা বলেছি। আমি দেখেছি সবাই তাদের নিজস্ব সিস্টেমে ট্রেড করে। আসলে ফরেক্স মার্কেটে সফল হতে হলে নিজের একটা ট্রেড করার স্টাইল থাকা দরকার। অন্যের সিস্টেম ফলো করা উচিৎ না। আমরা যদি অন্যের সিস্টেম দেখেই ট্রেড করি, তাহলে আমাদের ফরেক্স শেখার কোন দরকার নাই। আসলে এভাবে ফরেক্স মার্কেটে সফল হওয়া যায় না। ফরেক্স মার্কেটে সফল হতে হলে আপনাকে নিজের মত করে ট্রেড করতে হবে।

Bijoysingh
2015-05-04, 04:36 PM
ফরেক্স ট্রেডারদের জন্য বলচি এই মার্কেটের মেইন সাবজেক্ট হচেছ ট্রেডিং তাই আপনি আপনার মত আপনার স্টাইলে ট্রেডিং করবেন অন্নের টা দেখবেন দেখে শিকবেন তবে অন্নের স্টাইল হুবু হু নকল করার চেষ্টা করবেন না ।

amitbd
2015-05-04, 05:22 PM
প্রত্যেক ট্রেডার এর নিজের নিজের ট্রেড করার ধরন আছে , ঠিক আমারও আছে আমি নিজের ইচ্ছামত ট্রেড করি অন্যরা কি বলল তা আমি ফলো করিনা আমি আমার ট্রেডিং প্লান অনুযায়ী চলি । তাই ভাল মানের একজন প্রফেশনাল ট্রেডার হতে হলে সবার আগে একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা তৈরি করত হবে ।

abdullahsajib
2015-05-04, 05:45 PM
ফরেক্স একটি অনলাইন ভত্তিক একটি টেকনিক্যল এনালাইসিস এর কাজ তো এখানে যদি আপনি আপানর তৈরি কারা এলাইসিস মেনে ট্রেড করেন তো আপনি এই মার্কেটে হয়তো ভালা কিছু করবেন আর নিজেস্ব একটি স্ট্রাটেজি এই মর্কেটে থাকা ভাল

Shimanto754
2015-05-11, 11:07 AM
ঠিক বলেছেন, সৃজনশীলতার এই যুগে কারও ট্রেডিং স্টাইল কপি না করে নিজেই একটা স্টাইল তৈরি করতে হবে।ভালোভাবে ফরেক্স শিখে অন্যের ট্রেডিং কোয়ালিটি পর্যালোচনা করে নিজে একটা সিধান্তে উপনীত হতে হবে।এবং নিজের মনের মাধুরি মিশিয়ে নিজস্ব ট্রেডিং স্টাইল অ্যাপ্লাই করতে হবে।তাহলেই ফরেক্স সম্পর্কে নিজের দক্ষতার প্রমান পাওয়া যাবে।

banglarkal
2015-05-11, 03:43 PM
প্রত্তেক ট্রেড তার নিজের একটি ছিন্তা ধ্রা বা হিশাবের ভিত্তি করে ট্রেড বাবশা পরিছালনা করে থাকেন । কিন্তু একটি মজার বিশয় হল সব ট্রেডার ার মার্কেট দেখার ধরন ভিন্ন । তাই আপনার মার্কেট দেখার ভঙ্গিও ভিন্ন হবে । আপনি যে যে বিশয় গুল ভাল বুজছেন আপনি সাই গুল , যেমন ইন্দিচাতর নিয়া ভাল করছেন সাই গুল নিয়া থাকুন । তাতে আপ্নারি লাভ হবে এবং নতুন একটি কৌশল তয়রি হবে যা হয়ত আপনি নিজেও জানেন না ।

moinuddib
2015-05-11, 04:25 PM
ফরেক্স মারকেতে তেরেদ করতে হলে অনেক কিছু শিখতে হয়, এর জন্ন বিভিন্ন বই পরতে হয়, ডেমো হিসাবে তেরেদ করতে হয়, অন্ন যারা ফরেক্স এ সফল তাদের থেকে ও অনেক কিছু জানতে হয়। শিখে অভিজ্ঞতা অর্জন করার কোন বিকল্প নাই। যেখান থেকে লাভবান হওয়া যাবে সেখানে থেকে ই সিখতে হবে, তবে শিখার পর যখন রেতেদ করব তখন অন্ন্রা কিভাবে তেরেদ করে সেটা ও লক্ষ্য করব, তারপর নিজে ঠিক করব আমি কিভাবে তেরেদ করব। তেরেদ এ নিজস্ব একটা সিস্টেম করে নিলে তাতে সুবিধা হয়। যেটা নিজের মত করে সাজিয়ে নিয়ে নিজের মেধা দিয়ে তেরেদ করবো।

pallabbd
2015-05-20, 01:24 AM
হ্যাঁ। আসলেই প্রতিটি ট্রেডারদেরই নিজেস্ব কিছু ট্রেডিং স্টাইল থেকে থাকে। আমি মনে করি আপনারা সকলেই ট্রেডারদের রুলস গুলো একত্র করে নিজেরা নিজেদের মত ট্রেডিং স্টাইল গড়ে তুলুন। এতে আপনি অনেক মজা পাবেন। ধন্যবাদ

mithun
2015-05-20, 03:53 AM
একেক জনের বুদ্ধিমাত্তা একেক রকম থাকে। তাই একেক জন মার্কেট ট্রেড ও ভিন্ন ভাবে করে। আমি যদি আরেক জনকে দেখে প্রাভাবিত হয়ে তার মত ট্রেড করতে চাই তাহলে আমি অনুকরণীয় ব্যক্তির মত সফল নাও হতে পারি। কারন সে তার বিবেচনা দিয়ে মার্কেট কে যাচাই করে ট্রেড করে সেখানে আমার দর্শনের সাথে তারটা নাও মিলতে পারে। আর না মিললে সফল হবার সম্ভাবনা কম থাকে। তাই সবার উচিত নিজস্ব স্টাইলে ট্রেড করা।

TselimRezaa
2015-05-20, 11:29 PM
যে কোন কাজ যখন মানুষ শুরু করে তখন কাউকে না কাউকে অনুসরন করে। একটি শিশু যখন বড় হতে শুরু করে তখন সে তার বাবা অথবা মাকে প্রথমে অনুসরন করে। কিন্তু যখন সে বড় হতে শুরু করে তখন আর বাবা মাকে অনুসরণ করে না। সে নিজের মত নিজে চলতে পারে। ঠিক একই ভাবে ফরেক্স মার্কেটেও নিজের মত করে ট্রেড স্ট্যাইল গড়ে তুলে নিতে হয়। তা হলে লাভ করা যায়।

musa
2015-05-24, 05:19 PM
আসলে প্রতিটি ট্রেডারের নিজস্ব কিছু ট্রেডিং স্টাইল থেকে থাকে। তাই আমি বলব আপনিও নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলুন। যদিও প্রথমদিকে আপনার অনেক কষ্ট হতে পারে কিন্তু পরের দিকে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ

Bappy01
2015-05-26, 12:11 PM
আমাদের সবার উচিত ফরেক্স এ নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তোলা। কারন আপনি যে স্ট্যাইলে ট্রেড করবেন তা অন্য কেউ ভাল ভাবে পারবেনা আর আপনি যদি অন্য কেউকে অনুসরন করে তার স্ট্যাইলে ট্রেড করতে চান তাহলে আপনিও ভাল ভাবে তা পারবেন না। তাই সবার উচিত যার যার স্ট্যাইলে সে সে ট্রেড করা এতে আপনি ট্রেডও ভাল ভাবে করতে পারবেন এবং অনেক কিছু বুঝতেও পারবেন আর ট্রেডে লাভও হবে।

roni11
2015-06-14, 12:57 PM
আমি অনেক দিন ফরেক্স মার্কেটে ট্রেড করছি তবে অনেক প্রকার ট্রেড আছে মানুসের কাছ থেকে জেনে ট্রেড করেছি কিন্তু ভালো করতে পারি নি তাই আমি দেখেছি যে আমার নিজের মত করে ট্রেড স্টাডি গড়ে তুলেছি সেদিন থেকে আমার ভালো লাভ করতে পারছি ।

mpapayar
2015-06-29, 12:11 PM
প্রত্যেক প্রফেশনাল ফরেক্স ট্রেডারেরই নিজেস্ব ট্রেডিং রয়েছে। তাই নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাইলে নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলতে হবে। তবে আমাদের উচিৎ ভাল ট্রেডআরদের ফলো করতে হবে । তার পর নিজেদের স্ট্যাইল ব্যবহার করা উচিৎ ।

Tamim Al Mamun
2015-06-30, 04:57 AM
হ্যাঁ অবশ্যই নিজেস্ব ট্রেডিং স্টাইল গড়ে তোলা উচিত। কারন ফরেক্স একটা অন্য রকম একটা ব্যবসা যে ব্যবসা করতে হলো আপনার অনেক কিছু যানতে হবে অনেক কিছু শিক্ষতে হবে এবং কিভাবে কি ট্রেড করবেন সেটা আপনারই ঠিক করতে হবে নিজের একটা ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে। সবার উচিত যার যার ট্রেডিং স্টাইল তার তার থাকা অন্য কারও স্টাইলে ট্রেডিং করলে আপনার ফলাফল ভাল হবে না তাই নিজের স্টাইলে ট্রেড করুন এবং খুশি থাকুন।

shihab
2015-06-30, 10:53 PM
ফরেক্স যতটা টেকনিক্যাল ঠিক তার চাইতে বেশি সাইকোলজিকাল এবং আমার মতে সবাই জার জার সাইকোলজি মাথায় রেখেই তার উপযোগী এক্তি ট্রেডিং স্ট্যাইল বা Strategy তৈরি করে থাকে। শত্রাং আমার তৈরি করা Strategy আপনার জন্য লাভজনক নাও হতে পারে।

RichMahfuz
2015-07-01, 12:01 AM
ট্রেড করার আগে সতন্ত ভাবে ট্রেড এর জন্য প্রিপারেশন নিতে হুবে। প্রত্যেক দিনের মার্কেট এনালাইসিস ডায়রিতে লিপিবদ্দ রাখতে হবে। আগেই সাজিয়ে নিতে হবে আপনি কোন পেয়ার এ ট্রেড করতে চান, কোন কোন পেয়ার সম্পর্কে আপনি ভাল ধারনা রাখেন। কোন পেয়ারের বিশিষ্ট কেমন এগুলো অবশ্যই জানা থাকতে হবে। এর পর ভাল ভাবে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করতে হবে, কারন ইনকাম করবেন অথচ শ্রম দিবেন না এটা কি হয়। তাই সময় ও শ্রম দুটোই আপনাকে দিতে হবে যদি ফরেক্স থেকে লাভবান হতে চান।

mamun93
2015-07-02, 10:55 PM
ফরেক্স মার্কেটে প্রত্যেক ট্রেডারেরই উচিত নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল/কেৌশল গড়ে তোলা। উপযুক্ত নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল/কেৌশল সফলতা অর্জনের জন্য সহায়তা করে থাকে।ট্রেডিং স্ট্যাইল বলতে প্রত্যেকেরই উচিত ট্রেড করার সময় কিছু সঠিক বা কার্যকারী পন্হা অবলম্বন করা যেমন মার্কেট এখন যে পর্যায়ে আছে তা থেকে অল্প সময়ের মধ্যে পরিবর্তন হবে এমতবস্হায় যেন পরিবর্তনের সাথে সাথে মার্জিন,ফ্রি মার্জিন এবং ইকুয়েটির ব্যাপক পরিবর্তন না হয় সেই দিকে বিশেষভাবে লক্ষ রাখতে হবে।

hmnayem
2015-07-03, 12:51 AM
প্রত্যেক প্রফেশনাল ট্রেডার দেরই নিজস্ব ট্রেডিং স্টাইল আছে। এটাকে বলে ট্রেডিং স্ট্রাটিজি । সবচেয়ে মজার ব্যপার হল এক জনের স্ট্রাটিজি আর একজনের এক জনের কাজ করে না। তাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনার নিজস্ব স্ট্রাটিজি থাকতে হবে । তা না হলে আপনি লাভ করতে পারবেন না । এবং আপনাকেই খুঁজে বের করতে হবে যে কোন স্ট্রাটিজি আপনার কাজ করবে ।।

rafi
2015-07-03, 12:55 AM
নিজের স্তাইল গরে তলা খুব দরকের। কারন তানাহলে কিছু জামেলা হতে পারে। যেমন লস হতে পারে কম জানার কারনে। ট্রেড ভুল হতে পারে। আবার জত অন্ননের হক না কেন তা অন্নর পরিস্থিতি। আপ্নের শাতে মিলতে মাও পারে। টার পর সে ভু করতে ও পারে। তবে নিজের স্তাইল বানান ভাল।

roni11
2015-08-10, 12:05 AM
ফরেক্স মার্কেটে আসলে কেউ কাউকে ফরেক্স ট্রেড শিখাতে পারে না কারন ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ধারনা দিতে পারে তবে ট্রেড করতে গেলে সবসময় নিজের একটা ভাল স্টাটেজি তৈরি করতে হয় সেই স্টাটেজি অনুজাই ট্রেড করতে হয়।

samrat
2015-08-10, 08:12 AM
ফরেক্স নিয়ে যারা অনেক দিনে অনেক কিছু অর্জন করেছে তাদের কাছে গিয়ে আমরা যদি জিজ্ঞাসা করি। আপনি কি আপনার নিজের কোন নিজেস্ব কোন স্টাইল বা স্ট্রাটেজি ব্যবহার করেছেন। তাহলে আমরা জানতে পারব। হ্যা তারা করে কারন ফরেক্স এ ভাল করতে হলে আপানাকে অবশ্যই নিজের একটি স্ট্রাটেজি করে নিতে হবে।

md.israfil
2015-08-10, 08:32 AM
ফরেক্স ট্রেড করার বিভিন্ন ধরণ আছে, একেকজন একেক আঙ্গিকে (স্টাইলে) ট্রেড করে থাকে, তবে নিজস্ব অভিজ্ঞতার আলোকে যে স্টাইল নিজে গড়ে ট্রেড করা হয়, আমি মনে করি এর চেয়ে বড় ট্রেড স্টাইল আর কেই দেখাতে পারবে না, কেননা একজনে সিগনাল দিবে বা তার স্টাইল মেনে ট্রেড করলে আপনি ট্রেডে লস করার সম্ভাবনা আছে, আর তাকে দোষ দিতে পারেন কিন্তু লাভ হবে না, তাই ট্রেড এর ক্ষেত্রে নিজের অভিজ্ঞতার স্টাইলটাই বড় মনে করি।

md mehedi hasan
2015-08-10, 08:45 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে প্রথমে আপনাকে ফরেক্স মার্কেটে সমন্ধে পুরোপুরি জ্ঞান অর্জন করতে হবে এবং বিভিন্ন প্রকার এনালাইসিস ও ইন্ডিকেটর এর মাধ্যমে একটি স্টেজির তৈরির মাধ্যমে ট্রেড করে হয়।তবেই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা যায।তবেফরেক্স মার্কেটে এসব দক্ষতা ছাড়াও ফরেক্সে ট্রেড করতে নিজেস্ব কিছু কৌশল বা পদ্ধতি থাকা দরকার এবং এণ্ডলোর সমন্বয় ঘটিয়ে ট্রেড করলে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন।

happymasud
2015-08-10, 11:10 AM
ফরেক্স এ সবার নিজের স্টাইল থাকতে হয়। তাহলে তার গেইনার হোয়ার সম্বাবনা থাকে। এর জন্য সবাইকে নিজের ট্রেডিং স্টাইল গরে তুলা দরকার।

