Log in

View Full Version : Instaforex Broker এর SUB IB কি.?



anny
2014-12-08, 09:30 AM
আমি ফরেক্স মার্কেট নতুন তাই আমি জানতে চাই Instaforex Broker এর SUB IB কি।
তাই কেহ জানলে আমাকে বলবেন ।

InstaForex Sushantay
2014-12-08, 11:22 AM
আমি ফরেক্স মার্কেট নতুন তাই আমি জানতে চাই Instaforex Broker এর SUB IB কি।
তাই কেহ জানলে আমাকে বলবেন ।


সুহৃদ ট্রেডার,
ইন্সটাফরেক্স সাব-আইবি) হল, দুই স্তরের অ্যাফিলিয়েট প্রকল্প। এরা মুলত অ্যাফিলিয়েট প্রকল্পের নতুন প্রতিনিধি বা অংশীদার, যারা কোন অংশীদারের অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে তার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নিবন্ধন করে এবং সাব-আইবি এর মাধ্যমে রেফার করা গ্রাহকেদের প্রতিটি ট্রেডের জন্য উচ্চ হারে অ্যাফিলিয়েট কমিশন গ্রহন করে।
অনুগ্রহ করে অংশীদারগণ সাব-আইবি এবং কমিশনের পরিসংখ্যানিক তথ্য পেতে পারে অংশীদার ওয়েবসাইট (http://partners.instaforex.com/bd/sub_ib.php/) এর ঠিকানায় প্রবেশ করে বিস্তারিত দেখুন: http://partners.instaforex.com/bd/sub_ib.php/।

ali.kamal
2014-12-08, 04:10 PM
ইন্সটাফরেক্স প্রতিনিয়ত তাদের গ্রাহকদের জন্য নিত্য নতুন আয়ের সুযোগ প্রদান করে থাকে। আর এই ইন্সটাফরেক্স সাব আইবি হলো ট্রেডারদের জন্য আয়ের নতুন সুযোগ, যারা ইন্সটাফরেক্স বিভাগের মাধ্যমে ট্রেডিং করেন তারা এই সাব আইবিতে নিবন্ধিত হয়ে বাড়তি আয় করতে পারেন।

happymasud
2015-08-10, 12:21 PM
http://partners.instaforex.com/bd/sub_ib.php/। হেয়ার ইস দ্যা লিঙ্ক

fxover
2015-09-22, 07:00 PM
Instaforex Broker এর SUB IB কি এ সম্পর্কে আমি তেমন কিছুই জানি না । তবে আমি যেটুকু জানি তাতে মনে হয় এটি ইন্সটা ফরেক্স ব্রোকার এর কণ একটি সেবা । আপনারা যদি কেই এ সম্প্ররকে বিস্তারিত এবং সঠিক তথ্য দিতে পারেন তাহলে অবশ্যই পোস্ট করুন আর আমাদের সাথে শেয়ার করে আমাদের জানার সুযোগ করে দিন ।

swadip chakma
2015-09-23, 12:33 AM
আমার ও তেমন ইন্সতাফরেক্স ব্রকার এর মধ্যে sub ib সম্পরকে ধারনা নেই।আমি জানতে চাই যে আসলে কি এই সাব আই বি কি রিয়াল একাউন্ট ট্রেড এর বাইরে ?এই সাব আই বি করে কি আলাদা আয় করা ,কেউ কি জানেন?কেউ যদি ভাল করে জানেন তাহলে জানালে খুব উপকৃত হব।

basaki
2016-02-06, 01:08 PM
ইন্স্যা ফরেক্স হচ্ছে পৃথবির সবছেয়ে ভাল একটা ব্রোকার আত এই ব্রোকার সবাইকে অনেক সূযোগ সুবিধা দিয়ে থাকে। আর এই রকম একটা সুবিধা হচ্ছে sub ib । এই আই বির মাধ্যমে একজন ফরেক্স ব্যবসাহি আরো এক আয়ের পথ হিসাবে গ্রহন করতে পারবে বলে মনে করি। তাই ফরেক্স ব্রোকার সেরা।