Vimri
2015-08-10, 11:26 AM
আসাওলে ফরেক্স করতে নিজেরই একটা ট্রেডেইং স্টাইল গড়ে তুলতে হয় এর জন্য দরকার ফরেক্স সম্পর্কে একটা ভাল ধারনা এবং ফরেক্স মার্কেট এনালাইসিস করার একটা বিসাল অভিজ্ঞতা এবং আর বেশি দরকার ফরেক্স এর প্রতি ভালোবাসা

sunil
2015-08-12, 08:54 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে ভাল সফলতা পেতে হলে ফরেক্স ট্রেড করার জন্য একটি নিজস্ব ট্রেডিং এস্টাইল গড়ে তুলতে হবে তাহলে ফরেক্স ট্রেড করে ভাল সফল লাভ করা জেতে পারে নিজে জেভাবে ট্রেড করে প্রফিট করা জায় টেমন একটি ট্রেডিং স্টাইল করতে হবে।

maziz6989
2015-08-13, 10:53 AM
এর কোন বিকল্প নেই। ট্রেডিং স্টাইল যদি গড়তে না পারেন তবে আপনাকে লুজারের খাতায় নাম লেখাতে হবে। যদি তা না চান সময় . শ্রম নিবেদিত করে কিভাবে একটা প্রফিটেবল সিস্টেম বানানো যায় সেই চেষ্টা করুন। ট্রেড করার অনেক সুযোগ পাবেন আপনি যদি আপনার একউন্টে ডলার থাকে। কিন্তু একটা ট্রেডিং স্টাইল গড়ে তোলার সময় নাও পেতে পারেন।

sagor
2015-08-16, 04:24 PM
ফরেক্স ট্রেড করার জন্য সকলে একটি নিজশ্য একটি ট্রেডিং প্লান তৈরি করে ট্রেড করে আর এই প্লান অনুযায়ী ট্রেড করলে সে সফল হতে পারে কারন ফরেক্স ট্রেড কেউ কাউকে শিখাতে পারে না পারে ফরেক্স সম্পরকে ধারনা দিতে কিন্তু ফরেক্স ট্রেড নিজের মত করে একটি প্লান করে নিয়ে ট্রেড করতে হয়।

joni
2015-08-20, 09:36 PM
ফরেক্স ট্রেড করার জন্য নিজস্ব কোন ট্রেডিং প্লান ছাড়া ট্রেড করে প্রফিট করা খুভ কঠিন তাই সবসময় চেস্টা করতে হবে যে ফরেক্স ট্রেড করার জন্য নিজের মত করে একটি ভাল ট্রেডিং প্লান তৈরি করে তারপর সেই প্লান অনুযায়ী ট্রেড করতে হবে।

Momen
2015-08-20, 09:39 PM
নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলতে না পারলে আসলে ফরেক্স মার্কেটে কোন লাভ নেই। অন্যের সিগনাল শুনে শুনে আর কতদিন ট্রেড করতে ভাল লাগবে। নিজে বুঝে সঠিক ভাবে একটা ট্রেড নিতে পারলে দেখবেন মনে শান্তি বিরাজ করছে। তাই আগে নিজেকে বুঝতে হবে তারপর নিজের স্টাইলে ট্রেড শুরু করতে হবে।

kabita
2015-08-20, 11:39 PM
হ্যাঁ ফরেক্স মার্কেটে ভালো ট্রেড করতে হলে ফরেক্স মার্কেটে নিজের ট্রেডিং স্টাইল গড়ে তোলা কারণ এতে ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করা সম্ভব অন্নের স্টাইলে ট্রেড করলে খুব বেশি আয় করা সম্ভব না এচার ফরেক্স মার্কেট যদি নিজে থেকে এনালাইসিস করতে পারা যায় তাহলে এখান থেকে ভালো করে আয় করা সম্ভব

AbuRaihan
2015-08-20, 11:56 PM
অন্যর কাছ থেকে অণুকরন অণুৃসরণ করে বেশিদুর এগিয়ে যাওয়া সম্ভব নয় ৤ কারণ আমি মনে করি প্রত্যক মানুষের নিজস্ব বুদ্ধি, জ্ঞন ও বিচক্ষণতা আছে ৤ ফরেক্স এ আমাদের ট্রেড করতে মানষিক পরিশ্রম পরিশ্রম করার মাধ্যমে ৤ তাই অন্যর স্টাইল ফলো না করে নিজের মত করে নিজের একটা ট্রেডিং স্ট্রাটেজি গড়ে তুলুন ৤ এতে করে আপনি আপনার মত করে অনেক দূর এগিয়ে যেতে পারবেন ৤ কেননা অন্যকে অণুৃসরণ করার মধ্য দিয়ে প্রকৃত পক্ষে তার উপর নির্ভরশীল এবং তার মুখাপেক্ষি হয়ে পড়বেন ৤ কিন্ত কোন স্বধীন মানুষ অন্যর মুখাপেক্ষি হতে চাইনা ৤

Defender
2015-08-21, 12:37 AM
কোন কিছু নিজের মত করলে সেটা ভাল হয়।কারন এটা আমরা জানি আমার মত করে আমি ভাবি আর আপনার মত আপনি ভাবেন।তাই নিজের কেনো স্টাইল খাকলে সেটা কাজে লাগানো যায়।আপনার ভাবার স্টাইট আপনার মত আর আমার টা আমার কাছে,তাই নিজ স্টাইল হলে কাজ করা যায়।

nasir
2015-08-21, 03:43 AM
আমরা অনেক আছি যারা রোবট ইউজ করি,ইন্ডিকেটর ইউজ করি কিন্থু ট্রেডিং স্ট্যাইলটা নিজের ইউজ করি না।তাই আমরা অনেক সময় লস করি বা লাভ না করতে পেরে ফরেক্স ছেরে দেয়।জার কারন আমরা ফরেক্স টাকে ভালভাবে বুজতে পারি না।তাই প্রত্থেক কে নিজের ট্রেডিং স্ট্যাইল উইজ করতে হবে।তবেই আমরা ফরেক্স এ সফল হতে পারব।

sona
2015-08-26, 01:21 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে প্রফিট করা বা সফল হতে হলে অবশ্যই ফরেক্স মার্কেটে নিজশ এক্ট ট্রেডিং স্টাইল তৈরি করতে হবে তাহলে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা বা ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব হবে ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন ।

azizulfx2
2015-08-26, 01:32 PM
অনেক সফল ট্রেডারদের সাথে কথা বলেছি। আমি দেখেছি সবাই তাদের নিজস্ব সিস্টেমে ট্রেড করে। আসলে ফরেক্স মার্কেটে সফল হতে হলে নিজের একটা ট্রেড করার স্টাইল থাকা দরকার। অন্যের সিস্টেম ফলো করা উচিৎ না। আমরা যদি অন্যের সিস্টেম দেখেই ট্রেড করি, তাহলে আমাদের ফরেক্স শেখার কোন দরকার নাই। আসলে এভাবে ফরেক্স মার্কেটে সফল হওয়া যায় না। ফরেক্স মার্কেটে সফল হতে হলে আপনাকে নিজের মত করে ট্রেড করতে হবে।

Armi
2015-08-26, 04:35 PM
এই মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের সকল্কে সব সময় কিক্সু নিওম মেনে এই মার্কেট এ ট্রেড করতে হবে। আমরা যদি ঠিক মত করি তাহলে আমদের প্রতি মাসে এভারেজ একটি ইঙ্কাম হবে। আমি এই মার্কেট এ আমার নিজের স্তাইল এ ট্রেড করে থাকি। আমি যদি ঠিক মত করতে পারি তাহলে আমি সব সময় ভাল প্রুফিত করতে পারবো।

monorom
2015-08-26, 04:48 PM
আপনি যত বেশি ফরেক্স মার্কেট জ্ঞান অর্জন করবেন আপনার দক্ষতা তত বারবে । আপনি যত বেশি অভিজ্ঞ হয়ে উটবেন আস্তে আস্তে আপনার নিজেস্ব কোন ট্রেডিং স্টাইল গড়ে উটবে । আপনার কোন সমস্যা হলে অন্যের কাছ থেকে সমাধান করতে শিখতে পারেন তবে অন্যের ট্রেডিং স্টাইল ফলো করলে আপনার জন্য ভুল শিক্ষা হবে । তাই নিজেস্ব একটি ট্রেডিং স্টাইল গড়ে তুলা খুব দরকার ।

Fxaziz
2015-08-26, 05:43 PM
ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত আমাদের মেধা দিয়ে ট্রেড করি। তাই ফরেক্স মার্কেট এ যে যত বেসি অভিজ্ঞ হবে সে তত বেসি ফরেক্স মার্কেট এ সফল হবে। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আপনি আপনার নিজস্ব ট্রেডিং স্টাইল গরে তুলোন।আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অন্য কার ট্রেডিং এর উপর নির্ভর করেন তাহলে সে ছাইলে আপনাকে ফরেক্স মার্কেট থেকে দুরে ঠেলে দিতে পারে। তাই নিজস্ব ট্রেডিং স্টাইল গরে তুলোন।

chor
2015-08-26, 06:05 PM
আসলে ফরেক্স মার্কেটে ভালো কিছু করতে হলে অবশ্যই এখানে নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে আর আমি দেখেছি ট্রেডাররা তাদের নিজস্ব সিস্টেমে ট্রেড করে। আসলে ফরেক্স মার্কেটে সফল হতে হলে নিজের একটা ট্রেড করার স্টাইল থাকা দরকার। এতে লাভ লস আপনার উপর নির্ভর করে কিন্তু আরেকজনের ট্রেডিং স্টাইলে ট্রেড করে লস হলে মনকে বুঝদেওয়া যায় না এজন্য ফরেক্স মার্কেটে সফলতা পেতে গেলে নিজস্ব ট্রেডিং স্টাইল দরকার

lopa
2015-08-30, 10:59 AM
ফরেক্স মার্কেটে আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু শেখার চেস্টা করেছি কিছু দেখেছি এবং অভিজ্ঞতা থেকে বলছি যে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা যায় ভিবিন্ন প্রতিস্টান থেকে কিন্তু ফরেক্স ট্রেডিং কেউ শিখায় দিতে পারে তাই দরকার ফরেক্স ট্রেডিং প্লান নিজের মত করে গড়ে তলা।

Jobless
2015-08-30, 11:37 AM
হ্যা ফরেক্স কাজ করার জন্য আমদের কে নিজের ট্রেডিং স্টাইল ব্যাবহার করতে হবে আর আমেদের সেই রুল মোতাবেক ট্রেড করতে হবে তাহলে আমরা বেশি প্রফিট আয় করতে পারবো।আমরা বেশিরভাগ দেখি যে কেউ কেউ অন্য কোন ট্রেডার এর স্টাইল ফলো করে থাকে কিন্তু এটা ঠিক না আপনার সময় সাধ্যনুযায়ী আপনাকে ট্রেডিং করা উচিত।মার্কেট কে ভাল ভাবে পর্যবেক্ষন করে ট্রেড করবেন সে ক্ষেত্রে আমরা কয়েকদিন ট্রেড করলেই বুঝতে পারবো মার্কেট সর্ম্পকে তাই আসুন নিজের স্টাইল ব্যাবহার করি ফলো করা বাদ দি।

sima
2015-08-30, 02:59 PM
ফেরেক্স মার্খেটে টিকে থাকতে হলে আপনাকে অনেক চ্যালেঞ্জ নিতে হতে পারে। আর এর মধ্যে একটি হল নিজস্ব ট্রেডস্টাইল। আর এটি যদি আপনার না থাকে আর আপনি যদি অন্যের স্ট্রাটেজি ফলো করেন তাহলে আপনি অবশ্যইক্ষতিগ্র্স্থ হবেন।

milahasan_268
2015-08-30, 03:04 PM
নিজের এক্তা স্টাইল নিজেই গড়ে তুলুন। সব সময় আপনি অন্যের পরামর্শ নিয়ে চলবেন এটা তো হতে পারে না। আপনার অবশ্যই নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। তাকে আপনি কাজে লাগান। আপনার স্টাইল ধরে রাখতে পারলে আপনার পরিচিতি আপনার কাজে আসবে।

azizulhaque
2015-08-30, 06:23 PM
অনেক সফল ট্রেডারদের সাথে কথা বলেছি। আমি দেখেছি সবাই তাদের নিজস্ব সিস্টেমে ট্রেড করে। আসলে ফরেক্স মার্কেটে সফল হতে হলে নিজের একটা ট্রেড করার স্টাইল থাকা দরকার। অন্যের সিস্টেম ফলো করা উচিৎ না। আমরা যদি অন্যের সিস্টেম দেখেই ট্রেড করি, তাহলে আমাদের ফরেক্স শেখার কোন দরকার নাই। আসলে এভাবে ফরেক্স মার্কেটে সফল হওয়া যায় না। ফরেক্স মার্কেটে সফল হতে হলে আপনাকে নিজের মত করে ট্রেড করতে হবে।

Remon808
2015-08-30, 06:41 PM
ফরেক্স ট্রেডিংয়ে আপনার অবশ্যই একটি নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল থাকা বান্চনিয় তা না হলে আপনি ফরেক্স ট্রেডিং করে বেশি দূর আগাতে পারবেন না।এই ট্রেডিং স্ট্যাইল আপনাকে ভাল ভাবে মার্কেট বুঝে ট্রেড করতে সাহায্য করবে এবং আপনি সেখান থেকে ভাল প্রফিট লাভ করতে পারবেন।

amranamir
2015-08-30, 06:51 PM
প্রত্যক ফরেক্স ট্রেডার নিজস্ব ট্রেড়িং স্টাইল থাকে।নিজস্ব স্টাইল অনুযায়ী ট্রডিং করে থাকেন ।এমন অনেক অছেন কার্বন কপি করে থাকেন,এতে নিজের ক্ষতি হয়। অপরের কাচথেকে শিক্ষা গ্রহন করা ভাল, কিন্তু তাই বলে শিক্ষকের ধ্যেন ধারনা অার ছাত্রের ধ্যেন ধারনা এক নয়।তাই নিজের সম করে ট্রেডিং স্টাইল গডে তোলা মঙ্গল জনক

sumonyahoo24
2015-09-30, 11:42 PM
আপনি যে স্ট্যাইলে ট্রেড করবেন তা অন্য কেউ ভাল ভাবে পারবেনা আর আপনি যদি অন্য কেউকে অনুসরন করে তার স্ট্যাইলে ট্রেড করতে চান তাহলে আপনিও ভাল ভাবে তা পারবেন না।ট্রেডিং স্টাইল যদি গড়তে না পারেন তবে আপনাকে লুজারের খাতায় নাম লেখাতে হবে। যদি তা না চান সময় . শ্রম নিবেদিত করে কিভাবে একটা প্রফিটেবল সিস্টেম বানানো যায় সেই চেষ্টা করুন। ট্রেড করার অনেক সুযোগ পাবেন আপনি যদি আপনার একউন্টে ডলার থাকে।

onlyfx
2015-10-31, 04:48 PM
হ্যাঁ শুধু অন্যের দেয়া সিগ্ন্যাল বা অন্যের কথায় ট্রেড না করে নিজের মত করে মার্কেট এনালাইসিস করা শিখতে হবে । আপনি যত বেশি মার্কেট এনালাইসিস করতে পারবেন আপনি তত বেশি দক্ষ হবেন । আপনি যদি ফরেক্সে দক্ষ হতে চান তাহলে অন্যকে কপি করে দক্ষ হওয়া যাবে না । নিজে এনালাইসিস করতে হবে । নিজে নতুন কোন স্ট্রাটেজি বের করে ফেলুন আপনার মার্কেট এনালাইসিস থেকে । তাহলে আপনি নিজে একসময় ফরেক্সের অনেক বড় সফল ট্রেডার হতে পারবেন ।

SyedImrul8008
2015-10-31, 05:16 PM
ফরেক্স ট্রেডিংয়ে নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল অনেক গুরুত্বপূন একটি বিষয় আপনি যতই ভাল ফরেক্স ট্রেডিং জানুন না কেন আপনার যদি নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল না থাকে তা হলে আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ খুজে পাবেন না তাই অবশ্যই প্রত্যেক ট্রেডারেরই নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল থাকা উচিত।

maziz6989
2016-01-13, 09:36 PM
আসলে নিজস্ব ট্রেডিং স্টাইল বলতে বোঝানো হয়েছে নিজের একটা ট্রেডিং স্ট্রাটেজি তৈরী করা। যতক্ষন পর্যন্ত নিজের সুন্দর একটা স্ট্রাটেজি তৈরী করা না যায় ততক্ষন পর্যন্ত লাইভ মার্কেট এ না আসাই উত্তম। কেননা এখানে লস করা খুবই সোজা কিন্তু লাভ করা বা ঠিকে থাকা খুবই কঠিন।

Selim BU
2016-01-13, 10:10 PM
ফরেক্সে ট্রেড করতে করতে প্রত্যেকেরই নিজস্ব ট্রেডুং স্টাইল গড়ে ওঠে। এটা একটা স্বাভাবিক ব্যপার। তবে আমার মতে নিজের ট্রেডিং স্টাইল গড়ার জন্য গোছালো ভাবে আগানো উচিত। এতে করে নিজের ট্রেডিং স্টাইল একটা ভিত্তি পায় যা অনেক কাজে দেবে ভবিষ্যতে।

Marufa
2016-02-03, 08:50 PM
নিজেকে একটি ট্রেডিং ডিসিপ্লিন এর মধ্যে নিয়ে আসতে না পারলে ট্রেড করে কখনও লাভবান হওয়ার সম্ভাবনা নেই বলে আমি মনে করি । একটি ট্রেডিং প্লান একটি ভাল মানি ম্যানেজমেন্ট এবং সেগুলো একশ ভাগের মধ্যে একশভাগ মেনে চলার মধ্যে ট্রেডিং এর সফলতা নির্ভর করে । বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডিং স্টাইল গড়ার জন্য মানুষ বছরের পর বছর চেষ্টা করে যায় ।

razu777
2016-02-07, 05:37 PM
আমি মনে করি নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তোলার কোন বিকল্প নেই। আপনি সবসময় আপনার মতই। আপনি আরেকজন হতে জাবেন কেন। অন্যের অনুকরন না করে নিজের মত করে এক্তা স্টাইল তইরি করুন। অন্যের কাছ থেকে শিখুন। শেখায় কোন দোষ বা লজ্জা নেই। না জেনে করাটা অপরাধ। অন্যের মত শিখে নিজের মত প্রয়োগ করুন।

MotinFX
2016-02-08, 11:15 AM
ফরেক্স করতে হলে আমাদের কে একটি নিজস্ব ট্রেডিং স্ট্রেটেজি তৈরি করতে হবে । আমাদের ফরেক্স মার্কেটে এই ভাবে একটি সিসটেম তৈরি হবে। যারা সফল ট্রেডার তারা প্রত্যেকে নিজেস্ব ট্রেডিং পদ্ধতিতে ট্রেড করে। আপনাদের মতা মত জানান।

basaki
2016-02-08, 11:23 AM
হা আপনা কথাটা আমি খুব পছন্দ করেছি। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে অনেক অনেক কিছুই ব্যবহার করে এমনকি অনেক পড়াশুনা করে নিজের মত করে ট্রেড স্টাইল বানিয়ে ট্রেড থাকে। আমিও একটি স্টাইল ফরেক্স মার্কেটে ট্রেড করতে নিজস্ব পদ্ধতি ব্যবহার করে থাকি শেটা হচ্ছে কেন্ডেল স্টিক পদ্ধতি।

RUBEL MIAH
2016-02-11, 02:41 PM
আমাদের সকলের উচিত হবে নিজস্ব স্টাইলে ট্রেড করা । যে এই ট্রেড ঠিকমত ধৈর্য্যের সহিত করতে পারবে সে অবশ্যই সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সকলে এই ব্যবসা ট্রেড ব্যবসা দক্ষতার সহিত করার চেষ্টা করব তাহলেই সফরকাম হতে পারব ।

Vision
2016-02-11, 02:54 PM
নিজস্ব ফরেক্স ট্রেডিং স্টাইল গড়ে তুলতে না পারলে অনেক বেশি সমস্য হবে । নিজস্ব ফরেক্স ট্রেডিং স্টাইল বলতে এখানে বুঝানো হচ্ছে যে নিজের একটা সিস্টেম গড়ে তোলা যে সিস্টেমের মাধ্যমে আমরা অনেক বেশি কৈশলী হয়ে ট্রেড করতে পারি । আসলে নিজস্ব কোন ট্রেডিং স্ট্রাটেজি না থাকলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি ভুগতে হবে । কেননা আমরা তখন অন্যর উপর নির্ভরশীল হতে শুরু করব । আর অন্যর উপর নির্ভরশীলতা সবসময় ক্ষতিকর একটা বিষয় ।

sharifulbaf
2016-05-13, 03:16 PM
ফরেক্স মার্কেটে আমরা অন্য মানুষের ট্রেডিং সিগনাল অনুসরণ না করে নিজে এনালাইসিস করে ট্রেডিং করা অনেক ভাল, তাই নিজের স্টাইলে ট্রেডিং শিখা,প্রথম প্রথম লস হতে পারে যদি স্টাইল ভাল করে আয়াত্ব করা যায় তাহলে ফরেক্স মার্কেট হতে অনেক ইনকাম করা যাবে,তাই ফরেক্স মার্কেটে আমরা করে থাকি।

dwipFX
2016-05-13, 06:09 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হরে নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সব সময় ট্রেড করা যাবে।ফরেক্স মার্কেটে ট্রেড করার মুল চাবি কাঠি হল নিজস্ব ট্রেডিং স্টাইল তৈরি করতে পারলে এবং ট্রেডিং স্টাইলে লাভবান হলে সেটাকে ধরে রাখতে হবে।

Mrs.SaoudiaIslam111989
2016-05-13, 07:33 PM
আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রত্যেকেরই একটি নিজেস্ব ট্রেডিং স্টাইল থাকা উচিত আর সেই ট্রেডিং স্টাইলে অবশ্যই ট্রেডিং দক্ষতার এবং অভিজ্ঞতার ছ্প থাকতে হবে।ট্রেডিং স্টাইর সব সময় হতে হবে নিয়ম নীতির আলোকে তা না হলে ঐ ট্রেডিং স্টাইডল দিয়ে ভার কিছু পাওয়া যাবে না।

Moon
2016-05-13, 07:54 PM
স্ট্রাটেজি বিষয়টা একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে । তবে সবারটা কখনো এক হতে পারে না । কারণ কারোটা অনেক ভালো হতে পারে আবার কারোটা তুলনামুলক কম ভালো হতে পারে । তবে ট্রেডিং স্টাইল থাকলে একটা ধারাবাহিকতা থাকে এবং এর মাধ্যমে অনেক ভালো সফলতা পাওয়া যায় । যদিও আমি এখনো নতুন বলে নিদ্দিষ্ট কোন স্টাইল গড়ে তুলতে পারি নি ।

Tazul Islam
2016-05-13, 08:01 PM
ট্রেডিং স্টাইল গঠন করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু কোনটাই কা জে আসছে না। নিউজ এর সময় বা অন্য যেকোন সময় কোন ফর্মুলাই কাজে লাগছে না। কি করব ভেবে পাচ্ছিনা । ফরেকস্ মার্কেট নাকি নিয়ম নিতি মেনে চলে , আমি তো দেখি নিয়মের বাহিরেও চলে।

জ্যাক কয়েন
2016-05-14, 02:52 PM
আমি মনে করি যারা ফরেক্স এ ট্রেড করে তাদের প্রত্যেকেরই একটি নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল থাকা উচিত। আমার ফরেক্স এ নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল হল প্রথমত আমি মার্কেটের বর্তমান অবস্থা বুজতে চেষ্টা করি এরপরে ট্রেড করি। এছাড়াও আমার বেস্ট ট্রেডিং স্ট্যাইল হল আমি চার্ট দেখে শর্ট টাইম ট্রেড করি।

raju0000
2016-05-14, 10:26 PM
নিজের ট্রেডিং প্লান থাকাটা অনেক জরুরি.কারণ সবাই একইভাবে ট্রেডিং এ সফল হতে পারেনা.তাহলে একজন কে অনুসরণ করেই সকলে ট্রেডিং এ সফল হতে পারত.আপনি একজন সফল ত্রাদের এর কাছ থেকে ধারণা নিতে পারেন কিন্তু তাকে পুন্খানু-পুন্খু অনুসরণ করতে পারবেননা.তাই আপনাকে নিজের প্লান করতে হবে যা দিয়ে আপনি সফল হতে পারবেন.

kholil
2016-09-28, 11:41 AM
ফরেক্সে ট্রেডিং করতে পারাটাই সব । ফরেক্সে কাজ সবাই করতে পারে কিন্তু ফরেক্সে ট্রেড করার মত দক্ষতা সবার থাকে না । ফরেক্সে ভাল কিছু করতে হলে ফরেক্সের ট্রেডিং দক্ষতা ভাল থাকতে হবে । ফরেক্সে প্রত্যেকের নিজেস্ব একটা ট্রেডিং স্টাইল থাকে । সবার এই ট্রেডিং স্টাইল এক রকম থাকে না । এই ট্রেডিং স্টাইল গড়ে ওঠে নিজেদের ট্রেডিং প্রাকটিসের উপর । তাই সবাই বেশি করে ট্রেডিং প্রাকটিস করে ট্রেডিং স্টাইল গড়ে তুলবো ।

sheam
2016-10-25, 10:56 AM
আমি অনেক দিন ফরেক্স মার্কেটে ট্রেড করছি তবে অনেক প্রকার ট্রেড আছে মানুসের কাছ থেকে জেনে ট্রেড করেছি কিন্তু ভালো করতে পারি নি তাই আমি দেখেছি যে আমার নিজের মত করে ট্রেড স্টাডি গড়ে তুলেছি সেদিন থেকে আমার ভালো লাভ করতে পারছি ।

janasa
2016-10-25, 12:04 PM
প্রথমে আমি আমার মার ট্রেডিং স্ট্যাইল মতে ট্রেড করতাম । কিন্তু এখন আমি নিজে নিজে ট্রেড করি । কারন এখন আমি ফরেক্স ট্রেড সম্পর্কে ভাল বুঝি । আমি বলতে পারি যে আমাদের সকলকে নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে উচিত । তাহলে আমরা লস খুব কম কম করবো । নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলে আমাদের লাইভ ট্রেড করা উচিত ।