MotinFX
2016-02-07, 04:37 PM
ইনস্টা ফরেক্স হল পৃথিবীর সেরা ব্রোকার কারন এই ব্রোকার আমাদের জন্য নতুন নতুন আয়ের সুযোগ করে দিচ্ছে। আমি এই সব আইবি সম্পর্কে তেমন কোন ধারনা নেই। সাব আইবি দিয়ে আলাদা আই করা যায়। যদি কিভাবে আলাদা আয় করা যায় সেটা আমাদের কে শেয়ার করে বুঝিয়ে বললে আমাদের অনেক উপকার আসবে।

sharifulbaf
2016-05-12, 09:56 PM
ফরেক্স মার্কেটে আমরা ইনিস্ট্রা ফরেক্স ব্রোকারের সাব আইবি বলতে আমরা বুঝে থাকি,এখানে আমরা এফিলিয়েট বা অংশিদারকে বুঝিয়ে থাকি,ফরেক্স ব্যাবসা করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের একাউন্ট করতে পারি,ইনিস্ট্রা ফরেক্স ব্রোকারের দুই ধরনের আইবি একাউন্ট করতে পারি।ভাল প্রফিট আসে ট্রেডিং করতে ভাল লাগে।

Mamun13
2017-06-13, 03:07 PM
একটা ভালো ব্রোকারের ক্লায়েন্টের জন্য অনেক ধরনের সুবিধা দেওয়া থাকে৷সেই রকমই হলো Sub-I.B. এটা হলো ঐ ব্রোকারের প্রতিনিধি৷সে একটা লিংক ব্যাবহার করবে এবং ঐ প্রতিনিধির লিংকের মাধ্যমে যে সকল ট্রেডারগণ ঐ ব্রোকারে রিয়েল একাউন্ট খুলবে৷যত নতুন ট্রেডার রিয়েল একাউন্ট খুলবে ও ডিপোজিট করবে,ট্রেড করবে ঐ প্রতিনিধি বা Sub-I.B তত বেশি কমিশন পাবে৷নিঃসন্দেহে এটা একটা ভালো সিস্টেম৷ঐ Sub-I.B এর মাধ্যমে ব্রোকার অসংখ্য ক্লায়েন্ট পায়,এতে ব্রোকারের পরিচিতি অনেক বৃদ্ধি পায়৷

habibi
2019-01-15, 05:53 PM
আমার জানা মতে ইন্সটাফরেক্স দুই ধারনের আইবি অফার করে থাকে। একটি হল আইবি (ইন্ট্রোডিউসিং ব্রোকার) আরেকটি হল সাব আইবি (সাব-ইন্ট্রোডিউসিং ব্রোকার)। আইবি নিতে কোন অফিস থাকা লাগে। তবে সাব (সাব-ইন্ট্রোডিউসিং ব্রোকার) নিতে কোন প্রকাশ অফিস প্রয়োজন হয় না। সাব আইবি অনেকটা রেফারেল এর মত আপনি যত ক্লাইন্টকে রেফার করবেন এবং তারা যদি ডিপোজিট করে ট্রেড করে তাহলে প্রতি ট্রেড থেকে সাব-আইবি কিছু পিপ্স কমিশন পেয়ে থাকে। আর এই পিপ্স এর পরিমাণ ১.৫ থেকে ৫.৩ হয়ে থাকে। আরেকটি বিষয় এই কমিশন কিন্তু দেয় ব্রোকার। এখানে ক্লাইন্টদের কাছ থেকে অতিরিক্ত কোন কিছু কাটা হয় না। ব্রোকার তার নিজের স্প্রেড থেকে এই কমিশন দিয়ে থাকে।

আর ইন্সটাফরেক্সে বাংলাদেশে কিছু পার্টনার ম্যানেজার রয়েছে যারা আইবি বা সাব আইবি নিতে চাইলে সহযোগিতা করে থাকে।