Mamun13
2017-09-27, 07:59 PM
আমাদের প্রত্যেকের নিজস্ব ট্রেডিং স্টাইল বা সিস্টেম আছে তা নাহলে আমরা কখোনোই পেশাদার ট্রেড করে নিয়মিত প্রফিট করতে পারবো না বা সম্ভব নয়৷অভিজ্ঞ এবং দক্ষ ট্রেডারদের একটি নির্দিষ্ট ট্রেডিং স্ট্র্যাটেজী থাকে৷তাদের ট্রেডিং সাইকোলোজী খুবই মজবুত থাকে৷তারা প্রত্যেক ট্রেডেই সঠিক ভাবে মানি মেনেজমেন্ট ও রিস্ক রেসিও রিওর্য়াড মেনে চলেন৷আমাদের সবার উচিৎ এই সব বিষয়গুলো লক্ষ্য রেখে ট্রেড করার অভ্যাস গড়ে তোলা৷

riponinsta
2017-09-28, 04:22 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনার একটা ভাল ট্রেডিং সিস্টেম থাকতে হবে যেই ট্রেডিং সিস্টেম দিয়ে আপনি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করবেন তাই আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হন তা হলে আপনার ফরেক্স মার্কেট এ একটা ট্রেডিং সিস্টেম তৈরি করে নিতে হবে না হলে আপনাকে একটা ভাল ট্রেডিং সিস্টেম খুজে সেই সিস্টেম এ ট্রেড করতে হবে

Mahidul84
2017-09-28, 07:15 PM
আসলে ফরেক্স মার্কেটে আপনি যত বেশি নিজের অভিজ্ঞতা খাটিয়ে নতুন ধরনের কৌশল ও ট্রেডিং সিস্টেম তৈরি করতে পারনে তাহলে আপনি খুব তাড়াতাড়ি ফরেক্স এ লাভবান হতে পারবেন। এবং নিয়মিত ট্রেডিং এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে নিজের স্ট্যাইলকে গড়ে তুলতে পারবেন।

01797733223
2017-12-06, 12:02 PM
প্রত্যেকটা ট্রেডারের নিজস্ব এবং নির্ধারিত একটি ট্রেডিং স্টাইল রয়েছে, সেটাকে অনুসরন করেই সে তার ভবিষ্যতের ট্রেডিং পরিকল্পনা করে সামনের দিকে অগ্রসর হতে থাকে । কারন দীর্ঘদিন এই মার্কেটের সাথে চলার দরুন বা চলতে চলতে তার নিজস্ব একটা ট্রেডিং স্টাইল অটোমেটিক্যালী গড়ে উঠে । সুতরাং যদি নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে দেখতে চাইলে আপনাকে অবশ্যই নিজের একটা ভাল সিস্টেম কিংবা নিজেস্ব একটা ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে ।

expkhaled
2017-12-06, 12:54 PM
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে শিখতে হয় সাড়াজীবন যদি আপনি শিখতে পারেন তাহলে লাভবান হতে পারবেন। ফরেক্স স্ট্রেটেজি নির্ভর ব্যবসা এখানে ব্যবসা করতে হলে একটি সুদিস্ট পদ্ধতি অবলম্বন করেই ব্যবসা করতে হয়। আপনি আপনার স্ট্রেটেজিকে যত টিউনআপ করবেন তত বেশী সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। তাই দীর্ঘদিন একটি স্ট্রেটেজি নিয়ে মার্কেট এ কাজ করার পর ডিসিশন নিতে হয় এটি কতটা নির্ভরশীল।

Grimm
2018-01-23, 09:33 PM
আমার মনে হয় যদি কেউ এই ব্যবসায নিজেস্ব ট্রেডিং কৌশল গড়ে তুলতে পারে তাহলে সে অনেক ভাল উপার্জন করতে পারবে। আর প্রতিনিয়ত তার কৌশল বাজারের সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তন করতে পারে এতে করে সে যেমন বাজার সম্পর্কে ভালভাবে জানতে পারতাছে তেমনি মুনাফাভিত্তিক একটি ভাল কৌশল তৈরি করতে পারতাছে। তাই আমার মতে নিজেস্ব ট্রেডিং কৌশল থাকা অনেক লাভজনক।

kazol76
2018-01-23, 09:56 PM
ফরেক্স একটি লাভবান ব্যবসা এখানে সবাই বেশি বেশি লাভ করার জন্য এবং আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিনিয়োগ করে থাকে। তাই এই ব্যবসার সব দিকই সবাইকে ভালোভাবে জানা উচিৎ তা নাহলে যেকোন সময় যেকেউ অতিরিক্ত ক্ষতির সমুক্ষিন হতে পারে। তাই বেশি বেশি ডেমো প্র্যাকটিশ করে এবং বেশি বেশি পড়াশোনা করে নিজের একটি ট্রেডিং স্ট্যাইল গড়ে তোলা প্রয়োজন, যে ট্রেডিং স্ট্যাইল থেকে প্রতিনিয়ত সে প্রফিট করতে পারে এই মার্কেট থেকে। কোন সঠিক পরিকল্পনা ছাড়া কেউ এখানে লাভ করতে পারবেনা বলে আমি মনে করি।

maziz6989
2018-01-23, 10:08 PM
আমার জানামতে জিনিসটা হওয়া উচিত স্ট্রাটেজি। স্টাইল অন্য বিষয়। কেননা আপনি যখনই এই মার্কেট এ লাইভ ট্রেড করতে শুরু করবেন আপনার সবার আগে দরকার হবে স্ট্রাটেজি। যদি আপনার স্ট্রাটেজি বিল্ড আপ না হয়ে থাকে তবে ফলাফল খুবই খারাপ।

ankus
2018-01-31, 11:02 AM
ফরেক্স মার্কেটে আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু শেখার চেস্টা করেছি কিছু দেখেছি এবং অভিজ্ঞতা থেকে বলছি যে ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা যায় ভিবিন্ন প্রতিস্টান থেকে কিন্তু ফরেক্স ট্রেডিং কেউ শিখায় দিতে পারে তাই দরকার ফরেক্স ট্রেডিং প্লান নিজের মত করে গড়ে তলা।

Mahidul84
2018-01-31, 08:03 PM
হ্যা আমি মনে করি যে যত বেশি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ হয়ে উঠতে পারবে সে তত বেশি নিজের ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলতে পারবে। কারণ এতে নির্ভর করে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা দ্বারা মার্কেটে অবস্থান সম্পর্কে ধারণা অর্জন করে থাকবেন এবং তার উপর ভিত্তি করে অবশ্যই একটা ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলতে পারবেন এমনটাই আমি বিশ্বাস করি।

iloveyou
2018-02-11, 08:16 PM
হ্যা ভাই এখানে টিকে থাকার জন্য এবং নিজের ভবিষ্যৎ*কে একটা সুন্দর রুপ প্রদান করার জন্য, আপনাকে আগে নিজের একটা ট্রেডিং স্টাইল কিংবা নিজের একটা স্ট্রাটিজি বানিয়ে আপনাকে ট্রেড করতে হবে। এটা যতদিন আপনি না তৈরি করতে পারবেন, ততদিন আপনাকে এখানে অনেক ঝামেলা পোহাতে হবে, অনেক হোচোট খেতে হবে, এমনকি একসময় আপনি বিরক্ত হয়ে পড়তে পারেন অথবা হতাশ। তাই চিন্তার কোন কারন নেই, আস্তে আস্তে একসময় হয়ে যাবে, তবে মার্কেটকে প্রচুর সময় দিতে হবে।

Amiforex
2018-02-11, 09:11 PM
সঠিক এবং প্রচুর ডেমো প্র্যাকটিসের মাধ্যমে একজন ট্রেডারকে একটি ট্রেডিং প্লান তৈরী করা খুবই জরুরী এই ব্যবসায় কারণ সঠিক কোন পরিকল্পনা ছাড়া কেউ খুব একটা ভালো করবে না এখানে। তাই সকলের উচিত ডেমোতে সেই পরিমান ডিপোসিট নিয়ে প্র্যাকটিস করা যা সে ভবিষ্যতে রিয়েল মার্কেটে ডিপোসিট করে ট্রেড করতে চায়, যদি সে ডেমোতে প্রচুর পরিমান ক্যাপিটেল নিয়ে প্র্যাকটিস করে তবে আমার মতে কিছুই বুঝতে পারবেনা ট্রেডিং সম্পর্কে। নিজের একটি প্লান তৈরী করতে তাকে অবশ্যই সঠিকভাবে প্র্যাকটিস করতে হবে।

Grimm
2018-02-11, 11:07 PM
একজন ট্রেডার যদি নিজের ট্রেডিং কৌশল গড়ে তুলতে পারেন আর তা দিয়ে যদি তিনি সফলভাবে ট্রেড করে মুনাফা উপার্জন করতে পারেন তাহলে আমার মনে হয় তার আর অন্য কিছু না করলেও চলবে। কারণ সে যেকোন সময় বাজারের সাথে তাল মিলিয়ে তার কৌশল উন্নয়ন করতে পারবে। কিন্তু অন্য কারো কৌশলে সেটা করা সম্ভব নয়। তাই আমি মনে করি সবারই নিজেস্ব ট্রেডিং কৌশল থাকা উচিত।

Md_MhorroM
2018-11-06, 11:19 PM
আমার মতে আমাদের সবার উচিৎ ফরেক্স এ নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তোলা। কারন আপনি যে স্ট্যাইলে ট্রেড করবেন তা অন্য কেউ ভাল ভাবে পারবেনা আর আপনি যদি অন্য কেউকে অনুসরন করে তার স্ট্যাইলে ট্রেড করতে চান তাহলে আপনিও ভাল ভাবে তা পারবেন না। তাই সবার উচিত যার যার স্ট্যাইলে সে সে ট্রেড করা এতে আপনি ট্রেডও ভাল ভাবে করতে পারবেন এবং অনেক কিছু বুঝতেও পারবেন আর ট্রেডে লাভও হবে।

ujoy
2019-01-22, 03:25 PM
হ্যাঁ অবশ্যই নিজেস্ব ট্রেডিং স্টাইল গড়ে তোলা উচিত। কারন ফরেক্স একটা অন্য রকম একটা ব্যবসা যে ব্যবসা করতে হলো আপনার অনেক কিছু যানতে হবে অনেক কিছু শিক্ষতে হবে এবং কিভাবে কি ট্রেড করবেন সেটা আপনারই ঠিক করতে হবে নিজের একটা ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে। সবার উচিত যার যার ট্রেডিং স্টাইল তার তার থাকা অন্য কারও স্টাইলে ট্রেডিং করলে আপনার ফলাফল ভাল হবে না তাই নিজের স্টাইলে ট্রেড করুন এবং খুশি থাকুন।

marjahan
2019-01-28, 11:28 PM
ফরেক্স ট্রেড করার জন্য সকলে একটি নিজশ্য একটি ট্রেডিং প্লান তৈরি করে ট্রেড করে আর এই প্লান অনুযায়ী ট্রেড করলে সে সফল হতে পারে কারন ফরেক্স ট্রেড কেউ কাউকে শিখাতে পারে না পারে ফরেক্স সম্পরকে ধারনা দিতে কিন্তু ফরেক্স ট্রেড নিজের মত করে একটি প্লান করে নিয়ে ট্রেড করতে হয়।

cane
2019-01-29, 01:33 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হরে নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সব সময় ট্রেড করা যাবে।ফরেক্স মার্কেটে ট্রেড করার মুল চাবি কাঠি হল নিজস্ব ট্রেডিং স্টাইল তৈরি করতে পারলে এবং ট্রেডিং স্টাইলে লাভবান হলে সেটাকে ধরে রাখতে হবে।

Panna1989
2019-07-22, 10:23 PM
আমি দেখেছি সকল সফল ট্রেডার সবাই তাদের নিজস্ব সিস্টেমে ট্রেড করে। আসলে ফরেক্স মার্কেটে সফল হতে হলে নিজের একটা ট্রেড করার স্টাইল থাকা দরকার। অন্যের সিস্টেম ফলো করা উচিৎ না। আমরা যদি অন্যের সিস্টেম দেখেই ট্রেড করি, তাহলে আমাদের ফরেক্স শেখার কোন দরকার নাই। আসলে এভাবে ফরেক্স মার্কেটে সফল হওয়া যায় না। ফরেক্স মার্কেটে সফল হতে হলে আপনাকে নিজের মত করে ট্রেড করতে হবে।

Mazharul777
2019-07-22, 10:24 PM
আমার মতে আমাদের সবার উচিৎ ফরেক্স এ নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তোলা। কারন আপনি যে স্ট্যাইলে ট্রেড করবেন তা অন্য কেউ ভাল ভাবে পারবেনা আর আপনি যদি অন্য কেউকে অনুসরন করে তার স্ট্যাইলে ট্রেড করতে চান তাহলে আপনিও ভাল ভাবে তা পারবেন না। তাই সবার উচিত যার যার স্ট্যাইলে সে সে ট্রেড করা এতে আপনি ট্রেডও ভাল ভাবে করতে পারবেন এবং অনেক কিছু বুঝতেও পারবেন আর ট্রেডে লাভও হবে।

DuckHunt
2019-07-22, 10:27 PM
আমি এই কথার সাথে একমত। অবশ্যই নিজেস্ব ট্রেডিং স্টাইল গড়ে তোলা উচিৎ। কারন ফরেক্স একটা অন্য রকম একটা ব্যবসা যে ব্যবসা করতে হলো আপনার অনেক কিছু যানতে হবে অনেক কিছু শিক্ষতে হবে এবং কিভাবে কি ট্রেড করবেন সেটা আপনারই ঠিক করতে হবে নিজের একটা ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে। সবার উচিত যার যার ট্রেডিং স্টাইল তার তার থাকা অন্য কারও স্টাইলে ট্রেডিং করলে আপনার ফলাফল ভাল হবে না তাই নিজের স্টাইলে ট্রেড করুন এবং খুশি থাকুন।

reser
2019-09-24, 11:44 PM
হ্যা ভাই ফরেক্সে নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলতে না পারলে কোন লাভ নেই। অন্যের সিগনাল শুনে শুনে আর কতদিন ট্রেড করতে ভাল লাগবে। নিজে বুঝে সঠিক ভাবে একটা ট্রেড নিতে পারলে দেখবেন মনে শান্তি বিরাজ করছে। তাই আগে নিজেকে বুঝতে হবে তারপর নিজের স্টাইলে ট্রেড শুরু করতে হবে।

sofiz
2019-09-25, 12:07 AM
নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে হলে প্রতিটি ট্রেডারের নিজস্ব কিছু ট্রেডিং স্টাইল গড়া উচিত। তাই আমি বলব আপনিও নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলুন। যদিও প্রথমদিকে আপনার অনেক কষ্ট হতে পারে কিন্তু পরের দিকে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন।

badboy
2019-09-25, 12:34 AM
আপনি ঠিকই বলেছেন ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত আমাদের মেধা দিয়ে ট্রেড করি। তাই ফরেক্স মার্কেট এ যে যত বেসি অভিজ্ঞ হবে সে তত বেসি ফরেক্স মার্কেট এ সফল হবে। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আপনি আপনার নিজস্ব ট্রেডিং স্টাইল গরে তুলোন।আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অন্য কার ট্রেডিং এর উপর নির্ভর করেন তাহলে সে চাইলে আপনাকে ফরেক্স মার্কেট থেকে দুরে ঠেলে দিতে পারে। তাই নিজস্ব ট্রেডিং স্টাইল গরে তুলার চেষ্টা করুন ।

Rion
2019-09-25, 10:25 AM
প্রত্যেক ট্রেডার এর নিজের নিজের ট্রেড করার ধরন আছে , ঠিক আমারও আছে আমি নিজের ইচ্ছামত ট্রেড করি অন্যরা কি বলল তা আমি ফলো করিনা আমি আমার ট্রেডিং প্লান অনুযায়ী চলি । তাই ভাল মানের একজন প্রফেশনাল ট্রেডার হতে হলে সবার আগে একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা তৈরি করত হবে ।

KGF
2019-09-25, 02:45 PM
প্রত্যেক প্রফেশনাল ফরেক্স ট্রেডারেরই নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল রয়েছে। তাই নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাইলে নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলুন। অন্যের স্ট্যাইল হুবহু নকল না করে সেগুলো থেকে ট্রেডিং কৌশল ও অনুপ্রেরনা গ্রহন করুন।

Fxhuman
2019-09-25, 04:39 PM
আমি মনে করি যে কোন কাজ যখন মানুষ শুরু করে তখন কাউকে না কাউকে অনুসরন করে। একটি শিশু যখন বড় হতে শুরু করে তখন সে তার বাবা অথবা মাকে প্রথমে অনুসরন করে। কিন্তু যখন সে বড় হতে শুরু করে তখন আর বাবা মাকে অনুসরণ করে না। সে নিজের মত নিজে চলতে পারে। ঠিক একই ভাবে ফরেক্স মার্কেটেও নিজের মত করে ট্রেড স্ট্যাইল গড়ে তুলে নিতে হয়। তা হলে লাভ করা যায়।

nurulazim
2019-09-27, 08:21 PM
ফরেক্স ট্রেডিং বাজার হলো ফরেক্স ট্রেডারদের সাফল্য প্রকাশ করার বা বুদ্ধিমত্তা প্রকাশের একটি উত্তম স্থান। এখানে ফরেক্স ট্রেডাররা লাভ করারা লক্ষ্যে তাদের নিজের ইচ্ছা অনুযায়ী ট্রেড করতে পারেন এবং ট্রেডিং এ নিজস্ব স্টাইল গড়ে তুলতে পারেন।

Hredy
2020-02-23, 03:51 PM
আমি অনেক দিন ফরেক্স মার্কেটে ট্রেড করছি তবে অনেক প্রকার ট্রেড আছে মানুসের কাছ থেকে জেনে ট্রেড করেছি কিন্তু ভালো করতে পারি নি তাই আমি দেখেছি যে আমার নিজের মত করে ট্রেড স্টাডি গড়ে তুলেছি সেদিন থেকে আমার ভালো লাভ করতে পারছি ।

saraa
2020-02-24, 01:12 PM
অন্যান্য বাজার ব্যবসায়ের সাথে ফরেক্সের তুলনায় এটি খুব সুস্পষ্ট যে ফরেক্স আপনার আধিপত্য বিস্তার করে যেহেতু ফরেক্স আপনাকে এখন বিশ্বের সবচেয়ে সেরা বিকল্পগুলি সরবরাহ করে যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ইন্সটাফরেক্সের মতো সংস্থাগুলির সাথেও অনলাইনে বাণিজ্য করতে পারবেন ফরেক্সও যেমন লিভারেজ, ক্ষতি বন্ধ করুন, লাভ নিন এবং প্রচুর জিনিস আপনি অন্য কোথাও পাবেন না

MINARULRFL100
2020-02-24, 02:26 PM
আমরা অনেকেই ফরেক্স মার্কেটে অন্যের টুলস ব্যবহার করি কিন্তু আমরা চাইলে নিজেরাই একটা ইন্ডিকেটর অথবা টুলস বানাতে পারি কিন্তু তার জন্য নিজের কৌশল কে কাজে লাগিয়ে এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা নতুন ইন্ডিকেটর বানাতে পারি।এবং নিজের স্টাইল অনুযায়ী মার্কেটে ট্রেড করতে পারি।তার জন্য আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে।এবং সাথে সাথে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কি করে নিজের ইন্ডিকেটর কি করে তৈরী করতে হবে সেই বিষয়টি নিয়ে এনালাইসিস করতে হবে।

martin
2020-02-24, 11:33 PM
প্রত্যেক ট্রেডার এর নিজের নিজের ট্রেড করার ধরন আছে , ঠিক আমারও আছে আমি নিজের ইচ্ছামত ট্রেড করি অন্যরা কি বলল তা আমি ফলো করিনা আমি আমার ট্রেডিং প্লান অনুযায়ী চলি । তাই ভাল মানের একজন প্রফেশনাল ট্রেডার হতে হলে সবার আগে একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা তৈরি করত হবে ।

Sapna1212
2020-02-24, 11:57 PM
আমাদের এমন একটা বিজনেস স্টাইল গড়ে তুলতে হবে, যা থেকে আমাদের লাভ করতে সাহায্য করতে পারে । আমরা আরো মুনাফা করতে পারি এবং কখনো কঠিন কাজ ছেড়ে দিতে পারবো না ।

Rion83
2020-03-21, 04:14 PM
অন্যর কাছ থেকে অণুকরন অণুৃসরণ করে বেশিদুর এগিয়ে যাওয়া সম্ভব নয় ৤ কারণ আমি মনে করি প্রত্যক মানুষের নিজস্ব বুদ্ধি, জ্ঞন ও বিচক্ষণতা আছে ৤ ফরেক্স এ আমাদের ট্রেড করতে মানষিক পরিশ্রম পরিশ্রম করার মাধ্যমে ৤ তাই অন্যর স্টাইল ফলো না করে নিজের মত করে নিজের একটা ট্রেডিং স্ট্রাটেজি গড়ে তুলুন ৤ এতে করে আপনি আপনার মত করে অনেক দূর এগিয়ে যেতে পারবেন ৤ কেননা অন্যকে অণুৃসরণ করার মধ্য দিয়ে প্রকৃত পক্ষে তার উপর নির্ভরশীল এবং তার মুখাপেক্ষি হয়ে পড়বেন ৤ কিন্ত কোন স্বধীন মানুষ অন্যর মুখাপেক্ষি হতে চাইনা ৤

Md.Nasim Uddin
2020-03-21, 04:19 PM
ফরেক্স মার্কেট একটি ও আন্তর্জাতিক অনলাইন মুদ্রা বিনিময় মার্কেট। এখান থেকে লাভবান হতে হলে অবশ্যই একজন ট্রেডার কে তার নিজস্ব ট্রেডিং পদ্ধতি অনুযায়ী ট্রেড করার দক্ষতা অর্জন করতে হবে। এর মাধ্যমেই সে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে এই মার্কেটে প্রতিষ্ঠা করতে পারবে। নিজস্ব ট্রেডিং ব্যবস্থা না থাকলে একজন ট্রেডার দক্ষতা অর্জন করে ফরেক্স মার্কেট থেকে উপার্জন করতে পারবে না। তাই প্রত্যেক ট্রেডারই নিজস্ব ট্রেডিং ক্ষমতা গড়ে তুলতে হবে। এর ফলে একজন ট্রেডার ফরেক্স মার্কেট থেকে সফলভাবে সফলতা অর্জন করতে পারবে।,,,,ধন্যবাদ।

Mdsofizuddin
2020-03-21, 04:34 PM
ফরেক্স ট্রেড করার জন্য সকলে একটি নিজশ্য একটি ট্রেডিং প্লান তৈরি করে ট্রেড করে আর এই প্লান অনুযায়ী ট্রেড করলে সে সফল হতে পারে কারন ফরেক্স ট্রেড কেউ কাউকে শিখাতে পারে না পারে ফরেক্স সম্পরকে ধারনা দিতে কিন্তু ফরেক্স ট্রেড নিজের মত করে একটি প্লান করে নিয়ে ট্রেড করতে হয়।

Fxxx
2020-03-21, 05:35 PM
আমরা অনেক আছি যারা রোবট ইউজ করি,ইন্ডিকেটর ইউজ করি কিন্থু ট্রেডিং স্ট্যাইলটা নিজের ইউজ করি না।তাই আমরা অনেক সময় লস করি বা লাভ না করতে পেরে ফরেক্স ছেরে দেয়।জার কারন আমরা ফরেক্স টাকে ভালভাবে বুজতে পারি না।তাই প্রত্থেক কে নিজের ট্রেডিং স্ট্যাইল উইজ করতে হবে।তবেই আমরা ফরেক্স এ সফল হতে পারব।

rakib.r
2020-03-21, 09:18 PM
নিজের একটা ট্রেডিং স্টাইল গড়ে তুলতে গেলে আপনাকে বেশ খানিক টা অভিজ্ঞতার দরকার হবে। আপনি অভিজ্ঞতা ছাড়াই কিছুই করতে পারবেন না। আপনি মন চাইলেই একটা স্ট্রাটিজি দাড় করাইতেই পারেন কিন্তু সেটা থেকে কি সব সময় লাভ আসবে? আপনি কি ভালো মত স্টাডি করে সেই স্টেটিজি টা ফলো করছেন?

Rajib_Biswas
2020-03-21, 09:34 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে একজন ট্রেডারের নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করে নিতে হয় এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ফরেক্স ট্রেডিং করতে হয়। তবে যেকোনো ট্রেডিং স্ট্রাটেজি হলেই হবেনা ট্রেডিং স্ট্রাটেজি টি অবশ্যই লাভজনক হতে হবে। সব সময় লাভ এবং লসের রেশিও ২:১ হতে হবে। তবে দিন শেষে যদি লসের থেকে লাভের পরিমাণ বেশি থাকে তাহলেও তাকে প্রফিটেবল স্ট্রাটেজি বলা যাবে।

Runil
2020-03-21, 09:56 PM
প্রত্যেক প্রফেশনাল ফরেক্স ট্রেডারেরই নিজেস্ব ট্রেডিং রয়েছে। তাই নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাইলে নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলতে হবে। তবে আমাদের উচিৎ ভাল ট্রেডআরদের ফলো করতে হবে । তার পর নিজেদের স্ট্যাইল ব্যবহার করা উচিৎ ।

forex_fighter
2020-03-21, 09:57 PM
ফরেক্স ট্রেডিং বাজার হলো ফরেক্স ট্রেডারদের সাফল্য প্রকাশ করার বা বুদ্ধিমত্তা প্রকাশের একটি উত্তম স্থান। এখানে ফরেক্স ট্রেডাররা লাভ করারা লক্ষ্যে তাদের নিজের ইচ্ছা অনুযায়ী ট্রেড করতে পারেন এবং ট্রেডিং এ নিজস্ব স্টাইল গড়ে তুলতে পারেন।

KGF3010
2020-03-22, 11:21 PM
আসলে ফরেক্স মার্কেটে ভালো কিছু করতে হলে অবশ্যই এখানে নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে আর আমি দেখেছি ট্রেডাররা তাদের নিজস্ব সিস্টেমে ট্রেড করে। আসলে ফরেক্স মার্কেটে সফল হতে হলে নিজের একটা ট্রেড করার স্টাইল থাকা দরকার। এতে লাভ লস আপনার উপর নির্ভর করে কিন্তু আরেকজনের ট্রেডিং স্টাইলে ট্রেড করে লস হলে মনকে বুঝদেওয়া যায় না এজন্য ফরেক্স মার্কেটে সফলতা পেতে গেলে নিজস্ব ট্রেডিং স্টাইল দরকার

uzzal05
2020-03-23, 02:05 PM
প্রত্যেক ট্রেডারের একটা নিজস্ব ট্রেডিং স্টাইল থাকা দরকার। কারন অন্যের ট্রেড দেখে আসলে ফরেক্স ট্রেড করা যায় না। আমি প্রথম দিকে অনেক ওয়েবসাইট দেখতাম। আমি অপেক্ষায় থাকতাম কখন মার্কেট আপডেট দিবে। কিন্তু দেখা যায় সেই সিগন্যাল পেতে মার্কেট সেখানে নেই। এতে ট্রেড মিস হয়ে যেত।

amreta
2020-03-23, 06:49 PM
প্রত্যেক প্রফেশনাল ফরেক্স ট্রেডারেরই নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল রয়েছে। তাই নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাইলে নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলুন। অন্যের স্ট্যাইল হুবহু নকল না করে সেগুলো থেকে ট্রেডিং কৌশল ও অনুপ্রেরনা গ্রহন করুন।
আমরা আমাদের রাজ্যকে একজন দুর্দান্ত ব্যাঙ্কারও বানাতে চাই, তবে আমরা এই পণ্যটিকে নিষিদ্ধ করতে এবং এটি অর্জন করতে চাই এবং আমাদের কৌশল ব্যর্থ হবে এবং আমাদের অবস্থার পরিবর্তন হবে। যেখানে প্রতি ডেমো অ্যাকাউন্ট রয়েছে

Hredy
2020-05-31, 08:08 PM
নিজের এক্তা স্টাইল নিজেই গড়ে তুলুন। সব সময় আপনি অন্যের পরামর্শ নিয়ে চলবেন এটা তো হতে পারে না। আপনার অবশ্যই নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। তাকে আপনি কাজে লাগান। আপনার স্টাইল ধরে রাখতে পারলে আপনার পরিচিতি আপনার কাজে আসবে। নিজস্ব ট্রেডিং স্টাইল এর কোন বিকল্প নেই।

Soh1952
2020-05-31, 08:15 PM
হ্যা ফরেক্স কাজ করার জন্য আমদের কে নিজের ট্রেডিং স্টাইল ব্যাবহার করতে হবে আর আমেদের সেই রুল মোতাবেক ট্রেড করতে হবে তাহলে আমরা বেশি প্রফিট আয় করতে পারবো।আমরা বেশিরভাগ দেখি যে কেউ কেউ অন্য কোন ট্রেডার এর স্টাইল ফলো করে থাকে কিন্তু এটা ঠিক না আপনার সময় সাধ্যনুযায়ী আপনাকে ট্রেডিং করা উচিত।নিজে এনালাইসিস করতে হবে । নিজে নতুন কোন স্ট্রাটেজি বের করে ফেলুন আপনার মার্কেট এনালাইসিস থেকে । তাহলে আপনি নিজে একসময় ফরেক্সের অনেক বড় সফল ট্রেডার হতে পারবেন ।

IFXmehedi
2020-06-01, 11:51 PM
প্রত্যেক প্রফেশনাল ফরেক্স ট্রেডারেরই নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল রয়েছে। তাই নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাইলে নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলুন। অন্যের স্ট্যাইল হুবহু নকল না করে সেগুলো থেকে ট্রেডিং কৌশল ও অনুপ্রেরনা গ্রহন করুন।

ফরেক্স মার্কেটে নিজের ট্রেডিং স্টাইল গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।আসলে নিজের ট্রেডিং স্টাইলটা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আমরা সবকিছু সামান্য একটা উৎকৃষ্ট ট্রেডিং স্ট্রাটেজি দাঁড় করাতে পারি।যার ফলে আমাদের এনালাইসিস ভুল হবার সম্ভাবনা খুবই কম থাকবে এবং প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আসলে এটা নির্ভর করে আমাদের অনুশীলন এবং অভিজ্ঞতার উপরে আমরা যত বেশি অনুশীলন করব আমরা ফরেক্স মার্কেটে ততবেশি অভিজ্ঞ হব এবং তার ফলে আমরা ফরেক্স মার্কেট থেকে তত বেশি প্রফিট করতে পারব আমাদের নিজস্ব ট্রেডিং স্টাইল এর সাহায্যে।

Mahmud1984fx
2020-06-02, 10:26 AM
ফরেক্স বিজনেসে সফল হতে হলে নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে। অনেকে আমরা অন্যের উপর নির্ভর করি ,ইন্ডিকেটর,কেউ বা রোবটের উপর নির্ভর করে ট্রেড করি। আমার মতে যারা অন্যের উপর বা অন্য কিছুর উপর ডিপেন্ড করে ট্রেড করেন তারা একধরণের পরগাছা। খুব বেশী ভাল করতে পারে না। এজন্য সকলের উচিত নিজস্ব মেধা খাটিয়ে ,নিজস্ব চিন্তা ভাবনা প্রয়োগ করে একেবারে নিজস্ব স্টাইলে নিজস্ব কৌশলে ট্রেড করা তাহলে এক সময় সফলতা এসে ধরা দিবে।




ফোরামে যোগ দিতে এই লিংকে যান:
https://forex-bangla.com/forum.php?referrerid=69297

Hasinapx
2020-06-02, 11:15 AM
যে কোন কাজ যদি নিজের মত করে করা হয় তাহলে অবশ্যই সে কাজের ফলাফল সুন্দর হয়। অন্যের উপর ডিপেন্ড করে কোন কাজ করলে হয়ত সাময়িক ভাল মনে হতে পারে তবে ভবিষ্যতের জন্য একদম ক্ষতিকর। এজন্য শুরু থেকেই নিজস্ব স্টাইল গড়ে তুললে পরবর্তীতে আর সমস্যায় পড়তে হবে না।

KF84
2020-06-03, 11:48 AM
কৌশল ট্রেডার ক্ষেত্রে একেক জনের একেক রকম হবে এটাই স্বাভাবিক কেননা ফরেক্স সম্পর্কে যার যত জ্ঞ্যন বেশি অভিজ্ঞতা বেশি তার কৌশলও তত মার্জিত এবং গ্রহণ যোগ্যতা ভাবে । অনেক ভালো হতে পারে আবার কারোটা তুলনামুলক কম ভালো হতে পারে । তবে ট্রেডিং স্টাইল থাকলে একটা ধারাবাহিকতা থাকে এবং এর মাধ্যমে অনেক ভালো সফলতা পাওয়া যায় । যদিও আমি এখনো নিদ্দিষ্ট কোন স্টাইল গড়ে তুলতে পারি নি যা আমাকে নিয়মিত লাভ দিয়ে যাবে ।

Pavel66
2020-06-03, 11:50 AM
আসলে ফরেক্স মার্কেটে ভালো কিছু করতে হলে অবশ্যই এখানে নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে আর আমি দেখেছি ট্রেডাররা তাদের নিজস্ব সিস্টেমে ট্রেড করে। আসলে ফরেক্স মার্কেটে সফল হতে হলে নিজের একটা ট্রেড করার স্টাইল থাকা দরকার। নিজে এনালাইসিস করতে হবে । নিজে নতুন কোন স্ট্রাটেজি বের করে ফেলুন আপনার মার্কেট এনালাইসিস থেকে । তাহলে আপনি নিজে একসময় ফরেক্সের অনেক বড় সফল ট্রেডার হতে পারবেন ।

konok
2020-07-18, 02:10 PM
প্রত্যেক প্রফেশনাল ফরেক্স ট্রেডারেরই নিজেস্ব ট্রেডিং রয়েছে। তাই নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাইলে নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলতে হবে। তবে আমাদের উচিৎ ভাল ট্রেডআরদের ফলো করতে হবে । ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনার নিজস্ব স্ট্রাটিজি থাকতে হবে । তা না হলে আপনি লাভ করতে পারবেন না । আপনাকেই খুঁজে বের করতে হবে যে কোন স্ট্রাটিজি আপনার কাজ করবে ।

muslima
2020-07-19, 02:11 AM
আপনি কি আপনার নিজের কোন নিজেস্ব কোন স্টাইল বা স্ট্রাটেজি ব্যবহার করেছেন। তাহলে আমরা জানতে পারব। হ্যা তারা করে কারন ফরেক্স এ ভাল করতে হলে আপানাকে অবশ্যই নিজের একটি স্ট্রাটেজি করে নিতে হবে। ফরেক্স মার্কেটে সফল হতে হলে নিজের একটা ট্রেড করার স্টাইল থাকা দরকার। এতে লাভ লস আপনার উপর নির্ভর করে কিন্তু আরেকজনের ট্রেডিং স্টাইলে ট্রেড করে লস হলে মনকে বুঝ দেওয়া যায় না ।

FREEDOM
2020-07-19, 03:44 PM
প্রত্যেক প্রফেশনাল ফরেক্স ট্রেডারেরই নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল রয়েছে। তাই নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাইলে নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলুন। অন্যের স্ট্যাইল হুবহু নকল না করে সেগুলো থেকে ট্রেডিং কৌশল ও অনুপ্রেরনা গ্রহন করুন।

আসলে সব সফল ট্রেডারেরই কিছু নিজস্ব ট্রেডিং স্টাইল রয়েছে তবে ভালো ট্রেডিং স্ট্রাটেজি গড়ে তোলা খুব একটা সহজ কাজ নয়। দীর্ঘদিন ফরেক্সে থাকার সুবাধে ধীরে ধীরে দক্ষতা বাড়তে থাকে আর একসময় সেই দক্ষতার জোরেই ফরেক্সে ভালো ট্রেডিং স্ট্রাটেজি গড়ে তোলা সম্ভব হয়।

Pavel66
2020-07-19, 03:45 PM
আমাদের সবার উচিত ফরেক্স এ নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তোলা। কারন আপনি যে স্ট্যাইলে ট্রেড করবেন তা অন্য কেউ ভাল ভাবে পারবেনা আর আপনি যদি অন্য কেউকে অনুসরন করে তার স্ট্যাইলে ট্রেড করতে চান তাহলে আপনিও ভাল ভাবে তা পারবেন না। তাই সবার উচিত যার যার স্ট্যাইলে সে সে ট্রেড করা এতে আপনি ট্রেডও ভাল ভাবে করতে পারবেন এবং অনেক কিছু বুঝতেও পারবেন আর ট্রেডে লাভও হবে।

KAZIMAJHARULISLAM
2020-07-19, 04:35 PM
এটা সত্য যে প্রত্যেকটা আলাদা মানুষের মধ্যে আলাদা আলাদা কিছু সুপ্ত প্রতিভা বিদ্যমান থাকে। এবং প্রত্যেকের মাঝে আলাদা বুদ্ধিমত্তা ও অভিব্যক্তি কাজ করে।তাই আমাদের সকলের উচিত ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞ ও দক্ষ হওয়ার পরে, নিজস্ব ট্রেডিং স্টাইল গঠন করা।এবং অন্যের ট্রেডিং এর স্টাইল হুবহু নকল না করে, বরং তাদের সফলতার পেছনের কারণগুলো এবং ব্যর্থতার পেছনের কারণগুলো খুঁজে বের করা এবং সে অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।

jimislam
2020-07-19, 04:49 PM
ফরেক্স ট্রেড করার বিভিন্ন ধরণ আছে, একেকজন একেক আঙ্গিকে (স্টাইলে) ট্রেড করে থাকে, তবে নিজস্ব অভিজ্ঞতার আলোকে যে স্টাইল নিজে গড়ে ট্রেড করা হয়, যদি তা না চান সময় . শ্রম নিবেদিত করে কিভাবে একটা প্রফিটেবল সিস্টেম বানানো যায় সেই চেষ্টা করুন। ট্রেড করার অনেক সুযোগ পাবেন আপনি যদি আপনার একউন্টে ডলার থাকে।

Fardin02
2020-07-25, 08:53 PM
সবার উচিত ফরেক্স এ নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তোলা। কারন আপনি যে স্ট্যাইলে ট্রেড করবেন তা অন্য কেউ ভাল ভাবে পারবেনা আর আপনি যদি অন্য কেউকে অনুসরন করে তার স্ট্যাইলে ট্রেড করতে চান তাহলে আপনিও ভাল ভাবে তা পারবেন না। তাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনার নিজস্ব স্ট্রাটিজি থাকতে হবে । তা না হলে আপনি লাভ করতে পারবেন না । এবং আপনাকেই খুঁজে বের করতে হবে যে কোন স্ট্রাটিজি আপনার কাজ করবে ।।

zakia
2020-07-29, 08:51 PM
ফরেক্সে ট্রেড করতে করতে প্রত্যেকেরই নিজস্ব ট্রেডুং স্টাইল গড়ে ওঠে। এটা একটা স্বাভাবিক ব্যপার। তবে আমার মতে নিজের ট্রেডিং স্টাইল গড়ার জন্য গোছালো ভাবে আগানো উচিত। এতে করে নিজের ট্রেডিং স্টাইল একটা ভিত্তি পায় যা অনেক কাজে দেবে ভবিষ্যতে। আমার জানামতে জিনিসটা হওয়া উচিত স্ট্রাটেজি। স্টাইল অন্য বিষয়। কেননা আপনি যখনই এই মার্কেট এ লাইভ ট্রেড করতে শুরু করবেন আপনার সবার আগে দরকার হবে স্ট্রাটেজি। যদি আপনার স্ট্রাটেজি বিল্ড আপ না হয়ে থাকে তবে ফলাফল খুবই খারাপ।

Rokibul7
2020-08-13, 02:41 AM
প্রত্যেক ট্রেডারকে নিজ নিজ ট্রেডিং স্টেটজির উন্নয়ন করা বা নিজ ট্রেডিং স্টাইল গরে তোলা এবং সেই অনুযায়ী ট্রেড করা ঠিক । ফরেক্স নিয়ে যার অনেক দিনে অনেক কিছু অর্জন করেছে তাদের সবার কাছে গিয়ে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি আপনার নিজের কোন নিজেস্ব কোন স্টাইল বা স্ট্রাটেজি ব্যবহার করেন

Md.shohag
2020-08-13, 11:12 AM
নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তোলার কোন বিকল্প নেই। আপনি সবসময় আপনার মতই। আপনি আরেকজন হতে জাবেন কেন। অন্যের অনুকরন না করে নিজের মত করে এক্তা স্টাইল তইরি করুন। অন্যের কাছ থেকে শিখুন। শেখায় কোন দোষ বা লজ্জা নেই। না জেনে করাটা অপরাধ। অন্যের মত শিখে নিজের মত প্রয়োগ করুন।

milu
2020-08-16, 10:27 AM
আমাদের সবার উচিত ফরেক্স এ নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তোলা। কারন আপনি যে স্ট্যাইলে ট্রেড করবেন তা অন্য কেউ ভাল ভাবে পারবেনা আর আপনি যদি অন্য কেউকে অনুসরন করে তার স্ট্যাইলে ট্রেড করতে চান তাহলে আপনিও ভাল ভাবে তা পারবেন না। সবার উচিত যার যার ট্রেডিং স্টাইল তার তার থাকা অন্য কারও স্টাইলে ট্রেডিং করলে আপনার ফলাফল ভাল হবে না তাই নিজের স্টাইলে ট্রেড করুন এবং খুশি থাকুন।

zakia
2020-08-24, 11:19 PM
ফরেক্স ট্রেড করার জন্য সকলে একটি নিজশ্য একটি ট্রেডিং প্লান তৈরি করে ট্রেড করে আর এই প্লান অনুযায়ী ট্রেড করলে সে সফল হতে পারে কারন ফরেক্স ট্রেড কেউ কাউকে শিখাতে পারে না পারে ফরেক্স সম্পরকে ধারনা দিতে কিন্তু ফরেক্স ট্রেড নিজের মত করে একটি প্লান করে নিয়ে ট্রেড করতে হয়। ফরেক্স একটা অন্য রকম একটা ব্যবসা যে ব্যবসা করতে হলো আপনার অনেক কিছু যানতে হবে অনেক কিছু শিক্ষতে হবে এবং কিভাবে কি ট্রেড করবেন সেটা আপনারই ঠিক করতে হবে নিজের একটা ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে। সবার উচিত যার যার ট্রেডিং স্টাইল তার তার থাকা অন্য কারও স্টাইলে ট্রেডিং করলে আপনার ফলাফল ভাল হবে না তাই নিজের স্টাইলে ট্রেড করুন এবং খুশি থাকুন।

zakia
2020-08-25, 08:54 AM
ফরেক্স মার্কেট একটি ও আন্তর্জাতিক অনলাইন মুদ্রা বিনিময় মার্কেট। এখান থেকে লাভবান হতে হলে অবশ্যই একজন ট্রেডার কে তার নিজস্ব ট্রেডিং পদ্ধতি অনুযায়ী ট্রেড করার দক্ষতা অর্জন করতে হবে। এর মাধ্যমেই সে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে এই মার্কেটে প্রতিষ্ঠা করতে পারবে। নিজস্ব ট্রেডিং ব্যবস্থা না থাকলে একজন ট্রেডার দক্ষতা অর্জন করে ফরেক্স মার্কেট থেকে উপার্জন করতে পারবে না। তাই সবার উচিত যার যার স্ট্যাইলে সে সে ট্রেড করা এতে আপনি ট্রেডও ভাল ভাবে করতে পারবেন এবং অনেক কিছু বুঝতেও পারবেন আর ট্রেডে লাভও হবে।

samun
2020-08-29, 08:51 AM
আমি মনে করি নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে হলে প্রতিটি ট্রেডারের নিজস্ব কিছু ট্রেডিং স্টাইল গড়া উচিত। তাই আমি বলব আপনিও নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলুন। যদিও প্রথমদিকে আপনার অনেক কষ্ট হতে পারে কিন্তু পরের দিকে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন।

muslima
2020-08-30, 04:17 AM
আপনি যে স্ট্যাইলে ট্রেড করবেন তা অন্য কেউ ভাল ভাবে পারবেনা আর আপনি যদি অন্য কেউকে অনুসরন করে তার স্ট্যাইলে ট্রেড করতে চান তাহলে আপনিও ভাল ভাবে তা পারবেন না। তাই সবার উচিত যার যার স্ট্যাইলে সে সে ট্রেড করা এতে আপনি ট্রেডও ভাল ভাবে করতে পারবেন । অন্যের সিগনাল শুনে শুনে আর কতদিন ট্রেড করতে ভাল লাগবে। নিজে বুঝে সঠিক ভাবে একটা ট্রেড নিতে পারলে দেখবেন মনে শান্তি বিরাজ করছে। তাই আগে নিজেকে বুঝতে হবে তারপর নিজের স্টাইলে ট্রেড শুরু করতে হবে।

zakia
2020-08-30, 04:13 PM
হ্যাঁ ফরেক্স মার্কেটে ভালো ট্রেড করতে হলে ফরেক্স মার্কেটে নিজের ট্রেডিং স্টাইল গড়ে তোলা কারণ এতে ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করা সম্ভব অন্নের স্টাইলে ট্রেড করলে খুব বেশি আয় করা সম্ভব না এচার ফরেক্স মার্কেট যদি নিজে থেকে এনালাইসিস করতে পারা যায় তাহলে এখান থেকে ভালো করে আয় করা সম্ভব আসলে ফরেক্স মার্কেটে সফল হতে হলে নিজের একটা ট্রেড করার স্টাইল থাকা দরকার। এতে লাভ লস আপনার উপর নির্ভর করে কিন্তু আরেকজনের ট্রেডিং স্টাইলে ট্রেড করে লস হলে মনকে বুঝদেওয়া যায় না এজন্য ফরেক্স মার্কেটে সফলতা পেতে গেলে নিজস্ব ট্রেডিং স্টাইল দরকার

forexmastersharif
2020-08-30, 04:20 PM
প্রত্যেক প্রফেশনাল ট্রেডারের নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল রয়েছে। নিজেস্ব ট্রেডিং সিস্টেম ধরে সফলতার দ্বারে যাওয়ার চেষ্টা করুন। অন্য কারো ট্রেডিং সিস্টেম অনুসরণ না করে নিজের কৌশল অবলম্বন করুন।

zakia
2020-08-31, 12:51 PM
কোন কিছু নিজের মত করলে সেটা ভাল হয়।কারন এটা আমরা জানি আমার মত করে আমি ভাবি আর আপনার মত আপনি ভাবেন।তাই নিজের কেনো স্টাইল খাকলে সেটা কাজে লাগানো যায়।আপনার ভাবার স্টাইট আপনার মত আর আমার টা আমার কাছে,তাই নিজ স্টাইল হলে কাজ করা যায়। আসলে ফরেক্স মার্কেটে সফল হতে হলে নিজের একটা ট্রেড করার স্টাইল থাকা দরকার। এতে লাভ লস আপনার উপর নির্ভর করে কিন্তু আরেকজনের ট্রেডিং স্টাইলে ট্রেড করে লস হলে মনকে বুঝদেওয়া যায় না এজন্য ফরেক্স মার্কেটে সফলতা পেতে গেলে নিজস্ব ট্রেডিং স্টাইল দরকার

muslima
2020-08-31, 01:23 PM
আপনি যে স্ট্যাইলে ট্রেড করবেন তা অন্য কেউ ভাল ভাবে পারবেনা আর আপনি যদি অন্য কেউকে অনুসরন করে তার স্ট্যাইলে ট্রেড করতে চান তাহলে আপনিও ভাল ভাবে তা পারবেন না। তাই সবার উচিত যার যার স্ট্যাইলে সে সে ট্রেড করা এতে আপনি ট্রেডও ভাল ভাবে করতে পারবেন এবং অনেক কিছু বুঝতেও পারবেন আর ট্রেডে লাভও হবে। অন্যের সিগনাল শুনে শুনে আর কতদিন ট্রেড করতে ভাল লাগবে। নিজে বুঝে সঠিক ভাবে একটা ট্রেড নিতে পারলে দেখবেন মনে শান্তি বিরাজ করছে। তাই আগে নিজেকে বুঝতে হবে তারপর নিজের স্টাইলে ট্রেড শুরু করতে হবে।

sss21
2020-11-05, 06:06 PM
আমি অনেক দিন ফরেক্স মার্কেটে ট্রেড করছি তবে অনেক প্রকার ট্রেড আছে মানুসের কাছ থেকে জেনে ট্রেড করেছি কিন্তু ভালো করতে পারি নি তাই আমি দেখেছি যে আমার নিজের মত করে ট্রেড স্টাডি গড়ে তুলেছি সেদিন থেকে আমার ভালো লাভ করতে পারছি ।

Fahmida1
2020-11-05, 06:57 PM
ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজের মেধাকে কাজে লাগানোর চেষ্টা করায় উত্তম। নিজে একটা ট্রেডিং স্টাইল করতে পারব তার জন্য সঠিকভাবে জ্ঞান প্রয়োগ করতে হবে। যাতে করে নিজের মেধা থেকেই নতুন স্টাইলে ট্রেডিং প্রতিষ্ঠান করা যেতে পারে সেই জন্য ফরেক্সের বিষয়েে জানতে হবে। সব সময় অন্যের মেধায় কাজ না করাটাই ভালো। তাই নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠা করতে হবে। নিজে নিজে যেকোনো একটা কিছু তৈরি করার চেষ্টা করতে হবে। কথায় আছে একজনে পারে যাহা তুমিও পারিবে তাহা।এছাড়া একবার না পারিলে দেখো শতবার এই কথা গুলোর প্রতি গুরুত্ব দিয়ে কাজ করলে অবশ্যই নিজের স্টাইলে ট্রেডিং গড়ে তোলা যায়।

zakia
2020-11-06, 10:19 AM
প্রত্যেক ট্রেডার এর নিজের নিজের ট্রেড করার ধরন আছে , ঠিক আমারও আছে আমি নিজের ইচ্ছামত ট্রেড করি অন্যরা কি বলল তা আমি ফলো করিনা আমি আমার ট্রেডিং প্লান অনুযায়ী চলি । তাই ভাল মানের একজন প্রফেশনাল ট্রেডার হতে হলে সবার আগে একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা তৈরি করত হবে । নিজের এক্তা স্টাইল নিজেই গড়ে তুলুন। সব সময় আপনি অন্যের পরামর্শ নিয়ে চলবেন এটা তো হতে পারে না। আপনার অবশ্যই নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। তাকে আপনি কাজে লাগান। আপনার স্টাইল ধরে রাখতে পারলে আপনার পরিচিতি আপনার কাজে আসবে। নিজস্ব ট্রেডিং স্টাইল এর কোন বিকল্প নেই।

FRK75
2020-11-07, 10:32 AM
ট্রেডিং কৌশল গড়ে তুলতে পারেন আর তা দিয়ে যদি তিনি সফলভাবে ট্রেড করে মুনাফা উপার্জন করতে পারেন তাহলে আমার মনে হয় তার আর অন্য কিছু না করলেও চলবে। কারণ সে যেকোন সময় বাজারের সাথে তাল মিলিয়ে তার কৌশল উন্নয়ন করতে পারবে। কিন্তু অন্য কারো কৌশলে সেটা করা সম্ভব নয়।

EmonFX
2020-11-07, 01:05 PM
অন্যের উপর নির্ভরশীল না হয়ে আমাদের উচিত নিজের ট্রেডিং কৌশল তৈরি করা। আপনি যদি একটা সুন্দর ট্রেডিং পরিকল্পনা থাকে তাহলে আপনি সফলতার পথে অনেক দূর এগিয়ে থাকবেন। প্রত্যেকটা কাজেরই একটা কর্মপরিকল্পনা থাকা উচিত। সেটা হোক ফরেক্সা ট্রেডিং বা অন্য কিছু, আপনি যে কাজই করেন না কেনো তার জন্য একটি প্রোপার প্লান করে নেয়া উচিত। যেটা লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়ামক হিসেবে কাজ করবে।আপনার যদি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে তাহলে আপনার কর্মপরিধিও সেটাকে ঘিরে আবর্তিত হবে। লক্ষহীন কোন অভিজানই সফল হতে পারে না।

আমরা ছোট বেলায় বহুবার পরিক্ষার খাতায় জীবনের লক্ষ্য নিয়ে রচনা লিখেছি। এর আসল উদ্দেশ্য হলো আমাদের লক্ষ্য নির্ধারন করা। ফরেক্স থেকে অনেক ট্রেডার ঝরে যায় শুধু তারা কোন প্লান বা স্টাডি ছাড়া ট্রেডিং করে থাকে। ট্রেডিং প্লানের উপর যে ট্রেডার যতো বেশি দক্ষ সে অন্নান্য ট্রেডারের তুলনায় অনেক বেশি গেইন করতে পারবে। প্রতিদিনের ট্রেডিং প্লান করে সে অনুযায়ী লক্ষ্য নির্ধারন করে নিলে সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই আমাদের উচিত সুন্দর ট্রেডিং পরিকল্পনা তৈরি করা এবং সে অনুযায়ী কাজ করা।

micky1212
2020-11-07, 01:52 PM
ফরেক্স ট্রেডিং মার্কেট ফরেক্স ডিলারদের সমৃদ্ধি বা অন্তর্দৃষ্টি জানাতে একটি অসাধারণ স্পট। এখানে ফরেক্স ডিলাররা তাদের নিজস্ব আকাঙ্ক্ষার দ্বারা নির্দেশিত হিসাবে আদান-প্রদান করতে পারে এবং বিনিময় করতে নিজস্ব স্টাইল তৈরি করতে পারে।

Tariq
2020-11-24, 10:23 AM
হ্যাঁ। আসলেই প্রতিটি ট্রেডারদেরই নিজেস্ব কিছু ট্রেডিং স্টাইল থেকে থাকে। আমি মনে করি আপনারা সকলেই ট্রেডারদের রুলস গুলো একত্র করে নিজেরা নিজেদের মত ট্রেডিং স্টাইল গড়ে তুলুন। এতে আপনি অনেক মজা পাবেন।

zakia
2020-11-25, 03:24 PM
আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রত্যেকেরই একটি নিজেস্ব ট্রেডিং স্টাইল থাকা উচিত আর সেই ট্রেডিং স্টাইলে অবশ্যই ট্রেডিং দক্ষতার এবং অভিজ্ঞতার ছ্প থাকতে হবে।ট্রেডিং স্টাইর সব সময় হতে হবে নিয়ম নীতির আলোকে তা না হলে ঐ ট্রেডিং স্টাইডল দিয়ে ভার কিছু পাওয়া যাবে না।ফরেক্সে ভাল কিছু করতে হলে ফরেক্সের ট্রেডিং দক্ষতা ভাল থাকতে হবে । ফরেক্সে প্রত্যেকের নিজেস্ব একটা ট্রেডিং স্টাইল থাকে । সবার এই ট্রেডিং স্টাইল এক রকম থাকে না । এই ট্রেডিং স্টাইল গড়ে ওঠে নিজেদের ট্রেডিং প্রাকটিসের উপর । তাই সবাই বেশি করে ট্রেডিং প্রাকটিস করে ট্রেডিং স্টাইল গড়ে তুলবো ।

Starship
2020-11-25, 11:28 PM
ফরেক্সে ট্রেড করার সময় অবশ্যই আপনার নিজস্ব ট্রেডিং কৌশল থাকতে হবে। কেননা আপনি যদি অন্যের কৌশলের উপর নির্ভর করে ট্রেড করে থাকেন তাহলে আপনি কোন সময় বা কোন ভাবেই ট্রেড করা জানতে পারবেন না। কিংবা ট্রেড করে প্রফিট করতে পারবেন না এজন্য আপনাকে নিজস্ব কৌশল অবলম্বন করে সেখানে এনালাইসিস এর মাধ্যমে আপনার ট্রেড করা শিখতে হবে। কোন কৌশলই প্রথমবারে সফল হয় না বার বার চেষ্টা করে তারপর সফলের পথে অগ্রসর হবেন।

ABDUSSALAM2020
2020-11-25, 11:41 PM
নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলুন
প্রত্যেক প্রফেশনাল ফরেক্স ট্রেডারেরই নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল রয়েছে। তাই নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাইলে নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলুন। অন্যের স্ট্যাইল হুবহু নকল না করে সেগুলো থেকে ট্রেডিং কৌশল ও অনুপ্রেরনা গ্রহন করুন।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Smd
2020-11-25, 11:48 PM
আপনি আরেকজন হতে জাবেন কেন। অন্যের অনুকরন না করে নিজের মত করে এক্তা স্টাইল তইরি করুন। অন্যের কাছ থেকে শিখুন। শেখায় কোন দোষ বা লজ্জা নেই। না জেনে করাটা অপরাধ। আপনি যদি অন্যের ট্রেডিং স্টাইল নকল করেন হয়তো লাভ করতে পারবেন তবে তার জন্য আপনাকে অন্যের সগনাল এর উপর নির্ভর করে চলতে হবে।

OLIYOURRAHMAN2021
2020-11-26, 12:07 PM
ফরেক্স মার্কেট এ রকম একটি মার্কেট এটার মধ্যে অন্য কারো বুদ্ধি বা অন্য কাউকে অনুসরণ করলে নিজের লস হতে পারে। তাই একজন রাডারে উচিত তার নিজস্ব বুদ্ধিতে এবং নিজস্ব গিয়ানে ট্রেড করা। নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তোলা এটি নিজের জন্য অনেক অনেক উপকারী। আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর পর্যন্ত হাঁটতে শেখায় তাই নিজের ওপর বিশ্বাস রেখে ফরেক্স মার্কেটে কাজ করতে হবে প্রতিটা ফরেক্স ট্রেডারের।

ForexStar
2020-11-26, 12:22 PM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের উচিত নিজস্ব ট্রেডিং স্টাইল তৈরি করা। অন্যের মুখাপেক্ষি হয়ে বা অন্যের ট্রেডিং স্টাইল দিয়ে ট্রেডিং করা ঠিক নয়। তাতে করে নিজের প্রতিভাকে ধ্বংশ করার নামান্তর হয়্। সবসময় নিজের ট্রেডিং স্টাইল ডেভলপ করার চেস্টা করা *উচিত এবং সেটা দিয়ে ট্রেড করা উচিত। তাতে করে প্রথমে কিছু ট্রেডে লস হতে পারে। কিন্তু তারপরেও নিজের মতো করে ট্রেডিং করা উচিত। এরকম করে করে আপনি নিজেই একদিন ভালো ট্রেডিং স্টাইল গড়ে তুলতে পারবেন। যে ট্রেডিং স্টাইল বিক্রি করে আপনি নিজেই আয় করতে পারবেন।

FRK75
2021-06-25, 12:12 PM
প্রত্যেক ট্রেডার এর নিজের নিজের ট্রেড করার ধরন আছে , ঠিক আমারও আছে আমি নিজের ইচ্ছামত ট্রেড করি অন্যরা কি বলল তা আমি ফলো করিনা আমি আমার ট্রেডিং প্লান অনুযায়ী চলি । তাই ভাল মানের একজন প্রফেশনাল ট্রেডার হতে হলে সবার আগে একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা তৈরি করত হবে ।আমার ট্রেডিং প্লান অনুযায়ী চলি । তাই ভাল মানের একজন প্রফেশনাল ট্রেডার হতে হলে সবার আগে একটি সুন্দর ট্রেডিং পরিকল্পনা তৈরি করত হবে ।

Smd
2021-09-25, 11:12 AM
নিজস্ব অভিজ্ঞতার আলোকে যে স্টাইল নিজে গড়ে ট্রেড করা হয়, আমি মনে করি এর চেয়ে বড় ট্রেড স্টাইল আর কেই দেখাতে পারবে না, কেননা একজনে সিগনাল দিবে বা তার স্টাইল মেনে ট্রেড করলে আপনি ট্রেডে লস করার সম্ভাবনা আছে, আর তাকে দোষ দিতে পারেন কিন্তু লাভ হবে না। যদি তা না চান সময় . শ্রম নিবেদিত করে কিভাবে একটা প্রফিটেবল সিস্টেম বানানো যায় সেই চেষ্টা করুন। ট্রেড করার অনেক সুযোগ পাবেন আপনি যদি আপনার একউন্টে ডলার থাকে।

Mas26
2021-09-25, 07:10 PM
ফরেক্স ট্রেডারদের সাফল্য প্রকাশ করার বা বুদ্ধিমত্তা প্রকাশের একটি উত্তম স্থান। এখানে ফরেক্স ট্রেডাররা লাভ করারা লক্ষ্যে তাদের নিজের ইচ্ছা অনুযায়ী ট্রেড করতে পারেন এবং ট্রেডিং এ নিজস্ব স্টাইল গড়ে তোলা।যখন তুমি কোন ভুল করে ফেল, তখন এর পিছনে বেশি সময় ব্যায় করো না। ভুলের পিছনের কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তাকাও। ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে। অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে।ফরেক্স ট্রেডিং বাজার হলো ফরেক্স ট্রেডারদের সাফল্য প্রকাশ করার বা বুদ্ধিমত্তা প্রকাশের একটি উত্তম স্থান। এখানে ফরেক্স ট্রেডাররা লাভ করারা লক্ষ্যে তাদের নিজের ইচ্ছা অনুযায়ী ট্রেড করতে পারেন এবং ট্রেডিং এ নিজস্ব স্টাইল গড়ে তুলতে পারেন।

samun
2021-11-16, 09:12 PM
ফরেক্স মার্কেটে আপনি যত বেশি নিজের অভিজ্ঞতা খাটিয়ে নতুন ধরনের কৌশল ও ট্রেডিং সিস্টেম তৈরি করতে পারনে তাহলে আপনি খুব তাড়াতাড়ি ফরেক্স এ লাভবান হতে পারবেন। এবং নিয়মিত ট্রেডিং এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন। আপনার দক্ষতা ও অভিজ্ঞতা দ্বারা মার্কেটে অবস্থান সম্পর্কে ধারণা অর্জন করে থাকবেন এবং তার উপর ভিত্তি করে অবশ্যই একটা ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলতে পারবেন। আপনার স্ট্রেটেজিকে যত টিউনআপ করবেন তত বেশী সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। তাই দীর্ঘদিন একটি স্ট্রেটেজি নিয়ে মার্কেট এ কাজ করার পর ডিসিশন নিতে হয় এটি কতটা নির্ভরশীল।

FRK75
2022-06-18, 11:04 AM
নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলতে না পারলে আসলে ফরেক্স মার্কেটে কোন লাভ নেই। অন্যের সিগনাল শুনে শুনে আর কতদিন ট্রেড করতে ভাল লাগবে। নিজে বুঝে সঠিক ভাবে একটা ট্রেড নিতে পারলে দেখবেন মনে শান্তি বিরাজ করছে। তাই আগে নিজেকে বুঝতে হবে তারপর নিজের স্টাইলে ট্রেড শুরু করতে হবে।ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত আমাদের মেধা দিয়ে ট্রেড করি। তাই ফরেক্স মার্কেট এ যে যত বেসি অভিজ্ঞ হবে সে তত বেসি ফরেক্স মার্কেট এ সফল হবে। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আপনি আপনার নিজস্ব ট্রেডিং স্টাইল গরে তুলোন।আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অন্য কার ট্রেডিং এর উপর নির্ভর করেন তাহলে সে ছাইলে আপনাকে ফরেক্স মার্কেট থেকে দুরে ঠেলে দিতে পারে। তাই নিজস্ব ট্রেডিং স্টাইল গরে তুলোন।

samun
2022-10-03, 08:48 AM
রেক্স কাজ করার জন্য আমদের কে নিজের ট্রেডিং স্টাইল ব্যাবহার করতে হবে আর আমেদের সেই রুল মোতাবেক ট্রেড করতে হবে তাহলে আমরা বেশি প্রফিট আয় করতে পারবো।আমরা বেশিরভাগ দেখি যে কেউ কেউ অন্য কোন ট্রেডার এর স্টাইল ফলো করে থাকে কিন্তু এটা ঠিক না আপনার সময় সাধ্যনুযায়ী আপনাকে ট্রেডিং করা উচিত।নিজে এনালাইসিস করতে হবে । নিজে নতুন কোন স্ট্রাটেজি বের করে ফেলুন আপনার মার্কেট এনালাইসিস থেকে । নিজের স্টাইল অনুযায়ী মার্কেটে ট্রেড করতে পারি।তার জন্য আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে।এবং সাথে সাথে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কি করে নিজের ইন্ডিকেটর কি করে তৈরী করতে হবে সেই বিষয়টি নিয়ে এনালাইসিস করতে হবে। যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অন্য কার ট্রেডিং এর উপর নির্ভর করেন তাহলে সে চাইলে আপনাকে ফরেক্স মার্কেট থেকে দুরে ঠেলে দিতে পারে। তাই নিজস্ব ট্রেডিং স্টাইল গরে তুলার চেষ্টা করুন ।

Mas26
2022-10-03, 10:52 PM
হ্যা অবশ্যয় প্রত্যেক টেডারের উচিত নিজের মত করে ট্রেড পরিচালনা অথাৎ ট্রেডিং করার জন্য নিজেস্ব ট্রেডিং স্টাইলের উন্নতি করা কারন আপনি যদি অন্যের ট্রেডিং স্টাইল নকল করেন হয়তো লাভ করতে পারবেন তবে তার জন্য আপনাকে অন্যের সগনাল এর উপর নির্ভর করে চলতে হবে তাই নিজেস্ব ট্রেডিং স্টাইলে ট্রেড করুন।যখন তুমি কোন ভুল করে ফেল, তখন এর পিছনে বেশি সময় ব্যায় করো না। ফরেক্স নিয়ে যার অনেক দিনে অনেক কিছু অর্জন করেছে তাদের সবার কাছে গিয়ে আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি আপনার নিজের কোন নিজেস্ব কোন স্টাইল বা স্ট্রাটেজি ব্যবহার করেন তো আপনি জানতে পারবেন যে হ্যা তারা করে কারন ফরেক্স এ ভাল করতে হলে আপানাকে অবশ্যই নিজের একটি স্ট্রাটেজি করে নিতে হবে।ভুলের পিছনের কারণগুলোকে মনের মধ্যে গেঁথে নাও এবং সামনে তাকাও। ভুল তোমাকে শিক্ষা দেয় জ্ঞানী হয়ে উঠতে। অতীতকে বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ তোমার ক্ষমতার মধ্যে।

sss21
2023-01-27, 07:59 PM
প্রত্যেক প্রফেশনাল ফরেক্স ট্রেডারেরই নিজেস্ব ট্রেডিং রয়েছে। তাই নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে চাইলে নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তুলতে হবে। তবে আমাদের উচিৎ ভাল ট্রেডআরদের ফলো করতে হবে । তার পর নিজেদের স্ট্যাইল ব্যবহার করা উচিৎ ।

FRK75
2023-07-24, 12:36 PM
ফরেক্স মার্কেটে ভালো কিছু করতে হলে অবশ্যই এখানে নিজস্ব ট্রেডিং স্টাইল গড়ে তুলতে হবে আর আমি দেখেছি ট্রেডাররা তাদের নিজস্ব সিস্টেমে ট্রেড করে। আসলে ফরেক্স মার্কেটে সফল হতে হলে নিজের একটা ট্রেড করার স্টাইল থাকা দরকার। এতে লাভ লস আপনার উপর নির্ভর করে কিন্তু আরেকজনের ট্রেডিং স্টাইলে ট্রেড করে লস হলে মনকে বুঝদেওয়া যায় না এজন্য ফরেক্স মার্কেটে সফলতা পেতে গেলে নিজস্ব ট্রেডিং ফরেক্স ট্রেডার নিজস্ব ট্রেড়িং স্টাইল থাকে।নিজস্ব স্টাইল অনুযায়ী ট্রডিং করে থাকেন ।এমন অনেক অছেন কার্বন কপি করে থাকেন,এতে নিজের ক্ষতি হয়। অপরের কাচথেকে শিক্ষা গ্রহন করা ভাল, কিন্তু তাই বলে শিক্ষকের ধ্যেন ধারনা অার ছাত্রের ধ্যেন ধারনা এক নয়।তাই নিজের সম করে ট্রেডিং স্টাইল গডে তোলা মঙ্গল জনক । আপনি যত বেশি মার্কেট এনালাইসিস করতে পারবেন আপনি তত বেশি দক্ষ হবেন । আপনি যদি ফরেক্সে দক্ষ হতে চান তাহলে অন্যকে কপি করে দক্ষ হওয়া যাবে না । নিজে এনালাইসিস করতে হবে । নিজে নতুন কোন স্ট্রাটেজি বের করে ফেলুন আপনার মার্কেট এনালাইসিস থেকে । তাহলে আপনি নিজে একসময় ফরেক্সের অনেক বড় সফল ট্রেডার হতে পারবেন ।

sss21
2023-08-29, 07:02 AM
আমাদের সবার উচিত ফরেক্স এ নিজেস্ব ট্রেডিং স্ট্যাইল গড়ে তোলা। কারন আপনি যে স্ট্যাইলে ট্রেড করবেন তা অন্য কেউ ভাল ভাবে পারবেনা আর আপনি যদি অন্য কেউকে অনুসরন করে তার স্ট্যাইলে ট্রেড করতে চান তাহলে আপনিও ভাল ভাবে তা পারবেন না। তাই সবার উচিত যার যার স্ট্যাইলে সে সে ট্রেড করা এতে আপনি ট্রেডও ভাল ভাবে করতে পারবেন এবং অনেক কিছু বুঝতেও পারবেন আর ট্রেডে লাভও হবে।

Mas26
2023-08-29, 10:23 AM
যে কোন কাজ যখন মানুষ শুরু করে তখন কাউকে না কাউকে অনুসরন করে। একটি শিশু যখন বড় হতে শুরু করে তখন সে তার বাবা অথবা মাকে প্রথমে অনুসরন করে। কিন্তু যখন সে বড় হতে শুরু করে তখন আর বাবা মাকে অনুসরণ করে না। সে নিজের মত নিজে চলতে পারে। ঠিক একই ভাবে ফরেক্স মার্কেটেও নিজের মত করে ট্রেড স্ট্যাইল গড়ে তুলে নিতে হয়। তা হলে লাভ করা যায়।🌺🌺🌺